26/08/2025
সব মানুষকে তো কন্ট্রোল করা সম্ভব না আপনার পক্ষে, তাই নিজেকে সেপারেট করে ফেলুন প্রয়োজন মতো। দেখবেন ভালো থাকবেন। ইলেকট্রনিক ডিভাইস গুলোর যেমন চার্জ দরকার হয় ঠিক তেমনি আপনার রিল্যাক্স লাগে যেই কাজগুলোতে সেই কাজ গুলো করার সময় আপনাকে যদি কারো কোন কথা বা আচরণ বাঁধা দিলে তাদের থেকে নিজেকে দূরে রাখুন। সে যেই হোক না কেন। কারণ এই টাইমটাই হলো আপনার চার্জিং টাইম। চার্জ প্রোপারলি না হলে ইলেক্ট্রনিক ডিভাইস যেরকম কাজ করে না ঠিক তেমনি আপনার মনও ঠিকটাক মত কাজ করবে না। তাই কখনো মানসিক শান্তির ক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না ।