Badbuzz City

Badbuzz City আমি এক সপ্নবাজ মানুষ।
যার সপ্ন হাজার বার নষ্ট হইছে।
তবুও সপ্ন দেখা বন্ধ করিনি 🙂
(9)

বাংলাদেশ ক্রিকেট ও সাকিব আল হাসান সম্পর্কে সকল নিউজ পেতে এ পেজে লাইক দিয়ে এক্টিভ রাখুন।

আমরা বিয়ে করেছি। কিন্তু বাসায় জানে না। বাসায় জানলে ৩ টা সমস্যা হবে। আব্বু আম্মু মাইর লাগাবে। দ্বিতীয় সমস্যা, বাসা থেকে ব...
16/07/2025

আমরা বিয়ে করেছি। কিন্তু বাসায় জানে না। বাসায় জানলে ৩ টা সমস্যা হবে। আব্বু আম্মু মাইর লাগাবে। দ্বিতীয় সমস্যা, বাসা থেকে বের করে দেবে। তখন সবে ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার। বাসা থেকে বের করে দিলে কোথায় থাকবো, কি খাবো?

তৃতীয় সমস্যা সবচেয়ে ভয়ংকর। পুলিশ। আমি যখন বিয়ে করি, তখন সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স ১৯। বিয়ের ক্ষেত্রে ছেলেরা দারুন বৈষম্যের শিকার। ২১ বছর না হলে তাদের বিয়ে বেআইনি হয়ে যায়। কাজেই বাসায় যদি জানে যে আমরা বিয়ে করেছি এবং ছেলে নাবালক, তাহলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে।

এজন্য আমি আর মিতু বিয়ে করলাম। কিন্তু বাসায় জানালাম না। যে যার বাসায় থাকি। ইউনিভার্সিটিতে আসি। মিতুকে আমি বলি, বউ। মিতু বলে, ওগো আমার স্বামী। আমরা ক্লাসে পাশাপাশি বসি। ক্যান্টিনে গিয়ে চা খাওয়ার সময় মিতু ওড়না দিয়ে চায়ের কাপ মুছে দিয়ে স্ত্রীর দায়িত্ব পালন করে। পরীক্ষার হলে মিতুকে আমি খাতা দেখিয়ে স্বামীর দায়িত্ব পালন করি। অতি সুখের সংসার।

ক্লাস শেষ হলে আমরা দুজন গাছতলায় বসি। মিতুকে আমি কথা দিয়েছিলাম, বিয়ের পর দুচোেখ যেদিকে যায়, চলে যাবো। গাছের তলায় ঘর বাঁধবো।

কাজেই গাছের তলায় বসতে পেরে মিতু খুবই খুশি। তার স্বামী প্রতিশ্রুতি রেখেছে। বিয়ের পর গাছতলায় সংসার ফেঁদেছে।এর মধ্যে মিতুর বাসায় কি যেন এক ঝামেলা হলো।

মিতুর বাবা ঝাড়ি মেরে ওকে বলল, আমার খাও, আমার পড়ো, আর আমার সাথে বেয়াদবি? বিয়ের পর মেয়েরা আসলেই পর হয়ে যায়। এই সামান্য কথায় মিতু দারুনভাবে আহত হলো। খাওয়া দাওয়া বন্ধ করে দিলো। সে আর পিতার অন্ন মুখে তুলবে না। ক্লাসে এসে বলল, বাজার করে দাও।

আমি আকাশ থেকে পড়লাম। বাজার মানে?

টাকা পাবো কোথায়? প্রথম আলোতে লিখে তখন কয়েকশত টাকা পেতাম। সেই টাকা তোলা হলো।

কারওয়ান বাজার থেকে দুই কেজি চাল, আধা কেজি আলু এবং ডাল কেনা হলো। মিতু ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে বাসায় চলে গেলো। নিজে রান্না শুরু করলো। ভাত, আলু ভর্তা, ডাল। নিজেই রান্না করে, নিজেই খায়। সে এক কঠিন ব্রত।

আমি ভেবেছিলাম, এইভাবে মিতু একদিন মারা যাবে। না মিতু মারা যায়নি। বরং অতি সাধাসিধে খাওয়াদাওয়ার চর্চা করায় মিতু অল্প দিনেই শুকিয়ে গেলো। রাতারাতি তাকে অপ্সরীর মতো লাগতে লাগলো।

মিতুকে কখনো বলিনি, মিতু যতদিন ডালভাত কর্মসূচী চালিয়েছে, আমিও বাসায় মাছ মাংস ঠেলে সরিয়ে শুধু ডাল ভাতই খেতাম। আমার মা বলতেন, তোর কি হইছে?

আমি চোরের মতো মাথা নিচু করে বলতাম, কিছুই না, কিছুই না।মাকে আমার বলতে ইচ্ছে করতো মিতুর কথা। কে বলে মেয়েরা লাজুক হয়? আমি যখন প্রথম আম্মুকে মিতুর কথা বলি, তখন আমি লাইট নিভিয়ে বলেছিলাম, আম্মু, আমার সাথে একটা মেয়ে পড়ে, ওর বিয়ে হয়ে যাচ্ছে। তুমি আর আব্বু একটু যাবা, ওদের বাসায়?

আমার কথা শুনে আম্মু লাফ দিয়ে উঠলো। চট রুমের লাইট জ্বালিয়ে বলল, কোন মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তাতে তোর কি? এসব তুই কি কইতাছোস? তোর কি মাথা খারাপ হইয়া গেছে?

আমি যখন বাসা থেকে পালালাম। একটা ফার্মেসি থেকে মিতুদের বাসার ল্যান্ড ফোনে কল দিলাম। মিতুকে বললাম, মিতু তুমি চলে এসো। আমি বাসা থেকে বের হয়ে এসেছি।

মিতু ছোট্ট করে বলল, আচ্ছা।

সব মিলিয়ে ১৫ সেকেন্ড।

টিএসসিতে আমি দাঁড়িয়ে আছি। তখন মোবাইল ফোনের যুগ না। অস্থির হয়ে বার বার ঘড়ি দেখছি।

মিতু আসবে তো? দেরি করছে কেন? কখন আসবে? আমার চোখ জ্বালা করছে। সামনে অনিশ্চিত ভবিষ্যত। পকেটে একটা টাকাও নেই। মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ছে। মাথার রগ টন টন করছে।

চোখ অকারণে আর্দ্র হচ্ছে।

এমন সময় হুড তোলা রিকশায় করে মিতু আসলো। রিকশা থেকে নেমেই আমাকে দেখে হাসলো।আমার ১৫ সেকেন্ডের একটা অনুরোধে একটি মেয়ে সব ফেলে চলে এসেছে। তার ১৮ বছরের বাবা, মা, ভাই, বোন। সবকিছু। কোথায় যাবে জানে না, কি খাবে, সেটাও জানে না।

কিন্তু রিকশা থেকে নেমেই এমন উজ্জলভাবে হাসলো ... যেন সে সব পেয়েছে। যেন সে পুরো বিশ্ব জয় করেছে।

আমি ভ্যালেন্টাইন ব্যাপারটা ঠিক বুঝিনা। ভালবাসা, প্রেম এগুলোও ঠিক মাথায় ঢোকে না।

আমার কাছে প্রেম মানে, ওই উজ্জল, নির্মল, সুখী একটা হাসি। কি পরম নির্ভরতাই না ছিল সেই হাসিতে। কি গাঢ় বিশ্বাসে মাখা ছিলো সেই হাসি। এটাই আমার ভালবাসা। আমি বুকে হাত রেখে বলতে পারবো, আমি নিজের চোখে ভূত দেখিনি, কিন্তু ভালবাসা দেখেছি। কে বলে ভালবাসা বলে কিছু নেই? ওই এক মুহুর্তের হাসিই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন।

পুনশ্চ: আমি আর মিতু একসাথে ১৫ অথবা ১৬ বছর ধরে সংসার করছি। আগে বছর গুনে মনে রাখতাম। এখন গোণাগুনির ঝামেলায় যাই না। ওই হবে একটা। প্রতিদিন ঝগড়া করি, সপ্তাহে একদিন কথা বন্ধ থাকে, মাসে একবার ডিভোর্সের চিন্তা করি।

কিন্তু কিছু করতে গেলে, ওই হাসিটাই বাঁধা হয়ে দাঁড়ায়।

-সংগৃহীত।

মানুষের জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়৷ মনির নামের এই ভাউ "সেই স্বাদ" ডায়লগ দিয়ে বেশি জনপ্রিয় কিন্তু একটা মানুষের ভেতরে ন...
15/07/2025

মানুষের জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়৷ মনির নামের এই ভাউ "সেই স্বাদ" ডায়লগ দিয়ে বেশি জনপ্রিয় কিন্তু একটা মানুষের ভেতরে না গেলে তার ক-ষ্ট কি জানবেন না৷

আজকে মনির ভাইর একটা ভিডিও দেখলাম! মা বাবা ছাড়া নানীর কাছে বড় হওয়া একটা মানুষের কি ক-ষ্ট সে জানে৷ পেটের ক্ষু-দা নিয়ে যারা বড় হয়েছে সেটা তারাই জানে জীবনের মানে কি!

উনার কাচা সবজি খাওয়া দেখে ভাবতাম এটা ইচ্ছা করে খায় কিন্তু আজ জানলাম পেটের খিদা দূর করতে তিনি এভাবে কাচা সবজি খাওয়া ধরেন৷

উনার গল্প শুনে নিজের জীবন নিয়ে কোনও অভিযোগ নেই৷ আল্লাহ উনাকে ভালো রাখুক এই দোয়া করি 🙂

-

এই মাসুদ ছেলেটা নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন গার্ড।আজ আমি যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকছিলাম, তখন আমার পকেট থেকে মানিব্যাগটা ব...
15/07/2025

এই মাসুদ ছেলেটা নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন গার্ড।
আজ আমি যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকছিলাম, তখন আমার পকেট থেকে মানিব্যাগটা বেরিয়ে গেল।
আমার মানিব্যাগে ৫১৫০০/- টাকা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কার্ড ছিল।
আমার মানিব্যাগটা অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম যে মানিব্যাগটা সিকিউরিটি অফিসে দেওয়া হয়েছে।
আমি সিকিউরিটি অফিসে যাওয়ার পর জানতে পারলাম যে লোকটা মানিব্যাগটা পেয়েছে এবং তার সততা দেখিয়ে সে আমার মানিব্যাগটা সিকিউরিটি অফিসে ফিরিয়ে দিয়েছে।
আমি তাকে বললাম- "মামা আপনার যেখানে মানিব্যাগটা পরসিলো সেই জায়গায় আমি ছিলাম। ভাগ্য ভালো আমি দেখে নিসি না হলে আজকে আপনে মানিব্যাগটা পাইতেন না। চেক করে নেন ঠিক আসে তো?"
আমি তাকে বললাম মামা চলো ক্যান্টিনে যাই। যা মন চাই খাও তুমি, আমি টাকা দিচ্ছি।
প্রথমে সে বলল, "না মামা থাক যাবো না আইজকা তো আমার ডিউটি"
কিন্তু তাও আমি তাকে ক্যান্টিনে নিয়ে গেলাম।
ক্যান্টিনে যাওয়ার পর সে মাত্র ৪ বোতল পেপসি কিনেছে। আমি বললাম, "আর কিছু লাগলে নাও।" সে বলল, "মামা আর কিছু লাগবে না, শুধু একটা সিগারেট খাওয়ান।"
আমি বললাম, "ঠিক আছে চলেন" এরপর দুজন বেড়িয়ে গেলাম।
বাইরে যাওয়ার পর সে পেপসির বোতলগুলো নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা রক্ষীদের দিলো।
আমি তাকে জিজ্ঞেস করলাম, "মামা তুমি খাবা না?"
সে বলে, "মামা আমি খাই না, আমি এদের জন্যই নিসি। বেচারাগুলো গরমে দাড়াইয়া আছে।"
এরপর আমি বুঝতে পারলাম আমরা কত স্বার্থপর। আমরা কেবল নিজের কথাই ভাবি।
কখনও কখনও এলোমেলো শিশুসুলভ আচরণ মানবতার প্রতি আপনার বিশ্বাস পুনরুদ্ধার করে।
তারা দরিদ্র হতে পারে কিন্তু এটা কি ন্যায্য আমরা যে এদের সাথে খারাপ আচরণ করি?
দরিদ্র থাকার সবচেয়ে নিশ্চিত উপায় হল একজন সৎ মানুষ হওয়া। শুধুমাত্র সৎ বলেই তারা দরিদ্র।

মাসুদের মতো মানুষেরাই প্রমাণ করে, সততা আর উদারতা কোনো পদ-পদবির তোয়াক্কা করে না। আমাদের সমাজের এই নীরব নায়কদের প্রতি সম্মান জানাতে ভুলবেন না। আপনার জীবনেও কি এমন কোনো মাসুদের গল্প আছে? কমেন্টে জানান!
-কালেক্টেড

#সততা #মানবতা #ভালোমানুষ #অনুপ্রেরণা #নর্থসাউথইউনিভার্সিটি

🗣️সাকিবের সঙ্গে শীঘ্রই কথা বলবেন বিসিবি সভাপতি বুলবুল🎙️'সাকিব তো এভেইলেবল ক্রিকেটার। এখনও বাংলাদেশ দল থেকে সব সংস্করণে অ...
14/07/2025

🗣️সাকিবের সঙ্গে শীঘ্রই কথা বলবেন বিসিবি সভাপতি বুলবুল

🎙️'সাকিব তো এভেইলেবল ক্রিকেটার। এখনও বাংলাদেশ দল থেকে সব সংস্করণে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব। তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নেব। এর আগেও আমি বহুবার বলেছি, এটা পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশ দলের নির্বাচকদের ওপর। আমার সঙ্গে বেশ কিছু দিন ধরে (সাকিবের সঙ্গে) যোগাযোগ হয়নি। দায়িত্ব নেওয়ার পর হয়নি।'

বাঙ্গালীর ইমোশন নিয়ে খেলে আর কতো লোক ভাইরাল হবে 😅
14/07/2025

বাঙ্গালীর ইমোশন নিয়ে খেলে আর কতো লোক ভাইরাল হবে 😅

ইনিই সেই ভাই, যার মাসুম চেহারাটা আজও চোখে ভাসে। পাথরের আ-ঘাতে জীবন গেলেও, তার শাহাদাতের মর্যাদা আল্লাহ্‌র কাছে অক্ষয়। আ...
14/07/2025

ইনিই সেই ভাই,

যার মাসুম চেহারাটা আজও চোখে ভাসে। পাথরের আ-ঘাতে জীবন গেলেও, তার শাহাদাতের মর্যাদা আল্লাহ্‌র কাছে অক্ষয়।

আল্লাহ্‌ তুমি তাকে জান্নাতের সুমহান স্থান দান করো, যেখানে কোনো কষ্ট নেই, নেই চাঁদাবাজি , শুধু শান্তি আর আলো।

আমিন। 😢😭

13/07/2025

জোর করে মিরাজ কে সাকিব বানাতে গিয়ে তাকে নষ্ট করবেন না প্লিজ

সাকিব কে নাকি দলে ফেরানোর জন্য চেষ্টা করতাছে বিসিবি 😒নাকি জাতীয় দল খারাপ করে তাই হুদাই একটা সুর বের করে দিছে যাতে মিডিয়া...
13/07/2025

সাকিব কে নাকি দলে ফেরানোর জন্য চেষ্টা করতাছে বিসিবি 😒
নাকি জাতীয় দল খারাপ করে তাই হুদাই একটা সুর বের করে দিছে যাতে মিডিয়ার নজর সাকিব এর দিক থাকে??

আমার জীবনের কোন মূল্য নাই ☺️কারন আমি বাংলাদেশি 😑
12/07/2025

আমার জীবনের কোন মূল্য নাই ☺️
কারন আমি বাংলাদেশি 😑

একদল আরেক দলের উপর দায় দিয়া কুল পায় না। বিচার চাওয়ার কেউ নাইএটা কেন বুজি না আমরা আরে বিচার করো তারপর কে কোন দলের সেটা দে...
11/07/2025

একদল আরেক দলের উপর দায় দিয়া কুল পায় না।
বিচার চাওয়ার কেউ নাই
এটা কেন বুজি না আমরা আরে বিচার করো তারপর কে কোন দলের সেটা দেখবো।
আমরা পারি শুধু ভিডিও করতে আর নিজের উপর থেকে দায় সরাতে🙂

নিজের ইচ্ছায় সে এই পৃথিবীতে আসেনি।একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছিল—"আমার জ-ন্ম ...
11/07/2025

নিজের ইচ্ছায় সে এই পৃথিবীতে আসেনি।
একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছিল—
"আমার জ-ন্ম আমার সিদ্ধান্ত ছিল না। আমার বাবা-মা তাদের জৈবিক চাহিদা মেটাতে গিয়ে আমাকে পৃথিবীতে এনেছেন।"
এ যেন নিজের অস্তিত্ব নিয়েই বাবা-মাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো।

অপর পাশে, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন তার কর্মজীবী মা-বাবা।
নিরব, মাথা নিচু, একবারও মেয়ের মুখের দিকে তাকানোর সাহস করেননি।
মেয়ের এমন অভিযোগ শুনে আদালতে উপস্থিত সবার হৃদয় কেঁ-পে উঠলেও, তারা ছিলেন নিঃশব্দ।

মেয়ের উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরে তার আইনজীবী বললেন—
"সে চায় আমেরিকায় গিয়ে পড়তে। কিন্তু তার মা-বাবার সেই সক্ষমতা নেই।"

বিচারক কথা বলার সুযোগ দিলেও মা-বাবা কোনো কথা বলেননি।
নিরবে মাথা নিচু করে বেরিয়ে গেলেন।

এই তবে সন্তান জন্ম দেওয়ার প্রতিদান?

কিন্তু এখানেই শে-ষ নয়।
এই মেয়ে শুধু অভিযোগ করেই থেমে থাকেনি। তার চাহনি, ভাষা, শ-রী-রী ভাষা— সব কিছুতেই ফুটে উঠেছে এক ধরনের ঔদ্ধত্য, এক ধরনের অ-ব-মা-ন-না-ক-র মনোভাব।
সে যেন বাবা-মা নয়, একজন অ-প-রা-ধীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে!
শুধু ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বললেই কি শিক্ষিত হওয়া যায়?

এই মেয়ের ব্যবহার, তার বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দেখে প্রশ্ন জাগে—
এটা কি শিক্ষার ফল, নাকি এক বিকৃত উচ্চবিলাসের বহিঃপ্রকাশ?

এ ধরনের নোং-রা মনমানসিকতার মেয়েরা সমাজে, শিক্ষায় এবং পরিবারে বিষ ছড়ায়।
তারা নিজের অর্জনের ব্যর্থতা ঢাকতে গিয়ে আ-ঘা-ত করে মা-বাবার আত্মমর্যাদায়।

শিক্ষা কি তাকে মানবিকতা শেখায়নি?
সমাজ তাকে নৈতিকতা দিতে ব্যর্থ হলো কেন?
এই মেয়ে যদি এই সমাজের “সুশিক্ষিত” প্রতিনিধি হয়, তবে আমরা কোথায় দাঁড়িয়ে 🙂

11/07/2025

রাস্টায় সবার সামনে পাথর মেরে একজন মানুষ কে মা-রা হলো 🥲
আহা আমার সোনার বাংলাদেশ 😑

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Badbuzz City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share