Makeup Mistress

Makeup Mistress Welcome to My "Makeup Mistress" Official Page. For Collaboration,please inbox us..
(4)

খুব পছন্দের একটি ক্রিম♥️ কে কে ব্যবহার করেছো?😇
01/07/2025

খুব পছন্দের একটি ক্রিম♥️ কে কে ব্যবহার করেছো?😇

28/06/2025

শান্তি😇
আলহামদুলিল্লাহ♥️

প্রতীক জোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। একজন সফটওয়্যার পেশাজীবী হিসেবে, তিনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেন তাঁর স...
12/06/2025

প্রতীক জোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। একজন সফটওয়্যার পেশাজীবী হিসেবে, তিনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেন তাঁর স্ত্রী ও তিন ছোট সন্তানের জন্য বিদেশে একটি ভালো ভবিষ্যৎ গড়ে তোলার।

বছরের পর বছর পরিকল্পনা, কাগজপত্রের ঝামেলা এবং ধৈর্যের পর, অবশেষে সেই স্বপ্ন বাস্তব হতে চলেছিল। মাত্র দুই দিন আগে, তাঁর স্ত্রী ডা. কোমি ভ্যাস, যিনি একজন চিকিৎসক, ভারতে নিজের চাকরি থেকে পদত্যাগ করেন। ব্যাগপত্র গুছিয়ে ফেলা হয়েছিল, বিদায় জানানো হয়েছিল, সামনে অপেক্ষা করছিল নতুন ভবিষ্যৎ।

আজ সকালে, তারা পাঁচজনই ( প্রতীক যোশী, তার ওয়াইফ এবং তিন সন্তান) এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। একটি সেলফি তুলে আত্মীয়দের পাঠান। এটি ছিল একমুখী যাত্রা, এক নতুন জীবন শুরু করার জন্য।

কিন্তু তারা আর পৌঁছাতে পারেননি। বিমানটি বিধ্বস্ত হয়। কেউই বেঁচে ছিলেন না।

এক মুহূর্তেই একটি জীবনের সমস্ত স্বপ্ন ছাই হয়ে যায়। নির্মম এক স্মরণ করিয়ে দেয়: জীবন ভয়াবহভাবে ভঙ্গুর। আপনি যা গড়ে তুলেছেন, যা কিছু আশা করেন, যা কিছু ভালোবাসেন—সবই এক সূক্ষ্ম সুতোয় ঝুলে থাকে। তাই যতক্ষণ সময় আছে, বাঁচুন, ভালোবাসুন, এবং সুখের জন্য আগামীকালের অপেক্ষা করবেন না।

11/06/2025

এক মাসে কত কেজি ওজন কমালাম?🖤 - Weight Loose Organic Tea
☘️পেয়ে যাবেন: Organic Products by Mim

11/06/2025

ঈদের দিন ঢাকা থেকে ঝিনাইদহ গেলাম🌸 - Eid Day Vlog
Video
কূর্তি: Tangail Saree Ghor
সাপ্লিমেন্ট পাবেন: CosmeClassy

ঈদের ভ্লগ আপলোড হবে কিছুক্ষণের মধ্যেই🌸😘
11/06/2025

ঈদের ভ্লগ আপলোড হবে কিছুক্ষণের মধ্যেই🌸😘

Men in true love ব্যাপারটা ভ'য়ঙ্কর সুন্দর🥀আপনি যদি কোনো পুরুষের "শখের নারী" হতে পারেন সে আপনার জন্য সবকিছু করে।বন্ধুমহলে...
08/06/2025

Men in true love ব্যাপারটা ভ'য়ঙ্কর সুন্দর🥀

আপনি যদি কোনো পুরুষের "শখের নারী" হতে পারেন সে আপনার জন্য সবকিছু করে।বন্ধুমহলে আড্ডা ছেড়ে দেয়, আপনার খা'মখেয়ালি বাচ্চামি কে প্রশ্রয় দিয়ে নিজেই বাচ্চা হয়ে যায়। জানালার ধারে তার পছন্দের সিট ছেড়ে দেয়, পছন্দের লেগ পিস দিয়ে দেয়।

পুরুষ ভালোবাসলে ধৈর্য্যবান হয়ে যায়, যে পুরুষ কখনো কারোর জন্য অপেক্ষা করে না সে ঘন্টার পর ঘন্টা তোমার একটা কলের অপেক্ষা করবে।

পুরুষ চায় তার "শখের নারী" সবসময়ই খুশিতে থাকুক, এতেই তার সব চাওয়া পাওয়া পূরণ হয়ে যায়!❤️

আমাদের সাদামাটা ঈদ🌸
08/06/2025

আমাদের সাদামাটা ঈদ🌸

ঈদ মোবারক🌷
07/06/2025

ঈদ মোবারক🌷

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Makeup Mistress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Makeup Mistress:

Share