31/08/2025
সন্তান বই পড়তে চায় না, কী করবেন?
অনেক অভিভাবকের অভিযোগ—সন্তান বই পড়তে চায় না। আসলে এটা স্বাভাবিক! কারণ শিশুদের মনোযোগ ধরে রাখা কঠিন। তবে ধীরে ধীরে অভ্যাস গড়ে তোলা যায়। এখানো কিছু কার্যকর উপায় দেওয়া হলো—
শিশুর আগ্রহ বুঝুন
ওরা কোন বিষয়ে আগ্রহী? ডাইনোসর, মহাকাশ, গাড়ি, রাজকুমারী, কিংবা ভূতের গল্প? সেই অনুযায়ী বই বাছাই করুন।
ছবির বই দিয়ে শুরু করুন
বেশি লেখা নয়, বরং রঙিন ছবি ও ছোট গল্পের বই বেছে নিন। কমিকস বা ইলাস্ট্রেটেড বই শিশুদের আগ্রহ বাড়াবে।
একসঙ্গে পড়ুন
শুধু বই হাতে দিয়ে চলে যাবেন না। বরং পাশে বসে জোরে পড়ে শোনান। চরিত্রগুলোর কণ্ঠস্বর নকল করুন, অঙ্গভঙ্গি করুন, তাহলে শিশু মজা পাবে।
প্রশ্ন করুন ও কথা বলুন
গল্প পড়ে শেষ হলে জিজ্ঞেস করুন, ‘তোমার সবচেয়ে পছন্দের চরিত্র কে?’ বা ‘তুমি হলে কী করতে?’ এতে কৌতূহল ও বোঝার ক্ষমতা বাড়বে।
নিজে পড়ুন
সন্তানকে বই পড়াতে চাইলে বাবা-মাকেও বই পড়তে হবে। কারণ শিশুরা অনুকরণ করে শেখে।
বই হোক পুরস্কার
কোনো ভালো কাজ করলে খেলনা নয়, নতুন বই উপহার দিন।
কী করবেন না
জোর করে পড়াতে যাবেন না। এতে উল্টো বিরক্তি তৈরি হবে। বই পড়াকে বাড়তি চাপ মনে করাবেন না। ধৈর্য নিয়ে, খেলার ছলে পড়ালে সন্তান আস্তে আস্তে বইয়ের বন্ধু হয়ে যাবে।
প্রিয় অভিভাবক, শৈশবপ্রকাশে আছে সব বয়সী শিশুদের উপযোগী বই। ঘরে বসে অর্ডার করতে কল করুন ০১৩২৪ ২৫৪৬৩১, অথবা ভিজিট করুন www.kathaprokash.com এই ওয়েবসাইটে।