Crush & Confession •Dc•Ndc•Joseph•Vnsc•Drmc•Isc•Hcc•Baf•Acc•Noor•Rouf etc

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Crush & Confession •Dc•Ndc•Joseph•Vnsc•Drmc•Isc•Hcc•Baf•Acc•Noor•Rouf etc

Crush & Confession •Dc•Ndc•Joseph•Vnsc•Drmc•Isc•Hcc•Baf•Acc•Noor•Rouf  etc Memes,Confession,Troll

https://www.facebook.com/profile.php?id=61577276850505

Second page Follow

Anyone from your messenger (Impossible to know)To: Mahjabin MahaSection : s-5,HSC-26. ID: 241377Adamjee Cantonment Colle...
30/12/2025

Anyone from your messenger (Impossible to know)
To: Mahjabin Maha
Section : s-5,HSC-26. ID: 241377
Adamjee Cantonment College

প্রথমবার যখন তোমাকে দেখেছিলাম, ঠিক সেই মুহূর্তেই সময়টা যেন থমকে গিয়েছিল। সেই এক জোড়া শান্ত চোখ আর মায়াবী হাসির আড়ালে আমি আমার বাকি জীবনের ঠিকানাকে খুঁজে পেয়েছিলাম। সেই প্রথম দেখা থেকেই মনের গহীনে একটা কথা গেঁথে গেছে—আমার বাকি জীবনটা যদি কারও হাত ধরে কাটাতে হয়, তবে সেই মানুষটি একমাত্র তুমি। তুমি হয়তো জানো না, তোমার ওই কিউট হাসিটা আমার ধূসর পৃথিবীতে কতটা রঙ ছড়িয়ে দেয়।

​আমি খুব সাধারণ কিছু স্বপ্ন বুনি তোমাকে নিয়ে। আমি চাই কোনো এক নিস্তব্ধ বিকেলে তোমার মুখোমুখি বসে কফি খেতে, যেখানে কফির ধোঁয়ার চেয়েও আমাদের অব্যক্ত কথাগুলো বেশি উষ্ণ হবে। আমি চাই তোমার পাশাপাশি হাঁটতে, যেখানে রাস্তার দূরত্ব কম মনে হবে কিন্তু হৃদস্পন্দনের শব্দ হবে স্পষ্ট। শোনো.. আমি তোমাকে আমার ছোট্ট এই পৃথিবীর কেন্দ্রবিন্দু বানাতে চাই, যেখানে শুধু তোমার রাজত্ব থাকবে।
​জানো, তুমি আমার জীবনের প্রথম সেই গভীর অনুভূতি, যাকে আমি কখনো হারাতে চাই না। বাবা-মায়ের স্নেহের যে গণ্ডি বা লিমিট আছে, আমি সেই সীমাটুকু ছাড়িয়ে তোমার ব্যক্তিগত সীমানায় প্রবেশ করতে চাই; যেখানে অধিকার থাকবে কেবল ভালোবাসার।

একা একা বসে ভাবি, এই পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষের বাস। এত এত মানুষের ভিড়ে আমার অবাধ্য মন কেন শুধু তোমার ওপর গিয়েই স্থির হলো? কেন আমার সবটুকু মায়া কেবল তোমার জন্যই জন্মালো? এই 'কেন'র উত্তর হয়তো আমার জানা নেই, তবে এটুকু জানি-আমার সবটুকু ভালো লাগা আর ভালোবাসার গন্তব্য শুধু তুমিই। আমাকে যদি কখনো এক কঠিন সমীকরণের সামনে দাঁড় করানো হয়, যেখানে একদিকে থাকবে পুরো পৃথিবী আর অন্যদিকে কেবল তুমি; আমি বিন্দুমাত্র দ্বিধা না করে তোমাকেই বেছে নেব।

​আমার এই মনটা খুব বেশি নরম, খুব বেশি সাধারণ—আর সেই সাধারণ পৃথিবীতে তুমিই একমাত্র অসাধারণ কোনো পূর্ণতা। তোমাকে পাওয়ার আকুতিটা যতটা না আবেগের, তার চেয়েও বেশি আশ্রয়ের। আমি তোমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হয়ে, তোমার সবচেয়ে নিরাপদ ছায়া হয়ে সারাজীবন পাশে থাকতে চাই। অনেকটা ভালোবাসি তোমাকে, হয়তো এই কয়েকটা লাইনে সেই বিশালতা বোঝানো আমার পক্ষে অসম্ভব...

বলবো না আকাশের চাঁদ এনে দেবো বলবো না তুমি রাজকন্যা,
শুধু জিজ্ঞেস করি দেবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা!
আমার ছোট তরী
বলো যাবে কি! যাবে কি!

30/12/2025

To:Mashiat Ahirah
VNC 27
From:Batch 27

প্রিয় মাশিয়াত,
তোমাকে প্রথম দেখেছিলাম সিদ্ধেশ্বরী এলাকায় একটি স্যারের মডেল টেস্ট দিতে এস এস সি টাইমে।তোমাকে আবার পরবর্তীতে এইচ এস সি এর জন্য,,সিদ্ধেশ্বরী এলাকায় নটর ডেমের একজন ম্যাথ টিচারের কাছে ভর্তি হলে তোমাকে আবার দেখতে পাই ।তারপর তখন থেকেই আমার মনে শুধুই তুমি।তুমি খেয়াল করেছো কিনা জানিনা,,আমি ক্লাসে তোমার দিকেই তাকিয়ে থাকতাম।আমি একটি বিষয় খেয়াল করেছি তুমি পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস।তোমাকে অনেক ভাবে বুঝানোর চেস্টা করেছি কিন্তু তুমি বুঝেছো কিনা জানিনা।আসলে সত্যি কথা বলতে আমি কখনোই কারো প্রতি এভাবে প্রেমে পড়িনি,,এতটা মায়া কাজ করেনি।তুমি রিসেন্টলি আমার ব্যাচ থেকে তার পূর্বের ব্যাচে চলে গিয়েছো তাই কোচিং এ ঢোকার টাইমে তোমাকে দেখতে পাই।আসলে সত্যিই আমি তোমাকে অনেক অনেক পছন্দ করি।এটা অল্প সময়ের মোহ নয় এটা প্রকৃত ভালোবাসা।হয়ত আমি আমার কলেজের নামটা বলে দিলেই তুমি বুঝতে পারতে আমি কে।এখন আমি সবসময়ই শুধু তোমার কথাই ভাবি।আমার এত সাহস নেই যে তোমাকে সরাসরি মনের কথা বলতে পারব।তোমাকে দেখলেই আমি অনেক নার্ভাস হয়ে যাই আমার ভেতরে অন্যরকম অনুভূতি কাজ করে যা বলে বুঝাতে পারব না,,।তোমার সাথে একবার সরাসরি কথা বলার ট্রাই করেছিলাম মনে করে দেখো।তোমার সোস্যাল মিডিয়া একাউন্ট অনেক খুজেছি কিন্তু পাইনি।আমার এই কনফেশন দেখে অনেকেই অনেক কথা বলতে পারে কিন্তু আমার অনুভূতি মিথ্যা নয়।তোমাকে আমি সরাসরি মনের কথা বলার সাহস হয়নি বলে এই কনফেশনের মাধ্যমে জানালাম।অপেক্ষায় রইলাম।ভালো থেকো।আমার এই অনুভূতি আশা করি খারাপ ভাবে নিবেনা আমি আমার ভেতরের অনুভূতি শেয়ার করেছি।

ইতি,
বুঝে নিও

To : Arib (BAFSD-27/EV/Quanta)I don’t know when it started—maybe during those random lectures, group work, or the quiet ...
29/12/2025

To : Arib (BAFSD-27/EV/Quanta)
I don’t know when it started—maybe during those random lectures, group work, or the quiet moments in the corridor—but somewhere along the way, you became someone I looked forward to seeing. You made ordinary college days feel lighter without even trying. I’ve kept this to myself for a long time, partly out of fear, partly because I didn’t want to ruin what already existed. But honesty feels better than silence. I like you—not just for how you look, but for how you speak, how you think, and how you make people around you feel. I’m not expecting anything in return; I just wanted you to know the truth that’s been sitting in my heart all this time.

From: Someone from DCC-27To: Hasnain Sifatপ্রিয় সিনিয়র,আপনাকে লেখার ইচ্ছেটা অনেকদিন ধরেই মনের ভেতর জমে ছিল।চাইছিলাম বল...
28/12/2025

From: Someone from DCC-27
To: Hasnain Sifat

প্রিয় সিনিয়র,

আপনাকে লেখার ইচ্ছেটা অনেকদিন ধরেই মনের ভেতর জমে ছিল।চাইছিলাম বলতে, কিন্তু সাহস করে উঠতে পারিনি।
আজ একটু সাহস নিয়েই নিজের মনের কথাগুলো আপনাকে জানাতে বসেছি।

আপনার সঙ্গে প্রথম দেখা হয়েছিল হ্যাপি আর্কেডের সামনে।আমি আপনার পাশেই দাঁড়িয়ে ছিলাম।
আপনার কথা বলার স্টাইলটা তখনই চোখে পড়েছিল।
আর ঠিক তখনই,আপনি যখন এসে আমার হাতে কোকের বোতলটা দিয়ে খেতে বললেন
সেই ছোট্ট মুহূর্তেই আপনার ব্যক্তিত্ব, আপনার বিনয় আর সবার প্রতি সম্মান দেখানোর ক্ষমতা আমাকে মুগ্ধ করে দেয়।
এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সত্যিই সৌভাগ্যের😌🫶🏼

আপনি কি জানেন?
আপনার হাসি, আপনার কথা বলার ভঙ্গি,আর আপনার সেই গভীর, মায়াভরা চোখ,সবকিছুর মধ্যেই যেন এক অদ্ভুত জাদু লুকিয়ে আছে।আপনার প্রতিটি কথা, প্রতিটি কাজ নীরবে আমার হৃদয় ছুঁয়ে যায়😌

আপনার ভেতরের সেই যত্নশীল, দয়ালু আর উদার মানুষটা আমাকে বারবার মুগ্ধ করে।
আপনি যে কতটা স্পেশাল, সেটা হয়তো আমি কোনোদিন শব্দ দিয়ে ঠিকভাবে বোঝাতে পারব না।আপনি শুধু হাসলেই মনে হয় দুনিয়ার সব ক্লান্তি, সব সমস্যা যেন থেমে যায়💘

আজ শুধু এটুকুই বলতে চাই,
আমি আপনাকে ভীষণ ভালোবাসি❤️এই ভালোবাসা কোনো সীমার মধ্যে বাঁধা নয়।
হয়তো কোনোদিন আপনাকে সামনাসামনি এটা বলা হবে না,কিন্তু আমার মনের প্রতিটা কোণায় আপনি আছেন।

আপনি আমার জন্য যা,
তা কোনো শব্দে বোঝানো সম্ভব নয়।

খুব শিগগিরই হয়তো আমাদের আবার দেখা হবে।
হয়তো সেদিনও আমি আমার অনুভূতিগুলো ঠিকভাবে প্রকাশ করতে পারব না।
কারণ সেই সাহস এখনো আমার নেই।কিন্তু আপনাকে প্রতিদিন এক নজর দেখার সুযোগটুকু পেলেই আমি সন্তুষ্ট🫶🏼

আর একটা কথা মনে রাখবেন,
আমি আপনাকে অসম্ভব ভালোবাসি🤍

— Someone from DCC-27

To: Tanjib MahmudFrom: তোমার কাছের কেউ একজনপ্রিয়,কিভাবে নিজের ভালোবাসা প্রকাশ করব বুঝতে পারছি না। তোমাকে প্রথম দেখেছিলাম...
28/12/2025

To: Tanjib Mahmud
From: তোমার কাছের কেউ একজন

প্রিয়,
কিভাবে নিজের ভালোবাসা প্রকাশ করব বুঝতে পারছি না। তোমাকে প্রথম দেখেছিলাম কলা ভবনের সামনে। তোমার হাসিতে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। পরে জানতে পারলাম তুমি দেশশেরা কলেজ নটরডেমের স্টুডেন্ট। তোমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট দিয়েছিলাম একসেপ্ট করো নি ঝুলিয়ে রেখেছো। যাইহোক আমার ভালোবাসা আমারই থাকুক তুমি শুধু সুখী থেকো। পারলে রিকুয়েস্টটা একসেপ্ট করে নিও।
ভালোবাসি প্রিয় 🫰

From; Ananna(dcc-27)To; Niloy(dcc-26)আর কি বলবো জানি না। কলেজ গেটের বাইরে তোমাকে দেখার প্রথম দিন থেকেই আমি বাকরুদ্ধ। খুব...
27/12/2025

From; Ananna(dcc-27)
To; Niloy(dcc-26)
আর কি বলবো জানি না। কলেজ গেটের বাইরে তোমাকে দেখার প্রথম দিন থেকেই আমি বাকরুদ্ধ। খুব বেশিদিন হয়নি যে আমি এই অবস্থা থেকে সেরে উঠেছি, তোমার ইন্সটা এবং ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছি। আমি এখন মানসিকভাবে অস্থির। তুমিই একমাত্র ওষুধ যা এর নিরাময় করতে পারে☺️

24/12/2025

From - Someone From Hsc 26
To - Sneha Roy HCC 27
I don't know how to explain 🥲 you might think that I am chapri for confessing like this But I had No options
তোমাকে প্রথম দেখেছিলাম হলিক্রসের ফেস্টে, তুমি স্টলগুলোর সামনে দাঁড়িয়ে ছিলে হঠাৎ কেউ একজন গুনগুন বলে ডাকলো আর দেখলাম তুমি সাড়া দিলে তখনই তোমার নাম টা জেনেছিলাম, একটা মানুষ ন্যাচেরালী এত স্নিগ্ধ হয় সেটা তোমাকে প্রথম দেখেই ফিল হয়েছিল, পরে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় এই নামে খুঁজে ছিলাম তোমাকে পাই নি , তোমার কথা মাথা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করতে লাগলাম তারপর হঠাৎই তোমার সাথে আরোও ৩ বার দেখা হয়ে যায় ২য় বার দেখেছিলাম মতিঝিল মেট্রো স্টেশনে স্কাউট ড্রেস পড়া ছিলে ঐদিনই তোমার নেমপ্লেটে তোমার আসল নাম স্নেহা জানতে পারি তোমার আইডি অবশেষে খুঁজে পাই , কিন্তু রিকোয়েস্ট দেওয়ার সাহস হয় নি, তুমি কত ট্যালেন্টেড আর সেখানে আমি একটা সাধারণ ছেলে , এরপর আরও ২বার তোমাকে দেখি তুমি হয়তো প্রাইভেট পড়ে আসছিলে , আমি জানি না আমার এই ফিলিংস কে আমি কি নাম দিবো যতবারই তোমাকে দেখেছি ততবারই আমার অন্যরকম ফিল হয়েছে , আমি আদেও জানি না তুমি অবধি এই পোস্ট যাবে কিনা, গেলেও হয়তো হেসে উড়িয়ে দেবে , ভাবতেও পারো কে আমি চাইলেই হয়তো নিজের পরিচয় আত্মপ্রকাশ করতে পারতাম কিন্তু আমি চাইনি তুমি আমাকে বাকিদের মতো সুযোগ সন্ধানী মনে করো , আমার মনে হয়েছে আমার অনুভূতি গুলো তোমার কাছে প্রকাশ করাই মূখ্য আর কিছু জানি না, তোমার একটা জিনিস আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো তোমার ফেসে একটা টায়ার্ডনেস ভাব আছে যেটা দেখলেই বোঝা যায় তুমি অনেক পরিশ্রমী কিন্তু তাও অনেক এক্টিভ থাকো , ফেস্টের দিনও দেখেছিলাম তোমার ফ্রেন্ডকে পড়া বুঝিয়ে দিচ্ছিলে , তোমার এই স্পিরিটই আমার সবচেয়ে ভালো লেগেছে, আমার এই অনুভূতি গুলো যদি তুমি অবধি পৌঁছে তবেই তা এনাফ আমার জন্য তাতে আমি অনেকটা হালকা হবো , May You fulfill your dream and shine in life 💗

From: someone you don't know....I liked ❤️❣️you the very first time I saw you, but I didn't realize I would get so deepl...
24/12/2025

From: someone you don't know....

I liked ❤️❣️you the very first time I saw you, but I didn't realize I would get so deeply addicted to you. You are different from everyone I have ever met and you are a very special person to me🫡🫣. I want to give you all of my love 😍🥰I don't know whether you Will accept me or not....🥹🥲 Even so I want to ask if you would give me a chance to accept me and love you. Please 🥺🙏 accept me.....

Mahabub alam....(Dcian 26)

Hum
23/12/2025

Hum

21/12/2025

বছরের দীর্ঘতম আজকের রাতেও যাদের কথা বলার মতো কেউ নেই তারাই uss লিখুন।🙂

21/12/2025

From:-someone from NDC
To:- sadia rahman bithi

আপনাকে দেখেছিলাম হলিক্রস এর মেইন গেট এর সামনে।আপনার ফ্রেন্ড দের কাছ থেকে আপনার একাউন্ট বের করলাম।
প্রথমত বলি আমি নিজেও প্রেম রিলেশন এ কখনও বিশ্বাসী ছিলাম না।কিন্তু আপনাকে দেখার পর থেকে কিছু একটা কাজ করছে।আমি জানি যে এই কনফেশন টা সাকসেস হওয়ার প্রভাবিলিটি হয়তো খুব ই কম,কিন্তু তাও মনের ভাব টা প্রকাশ করে দেওয়া উচিত এই ছোট জীবনে।প্রথম আপনি ই কোনও মেয়ে,যাকে দেখে আমি কিছু একটা ফীল করলাম।বিশ্বাস করেন এর আগে নিজের ফ্রেন্ড দের অনেক মেয়ে খুঁজে দিয়েছি কিন্তু নিজে এসব এ কখনোই জড়াই নি।বাট 🙃🙃🙃

এই কনফেশন এ হয়তো সবাই হাহা দিবে,আপনিও হয়তো উড়িয়ে দিবেন কনফেশন টা,কিন্তু এটা আমার সারা জীবনে দাগ কেটে থাকবে।আমি ইচ্ছে করে কনফেশন দেই নি,আপনাকে ম্যাসেজ দেওয়ার সাহস আমার হয় নি।অন্য কাউকে দিয়ে বলাবো সেই সুযোগ ও পাই নি।এই পেজ এর অ্যাডমিন কে ফার্স্ট এ বলেছিলাম যে ইনবক্স এ কনফেশন টা দেওয়া যায় কি না,উনিও জানান যে এইরকম সিস্টেম নেই।বাধ্য হয়েই এখানে দেওয়া।

সব শেষে,আমি রিলেশন বা প্রেম করতে চাই না।আপনার পাশে আজীবন বন্ধুর মতো থাকতে চাই।

আর আপু দের বলতে চাই,যদি উনাকে চিনে থাকেন,তাহলে ইনবক্স এ উনাকে শেয়ার দিবেন,প্লিজ মেনশন করিয়েন না কমেন্ট বক্স এ পাবলিকলি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confession •Dc•Ndc•Joseph•Vnsc•Drmc•Isc•Hcc•Baf•Acc•Noor•Rouf etc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share