
31/07/2025
এদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কাজ শুরু হল,অফিস উদ্বোধন হল। সেখানে দেশের নামধারী ইসলামী দল শুধু ক্ষমতার লোভে গিয়ে একাত্মতা পোষণ করল। বলল,সেখানে দাওয়াত পেয়ে সে খুশি। চিন্তা করে দেখেন ক্ষমতা মানুষকে কতটা নিচে নামাতে পারে। এদেশে মানবাধিকার মিশনের কাজ শুরু হওয়া মানে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ত্বের প্রতি হুমকি স্বরূপ। জনঅধিকার রক্ষা নয়। মানুষের অধিকার হরণ করা এদের কাজ। পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কার্যক্রম বিদ্যমান। সে সকল দেশ কী বার্তা দেয়!
আল্লাহ আমাদের পশ্চিমাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করুক। আরেকটা ফি/লিস্তিন কিংবা গা/জা বিশ্ববাসী দেখতে চাই না।
গা/জায় ইতিহাসের বর্বরতম নারকীয় হত্যাযজ্ঞ চলছে। সেখানে দখল/দার বাহিনী জাহান্নাম বানিয়ে রাখছে৷ তীব্র খাদ্য সংকট চলছে। রাফাং ক্রসিং বন্ধ। হাজার হাজার ত্রাণের গাড়ি আটকে রেখেছে। এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলি/স্তিনি শাহাদাত বরণ করেছে। সেখানে ২৩ হাজারের বেশি শিশু। অথচ জাতি/সংঘ নিশ্চুপ। মানবা/ধিকার সেখানে কাজ করে না। ইউনিসেফ শিশুদের জন্য ঐখানে কোনো দায়িত্ব খোঁজে পায় না৷ শুধু যে দেশের মানুষ একটু হলেও শান্তিতে আছে তাদের অশান্তির কারণ হয়ে দাঁড়ানোই এই মিশনের কাজ। এটা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে।
জেগে উঠো হে দেশপ্রেমিক জনতা!