Ting Tong Bell

Ting Tong Bell Lifestyle by Farhana!
(2)

Yummy yummy yummy Yummy yummy Pasta.....
26/08/2025

Yummy yummy yummy
Yummy yummy Pasta.....

আলহামদুলিল্লাহ
26/08/2025

আলহামদুলিল্লাহ

শুভ সকাল। কেমন আছেন সবাই????আজ কে কি রান্না করবেন???🙂🙂🙂
26/08/2025

শুভ সকাল।
কেমন আছেন সবাই????
আজ কে কি রান্না করবেন???🙂🙂🙂

আজকের বিকেল এর আমার বারান্দার ফুলেরা....😊😊😊
25/08/2025

আজকের বিকেল এর আমার বারান্দার ফুলেরা....😊😊😊

কে কেমন আছেন সবাই???
25/08/2025

কে কেমন আছেন সবাই???

ভৌতিক গল্পপারের গ্রামের মানুষরা দিনের আলোতে নদীকে ভালোবাসে। মাছ ধরে, নৌকা ভাসায়, আর ছোট ছোট শিশুরা তীরে দৌড়ায়। কিন্তু...
24/08/2025

ভৌতিক গল্প

পারের গ্রামের মানুষরা দিনের আলোতে নদীকে ভালোবাসে। মাছ ধরে, নৌকা ভাসায়, আর ছোট ছোট শিশুরা তীরে দৌড়ায়। কিন্তু রাত হলেই নদী বদলে যায়। কুয়াশা ঘন, হাওয়া শীতল, আর নদীর ঢেউগুলো যেন অদৃশ্য হাতের মতো ফিসফিস করে। কেউ রাতে নদীর ধারে যায় না। সবাই জানে, নদীর পারের অন্ধকারে রয়েছে ভুত—যার কথা কেউ চোখে দেখেনি, কিন্তু যার উপস্থিতি অনুভূত হয়।

এক রাতে, আমি কৌতূহল এবং সাহস নিয়ে নদীর ধারে গিয়েছিলাম। বাতাস শীতল, কুয়াশা চোখে পড়ার মতো ঘন। নদীর ঢেউগুলো যেন আমাকে সতর্ক করছে। হঠাৎ, পানি থেকে দেখা দিল ছায়া। প্রথমে মনে হলো কোনো মানুষ, কিন্তু ছায়াটি অদ্ভুত। কাছাকাছি এলো, আর আমি বুঝতে পারলাম—এ মানুষ নয়।

ভুতটি দাঁড়িয়ে ছিল চুপচাপ, চোখ লাল আগুনের মতো জ্বলছে। মুখে অদ্ভুত হাসি, যেন হাসি আর চিৎকারের মিলন। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। ভুত ধীরে ধীরে এগিয়ে এলো। নদীর ঢেউগুলো যেন তার সঙ্গে নাচছে, আর হাওয়া তার শব্দকে বহন করছে।

হঠাৎ, নদীর জলে আরো ছায়া ভেসে উঠল। ছায়াগুলো এক হয়ে ঘুরতে লাগল, নদীর ঢেউ এবং হাওয়ার সঙ্গে মিলিত হয়ে এক অদ্ভুত সুর তৈরি করল, যা হৃদয় কেঁপে দিচ্ছিল। তাদের চোখে অন্ধকার, মুখে অদৃশ্য হাসি, আর আঙুলগুলো যেন নদীর জলে ছায়া হয়ে ভেসে উঠছে।

আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বের হল না। হঠাৎ, ভুত আমার চারপাশে ঘুরে দাঁড়াল, নদীর তীরে ছোট ছোট অদৃশ্য আওয়াজ শোনা গেল—পায়ের ছাপ, ফিসফিস করা কথা, হঠাৎ কাঁপানো হাহাকার। নদী, জঙ্গল, কুয়াশা—সব মিলিয়ে মনে হলো আমি এক অদৃশ্য জগতে আটকা পড়েছি।

রাত গভীর হল। হাওয়া থেমে গেল। নদীর জলে ভুতের ছায়া মিলিয়ে যাচ্ছে, কিন্তু চোখের লাল আগুন এখনও জ্বলছে। গ্রামে কেউ জানে না আমি নদীর ধারে কি দেখেছি। কিন্তু আমি জানি—ভুত এখনও সেখানে আছে। চুপচাপ, অদৃশ্য, এবং ভয়ঙ্কর।

যে কেউ নদীর ধারে একা যায়, সে ভুতের দৃষ্টি পায়। সেই দৃষ্টি কখনও ভুলে যায় না। নদীর ঢেউ, রাতের হাওয়া, জঙ্গল—সব মিলিয়ে মনে করিয়ে দেয় ভুত এখনও অপেক্ষা করছে।
আমি নদীর ধারে দাঁড়িয়ে ছিলাম, চোখ ঘুরিয়ে তাকাচ্ছিলাম—ভুতের দিকে। হঠাৎ, তার লাল চোখগুলো আমার দিকে সরাসরি তাকালো। হৃদয় যেন থেমে গেল। নদীর ঢেউ চুপচাপ, হাওয়া থেমে আছে, সব কিছু যেন আমার চারপাশের শূন্যে ভাসছে।

ভুত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার আঙুলগুলো বাতাসে ছায়ার মতো ঝুলছে, এবং সে যেন আমার ভয়কে টেনে আনছে। আমি সরে যেতে চাইলাম, কিন্তু পা মাটিতে আটকে আছে। হঠাৎ, নদীর জলে হালকা শব্দ—কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে। মনে হলো আগের সব ভুক্তভোগী আমার চারপাশে ভেসে উঠছে।

ভুতের হাসি এবার আরও ভয়ঙ্কর। সে বলতে চায় কিছু, কিন্তু শব্দ আসে না—শুধু নদীর ঢেউ এবং হাওয়া তার কথা বহন করছে। হঠাৎ, সে আমার হাত ধরে টানল। শীতলতা এতটা যে আমার দেহ জুড়ে চামড়া রকম জড় হয়ে গেল। চোখ বন্ধ করেও ভয় মনে থেকে গেল।

আমি হু হু করে নিশ্বাস নিচ্ছিলাম। নদীর তীরে হঠাৎ অদ্ভুত ছায়া—একটি শিশু, একটি বৃদ্ধ, এবং কেউ অচেনা মুখের ছায়া—সব ভুতের সঙ্গে মিলিত হয়ে ঘুরছে। তারা নদীর ঢেউ এবং রাতের হাওয়ার সঙ্গে মিলিয়ে এক ভয়ঙ্কর নাচ করছে।

আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দ বের হল না। মনে হলো, নদী এবং ভুত এক হয়ে আমাকে গ্রাস করছে। হঠাৎ ভুতের লাল চোখগুলো হঠাৎ ম্লান হয়ে গেল, আর ছায়াগুলো মিলিয়ে গেল নদীর গভীরে। আমি কেঁপে কেঁপে দাঁড়িয়ে রইলাম।

রাত শেষে, যখন গ্রামে সবাই ঘুমিয়ে পড়ল, আমি নদীর ধারে একা বসে ছিলাম। জানতাম, ভুত চলে গেছে না। সে এখনও অপেক্ষা করছে—অদৃশ্য, চুপচাপ, রাতের অন্ধকারে। যে কেউ নদীর ধারে একা যায়, সে ভুতের দৃষ্টি পায়, এবং সেই দৃষ্টি কখনও ভুলে যায় না।

নদী শান্ত, কুয়াশা ঘন, কিন্তু ভুত এখনও আছে। প্রতিটি ঢেউ, প্রতিটি হাওয়া মনে করিয়ে দেয়—ভয়ঙ্কর রাতের নদী, যেখানে অদৃশ্য ভুত তার শিকার খুঁজছে।

মন ভালো না লাগা আসলে একধরনের অদৃশ্য বোঝা। চারপাশে সবকিছু স্বাভাবিক থাকলেও ভেতরের মনটা যেন ভারী হয়ে যায়। ছোট ছোট বিষয়ও তখ...
23/08/2025

মন ভালো না লাগা আসলে একধরনের অদৃশ্য বোঝা। চারপাশে সবকিছু স্বাভাবিক থাকলেও ভেতরের মনটা যেন ভারী হয়ে যায়। ছোট ছোট বিষয়ও তখন বিরক্তিকর মনে হয়, হাসি আসতে চাইলেও মুখে আসে না। এই সময়টা একটু নিরব, একা থাকার মতো মনে হয়।

তবে মন খারাপ চিরদিন থাকে না। যেমন রাত শেষে ভোর আসে, তেমনি দুঃখের পরও একসময় আনন্দ ফিরে আসে। মন খারাপের সময়টা আসলে নিজের ভেতরটা বোঝার সময়—কোন কষ্টটা চাপা পড়ে আছে, কোন আশা পূর্ণ হয়নি, সেগুলো চিনে নেওয়ার সুযোগ।

🌸 তাই মন ভালো না লাগলে একটু নিজের মতো করে সময় কাটানো দরকার—এক কাপ চা, প্রিয় গান, কিংবা একটু আকাশের দিকে তাকিয়ে থাকা। মন ধীরে ধীরে হালকা হয়ে যাবে।

সুন্দর সন্ধ্যা মানেই এক অন্যরকম অনুভূতি। দিনের ক্লান্তি মিলিয়ে গিয়ে চারদিকে নরম আলো ছড়িয়ে পড়ে। আকাশ রঙ বদলাতে থাকে—...
23/08/2025

সুন্দর সন্ধ্যা মানেই এক অন্যরকম অনুভূতি। দিনের ক্লান্তি মিলিয়ে গিয়ে চারদিকে নরম আলো ছড়িয়ে পড়ে। আকাশ রঙ বদলাতে থাকে—নীল থেকে কমলা, কমলা থেকে লাল, আবার ধীরে ধীরে অন্ধকারের আলিঙ্গনে ঢেকে যায়। পাখিরা বাসায় ফেরে, হাওয়ায় এক ধরনের শান্ত সুর ভেসে আসে। এই সময়টা যেন মনকে শান্ত করে, ভাবনাগুলো গুছিয়ে দেয় আর জীবনের ব্যস্ততার মাঝে একটু প্রশান্তির ছোঁয়া এনে দেয়।

শুভ সকাল মানেই নতুন এক শুরু।সকালের কোমল আলো, শিশির ভেজা বাতাস আর পাখির কূজন মনে করিয়ে দেয়—জীবন আসলে কত সুন্দর।প্রতিটি ...
23/08/2025

শুভ সকাল মানেই নতুন এক শুরু।
সকালের কোমল আলো, শিশির ভেজা বাতাস আর পাখির কূজন মনে করিয়ে দেয়—জীবন আসলে কত সুন্দর।
প্রতিটি সকাল আমাদের জন্য নতুন সুযোগ নিয়ে আসে, নতুন স্বপ্ন পূরণের বার্তা দেয়।
হাসিমুখে সকাল শুরু করলে সারাদিনের পথটাই হয়ে ওঠে সহজ আর আনন্দময়।

✨ তাই শুভ সকাল মানেই আশা, ভালোবাসা আর শান্তির প্রতিচ্ছবি। ✨❤️❤️❤️❤️❤️

শুভ সকাল। আশে পাশের সবাই অসুস্থ। জ্বর এর প্রকোপ টা খুব বেড়েছে।আপনারা কে কেমন আছেন????সবার সুস্থতা কামনা করছি.....❤️❤️❤️...
22/08/2025

শুভ সকাল।
আশে পাশের সবাই অসুস্থ। জ্বর এর প্রকোপ টা খুব বেড়েছে।আপনারা কে কেমন আছেন????সবার সুস্থতা কামনা করছি.....❤️❤️❤️

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَل...
21/08/2025

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطُشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لأُعْطِيَنَّهُ وَلَئِنِ اسْتَعَاذَنِي لأُعِيذَنَّهُ

আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশমনি করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই। আমি আমার বান্দার উপর যা ফরজ করেছি আমার কাছে তার চেয়ে বেশি প্রিয় এমন কোন কাজ নেই, যা দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে।বান্দা নফল আমল দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকে। একপর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি। আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি, তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে। তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে। তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে।তখন সে যদি আমার কাছে কিছু চায় আমি তাকে দান করি এবং সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাকে অবশ্যই আশ্রয় দান করি।

সহীহ বুখারী, হাদীস ৬৫০২
সূত্র : রিয়াযুস সালেহীন, ২য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ৯৫

পাদটীকা:
এ হাদীসে আল্লাহ তাআলা জানান যে, বান্দা যখন ফরয ইবাদতের পাশাপাশি নফল অমলে রত থাকে, তখন আল্লাহ তাআলা তাকে ভালোবেসে ফেলেন। এভাবে বান্দা আল্লাহর ওলী ও বন্ধুতে পরিণত হয়ে যায়। আর যখন সে তাঁর ওলী হয়ে যায় এবং তিনি তাকে ভালোবেসে ফেলেন, তখন তিনি তার কান, চোখ, হাত ও পায়ে পরিণত হয়ে যান।এর অর্থ আল্লাহ তাআলার মানবরূপ ধারণ করা নয়। তিনি মানুষে পরিণত হয়ে যান এমন নয়; বরং মানুষ যাতে এসব অঙ্গপ্রত্যঙ্গের সঠিক ব্যবহার করতে পারে সে ব্যাপারে তিনি তাকে সাহায্য করেন।মানুষ বেশিরভাগ গুনাহ এসব অঙ্গপ্রত্যঙ্গ দ্বারাই করে থাকে। মানুষ যখন আল্লাহর ওলী ও বন্ধুতে পরিণত হয়ে যায়, তখন আল্লাহর সাহায্যে গুনাহ থেকে বাঁচতে সক্ষম হয় এবং এসব অঙ্গকে নেক কাজে ব্যবহার করার সুযোগ পায়। সে তার কান দিয়ে কোনও অবৈধ ও অহেতুক কথা শোনে না। এমন কথাই শোনে, যাতে আল্লাহ সন্তুষ্ট হন। সে তার চোখ দিয়ে কোনও অবৈধ বস্তু দেখে না। বরং এমন জিনিস দেখে, যাতে পুণ্য অর্জিত হয়। সে তার হাত দিয়ে কোনও হারাম বস্তু স্পর্শ করে না; বরং এমন কাজ করে, যাতে আখিরাতের সঞ্চয় হয়। এবং সে তার পা দিয়ে কোনও অবৈধ পথে চলে না; বরং এমন পথে চলে, যাতে দুনিয়া ও আখিরাতের প্রভৃত কল্যাণ সাধিত হয়।

সংগৃহীত

🥘 চিকেন কোরমা রেসিপিউপকরণ:মুরগির মাংস – ১ কেজি (টুকরা করা)পেঁয়াজ – ৩টি (ভাজা বাদামী করে পেস্ট করা)টক দই – ১ কাপআদা বাটা...
21/08/2025

🥘 চিকেন কোরমা রেসিপি

উপকরণ:

মুরগির মাংস – ১ কেজি (টুকরা করা)

পেঁয়াজ – ৩টি (ভাজা বাদামী করে পেস্ট করা)

টক দই – ১ কাপ

আদা বাটা – ১ টেবিল চামচ

রসুন বাটা – ১ টেবিল চামচ

কাঁচা মরিচ – ৪/৫টি (চেরা)

কাজু বাদাম বা চারমগজ – ২ টেবিল চামচ (পেস্ট করা)

নারকেলের দুধ – ½ কাপ (ঐচ্ছিক)

এলাচ – ৪টি

দারুচিনি – ২ টুকরা

লবঙ্গ – ৪টি

গরম মসলা গুঁড়ো – ১ চা চামচ

লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ (ঝাল অনুযায়ী)

ধনে গুঁড়ো – ১ চা চামচ

জিরা গুঁড়ো – ১ চা চামচ

তেল/ঘি – ½ কাপ

লবণ – পরিমাণমতো

---

রান্নার প্রণালী:

1. প্রথমে মুরগি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নাও।

2. দইয়ের সাথে আদা, রসুন, ধনে, জিরা, মরিচ গুঁড়ো মিশিয়ে মুরগির টুকরোগুলো মেখে ৩০ মিনিট মেরিনেট করে রাখো।

3. কড়াইতে তেল বা ঘি গরম করে এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে ফোড়ন দাও।

4. এরপর মেরিনেট করা মুরগি দিয়ে মাঝারি আঁচে ভাজো।

5. ভাজা পেঁয়াজের পেস্ট আর কাজু/চারমগজের পেস্ট দিয়ে মিশিয়ে নাও।

6. ঢেকে অল্প আঁচে ২০–২৫ মিনিট রান্না করো (প্রয়োজনে সামান্য পানি দিতে পারো)।

7. শেষে নারকেলের দুধ ও গরম মসলা ছিটিয়ে ৫ মিনিট দম দাও।

---

✨ গরম গরম চিকেন কোরমা পরিবেশন করো নান, পরোটা বা পোলাওয়ের সাথে।

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ting Tong Bell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category