
11/07/2025
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রত্যেক পদের পার্শ্বে বর্ণিত বেতন স্কেল তৎসহ বিশ্ববিদ্যালয় প্রচলিত নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাদাই নিম্নবর্ণিত পদগুলো গুলো পূরণের লক্ষ্যে বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে আগামী ২২.০৭.২০২৫ তারিখের মধ্যে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে । অনলাইনে আবেদন সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড শেষ হলে সক্রিয়ভাবে Online application form তৈরি হবে যা A4 সাইজের অফসেট পেপারে প্রিন্ট করে উল্লেখিত কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করে ০৭ (সাত) সেট আগামী ২৭.০৭.২০২৫ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে /সরাসরি নিম্ন স্বাক্ষরকারী অফিসে পৌঁছতে হবে ।