BNP News

BNP News বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নিউজ পেতে আমাদের সাথে থাকুন।
(2)

BNP is the most popular political party in Bangladesh, founded by martyred president Ziaur Rahman in 1978, practices a very center-right policy combining elements of strong nationalism, democracy, socio-economic socialism, conservatism, corporatism, anti-anarchism and anti-communism etc.

=========================="বাংলাদেশ জিন্দাবাদ" শ্লোগান ও বাংলাদেশি জাতীয়াতাবাদ=========================নিজ দেশের নামে যে...
27/08/2025

==========================
"বাংলাদেশ জিন্দাবাদ" শ্লোগান ও
বাংলাদেশি জাতীয়াতাবাদ
=========================
নিজ দেশের নামে যে শ্লোগান , বাংলাদেশের সকল নাগরিক তথা সমগ্র বাংলাদেশিদের যে শ্লোগান তা হলো "বাংলাদেশ জিন্দাবাদ"।
এই শ্লোগানটি বাংলাদেশের বিখ্যাত রাজনৈতিক দল বিএনপি তার রাজনৈতিক শ্লোগান হিসেবে ব্যাবহার করে থাকে।

আগে আমাদের জাতীয়তা ছিল বাঙালি। কিন্তু বাংলাদেশে শুধু বাঙালি থাকেনা , অন্য সম্প্রদায়ের অন্য জাতির মানুষও থাকে। যেমন চাকমা , মারমা , হাজং ,গারো এরকম আরো বহু মানুষ যারা বাঙালি নয়। কিন্তু তারাও তো বাংলাদেশের মানুষ । বাংলাদেশ তো তাদেরও দেশ। আবার বাঙালি শুধু বাংলাদেশে থাকে না , বাংলাদেশের বাইরেও অন্যদেশেও অন্য নাগরিকরাও বাঙালি হিসেবে পরিচিত আছে। যেমন ভারতের পশ্চিমবঙ্গের বাঙালি , আসামের বাঙালি ইত্যাদি। কিন্তু তারা তো বাংলাদেশের নাগরিক নয়।
তাই এসব বাস্তবতা থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম "বাঙালি জাতীয়তাবাদের" পরিবর্তে "বাংলাদেশী জাতীয়তাবাদ" প্রবর্তন করেন। ফলে বাংলাদেশে যারাই বসবাস করুক তা সে বাঙালি বা অবাঙালি তারা সবাই "বাংলাদেশি"। দেশের নামেই সবার পরিচয়।এটাই চেয়েছিলেন জিয়াউর রহমান। কেউ যেনো বাদ না পড়ে। তিনি চেয়েছিলেন একটি ঐক্যবদ্ধ জাতি।
আমাদের জাতীয়তাবাদের সাথে যেমন দেশের নাম উচ্চারিত হয় , ঠিক তেমনি 'বাংলাদেশ জিন্দাবাদ' এমন একটি স্লোগান যে স্লোগানের সাথে আমাদের দেশের নাম উচ্চারিত হয়। যার ফলে এই দেশের প্রতি ভালোবাসা , দেশের প্রতি অঙ্গীকারের একটি মূর্ত প্রকাশ হচ্ছে 'বাংলাদেশ জিন্দাবাদ' স্লোগান। এজন্যেই বলা হয়ে থাকে 'বাংলাদেশ জিন্দাবাদ" একটি দেশপ্রেমের স্লোগান, যার অর্থ "বাংলাদেশ দীর্ঘজীবী হোক"। এটি একটি ফার্সি শব্দ "জিন্দাবাদ" থেকে এসেছে, যার অর্থ "দীর্ঘজীবী"। এই স্লোগানটি বাংলাদেশিদের দ্বারা দেশপ্রেম প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়।
বাংলাদেশ জিন্দাবাদ” — একটি স্লোগান, যা কেবল কিছু শব্দ নয়; বরং একটি জাতির আত্মপরিচয়, সাহস, স্বাধীনতা এবং দেশপ্রেমের প্রতীক। এটি এমন একটি উচ্চারণ, যা কোটি মানুষের হৃদয়ে গর্বের জোয়ার তোলে এবং আমাদের জাতীয় চেতনার গভীরতম স্তরকে নাড়া দেয়। এই স্লোগানটি যেমন ইতিহাস-নির্ভর, তেমনি বাস্তবতা ও ভবিষ্যতের জন্যও এক চিরন্তন অনুপ্রেরণা।

১৯৭১ সালে “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগানটি প্রথম প্রবলভাবে উচ্চারিত হয়। এটি ছিল পাকিস্তানি শাসনের বিরুদ্ধে পাকিস্তানিদের শ্লোগান "পাকিস্তান জিন্দাবাদ " শ্লোগানের বিপরীতে বাঙালি জাতির এক আত্মমর্যাদাপূর্ণ প্রত্যায়দীপ্ত উচ্চারণ , এক ঐতিহাসিক ঘোষণা। এটি একটি মুক্তিকামী জাতির আত্মপ্রকাশের শ্লোগান। এই শ্লোগান আমাদের জাতীয় আত্মপরিচয়ের প্রতীক।
এই স্লোগান আমাদের বলে দেয়, আমরা বাংলাদেশি এবং আমরা একটি স্বাধীন জাতি, যার রয়েছে নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও গর্ব।
এই স্লোগানটি দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখে। রাজনৈতিক মতভেদ থাকলেও, দেশের স্বার্থে একত্রিত হওয়ার প্রেরণা জোগায় এই শ্লোগান ।
বিশ্বমঞ্চে যখন একজন বাংলাদেশি “বাংলাদেশ জিন্দাবাদ” বলেন, তখন তা কেবল ভাষাগত উচ্চারণ নয়, এটি তার স্বদেশের প্রতি তার চেতনাগত অবস্থান এবং গর্বের প্রকাশ।

এটি রাজনীতি নিরপেক্ষ হলেও, রাজনৈতিক দলগুলোর অনেক সময় এই স্লোগানকে নিজেদের পক্ষে ব্যবহার করতে দেখা যায় , যেমন বিএনপি করে। তবুও, এর মূল আবেদন থাকে জনগণের মধ্যে, দেশের প্রতি ভালোবাসা থেকে। খেলাধুলা ও সাংস্কৃতিক পরিসরেও এ শ্লোগানটি ব্যাপকভাবে উচ্চারিত হয়।
“বাংলাদেশ জিন্দাবাদ” কেবল একটি স্লোগান নয় — এটি একটি চেতনা, একটি আদর্শ, একটি ইতিহাস, এবং একটি ভবিষ্যৎ। এই স্লোগানের মাধ্যমে আমরা যেন সবসময় আমাদের স্বাধীনতার গৌরবময় ইতিহাস, বীর শহীদদের ত্যাগ, ও দেশের প্রতি আমাদের দায়িত্ব স্মরণ করি। দেশের প্রতি ভালোবাসার এই চিরন্তন প্রতিজ্ঞা যেন আমাদের মননে ও কর্মে সদা জাগ্রত থাকে। আসুন আমরা সমস্বরে উচ্চারণ করি:
✊✊✊বাংলাদেশ জিন্দাবাদ।✊✊✊

লেখক: কাজী এমদাদ
সাবেক সচিব।

বাংলাদেশ জিন্দাবাদ
24/08/2025

বাংলাদেশ জিন্দাবাদ

21/07/2025

🚨 জরুরি বার্তা 🚨

ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
কুয়েত মৈত্রী হাসপাতাল
উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
মনসুরআলী মেডিকেল কলেজ

উত্তরার হাসপাতালগুলোতে রক্ত লাগবে।রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন।

 #তারেক_রহমান_দ্যা_হোপ_অব_বাংলাদেশ এই বইটি পেতে যোগাযোগ করুন ধানমন্ডিবাসা-৯, রোড-১৩, ধানমন্ডি তেহেরি ঘরের গলি। মোবাইল না...
17/07/2025

#তারেক_রহমান_দ্যা_হোপ_অব_বাংলাদেশ

এই বইটি পেতে যোগাযোগ করুন

ধানমন্ডি
বাসা-৯, রোড-১৩, ধানমন্ডি তেহেরি ঘরের গলি।
মোবাইল নাম্বার 01789-187780

বনানী
বাসা ৮ (টিউলিপ গার্ডন)
ফ্লোর ৫, রোড ৪
ব্লক এ, বনানী
যোগাযোগ 01922-440411

বসুন্ধরা
পিসি ডক্টর বিডি (যমুনা ফিউচার পার্ক)
দোকান ৪-এ-০২৭/এ ১
ব্লক এ, লেভেল ৪
ফোন 01715-576480

14/07/2025

সত্য উন্মোচিত হউক

বিএনপি’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ চীন সফরে যাচ্ছেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে বিএনপি’র উচ...
22/06/2025

বিএনপি’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ চীন সফরে যাচ্ছেন-

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে বিএনপি’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে আছেন- জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, জহির উদ্দিন স্বপন, সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

22/06/2025
22/06/2025

শুভ কামনা রইল।

19/06/2025

ফরিদপুর জেলাধীন সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫।

19/06/2025

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের টানা তৃতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি প্রতিনিধি দলের দলনেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব মোঃ ইসমাইল জবিউল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন প্রফেসর ড. বোরহান উদ্দিন খান।

স্থান: রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি।
১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার।

13/06/2025

লন্ডনে ঐতিহাসিক বৈঠক।

যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক শুরু হয়েছে।

12/06/2025

শাহীন রাজা : রাজনৈতিক সচেতন প্রায় সকল নাগরিকের দৃষ্টি এখন লন্ডনে । আর কয়েক ঘন্টা পর লন্ডনে হতে যাচ্ছে এক যুগান্তকা...

Address

Nayapaltan VIP Road
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when BNP News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BNP News:

Share