তথ্য সন্ত্রাস

তথ্য সন্ত্রাস মিডিয়ার অন্তরালে যেসব "তথ্য সন্ত্রাস" হচ্ছে তার সব খবর নিয়ে আমাদের এই অনুসন্ধানী পেজ। Real Info Terrorism in Bangladesh....

ওপার থেকে জয় বাংলা করে দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি 😎
11/11/2025

ওপার থেকে জয় বাংলা করে দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি 😎

পৃথিবীর প্রথম ব্যালকনি ওয়ালা বাস 🤣🤣
08/11/2025

পৃথিবীর প্রথম ব্যালকনি ওয়ালা বাস 🤣🤣

শাম্বাধিক শাপধান!
06/09/2025

শাম্বাধিক শাপধান!

যৌনতা সুন্দর, ফোর প্লে সুন্দর, ঠোঁটে ঠোঁট ঢুকিয়ে চুমু খাওয়া সুন্দর, কিন্তু তার চেয়েও সুন্দর একটা চাদরের তলায় একে অপরকে জ...
05/09/2025

যৌনতা সুন্দর, ফোর প্লে সুন্দর, ঠোঁটে ঠোঁট ঢুকিয়ে চুমু খাওয়া সুন্দর, কিন্তু তার চেয়েও সুন্দর একটা চাদরের তলায় একে অপরকে জড়াজড়ি করে বসে রাতে চাঁদ দেখা....
সেক্স খুবই ব্যক্তিগত মুহূর্ত, কিন্তু তার চেয়েও ব্যক্তিগত গোপন মুহূর্ত হলো খুব কাছের মানুষের কাছে হাউমাউ করে কাঁদতে কাঁদতে নিজের অতীতের সবচেয়ে যন্ত্রণাদায়ক ঘটনাগুলো উগরে ফেলা....
খালি গায়ে চুমু খাওয়া রোম্যান্টিক ভীষণ, কিন্তু তার চেয়েও রোম্যান্টিক হলো ঘর অন্ধকার করে ডিমলাইট সাজিয়ে প্রথমবার প্রেমে পড়ার দিনগুলো হাসতে হাসতে একে অপরকে বলে ফেলা....
কাছাকাছি থাকা, পাশাপাশি গায়ে হাত রেখে শোয়া খুব ভালো, কিন্তু তার চেয়েও বেশি ভালো ফোনের ভেতর সারারাত জেগে দুইটা মানুষ দুটো আলাদা ঘরে শুয়ে শুয়ে গল্প করা....
দূরে থাকার ভেতর একটা ব্যথা আছে, আর ব্যথা যত বাড়ে ততবেশি প্রেম বাড়ে, কাছে আসার চাহিদা বাড়ে। যে প্রেমের ভেতর অপেক্ষা নেই, হাঁসফাঁস অবস্থা নেই, একটা মানুষকে দেখার জন্য পাগলামি নেই, সেই প্রেম মরে যায় একটা সময়ের পর....
তাই সবসময় ছুঁয়ে থাকলে প্রেম বাড়ে না, বরং বিষয়টা একঘেয়ে হয়ে যায়, মাঝেমধ্যে একটু দূরে থাকা দরকার, একটু চোখের আড়াল হওয়া দরকার....
আসলে আমরা ভালোবাসি ভালো থাকার জন্য, কিন্তু খুব কাছের মানুষটাকে ভালো রাখতে জানলে আমরা দারুণ ভালো থাকি, এটাই আমরা বুঝে উঠতে পারি না। তার মুখের হাসিটা আমাদের ভেতর একটা আত্মবিশ্বাসের জন্ম দেয়....
এই পৃথিবীতে স্বার্থপর হওয়া খুব সোজা, কিন্তু অন্য একজনের স্বার্থে নিজেকে উজাড় করে দেওয়ার ক্ষমতা সবার থাকে না.....
সবার মধ্যে এই ক্ষমতা থাকে না, সবাই নিজেকে উজাড় করে ভালোবাসতে পারে না। যারা এভাবে ভালোবাসে তাদেরকে মানুষ ব্যক্তিত্বহীন বলে, কিন্তু তারা জানে না এই ব্যক্তিত্বহীন মানুষ গুলোই দরকারে অদরকারে নিজের দুইটা কিডনি বার করে হাতে তুলে দিতে পারে হাসতে হাসতে....
ভালোবেসে এই মানুষগুলোই সব সীমা পার করে যায়, এই মানুষগুলো নিজের জন্য বাঁচিয়ে কুচিয়ে কিচ্ছু রাখে না, একটু ভালোবাসা পেলে নিজের মাথা কেটেও পায়ে রেখে আসে....
সেক্স এক একটা সুন্দর মুহূর্তের জন্ম দেয়, কিন্তু একে অপরের চোখের দিকে নিরলস তাকিয়ে থাকলে হাজার হাজার স্মৃতিরা জন্ম নেয়.... 🥰

এআই (Artificial Intelligence) টুলগুলো আমাদের জীবন ও কাজকে অনেক সহজ করে তুলেছে। লেখালেখি, ডিজাইন, মিউজিক, ভিডিও এডিটিং থে...
22/08/2025

এআই (Artificial Intelligence) টুলগুলো আমাদের জীবন ও কাজকে অনেক সহজ করে তুলেছে। লেখালেখি, ডিজাইন, মিউজিক, ভিডিও এডিটিং থেকে শুরু করে ব্যবসা, মার্কেটিং—সবখানেই এখন এআই এর ছোঁয়া। চলুন জেনে নেই এমন ৫০টি অসাধারণ এআই টুলের নাম ও ব্যবহার:

#কনটেন্ট ও রিসার্চ টুল
১. ChatGPT.com – যেকোনো সমস্যার সমাধান, লেখা বা আইডিয়া জেনারেটর।
২. CopyOwl.ai – গভীর গবেষণাভিত্তিক আর্টিকেল তৈরি করে।
৩. perplexity.ai – সেরা এআই সার্চ ইঞ্জিন, তথ্য খুঁজে আনে দ্রুত।
৪. fastpedia.io – এআই টুল ডিরেক্টরি, যেকোনো টুল খুঁজে পেতে সাহায্য করে।
৫. Magai.ai – সব এআই মডেল এক প্ল্যাটফর্মে ব্যবহার করার সুবিধা দেয়।

#ভিডিও ও ভিজ্যুয়াল টুল
৬. Syllaby.io – ভিডিও বানানো ও প্রকাশ করা সহজ।
৭. MidJourney.com – সেকেন্ডে দারুণ ছবি বা আর্ট তৈরি করে।
৮. Submagic.co – লম্বা ভিডিওকে ছোট ছোট ক্লিপে পরিণত করে।
৯. SlidesAI.io – স্বয়ংক্রিয়ভাবে প্রেজেন্টেশন তৈরি করে।
১০. Beautiful.ai – ঝকঝকে প্রেজেন্টেশন বানাতে সেরা।
১১.Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড এক সেকেন্ডেই মুছে দেয়।
১২. PicWish.com – দ্রুত ছবি এডিট করে।
১৩. clueso.io – মিনিটে প্রোডাক্ট ভিডিও বানায়।
১৪. labs.google – গুগলের এআই ভিডিও মেকার।

#মিউজিক ও অডিও টুল
১৫. Soundraw.io – কয়েক সেকেন্ডে গান তৈরি করে।
১৬. Aiva.ai – এআই দিয়ে সুর তৈরি।
১৭. suno.com – গান তৈরি করার আরেকটি জনপ্রিয় এআই।
১৮. Capsho.com – পডকাস্টকে কনটেন্টে রূপান্তর করে।
১৯. notebooklm.google.com – যেকোনো লেখা থেকে পডকাস্ট বানায়।

#ডিজাইন ও কোডিং টুল
২০. Canva.com – সহজে ডিজাইন তৈরি করার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম।
২১. Uizard.io – স্কেচকে UI মকআপে রূপান্তর করে।
২২. AnimaApp.com – ডিজাইনকে সরাসরি কোডে পরিণত করে।
২৩. V0.dev – দ্রুত ফ্রন্টএন্ড মকআপ তৈরি করে।
২৪. createanything.com – ওয়েবসাইট বা অ্যাপ বানানোর এআই টুল।

#মার্কেটিং ও বিজনেস টুল
২৫. Ranked.ai – গুগলে ওয়েবসাইটের র‌্যাঙ্ক বাড়াতে সাহায্য করে।
২৬. Adcreative.ai – বিজ্ঞাপনের জন্য ক্রিয়েটিভ তৈরি করে।
২৭. keywordsearch.com – বিজ্ঞাপনের কনভার্সন বাড়াতে সাহায্য করে।
২৮. beehiiv.com – নিউজলেটার তৈরির জন্য অসাধারণ টুল।
২৯. threadmaster.ai – ভাইরাল ফেসবুক থ্রেড তৈরি করে।
৩০. Creatorunlock.com – ইউটিউব ক্রিয়েটরদের সহায়তা করে।

#প্রোডাক্টিভিটি ও অটোমেশন

06/08/2025

ঘর আছে টয়লেট নাই,
নাগরিকত্ব আছে দাম নাই,
নদী আছে ইলিশ নাই,
মা আছে বাবা নাই,
মাথা আছে ব্রেইন নাই,
জ্ঞান আছে বুদ্ধি নাই,
টাকা আছে কৃপণতার শেষ নাই,
খাবার থাকতেও গোবর খায়,

নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এতক্ষণ কোন দেশের কথা বললাম। দেখি নাম বলতে পারেন কিনা?

দুটির মধ্যে পার্থক্য বের করুন
02/08/2025

দুটির মধ্যে পার্থক্য বের করুন

প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না!
10/07/2025

প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না!

08/07/2025

ভাগ্যিস বিজ্ঞান এসব আবিষ্কার করেছিল; নইলে জানাই যেত না যে কোরানে আগেভাগেই এতকিছু বলা আছে!!!
১ – বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে চাঁদের নিজস্ব কোন আলো নেই। সূরা ফুরক্বানের ৬১ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
২ – বিজ্ঞান মাত্র দুশো বছর আগে জেনেছে
চন্দ্র এবং সূর্য কক্ষ পথে ভেসে চলে... সূরা
আম্বিয়া ৩৩ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
৩ – সূরা কিয়ামাহ’র ৩ ও ৪ নং আয়াতে ১৪০০ বছর আগেই জানানো হয়েছে; মানুষের আঙ্গুলের ছাপ দিয়ে মানুষকে আলাদা ভাবে সনাক্ত করা সম্ভব। যা আজ প্রমাণিত।
৪ - ‘ বিগ ব্যাং’ থিওরি আবিষ্কার হয় মাত্র
চল্লিশ বছর আগে। সূরা আম্বিয়া ৩০ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
৫ – পানি চক্রের কথা বিজ্ঞান জেনেছে বেশি দিন হয় নি... সূরা যুমার ২১ নং আয়াতে কুরআন এই কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে।
৬ – বিজ্ঞান এই সেদিন জেনেছে লবণাক্ত পানি ও মিষ্ঠি পানি একসাথে মিশ্রিত হয় না। সূরা ফুরকানের ২৫ নং আয়াতে কুরআন এই কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে।
৭ – ইসলাম আমাদেরকে ডান দিকে ফিরে ঘুমাতে উৎসাহিত করেছে; বিজ্ঞান এখন বলছে ডান দিকে ফিরে ঘুমালে হার্ট সব থেকে ভাল থাকে।
৮ – বিজ্ঞান এখন আমাদের জানাচ্ছে পিপীলিকা মৃত দেহ কবর দেয়, এদের বাজার পদ্ধতি আছে। কুরআনের সূরা নামল এর ১৭ ও ১৮ নং আয়াতে এই বিষয়ে ধারণা দেয়।
৯ – ইসলাম মদ পানকে হারাম করেছে , চিকিৎসা বিজ্ঞান বলছে মদ পান লিভারের জন্য ক্ষতিকর।
১০ – ইসলাম শুকরের মাংসকে হারাম করেছে। বিজ্ঞান আজ বলছে শুকরের মাংস লিভার, হার্টের জন্য খুবই ক্ষতিকর।
১১- রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন এর ব্যাপারে আমাদের চিকিৎসা বিজ্ঞান জেনেছে মাত্র কয়েক বছর আগে। সূরা মুমিনূনের ২১ নং আয়াতে কুরআন এই বিষয়ে বর্ণনা করে গেছে।
১২ - মানুষের জন্ম তত্ব ভ্রুন তত্ব সম্পর্কে
বিজ্ঞান জেনেছে এই কদিন আগে। সূরা আলাকে কুরআন এই বিষয়ে জানিয়ে গেছে ১৪০০ বছর আগে।
১৩ - ভ্রন তত্ব নিয়ে বিজ্ঞান আজ জেনেছে
পুরুষই ( শিশু ছেলে হবে কিনা মেয়ে হবে) তা নির্ধারণ করে। ভাবা জায়... কুরআন এই কথা জানিয়েছে ১৪০০ বছর আগে।
( সূরা নজমের ৪৫, ৪৬ নং আয়াত, সূরা
কিয়ামাহ’র ৩৭- ৩৯ নং আয়াত)
১৪ - একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায় তারপর পায় চোখে দেখার। ভাবা যায়?
১৪০০ বছর আগের এক পৃথিবীতে ভ্রুনের বেড়ে ওঠার স্তর গুলো নিয়ে কুরআন বিস্তর আলোচনা করে। যা আজ প্রমাণিত !
( সূরা সাজদাহ আয়াত নং ৯ , ৭৬ এবং সূরা ইনসান আয়াত নং ২ )
১৫ – পৃথিবী দেখতে কেমন? এক সময় মানুষ মনে করত পৃথিবী লম্বাটে, কেউ ভাবত পৃথিবী চ্যাপ্টা, সমান্তরাল... কোরআন ১৪০০ বছর আগে জানিয়ে
গেছে পৃথিবী দেখতে অনেকটা উট পাখির ডিমের মত গোলাকার।
১৬ – পৃথিবীতে রাত এবং দিন বাড়া এবং কমার রহস্য মানুষ জেনেছে দুশ বছর আগে। সূরা লুকমানের ২৯ নং আয়াতে কুরআন এই কথা জানিয়ে গেছে প্রায় দেড় হাজার বছর আগে !!.....আমাদের সমস্যা হল আমরা সব কিছুই জানি... যারা নাস্তিক তারাও জানে... পার্থক্য টা হল ' বোধ' যেমন ধরুন একজন নেশাকর জানে যে নেশা করলেই তার জীবন নষ্ট হয়ে যাবে, যে ছেলে বাবা কে খুন
করেছে সে জানে যে এই মানুষটি তাকে জন্ম
দিয়েছে... সব জেনে শুনেই আমরা সব থেকে খারাপ কাজ গুলো করি... ব্যাপারটা অজ্ঞানতার না ব্যাপারটা ' বোধ' এর।.. আপনার এই বোধটা থাকতে হবে
--- সবার কাছে অনুরোধ শেয়ার করতে ভুলবেন না প্লিজ,কারন এটা আপনার পবিত্র দ্বায়িত্ব। আল্লাহ্ বলেন.. ঐ ব্যাক্তির কথার চেয়ে কার কথা উওম যে নিজে সৎকর্ম করে এবং অন্যকে সৎকর্মের জন্য আহবান করে। - সূরা হা-মিম সিজদাহ্--(৩৩)......। নবী সা.বলেন. আমার পরে সবচেয়ে বড় দানশীল ব্যাক্তি তিনি,যে কোন বিষয়ে জানলো এবং অন্যকে তা জানালো.....( বায়হাকী)

প্যাসিভ ইনকাম আইডিয়া
03/07/2025

প্যাসিভ ইনকাম আইডিয়া

জ্বে আচ্চা
17/06/2025

জ্বে আচ্চা

প্রকাশিত বিজ্ঞাপনের প্রতিবাদ!!প্রকাশিত নিউজের প্রতিবাদলিপি দেখেছি অনেক। প্রকাশিত বিজ্ঞাপনের প্রতিবাদলিপি দেখলাম এই প্রথম...
05/06/2025

প্রকাশিত বিজ্ঞাপনের প্রতিবাদ!!
প্রকাশিত নিউজের প্রতিবাদলিপি দেখেছি অনেক। প্রকাশিত বিজ্ঞাপনের প্রতিবাদলিপি দেখলাম এই প্রথম। আগের বিজ্ঞাপন প্রত্যাহার করে এই প্রতিবাদ প্রকাশ করতে বলা হয়েছে। পৃথিবীর নবম আশ্চর্য ঘটনা 🤣

Address

Motijheel, DilkushaTSO
Dhaka
1223

Telephone

+8801757666666

Website

Alerts

Be the first to know and let us send you an email when তথ্য সন্ত্রাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share