19/06/2024
কৃতজ্ঞতা ও ভালোবাসা। ❤️
উইচার নিয়ে আমার মুগ্ধতা বহু আগে থেকেই। সেই ভালোলাগা থেকেই অনুবাদ করেছিলাম উইচার সিরিজের প্রথম বই 'দ্য লাস্ট উইশ'। আর এখন তার ধারাবাহিকতায় অনুবাদ করে ফেললাম উইচারের জাদুময় জগতের একটি কমিক। এই সিরিজের প্রত্যেকটি কাহিনিই মৌলিক, মূল বইয়ের এডাপটেশন নয়। এবং প্রতিটাই স্ট্যান্ডএলোন। তাই উইচারের জগতে নতুনভাবে ডুবে যাওয়ার জন্য এর চেয়ে ভালো অপশন আর হতে পারে না। এই সিরিজের হাউজ অব গ্লাস, ফক্স চিলড্রেন, কার্স অব ক্রোস, অব ফ্ল্যাশ এন্ড ফ্লেম, দ্য ব্যালাড অব টু উলভস, ওয়াইল্ড এনিমেলস--এই কমিকগুলোর প্রত্যেকটার কাহিনিই বেশ গভীর, রোমাঞ্চকর আর অতিপ্রাকৃতে ভরপুর। পাশাপাশি আছে উইচার ওয়ার্ল্ডের চমৎকার দর্শনও। আর্টওয়ার্কগুলো তো খুবই দারুণ। আর তাই পাঠক রেসপন্স থাকলে সবগুলোই করার ইচ্ছে আছে আমার।
হাউজ অব গ্লাস
গল্প: পল টবিন
আর্ট: জো ক্যারিও
অনুবাদ, সম্পাদনা এবং লেটারিং: আশরাফুল সুমন
প্রকাশনী: বেধী
কাহিনি সংক্ষেপ:
রহস্যময় এক অরণ্যের ধারে উইচার গেরাল্টের সাথে পরিচয় ঘটে জ্যাকব নামের এক শিকারির। একপর্যায়ে ও জানতে পারে জ্যাকবের মৃত স্ত্রীর কথা, যে মৃত্যুর পর পরিণত হয়েছে ব্রুক্সা নামের ভয়ংকর এক ভ্যাম্পায়ারে। অতিপ্রাকৃতের নিবাস কৃষ্ণ অরণ্য পাড়ি দেয়ার সময় দুইজনেই ঘটনাচক্রে হাজির হয় একটি কাচের তৈরি বাড়িতে। আর দেখতে পায়...
অগণিত কক্ষ আর শয়তানের খেলায় পরিপূর্ণ ঐ নিবাসে ওদের জন্য আগে থেকেই অপেক্ষায় আছে সেই ব্রুক্সা...
----------------------
প্রচ্ছদ মূলটা রাখব নাকি ভিন্ন আর্টওয়ার্ক দিয়ে বাংলায় লেটারিং করিয়ে নেবো সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে৷ আমার বাকি বইগুলোর মতোই এতেও জুলিয়ানের ছোঁয়া থাকবে অবশ্যই।
বেধী সম্পর্কে বলি এবার৷ এটা হলো বেনজিন এবং ধী-এর কোলাবোরেশান, যেখান থেকে কমিক, গ্রাফিক নভেল ইত্যাদি বের হবে৷ হাউজ অব গ্লাস দিয়ে যাত্রা শুরু হতে যাচ্ছে তাদের। বেধীর জন্য অনেক অনেক শুভকামনা। ভালো কিছু হোক, সেই প্রত্যাশায়...❤️❤️