06/12/2023
"শরীফ" শব্দের বাহুল্য ব্যবহার বর্জনীয়।
উপমহাদেশে চলছে "শরীফ" নামের যথেচ্ছা ব্যবহার যা কোনমতেই কাম্য নয়। যেমন :-
🔸মক্কার নাম হচ্ছে মক্কাতুল মুকাররমাহ, বাইতুল্লাহ, হারাম।
🔸আর মদিনার নাম হচ্ছে, মদিনাতুল মুনাওয়ারাহ, মাসজিদুন নবী স., মাদীনাতুত তায়্যিবাহ।
এই "মক্কাতুল মুকাররমাহ" আর "মদিনাতুল মুনাওয়ারাহ"। শিয়ারা এই দুই শব্দের "মুনাওয়ারাহ" এবং "মুকাররমাহ" শব্দ পরিবর্তন করে দিয়ে নাম দিলো "মক্কা শরীফ" আর "মদিনা শরীফ"।
🔸শুধু তাই নয়, তারা আল্লাহর নাম পাল্টিয়ে বানিয়েছে "খোদা"।
কা'বার নাম আসলে মাসজিদুল হারাম বা বায়তুল্লাহ ।
তো তার নাম হয়ে গেছে হারাম শরীফ,
কা'বা শরীফ ও বায়তুল্লাহ শরীফ।
এখান থেকেই শুরু হলো শরীফের জালিয়াতি ।
🔸ওখান থেকে শরীফ এসে যোগ হলো কুরআন মাজীদে,
হয়ে গেলো
কুরআন শরীফ।
কুরআন মাজীদকে শিয়ারা কুরআন শরীফ বানিয়ে দিলো।
এই কুরআন শরীফের শরীফ নামের সংযোজন এটা একটি নিকৃষ্ট কাজ এটা কোন সৎ কাজ হতে পারে না।
কুরআন মাজীদের বিশেষণকে বিকৃত করা হয়েছে।
এই কুরআনের নাম মহান আল্লাহ সুবহানাহু তা'য়ালা বলেছেন,
🔹কুরআনুল কারীম,
🔹কুরআনুল মুবীন,
🔹কুরআনুল হাকীম,
🔹কুরআনুল মাজীদ।
🔶এই কুরআনের কারীম, মুবীন, হাকীম, মাজীদ প্রত্যাখান করে শব্দের সঙ্গে বিশেষণ হিসেবে বা গুণবাচক হিসেবে মানুষের মাধ্যমে সংযোজন করা হয়েছে "শরীফ"। এটা কুরআন সুন্নাহ পরিপন্থী ।
বন্ধু, আপনার কি মনে হয়? " শরীফ" শব্দটি আল্লাহর জানা নাই? এ শব্দের ব্যবহার আল্লাহ জানতেন না? আপনি এ শব্দটি ব্যবহার করে কুরানের নামের পরিমার্জন করেছেন? আল্লাহ যথাশব্দের ব্যবহার জানেন না? আল্লাহ বালাগাত-ফাসাহাত জানেন না? সবকিছুই আপনি জানেন? নাউজুবিল্লাহ। এটা নি:সন্দেহে কুরআনের অবমাননা। আপনি বুঝতেছেন না বা অনুধাবন করছেন না।
আল্লাহর দেয়া নাম কে যারা প্রত্যাখান করেছে এবং নিজেদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য বিকৃত করেছে।
এর জন্য অবশ্যই তাদেরকে জবাবদিহিতা রয়েছে।
এ জালিয়াতির এখানেই শেষ নয়.... আরো আছে যেমন,
হাদিস গ্রন্থ গুলোর নাম:-
🔹সহীহুল বুখারী,
🔹সহীহুল মুসলিম,
🔹সুনানে আবু দাউদ,
🔹সুনানে আত-তিরমিজী,
🔹সুনানে আন-নাসাঈ ও
🔹সুনানে ইবনে মাজা।
এ কুতুবে সিত্তাকে তারা নাম দিয়েছে, "সিহাহ সিত্তাহ"। অথচ ছহীহ মাত্র দু'খানা বাকি চারখানাকে একসাথে সুনানে আরবায়া বলা হয়।
🔶 এ হাদীস