18/08/2025
ইসলামী ব্যাংকে গণছাঁটাই ও একপেশে পরীক্ষা বাতিলের দাবি
৫ আগস্ট ২০২৪ এর পর থেকে বৃহত্তর চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ইসলামী ব্যাংকের সিনিয়র-জুনিয়র অফিসার ও স্টাফদের উপর ধারাবাহিক ছাঁটাই অভিযানের অভিযোগ উঠেছে। ব্যাংক কর্তৃপক্ষ ‘এস. আলম গ্রুপের চাপ’ দেখিয়ে কর্মকর্তাদের মধ্যে ভীতি সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সর্বশেষ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রায় ৯,০০০ অফিসার ও স্টাফদের মাত্র ১৫ দিনের মধ্যে পরীক্ষার ফাঁদে ফেলে নতুনভাবে ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। এতে স্পষ্টভাবে বৃহত্তর চট্টগ্রামের ব্যাংক খাতকে শূন্য করার ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে।
আমরা এ ধরনের একপেশে পরীক্ষা অবিলম্বে বাতিল করার এবং এ ঘটনার সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি।