24/11/2025
Panther Chameleon: প্যান্থার ক্যামেলিয়ন, মাদাগাস্কারের জীবন্ত রঙের বাক্স
একবার কল্পনা করুন, এক জীবন্ত রঙের বাক্স, যা তার মেজাজ আর ইচ্ছামতো নিজের রঙ বদলে ফেলতে পারে। তার চোখ দুটি ৩৬০ ডিগ্রী ঘুরে চারপাশ দেখতে পারে, আর তার জিভটি বিদ্যুতের গতিতে শিকার ধরে। এ কোনো কল্পবিজ্ঞান নয়, এ হলো প্যান্থার ক্যামেলিয়ন—মাদাগাস্কারের রেইনফরেস্টের এক জাদুকরী গিরগিটি।
#প্যান্থারক্যামেলিয়ন #গিরগিটি