Tithi's Diary

Tithi's Diary “Dream big, work hard, stay humble.”

আনাস be like : 🌚 দেখিতো গাড়ির কোনো ঝামেলা করে নতুন দুষ্টুমি করা যায় না কি🙄                  #আনাস🦜
22/10/2025

আনাস be like : 🌚 দেখিতো গাড়ির কোনো ঝামেলা করে নতুন দুষ্টুমি করা যায় না কি🙄
#আনাস🦜

মিট আনন্দ আহুজা।৪০০০ হাজার কোটি টাকার মালিকবউয়ের জুতার ফিতা বেঁধে দিচ্ছেন।কখনো পাবলিকলি কখনো ঘরের ভেতর।তাতে তার কোন ইগো ...
21/10/2025

মিট আনন্দ আহুজা।৪০০০ হাজার কোটি টাকার মালিক
বউয়ের জুতার ফিতা বেঁধে দিচ্ছেন।কখনো পাবলিকলি কখনো ঘরের ভেতর।তাতে তার কোন ইগো নেই।স্ত্রী বলিউড অভিনেত্রী সোনম কাপুর।কিছুদিন আগে তারা বাবা মা হয়েছেন।
আর বঙ্গ দেশের অধিকাংশ বীরপুরুষরা চল্লিশ হাজার টাকা বেতন পেলেই কাজ হইছে।বউকে ঘরের কাজ দিয়ে দৌঁড়ের উপর রাখে।পান থেকে চুন খসলেই মেজাজ।
যদি তারা একেক জন আনন্দ আহুজা হতেন তাহলে বোধহয় খবরই ছিলো। বউয়ের নাকি জন্ম হয়েছে জামাইয়ের কাজ করার জন্য?? এটা কতটুকু যৌক্তিক জানাবেন কেও🫥 বউ দের কীভাবে সম্মান করতে হয় কিছু পুরুষ জানেই না।।! 🌚 কথায় না পারলে লোক দেখানো, মনগড়া হাদিস বানিয়ে আনে। অলি হয়ে যায় তখন 😷

আর যদি কখনো কাউকে আমার ব্যাক্তিগত জীবনে নাক গলাতে দেখি,এমন করে দিবো😡
19/10/2025

আর যদি কখনো কাউকে আমার ব্যাক্তিগত জীবনে নাক গলাতে দেখি,এমন করে দিবো😡

18/10/2025

মন চায় যেন অনন্তকাল তাকিয়ে থাকি...
কারণ এই ছোট্ট মুখটাই তো আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য 💕

যে মুখে হাজার ক্লান্তির পরও হাসির আলো খুঁজে পাই,
যে নিঃশ্বাসে মিষ্টি ঘুমের গন্ধ মেশে,
সেই নিঃশ্বাসেই লুকিয়ে থাকে আমার সমস্ত শান্তি, আমার জীবনের মানে। 🌙

ও ঘুমিয়ে পড়লে পৃথিবী যেন থেমে যায়,
সব শব্দ থেমে যায়, কেবল শুনি ওর নিঃশ্বাসের নরম আওয়াজ —
সেই সুরটাই আমার জীবনের সবচেয়ে মধুর সংগীত। 💫

একটা মা বুঝে — এই ছোট্ট প্রাণটাই তার সবচেয়ে বড় আশ্রয়।
ওর ঘুমের মুখে মা নিজের সব দুঃখ ভুলে যায়,
ওর ছোট্ট হাতটা বুকে রেখে ভাবে,
“এই হাতটাই একদিন আমার ছায়া হবে, আমার নামটা ধরে পৃথিবী চিনবে…” ❤️

রাত যত গভীর হয়, ততই বাড়ে মায়ের মায়া।
ও ঘুমালে মা জেগে থাকে, ওর চুলে হাত রাখে,
চুপচাপ তাকিয়ে থাকে, যেন চোখের পলক ফেললেই হারিয়ে যাবে এই দৃশ্য।

এই নিঃশব্দ মুহূর্তেই মা নিজের ভিতরের পৃথিবিটাকে খুঁজে পায়,
যেখানে নেই কোনো ক্লান্তি, নেই কোনো অভিযোগ,
শুধু আছে এক অনন্ত ভালোবাসা,
যার শুরু আছে, কিন্তু শেষ নেই... 🌸

হয়তো বাইরে পৃথিবী অনেক বড়,
কিন্তু মায়ের কাছে এই ছোট্ট বুকের ওপর ঘুমিয়ে থাকা সন্তানের মুখটাই —
সবচেয়ে বড় স্বর্গ, সবচেয়ে শান্ত পৃথিবী 💞

তাই তো—
মন চায় যেন অনন্তকাল তাকিয়ে থাকি...
কারণ এই দৃশ্যটাই জীবনের সবচেয়ে সুন্দর কবিতা,
যা শুধু একজন মা-ই পড়তে জানে 💫

✍️
#আনাস 🦜

শুভ জন্মদিন আমার বাবা। আমার রাজপুত্র ❤️ সবাই আমার বাবার নেক হায়াত & সুস্থতা কামনা করবেন। আল্লাহ যেনো দ্রুত সুস্থ করে দেন...
15/10/2025

শুভ জন্মদিন আমার বাবা। আমার রাজপুত্র ❤️ সবাই আমার বাবার নেক হায়াত & সুস্থতা কামনা করবেন। আল্লাহ যেনো দ্রুত সুস্থ করে দেন #আনাস-পাখি 🦜 #মায়ের_ডায়েরি #মায়ের_আবেগ ❤️❤️ ❤️❤️Happy Birthday Baba❤️❤️

সবচেয়ে ছোট হাতটা আমাদের হৃদয়ের সবচেয়ে বড় জায়গা দখল করে রাখে।♥️  আর এদিকে -আমার বাবাটা অসুস্থ্য ,,🥲🥺 সব কিছু কেমন যেন...
14/10/2025

সবচেয়ে ছোট হাতটা আমাদের হৃদয়ের সবচেয়ে বড় জায়গা দখল করে রাখে।♥️ আর এদিকে -
আমার বাবাটা অসুস্থ্য ,,🥲🥺 সব কিছু কেমন যেন থমকে গেছে। 🥺 কিছু লিখতেও পারছিনা।প্লিজ সবাই বেশি বেশি দোয়া করবেন 😭 #মা_এবং_সন্তান #মায়ের_ডায়েরি #মায়ের_আবেগ 🤲

- যেই নারী পুরুষের ক্লান্ত মনে প্রশান্তি আনে, সেই তার সবচেয়ে বড় আশ্রয়!💙🕊️😌
11/10/2025

- যেই নারী পুরুষের ক্লান্ত মনে প্রশান্তি আনে, সেই তার সবচেয়ে বড় আশ্রয়!💙🕊️😌

10/10/2025

আমি আমার এই ছোট্টো জীবনে,২/১টা ভালো বন্ধু ছাড়া সব স্বার্থপর মানুষ কামিয়েছি। ভাগ্য খারাপ হয় তাই বলে এত!!

- ভালোবাসা শুধু শব্দে নয়, যত্নে প্রকাশ পেলে তা হয়ে ওঠে স্বর্গীয় অনুভব!🖤🕊️
10/10/2025

- ভালোবাসা শুধু শব্দে নয়, যত্নে প্রকাশ পেলে তা হয়ে ওঠে স্বর্গীয় অনুভব!🖤🕊️

Good Food-* Good mood😘                        🥪 🥰
06/10/2025

Good Food-* Good mood😘 🥪 🥰

মা হওয়া আসলেই সহজ নয় 🌸কাঁধে ব্যথা, কোমরে যন্ত্রণা,রাতের পর রাত নির্ঘুম কাটানো…একটানা ঘুম কবে শেষবার হয়েছে, সেটাও মনে ...
05/10/2025

মা হওয়া আসলেই সহজ নয় 🌸

কাঁধে ব্যথা, কোমরে যন্ত্রণা,
রাতের পর রাত নির্ঘুম কাটানো…
একটানা ঘুম কবে শেষবার হয়েছে, সেটাও মনে নেই।
তবুও সন্তানের একটা হাসি
মায়ের সব কষ্টকে মুহূর্তেই ভুলিয়ে দেয়। ❤️
🦜 ゚viralシfypシ゚

Address

Shyamoli
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Tithi's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share