চেতনায় ২৪

চেতনায় ২৪ জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ নিয়ে বিশ্লেষণধর্মী নানা তথ্য ও ভিডিওচিত্রের প্ল্যাটফর্ম

04/11/2025

গণভোট মানে জনগণের মতামত যাচাই। এখন কথা হইলো, যারা গণভোট চায় না তারা জনগণের মত প্রকাশে বিশ্বাস করে কি না? গণতন্ত্র বলে জিকির করে আর এদিকে পাবলিকের রায়ের ওপর আস্থা নাই।

তাহলে ফ্যাসিস্ট হাসিনা আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায়!!

মনে রাখবেন, নব্য ফ্যাসিস্ট হওয়ার যত রাস্তা ছিল ৩৬ জুলাই সেই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। এরপর যা বাকি আছে এই প্রজন্ম সেটাও বন্ধ করার উদ্যোগ নিচ্ছে। ওয়েট এন্ড সি। ইনশাআল্লাহ।

বাংলাদেশ হবে মানুষের, কোনো ফ্যাসিস্টের নয়।

-জাহিদুল ইসলাম
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

04/11/2025

বিএনপি আসলেই একটা ইনক্লুসিভ দল।

এই দলে একই সাথে জুলাইয়ের শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ এবং জুলাইকে কালো শক্তি বলা ফজলুর রহমান এমপি নমিনেশন পান।

এর আগে ১৯৭৯ সালে বিএনপির সরকারে রাষ্ট্রপতি ছিলেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী ছিলেন স্বাধীনতার বিরোধী এবং মুক্তিযুদ্ধকালীন মালেক মন্ত্রীসভার সদস্য শাহ আজিজুর রহমান।

ইতিহাসে এরকম ইনক্লুসিভিটির উদাহারন বিরল।

Status Credit: শরীফ উদ্দিন

01/11/2025

খুব সম্ভবত ২০১৩ সালের কোনো এক হরতালের দিনে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা হয়।
ঐ হামলায় দুই পক্ষের ৪ জন মানুষ মারা যায়।
লীগের অনেকেই বলছিলো যে ঐ হামলা চালায় স্থানীয় বিএনপি-জামাতের নেতা-কর্মীরা।
একটা মামলাও হইছিলো।
কিন্তু, ইন্টারেস্টিং ব্যাপার হলো, আসাদুজ্জামান নূরই ঐ মামলারে বেশী আগাইতে দেন নাই। মামলার ১০ বছরে সাক্ষ্যগ্রহনও করা হয় নাই।
কারণ, নূর জানতেন ঐ ঘটনায় তার নিজের দলের লোকই জড়িত ছিলো।
কিন্তু, প্যাথেটিক বিষয় হইলো, এই হামলাকে কেন্দ্র করে সুমিষ্টভাষী অভিনেতা, বিশিষ্ট নাট্যজন জনাব আসাদুজ্জামান নূর তার এলাকার পটেনশিয়াল অনেক বিরোধীদলীয় তরুনকে মেরে ফেলেন।
এমনকি, মামলায় আসামী থাকা ছাত্রদল-শিবিরের অনেক নেতার লাশ পাওয়া যায় উইদিন উইকস।
লীগ যখন ভয়াবহ ফ্যাসিস্ট হওয়া স্টার্ট করলো, তখন তারা সাইমুলটেনিউসলি রোকেয়া প্রাচী, আসাদুজ্জামান নূরদের সামনে নিয়ে আসে।
যাতে তাদের সফট পাওয়ার দিয়ে জনরোষকে ঠেকানো যায়। বিটলারের ওল্ড ডার্টি গেম আরকি।
নূর সাহেব সেই রোলও ভালোভাবে প্লে করে গেছেন; যেহেতু গুনী অভিনেতা।
এর বাইরে এমপি মন্ত্রী হয়ে দেশের কোটি টাকা বিদেশে পাচার, দেশের গনতন্ত্র, ইন্সটিটিউশনকে ধ্বংসে সামনের সারিতে থেকে কাজ করে গেছেন।
জুলাইয়ে যখন রিয়া গোপদের গুলি করে মারতেছিলো, নূরের চ্যালাপেলারা বিটিভি ভবনে যেয়ে কান্না-কাটি করছিলো।
যারা গতকাল এই ফ্যাসিস্টের জন্মদিনে আবেগাপ্লুত হয়ে পোস্ট দিছেন, তারা যাতে মনে না করেন আমরা নূরদের শয়তানি ভুলে গেছি।
নূরদের আমরা ভুলবো না; ভুলতে দিবো না ইনশাআল্লাহ।
© আব্দুল্লাহ মোহাম্মদ রুহেল

29/10/2025

ভয়ানক ঘৃণার ভাষাকে মঞ্চ দেওয়া যায় না।
হাসিনার ইন্টারভিউ আমি সুযোগ পেলেও করবো না, এমনকি কয়েক কোটি টাকা দিলেও না, খুনির সাক্ষাৎকার নেয়া যাবে না তা না— সাংবাদিকতার এথিক্স এটা বলে না যে আপনি খুনির সাক্ষাৎকার নিতে পারবেন না। একজন খুনির সাক্ষাৎকার নেয়ার মধ‍্য দিয়ে যদি আমি সমাজ, রাষ্ট্র ব‍্যবস্থার ত্রুটি তুলে ধরতে পারি, যদি সেই সাক্ষাৎকার জনস্বার্থে অত্যাবশ্যক হয় (উদাহরণ: অপরাধের পেছনের নেটওয়ার্ক বুঝাতে বা ভবিষ্যৎ অপরাধ রোধে ভূমিকা রাখে) তাহলে তা নেয়া যায়।
তথ‍্য সাংবাদিকের কাছে খনি। কিন্তু এই খনি আহোরণ করতে গিয়ে কোনো সাংবাদিক দেশের ক্ষতি করার রাইট রাখেন না।
একটা উদাহরণ দেই, নরওয়ের Anders Breivik — ২০১১ সালে ৭৭ জনকে হত্যা করে। তার বিচার চলাকালীন অনেক সংবাদমাধ্যম তার “ideology” বা বক্তব্য ছাপতে চেয়েছিল। কিন্তু নরওয়ের আদালত ও সাংবাদিকতার নীতি-সংস্থা নির্দেশ দেয়, “Breivik-এর বক্তব্য প্রচার করা মানে তার ঘৃণার ভাষাকে মঞ্চ দেওয়া।”ফলে, অধিকাংশ মিডিয়া তার সাক্ষাৎকার সরাসরি প্রচার করতে পারেনি।
তাইলে খুনি হাসিনার সাক্ষাৎকার নেয়া যাবে না।নেয়া যাবে না মূলত: তিনটি কারনে, প্রথমত হাসিনা সম্পর্কে আমরা জানি যে সে কোনো অপরাধের নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে খুন করে নাই, বরং নিজেই মাফিয়া ছিল। তাঁর সাক্ষাৎকার নিয়ে কোন বৃহৎ জনকল‍্যান সাধিত হবে না কিংবা সে এমন কোনো সত‍্য তুলে ধরবে না যা এড্রেস করার মধ‍্য দিয়ে সমাজে বা রাষ্ট্রে অব‍্যবস্থাপনা দূর হবে। তাহলে খুনি হাসিনার সাক্ষাৎকার আমি কেন নেবো? এথিক‍্যালি আমি তা করতে পারি না। রাষ্ট্রবিজ্ঞানী হান্না আরেন্ট ন্যুরেমবার্গ ট্রায়াল নিয়ে লিখেছিলেন:
“When evil is given a stage, it should not be for sympathy, but for understanding its mechanism.”অর্থাৎ,অপরাধীর কণ্ঠ শোনা যেতে পারে বোঝার উদ্দেশ্যে,কিন্তু সহানুভূতির উদ্দেশ্যে নয়। হাসিনার কাছে বোঝার কিছু নাই যে কেন সে এতো মানুষকে এমনকি শিশুকে হত‍্যা করলো। সে এক রক্ত পিপাসু ক্ষমতালোভি ভয়ানক ফ‍্যসিস্ট!
১৯৩০-এর দশকে যুক্তরাজ্যের সাংবাদিক George Ward Price হিটলারের সাক্ষাৎকার নিয়েছিলেন।
এই সাক্ষাৎকার নেয়ার পর তিনি ভয়ানক ভাবে সমালোচিত হয়েছিলেন, কারন এক ভয়ানক হত‍্যাকারীর অপরাধের ভয়াবহতার ব‍্যাখ‍্যা দিতে, নিজের ভালো (ভ্রান্ত) দিক তুলে ধরতে সেই সাক্ষাৎকার সহযোগিতা করেছিল। সেটাই করার কথা, কারণ একজন খুনীর সাক্ষাৎকার নেয়া মানেই আপনি তার অপকর্মের ব‍্যাখ‍্যা দেয়ার সুযোগ দিচ্ছেন অথবা তাকে মিথ‍্যা বয়ানের সুযোগ হাজির করছেন।
এখন আসেন দ্বিতীয় কিন্তু গুরুত্বপূর্ণ কথায়, হাসিনার বিচারের আগে হত্যা সংক্রান্ত আলাপে তার দেয়া মিথ‍্যা তথ‍্য (যেহেতু সে সত‍্য বলে না) তার অনুসারীদের ভেতরে বিভ্রম সৃষ্টি করতে পারে, যাদের তিনি ইতিমধ্যে প্রতিপক্ষের উপর হামলার হুকুম দিয়েছেন, তাদের বাড়িঘরে আগুন দিতে বলেছেন। এইসব মতিভ্রম নেতাকর্মীরা আরও বিভ্রান্ত হয়ে ভবিষ্যতে কি করতে পারে অনুমান করে নেন। আমরা নিশ্চয়ই একটা সিভিল ওয়ার সিচুয়েশন চাই না! মাফিয়া, প্রতিশোধপরায়ন ও একজন খুনির সাক্ষাৎকার নিয়ে আমি নিশ্চয়ই দেশে কিছু বিপথগামী পরাজিত আওয়ামী শক্তি বাহিনীকে উস্কে গিয়ে আরও বিপথগামী করতে পারি না!
তৃতীয় যে কারনে তাঁর সাক্ষাৎকার আমি নেবো না তা হলো, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের আহত করুক এমন কোনো কাজ আমি করতে পারি না। পিরিয়ড।

-কাজী জেসিন
জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব

29/10/2025

"পার্শ্ববর্তী দেশ বলা যাবে না, সরাসরি ভারত বলতে হবে"

ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল ইউসুফ এর পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কথাগুলো এই দেশের তরুণদের মনে গেঁথে নেয়া দরকার।

৫ আগস্ট সবচেয়ে বেশি বদলে দিয়েছে বিএনপির বিভিন্ন পেশাজীবীদের জীবন। সাংবাদিক ইলিয়াস হোসেন এখন আরটিভির হেড অব নিউজ। চেহারা ...
24/10/2025

৫ আগস্ট সবচেয়ে বেশি বদলে দিয়েছে বিএনপির বিভিন্ন পেশাজীবীদের জীবন।
সাংবাদিক ইলিয়াস হোসেন এখন আরটিভির হেড অব নিউজ। চেহারা কতটা চকচকে হয়েছে, কতটা নাদুসনুদুস হয়েছে ছবিই তার প্রমাণ।
বিএনপির এই সাংবাদিক নেতাই এখন মিডিয়া মোগল হিসেবে আভির্ভূত হচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। মির্জা ফখরুলের সঙ্গে ঘনিষ্টতার কারণে মিডিয়ার সবাই তাকে আলাদাভাবে সমীহ করে।
তিনিই শিবিরের প্রেস রিলিজ পাবলিশ করার কারণে আরটিভি থেকে দু্ই পেশাদার সাংবাদিককে চাকরিচ্যুত করেছেন বলে একটি সূত্র জানিয়েছে।
এই সাবেক সাংবাদিক নেতাই নাকি ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য সাংবাদিকদের সংগঠন ডিইউজের নির্বাচন স্থগিত করার অন্যতম হোতা।

টাকা কত কামাইছেন চেহারায় তার কিছুটা আবেশ পাওয়া যাচ্ছে?

24/10/2025

এনসিপি কি আরেকটা ‘গণজাগরণ মঞ্চ’ হতে যাচ্ছে?

ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তোলা ফটোসেশনে ফুরফুরে ছিলেন জামায়াত নেতারা আর এনসিপির নেতাদের মুখে দেখা গিয়েছে হতাশার চিত্র। ...
24/10/2025

ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তোলা ফটোসেশনে ফুরফুরে ছিলেন জামায়াত নেতারা আর এনসিপির নেতাদের মুখে দেখা গিয়েছে হতাশার চিত্র।
আসলে ঘটনা কী হতে পারে?

13/10/2025
13/10/2025

বিএনপির ভোট যখন ছিলো ৩০ শতাংশ এবং জামায়াতের ১০ শতাংশ ,তখন বিএনপি জামায়াতের জন্য আসন ছাড়তো ৩০ থেকে ৩৫টা। এর মধ্যেও অন্তত ৫টা আসনে বিএনপির কেন্দ্রীয় কোনো নেতা স্বতন্ত্র দাঁড়িয়ে যেতো এবং ফাকঁতালে সেই আসনে আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে যেতো। আগামী নির্বাচনে এনসিপির যারা যারা স্বপ্ন দেখতেছেন, বিএনপি এনসিপির জন্য ৫০-৬০টা আসন ছেড়ে দিবে, তারাও খুব ভালো করে জানেন, নির্বাচনে দাড়ানোর মতো এনসিপির ৩০জনও প্রার্থীই নাই। আপাতত জামায়াত ছাড়া বাকি দলগুলোর সাপোর্ট বিএনপির দরকার কারণ এই সাপোর্টের উপর ভিত্তি করে বিএনপি ঐকমত্য কমিশনের ফাঁড়া কাটাতে চায়। ফেব্রুয়ারির নির্বাচনের তফশিল ঘোষণার পর বিএনপি এই সিদ্ধান্তে আসবে যে, তাদের আর খুব একটা কারো সাপোর্ট দরকার নাই।
আমার ধারনা, বিএনপি অন্তত ২৭০ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে এবং উপায়ান্তর না দেখে এনসিপিসহ যুগপৎ আন্দোলনের বাকি শরীকরা নানারকম টাল্টিবাল্টি করে ৩০ আসনেই সন্তুষ্ট থাকবে।
এনসিপি যদি নিজেদের অন্তত ৫- ১০ শতাংশ ভোটের ব্যাপারে আশাবাদী থাকতো, তারাও নিম্নপক্ষে পিআর চাইতো। এই আশাবাদ নাই বলে বিএনপির সাথে জোটে যাওয়া ছাড়া এনসিপির আপাতত অন্য লক্ষ্য নাই।
জামায়াতের জন্য খুব ভালো হতো যদি তারা এখনই এনসিপির সাথে জোট করতে পারতো। এতে ভোটের রাজনীতিতে জামায়াতের খুব একটা লাভ না হলেও সরকারের সাথে নেগোশিয়েশনে জামায়াত সুবিধা করতে পারতো। সেই জোট যেহেতু জামায়াত এখনো করতে পারে নাই ভোটের আগে গিয়ে এনসিপির সাথে জোট করে কোনো লাভ হবেনা। এনসিপির যা ইমেজ দাড়িয়েছে ,ঢাকার বাইরে জামায়াত যেসব আসনে এনসিপিকে প্রার্থী দিবে, সেসব আসনে বিএনপি অটো জিতে যাবে।
জুলাইয়ের শক্তি হিসেবে মিডিয়ায় এনসিপিকে অগ্রাধিকার দিলেও সাধারণ মানুষ জামায়াত এবং শিবিরকেই জুলাইয়ের প্রধান শক্তি হিসেবে গ্রহণ করেছে বলে আমার ধারণা।
এজন্য জোট নিয়ে অতিরিক্ত আশাবাদী না হয়ে জামায়াতের উচিৎ সাদিক কায়েম ফরহাদদের নিয়ে সারাদেশে প্রচার অভিযান বাড়ানো।
মাহমোদুল হাচান পিএইচডির উপর ভরসা করে ভলিভিয়া আর্জেন্টিনা হন্ডুরাসের দূতাবাসের সাথে রুটিন করে সাক্ষাৎকার , স্পেন মাদাগাসকারের জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের চাইতে অনেক অনেক জরুরি হচ্ছে এলাকায় এলাকায় প্রচারাভিযান বাড়ানো।
কাজ না থাকায় জামায়াতের সমর্থক কিন্তু সরাসরি জড়িত নয়, এরকম অনেক ফেসবুক এক্টিভিস্ট নানা ধরনের কাজিয়া করে বেড়াচ্ছে। একবার শক্তি-রফিক-আদনান গং , আরেকবার বাগছাস-ছাত্র অধিকারের সাথে গুতাগুতি করে বেড়াচ্ছে। এইসব কাজিয়া বাদ দিয়ে নির্বাচন কেন্দ্রিক ন্যারেটিভ নির্মান ও প্রচারাভিযানে যাতে সবাই অংশগ্রহণ করে, জামায়াতের উচিৎ কার্যকর উদ্যোগ নেয়ার দিকে নজর দেয়া।
আগামীর নির্বাচন হবে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দিকে এক অবিস্মরণীয় যাত্রা।
ইনশাআল্লাহ।

লেখা: শরীফ উদ্দিন
লেখক ও চিকিৎসক

ফ্যাসিস্ট হাসিনার সময়ে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল কর্মকর্তারা গুম-খুন এর প্লানিং এবং এক্সিকিউশানে ভূমিকা পালন করছে, ত...
12/10/2025

ফ্যাসিস্ট হাসিনার সময়ে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল কর্মকর্তারা গুম-খুন এর প্লানিং এবং এক্সিকিউশানে ভূমিকা পালন করছে, তাদের বিচারের প্রশ্নের দুইটা দিক আছে।

এক, ন্যায়বিচারের প্রশ্ন। প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা রাজনৈতিক দলের হইয়া ভাড়ায় খাইটা এই দেশের জনগণরে খুন করবে; তারপর আবার বিনা বিচারে পার পাইয়া যাবে, এইটা হইতেই পারে না।

দুই, এই রকম ঠাণ্ডা মাথায় যারা কন্ট্রাক্ট কিলিং করতে পারে, তারা আসলে সাইকোপ্যাথিক সিরিয়াল কিলার। এই রকম সাইকোপ্যাথিক সিরিয়াল কিলার আমাদের সাথে একই সমাজে বসবাস করতেছে, এইটা কোনোভাবেই আমাদের জন্য নিরাপদ না।

এদের বিচারের প্রশ্ন এড়িয়ে যাবার কোনো সুযোগ নাই আমাদের। ইসলামে ন্যায়বিচারের যে কনসেপ্ট, তার সবচাইতে মৌলিক দিক হইল, এলিটিজম ডাজ নট কাউন্ট এজ অ্যা ডিফেন্স। অ্যা ক্রিমিনাল ইজ জাস্ট অ্যা ক্রিমিনাল, প্লেইন এন্ড সিম্পল।

বিএনপির সালাহউদ্দিন আহমেদ এবং জামায়াতের আবদুল্লাহ মুহাম্মদ তাহের — এই দুইজনের কাছ থেকে আমরা স্পষ্ট ভাষায় শুনতে চাই যে, এই বিচারের প্রশ্নে তাদের দলীয় সমর্থন এবং কর্মসূচি আছে।

-মির্জা গালিব
সহকারী অধ্যাপক, হাওয়ার্ড ইউনিভার্সিটি

Address

Dhaka
<<NOT-APPLICABLE>>

Alerts

Be the first to know and let us send you an email when চেতনায় ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share