আমাদের ফেনী

আমাদের ফেনী Dhaka Bangladesh

ফেনীতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অ*স্ত্রসহ দুই ছাত্রদল নেতাকে আ'টক করা হয়েছে।শনিবার (১৬ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন...
16/08/2025

ফেনীতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অ*স্ত্রসহ দুই ছাত্রদল নেতাকে আ'টক করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান। আ'টকরা হলেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন (৩২) ও ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন (৩০)।
সূত্র জানায়, শুক্রবার (১৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আ'টক করে। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অ*স্ত্র উদ্ধার করা হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আ'টকদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, বিষয়টি এখনো অবগত না। এটি কোনো ষ*ড়যন্ত্র কিনা তা আমরা খোঁজখবর নিচ্ছি। তবে অ*নৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে সাংগঠনিক বিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, দেশীয় অ*স্ত্রসহ দুইজনকে আ'টক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 #জন্ম_নিবন্ধনশেয়ার করে টাইমলাইনে রেখে দিন কাজে লাগবে।👇জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ে...
10/08/2025

#জন্ম_নিবন্ধন

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন কাজে লাগবে।👇

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।
এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।
দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনীয় সেবা নিন।

★ নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application

★ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction

★ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search

★ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status

★ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint৥

#জন্ম #জন্মনিবন্দন

ফেনী সদর ফাজিলপুর  খাইয়ারা রাস্তার মাথা এক আতংকে নাম মীর সবুজ গং।ট্রাক চালক থেকে টাকা নেয়।বালুর ট্রাক থেকে টাকা। এবং কিছ...
08/08/2025

ফেনী সদর ফাজিলপুর খাইয়ারা রাস্তার মাথা এক আতংকে নাম মীর সবুজ গং।ট্রাক চালক থেকে টাকা নেয়।বালুর ট্রাক থেকে টাকা। এবং কিছু দিন আগে খাইয়ারা রাস্তার মাথার প্রবীণ ব্যবসায়ী ওলিউল্লাহ কে মেরে তার দোকানে তালা ঝুলিয়ে দেয়।খাইয়ারা ব্রিকসের সামনের এক দোকান মালিককেও নিয়ে যায়। পরে টাকার বিনিময়ে মুক্তি পেয়ে সে দোকান ছেড়ে পালিয়ে যায়। খাইয়ারা রাস্তার মাথা তার গোয়েন্দা টীম কাজ করে।সে খাইয়ারা রাস্তার মাথায় সকাল অপকর্মের মূলহোতা। পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তার কারণে মীর বাড়ির আশেপাশে বিএনপির ভোট এখন শূন্যের কোটায়, অথচ বিএনপির নেতারা এগুলো দেখে ও না দেখার ভান করে। এক মীর সবুরের জন্য ১২নংফাজিলপুর ইউনিয়নের বিএনপির কি ক্ষতি হয়েছে সেটা ভোটারদের নিকট গোপন গেলে বুঝতে পারবেন। তার মীর বাড়ির লোকজন গ‍্যাস ব্যবহার করতে হলে মীরসবুজকে ৩০/৪০ হাজার টাকা দিতে হয়েছে। গোপনে এলাকার যান সত্যতা পেয়ে যাবেন। খাইয়ারা রাস্তার মাথায় একজনের বাড়ি দখল করে অফিস বানিয়েছে।যারা তার কথা শুনে না তাদের কে লোকজন দিয়ে ধরে এনে মারে এবং টাকা নেয়। ফাজিলপুর ইউনিয়নের এক আতংক মীর সবুজ বাহিনীর। প্রশাসন যেনো নিরীহ মানুষের পাশে দাঁড়ায় এটাই কাম্য।

02/08/2025

দুর্নীতির পাহাড়!
July Revolutionary Alliance - JRA JU Insiders

24/07/2025
22/07/2025

সচিবালয়ের ভিতরে এরা কারা। পুলিশটার কি অপরাধ! লীগের লোকজন নাকি আজকে ফিরে আসছে।

ফেনী দাগনভূঞার যুব/লীগ নেতা রিয়াদ মাহমুদ আটক
22/07/2025

ফেনী দাগনভূঞার যুব/লীগ নেতা রিয়াদ মাহমুদ আটক

16/07/2025

হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, তার আত্মীয় তাপসের সাথে তার কথোপকথনের অডিও এসেছে।
July Revolutionary Alliance - JRA Amnesty International South Asia JU Insiders The Red July Human Rights Watch Bangladesh Army U.S. Embassy Dhaka

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের ফেনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share