Uttara University Students Network- UUSN

Uttara University Students Network- UUSN ❝আল্লাহ্ ছাড়া অন্য কাউকে ভয় করা হারাম।❞

❝EMERGENCY SOLIDARITY NOTICE❞❝GLOBAL STRIKE FOR GAZA- 7th APRIL,2025❞গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার...
06/04/2025

❝EMERGENCY SOLIDARITY NOTICE❞

❝GLOBAL STRIKE FOR GAZA- 7th APRIL,2025❞

গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় প্রতিবাদে আগামীকাল ❝GLOBAL STRIKE FOR GAZA❞ সফল করতে এবং আল্লাহ্'র দ্বীনের খেদমতের পথে হাজিরা দিতে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, সরাসরি-বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল ব্যবসা প্রতিষ্ঠানের ঐক্যের ডাক।✊

MARCH FOR GAZA ☝️✊
BANGLADESH FOR GAZA 🇵🇸🇧🇩

স্থান: বিএনএস সেন্টার, উত্তরা।
সময়: দুপুর ১২:৩০ ঘটিকায়।


A clear notice from Uttara University.Now your turn.Raise your voice against zionist.
06/04/2025

A clear notice from Uttara University.Now your turn.

Raise your voice against zionist.

ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে উত্তরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।ইজরায়েল নিপাত যাকফিলিস্তিন জি...
22/03/2025

ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে উত্তরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

ইজরায়েল নিপাত যাক
ফিলিস্তিন জিন্দাবাদ
ফিলিস্তিনে হামলা কেন?
জাতিসংঘ জবাব চাই।

বিশ্বের মুসলিম
এক হও, লড়াই করো✊

19/03/2025

Keep GAZA in your prayers🤲

বোন শহীদ আছিয়া হত্যার বিচারের প্রতিবাদে উত্তরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।
14/03/2025

বোন শহীদ আছিয়া হত্যার বিচারের প্রতিবাদে উত্তরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।





23/09/2024

মুরুব্বি মুরুব্বি উুহু হুহুহু 😂

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিবি ঘরের খেলা।যেই খেলার পিছন থেকে সাপোর্ট দিচ্ছে বিশ্ব...
04/09/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিবি ঘরের খেলা।যেই খেলার পিছন থেকে সাপোর্ট দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসক।

শিক্ষার্থীদের মৌখিক এক ন্যায্য দাবিতে একজন কর্মচারীর বিরুদ্ধে (PR- Mobarak) পদত্যাগ চাইলে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ প্রথমে বাঁধা হয়ে দাঁড়ায়।পরবর্তীতে শিক্ষার্থীরা প্রমাণ সহ কথা বললে কতৃপক্ষ জানায় যে উক্ত কর্মচারী পদত্যাগ করেছেন এবং বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তা অফিশিয়ালি নোটিশ দিয়ে জানাবেন।

বিশ্ববিদ্যালয়ের অফিস টাইম পর্যন্ত প্রোক্টর মাসুদ স্যার কতৃপক্ষের হয়ে নোটিশ লেখার উদ্দেশ্যে সময় চাইলে কতৃপক্ষকে সময় দেয় সাধারণ শিক্ষার্থী।এবং এর মাঝে কিছু শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় তাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং তাদেরকে আটকে রাখা হয় চেয়ারম্যানের রুমে।

বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় তৈরিতে লিডারশীপে থাকা কয়েকজনকে আটকে শিক্ষার্থীদের মাঝে বিভক্ত তৈরি করতে কাজ করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।এবং তাদেরকে আটকে রেখে মৌখিক ভাবেই পদত্যাগের ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার— যা সাধারণ সকল শিক্ষার্থীদের কাছে অগ্রহণযোগ্য।

বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ একের পর এক নানা কাহিনী দিয়ে শিক্ষার্থীদের বিভক্ত করে যাচ্ছে।বিভিন্ন শিক্ষককে দিয়ে শিক্ষার্থীদেরকে নানা চাপে ফালাচ্ছে উক্ত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসক।

সকল কিছুর বিরুদ্ধে শিক্ষার্থীরা তাদের পাশে সর্বোচ্চ প্রশাসকের কাউকে দেখতে পায়নি।সর্বোচ্চ প্রশাসক কেন চুপ?

কয়েকজন শিক্ষার্থীর বক্তব্যে জানা যায় যে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ শিক্ষার্থীদের দাবি না মানা পর্যন্ত কোন মিটিং বা অলোচনা করতে চায় না সাধারণ সকল শিক্ষার্থী।এবং শিক্ষকদের দিয়ে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ না হলে প্রত্যেকটা শিক্ষকদের দরজায় দরজায় আয়নার এবং ডিবি কার্যালয়ের ট্যাগ দিয়ে স্টিকার লাগিয়ে গণহারে চিহ্নিতদের পদত্যাগ চাওয়া হবে।

সর্বোচ্চ প্রশাসকের সহায়তায় কিছু শিক্ষার্থী সহ বহিরাগত সন্ত্রাসী নিয়ে Uttara University ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে ক্যা...
03/09/2024

সর্বোচ্চ প্রশাসকের সহায়তায় কিছু শিক্ষার্থী সহ বহিরাগত সন্ত্রাসী নিয়ে Uttara University ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে ক্যাফেটেরিয়ায় নারী শিক্ষার্থীদের উপর প্রথমে হামলা চালায়।এবং সেখান থেকেই শুরু.......

হামলার পরবর্তী সময়ে নারী শিক্ষার্থীদের অবস্থান সরকারি ভিসি কার্যালয়ের দিকে গেলে ভিসি'র কাছে জবাব চাওয়া হয়- তখন ভিসি চুপ থাকে।ভিসি কে বাহিরে এসে কথা বলতে বললে সে সর্বোচ্চ প্রশাসকের প্রবেশ পথে সিকিউরিটি গার্ড দিয়ে দরজা বন্ধ করে রাখে।

সর্বোচ্চ প্রশাসক কেন চুপ? তাহলে কি সর্বোচ্চ প্রশাসক দায়ী?

03/09/2024

প্রত্যেকটা যুদ্ধেই কয়েকটা রাজাকার থাকে— তারা প্রথমে পক্ষ নিয়ে কথা বলে; পরে বিপক্ষে গিয়ে অবস্থান নেয়।

Loud and clear 🔻
03/09/2024

Loud and clear 🔻

ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন
03/09/2024

ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন

From all the students of Uttara University.
03/09/2024

From all the students of Uttara University.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttara University Students Network- UUSN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share