Zato Smarts

Zato Smarts Rana

ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!'১. ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে আ'...
20/09/2025

ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!'

১. ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে আ'ঘা'ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই সাহায্য করেন, আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে, ওরা আপনার সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্র'তা'রক চক্র

২. ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু, তাঁর কাছে টাকা নেই বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন, ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাঁদের আস্তানাতে নিয়ে ব্লাক মে*ইল করবে।

৩. শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা, রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা, এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪. রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ আপনাকে তাঁদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না, সব হারাবেন, মেয়ে দিয়ে ব্লাক মে'ইল করবে।

৫.গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌ*লতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬. যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম, আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭. রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছি*নতাই করে ছাদ থাকে ফেলে দেয়

৮.লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯.যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০.হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নে*শাখোর ওঁত পেতে থাকে ছি*নতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে, সচেতনতা সৃষ্টিতে শে*য়ার করে সকলকে জা'নি'য়ে দিন।

ভালো থাকুন, সুস্থ থাকুন,
সৃষ্টিকর্তাকে স্মরণে রাখুন।

18/08/2025

ইসলামী ব্যাংকে গণছাঁটাই ও একপেশে পরীক্ষা বাতিলের দাবি

৫ আগস্ট ২০২৪ এর পর থেকে বৃহত্তর চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ইসলামী ব্যাংকের সিনিয়র-জুনিয়র অফিসার ও স্টাফদের উপর ধারাবাহিক ছাঁটাই অভিযানের অভিযোগ উঠেছে। ব্যাংক কর্তৃপক্ষ ‘এস. আলম গ্রুপের চাপ’ দেখিয়ে কর্মকর্তাদের মধ্যে ভীতি সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সর্বশেষ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রায় ৯,০০০ অফিসার ও স্টাফদের মাত্র ১৫ দিনের মধ্যে পরীক্ষার ফাঁদে ফেলে নতুনভাবে ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। এতে স্পষ্টভাবে বৃহত্তর চট্টগ্রামের ব্যাংক খাতকে শূন্য করার ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে।

আমরা এ ধরনের একপেশে পরীক্ষা অবিলম্বে বাতিল করার এবং এ ঘটনার সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি।

ব্যাংক কর্তৃপক্ষ বারবার বসার কথা বললেও, নানান অজুহাতে কালক্ষেপন করে। আজকে বহিরাগত এবং ব্যাংকের সিকিউরিটি গার্ডদের দিয়ে  ...
07/08/2025

ব্যাংক কর্তৃপক্ষ বারবার বসার কথা বললেও, নানান অজুহাতে কালক্ষেপন করে। আজকে বহিরাগত এবং ব্যাংকের সিকিউরিটি গার্ডদের দিয়ে অবস্থানরত চাকরিচ্যুত ব্যাংকাদের উপর মারাত্মক হা*মলা চালানো হয়। অনেকেই অবস্থা শোচনীয়। অনেকেই অজ্ঞান হয়ে পড়ছে৷ অনেকেই মাথা ফেটে ফেলছে, কাউকে কাউকে মাটিতে লুটিয়ে পিটিয়েছে। অনেকেই হাসপাতালে নেওয়া হয়েছে।

হা*মলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ভালো কাজ কখনো বৃথা যায় না।হাসপাতালের এক নার্সের চোখে ধরা পড়ে এক হৃদয়স্পর্শী দৃশ্য। একজন বয়স্ক ভদ্রলোক হাসপাতালে ভর্তি হয়...
02/08/2025

ভালো কাজ কখনো বৃথা যায় না।
হাসপাতালের এক নার্সের চোখে ধরা পড়ে এক হৃদয়স্পর্শী দৃশ্য। একজন বয়স্ক ভদ্রলোক হাসপাতালে ভর্তি হয়েছেন তিন দিন আগে, কিন্তু পরিবারের কেউ একবারও তার খোঁজ নিতে আসেনি। অথচ আশ্চর্যের বিষয়—একটি কবুতর গত দুই দিন ধরে প্রতিদিন একবার এসে তার শরীরে বসে, কিছুক্ষণ থেকে আবার উড়ে চলে যায়।

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেল, এই ভদ্রলোক হাসপাতালের পাশে থাকা এক পার্কে প্রতিদিন সকালবেলা বসে এই কবুতরটিকে খাবার দিতেন। হয়তো সেই সামান্য স্নেহের ঋণ শোধ করতেই পাখিটি এমন করে তার কাছে ফিরে আসছে।

জীবনে মনে রাখবেন—ভালো কাজ কখনো বৃথা যায় না। তার প্রতিদান দুনিয়াতেও পাওয়া যায়, আবার আখিরাতেও। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তাওফিক দান করুন।

পটিয়ার চাকরি*চ্যুত সকল ব্যাংক কর্মকর্তা, কর্মচারী ফোরামের উদ্যেগে আয়োজিত  আলোচনা সভা শেষ হয়েছে
01/08/2025

পটিয়ার চাকরি*চ্যুত সকল ব্যাংক কর্মকর্তা, কর্মচারী ফোরামের উদ্যেগে আয়োজিত আলোচনা সভা শেষ হয়েছে

আহ মানুষের জীবন কতটাই তুচ্ছ।😥এই সিএনজিতে যারা ছিল তারা কি ভুলেও কল্পনা করছিল তাদের সাথে কি হতে চলেছে।😥ঘটনা : ধানমন্ডি ৬ ...
01/08/2025

আহ মানুষের জীবন কতটাই তুচ্ছ।😥
এই সিএনজিতে যারা ছিল তারা কি ভুলেও কল্পনা করছিল তাদের সাথে কি হতে চলেছে।😥
ঘটনা : ধানমন্ডি ৬ নম্বরে।

এদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কাজ শুরু হল,অফিস উদ্বোধন হল। সেখানে দেশের নামধারী ইসলামী দল শুধু ক্ষমতার লোভে গিয়ে একা...
31/07/2025

এদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কাজ শুরু হল,অফিস উদ্বোধন হল। সেখানে দেশের নামধারী ইসলামী দল শুধু ক্ষমতার লোভে গিয়ে একাত্মতা পোষণ করল। বলল,সেখানে দাওয়াত পেয়ে সে খুশি। চিন্তা করে দেখেন ক্ষমতা মানুষকে কতটা নিচে নামাতে পারে। এদেশে মানবাধিকার মিশনের কাজ শুরু হওয়া মানে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ত্বের প্রতি হুমকি স্বরূপ। জনঅধিকার রক্ষা নয়। মানুষের অধিকার হরণ করা এদের কাজ। পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কার্যক্রম বিদ্যমান। সে সকল দেশ কী বার্তা দেয়!
আল্লাহ আমাদের পশ্চিমাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করুক। আরেকটা ফি/লিস্তিন কিংবা গা/জা বিশ্ববাসী দেখতে চাই না।
গা/জায় ইতিহাসের বর্বরতম নারকীয় হত্যাযজ্ঞ চলছে। সেখানে দখল/দার বাহিনী জাহান্নাম বানিয়ে রাখছে৷ তীব্র খাদ্য সংকট চলছে। রাফাং ক্রসিং বন্ধ। হাজার হাজার ত্রাণের গাড়ি আটকে রেখেছে। এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলি/স্তিনি শাহাদাত বরণ করেছে। সেখানে ২৩ হাজারের বেশি শিশু। অথচ জাতি/সংঘ নিশ্চুপ। মানবা/ধিকার সেখানে কাজ করে না। ইউনিসেফ শিশুদের জন্য ঐখানে কোনো দায়িত্ব খোঁজে পায় না৷ শুধু যে দেশের মানুষ একটু হলেও শান্তিতে আছে তাদের অশান্তির কারণ হয়ে দাঁড়ানোই এই মিশনের কাজ। এটা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে।
জেগে উঠো হে দেশপ্রেমিক জনতা!

31/07/2025

২০১৭ সালে ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তনের পর DGIF এর বিশেষ তদন্তে ২০০০ হাজারেরও অধিক অফিসার/এক্সিকিউটিভ চাকরি থেকে চাটাই করার সিদ্ধান্ত হয়, যার লিস্ট ততকালীন MD গ্রুপ চেয়ারম্যানের নিকটে উপস্থাপন করলে তিনি সাথে সাথে না করে দেন এবং DGIF এর তদন্ত প্রতিবেদন কার্যকর না হয় বিশেষ ব্যবস্থা করেন।
আজ সেই বড়বড় স্যাররা ছোট ছোট পদে থাকা কর্মকর্তাদের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে!

বিভিন্নখাতে যেই মানুষটি প্রায় ২লক্ষ মানুষের কর্মসংস্থান জুগিয়েছেন। ব্যাংক খাত ছাড়া ১৬টি ভিন্ন ভিন্ন খাতে ৪৭টি ফ্যাক্টরি ...
30/07/2025

বিভিন্নখাতে যেই মানুষটি প্রায় ২লক্ষ মানুষের কর্মসংস্থান জুগিয়েছেন। ব্যাংক খাত ছাড়া ১৬টি ভিন্ন ভিন্ন খাতে ৪৭টি ফ্যাক্টরি আছে এই গ্রুপের! এই সকল খাতে এস আলম গ্রুপের প্রায় ১৩বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট আছে! ব্যাংকিং খাত ছাড়া এই গ্রুপটির বার্ষিক রেভিনিউ ৫.৩৬বিলিয়ন মার্কিন ডলার। যা কোম্পানিটির মোট রেভিনিউর ৯০ভাগ! আজ না হয় কাল তিনি এই দেশেই ফিরবেন বীরের বেশেই ফিরবেন ইনশাআল্লাহ। আজ তোদের বাজে মন্তব্য গুলোর জবাবগুলো না হয় সেইদিনের জন্য জমানো থাক। মনে রাখবেন মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারেনা ইনশাআল্লাহ☝️
S.Alam Group

29/07/2025

পুরুষ কখনো রূপের অভাবে স্ত্রীকে ত্যাগ করে না,
তবে খারাপ ব্যবহারে— ধীরে ধীরে মন থেকে দূরে সরে যায়।
কারণ সম্পর্ক রূপে নয়, টিকে থাকে সম্মান আর আচরণে…

মাইলস্টোন ট্রা'জে'ডি'তে  একসঙ্গে কে'ড়ে নিয়েছে তিন কলিজার টু'করা (সন্তান)।। কি করে সান্ত্বনা দিবেন নিজেকে এ  হ'ত'ভা'গ্য  ...
22/07/2025

মাইলস্টোন ট্রা'জে'ডি'তে একসঙ্গে কে'ড়ে নিয়েছে তিন কলিজার টু'করা (সন্তান)।। কি করে সান্ত্বনা দিবেন নিজেকে এ হ'ত'ভা'গ্য পিতা মাতা😭
আল্লাহ আপনি ওনাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন !!
আমিন।

Address

Dhaka
DHAKA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zato Smarts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share