30/12/2025
Anyone from your messenger (Impossible to know)
To: Mahjabin Maha
Section : s-5,HSC-26. ID: 241377
Adamjee Cantonment College
প্রথমবার যখন তোমাকে দেখেছিলাম, ঠিক সেই মুহূর্তেই সময়টা যেন থমকে গিয়েছিল। সেই এক জোড়া শান্ত চোখ আর মায়াবী হাসির আড়ালে আমি আমার বাকি জীবনের ঠিকানাকে খুঁজে পেয়েছিলাম। সেই প্রথম দেখা থেকেই মনের গহীনে একটা কথা গেঁথে গেছে—আমার বাকি জীবনটা যদি কারও হাত ধরে কাটাতে হয়, তবে সেই মানুষটি একমাত্র তুমি। তুমি হয়তো জানো না, তোমার ওই কিউট হাসিটা আমার ধূসর পৃথিবীতে কতটা রঙ ছড়িয়ে দেয়।
আমি খুব সাধারণ কিছু স্বপ্ন বুনি তোমাকে নিয়ে। আমি চাই কোনো এক নিস্তব্ধ বিকেলে তোমার মুখোমুখি বসে কফি খেতে, যেখানে কফির ধোঁয়ার চেয়েও আমাদের অব্যক্ত কথাগুলো বেশি উষ্ণ হবে। আমি চাই তোমার পাশাপাশি হাঁটতে, যেখানে রাস্তার দূরত্ব কম মনে হবে কিন্তু হৃদস্পন্দনের শব্দ হবে স্পষ্ট। শোনো.. আমি তোমাকে আমার ছোট্ট এই পৃথিবীর কেন্দ্রবিন্দু বানাতে চাই, যেখানে শুধু তোমার রাজত্ব থাকবে।
জানো, তুমি আমার জীবনের প্রথম সেই গভীর অনুভূতি, যাকে আমি কখনো হারাতে চাই না। বাবা-মায়ের স্নেহের যে গণ্ডি বা লিমিট আছে, আমি সেই সীমাটুকু ছাড়িয়ে তোমার ব্যক্তিগত সীমানায় প্রবেশ করতে চাই; যেখানে অধিকার থাকবে কেবল ভালোবাসার।
একা একা বসে ভাবি, এই পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষের বাস। এত এত মানুষের ভিড়ে আমার অবাধ্য মন কেন শুধু তোমার ওপর গিয়েই স্থির হলো? কেন আমার সবটুকু মায়া কেবল তোমার জন্যই জন্মালো? এই 'কেন'র উত্তর হয়তো আমার জানা নেই, তবে এটুকু জানি-আমার সবটুকু ভালো লাগা আর ভালোবাসার গন্তব্য শুধু তুমিই। আমাকে যদি কখনো এক কঠিন সমীকরণের সামনে দাঁড় করানো হয়, যেখানে একদিকে থাকবে পুরো পৃথিবী আর অন্যদিকে কেবল তুমি; আমি বিন্দুমাত্র দ্বিধা না করে তোমাকেই বেছে নেব।
আমার এই মনটা খুব বেশি নরম, খুব বেশি সাধারণ—আর সেই সাধারণ পৃথিবীতে তুমিই একমাত্র অসাধারণ কোনো পূর্ণতা। তোমাকে পাওয়ার আকুতিটা যতটা না আবেগের, তার চেয়েও বেশি আশ্রয়ের। আমি তোমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হয়ে, তোমার সবচেয়ে নিরাপদ ছায়া হয়ে সারাজীবন পাশে থাকতে চাই। অনেকটা ভালোবাসি তোমাকে, হয়তো এই কয়েকটা লাইনে সেই বিশালতা বোঝানো আমার পক্ষে অসম্ভব...
বলবো না আকাশের চাঁদ এনে দেবো বলবো না তুমি রাজকন্যা,
শুধু জিজ্ঞেস করি দেবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা!
আমার ছোট তরী
বলো যাবে কি! যাবে কি!