Light of Deen

Light of Deen Qur’an | Sunnah | Peace | Reminder

Indeed, in the remembrance of Allah do hearts find rest.” — [Qur'an 13:28]
(3)

27/05/2025
এটিএম আজহার বের হয়েই আগুন সন্ত্রাস শুরু করেছে। ইতি মধ্যে বাম পাড়ার লাখ খানিক মানুষের হৃদয় জ্বলে চোখের ঘুম উরে গেছে।এর দা...
27/05/2025

এটিএম আজহার বের হয়েই আগুন সন্ত্রাস শুরু করেছে।
ইতি মধ্যে বাম পাড়ার লাখ খানিক মানুষের হৃদয় জ্বলে চোখের ঘুম উরে গেছে।

এর দায় জাশিকে নিতেই হবে।

#আজহারুল_ইসলাম #এটিএম_আজহারুল_ইসলাম

এটাই বাস্তব!
27/05/2025

এটাই বাস্তব!

04/05/2025

প্রতিদিন প্রায় এক হাজারের মত রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে! যারাই বাংলাদেশে প্রবেশ করেছে; তাঁদের প্রায় সবাই একই কথা বলছে- "আরাকান আর্মি মিয়ানমারের আর্মির চাইতেও ভয়ানক অত্যাচার করছে।"

অথচ জাতিসংঘের মহাসচিবকে ডেকে এনে আমাদেরকে বলা হয়েছিল দেড় লাখের বেশি রোহিঙ্গাকে নাকি ফেরত পাঠানো হবে। এখন জাতিসংঘের দোহাই দিয়ে রাখাইনে করিডোর দেয়া হচ্ছে। রোহিঙ্গারা ফেরত যাওয়া তো দূরে থাক; উল্টো হাজারে হাজারে ঢুকছে! সরকার আজ পর্যন্ত বিষয়টা পরিস্কা করে নাই। এর মানে কী দাঁড়াচ্ছে?

সরকার আসলে আগে থেকেই এই সিদ্ধান্ত নিয়ে রেখেছে। জাতিসংঘ হচ্ছে আই-ওয়াশ। মূল কাজটা আসলে করবে অ্যামেরিকা। আর অ্যামেরিকা যে অঞ্চলে প্রবেশ করেছে; সেই অঞ্চল ধ্বংস হয়ে গেছে।

ইউক্রেনকে সহায়তার কথা বলে যুদ্ধ টিকিয়ে রেখেছে। ইউক্রেন এর মাঝেই নিজেদের ভূমির প্রায় ৩০ ভাগ হারিয়ে ফেলেছে। এরপর অ্যামেরিকা কী করলো?

বলেছে আর সাহায্য করতে পারবে না! ইউক্রেন যদি সাহায্য চায়, তাহলে ওদের মাটির নিচের খনিজ দিতে হবে অ্যামেরিকাকে। দিন কয়েক আগে ইউক্রেন বাধ্য হয়ে খনিজ দেয়ার চুক্তিতে সাইন করেছে। অর্থাৎ মাটির উপর এবং নিচ দুইটাই হারাতে চলেছে ইউক্রেন।

অ্যামেরিকান সাম্রাজ্যবাদ যে কী জিনিস; সেটা বোধকরি ইরাক, সিরিয়া থেকে শুরু করে সুদান পর্যন্ত বুঝতে পারছে। এখন আপনারা কি আমাদের এমন কিছুতে পরিণত করতে চাইছেন? আপনারা কি বাংলাদেশ নামক আমাদের মাতৃভূমি থেকে কক্সবাজার-পার্বত্য চট্টগ্রাম মুছে দিতে চাইছেন?

কারও সাথে আলোচনা না করে আপনারা কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন? আপনারা আসলে এই দেশের সাধারণ মানুষের জন্য কাজ করছেন না। বিদেশি শক্তিকে সাহায্য করতে কাজ করছেন! আপনাদের প্রতি সামান্য পরিমাণ যে সমর্থন ছিল। আজ থেকে সেই সমর্থনটুকুও সম্পূর্ণরূপে তুলে নিলাম।

ভারত আছে, থাইল্যান্ড আছে, সমুদ্র পথ আছে। এত সব বিকল্প থাকতে বাংলাদেশকে কেন বেছে নেয়া হয়েছে? আমাদের মত ছোট্ট একটা দেশ কেন এই মহাবিপদে পড়তে যাবে?

বাংলাদেশের এক ইঞ্চি জমিও যদি জাতিসংঘের নামে করিডোর হিসাবে দেয়া হয়। প্রতিটা বাংলাদেশি এর প্রতিবাদ করবে। ভালো করে জেনে রাখুন।

আমিনুল ইসলাম সাংবাদিক

ইসলামী রাজনৈতিক দলের সমাজের নানান অংশের সাথে এংগেইজ হওয়া এবং বাস্তব সম্মত কর্মসূচী নেয়া মানে মডারেট বা লিবারাল হয়ে যাওয়া...
28/04/2025

ইসলামী রাজনৈতিক দলের সমাজের নানান অংশের সাথে এংগেইজ হওয়া এবং বাস্তব সম্মত কর্মসূচী নেয়া মানে মডারেট বা লিবারাল হয়ে যাওয়া না। বরং সমাজের সকল মানুষকে ইসলামের সৌন্দর্য বোঝানো এবং আস্থায় আনার চেষ্টা করাই রাসুল (সা.) এর সুন্নাহ। রাসুল (সা.) রহমাতুল্লীল আলামিন ছিলেন, সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত, শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত না। ইসলামী রাষ্ট্রের কাজ যেমন নামাজ প্রতিষ্ঠা করা, তেমনি দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য জাকাত প্রতিষ্ঠা করা এবং একই সাথে সকল মানুষের জন্য আমল বিল মারুফ এবং নাহি আনিল মুনকার প্রতিষ্ঠা করা।

যেই লিবারালিজম ক্ষতিকর সেইটা হইল, ইসলামের তাওহীদের যেই ফ্রেইমওয়ার্ক, আইনের যে সীমা-পরিসীমা, শরিয়ার যে মাকাসিদ, ইবাদতের যে কনসেপ্ট - সেইটা কে না বুইঝা পাশ্চাত্যের ওয়ার্ল্ড ভিউ কে নিজের ওয়ার্ল্ড ভিউ বানায়ে ফেলা। আবার একইভাবে, ইসলামরে, রাসুল (সা.) এর সুন্নাহরে ভাসাভাসা বুইঝা দুনিয়ার সব কমপ্লেক্স বিষয়ের একক "ইসলামী সমাধান" হাজির করাও আরেক বিপদ। সিরিয়াস ইসলামী জ্ঞানচর্চা ছাড়া এই সমস্যার কোন সহজ সমাধান নাই।

আধুনিক সময়ে ইসলামী কর্মপদ্ধতি বোঝার জন্য কয়েকটা বই কাজে লাগতে পারে, যেমন মাওলানা মওদূদীর ইসলামে আন্দোলনের নৈতিক ভিত্তি, ইউসুফ আল কারজাভীর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা -তত্ব ও প্রয়োগ, ইসলামী পূনর্জাগরন- সমস্যা ও সম্ভাবনা, এবং আধুনিক যুগ- ইসলাম-কৌশল ও কর্মসুচী , আর মুহাম্মদ আসাদের The principle of States and Government in Islam। সবগুলো বইই অনলাইনে পিডিএফ পাওয়া যায়।

-ড. মীর্জা গালিব
(সাবেক শিবির নেতা ও সহকারী অধ্যাপক, হাওয়ার্ড ইউনিভার্সিটি)

কিছুদিন আগে এক শাহ*গী (সিথি) সেনাবাহিনীকে ঘন্টার পর ঘন্টা অকথ্য ভাষায় গালাগাল করেছিলেন। অথচ বাহিনী তখন আশ্চর্য রকমের ধৈর...
23/04/2025

কিছুদিন আগে এক শাহ*গী (সিথি) সেনাবাহিনীকে ঘন্টার পর ঘন্টা অকথ্য ভাষায় গালাগাল করেছিলেন। অথচ বাহিনী তখন আশ্চর্য রকমের ধৈর্য ও ভদ্রতার পরিচয় দিয়েছিল—প্রতিবাদ করেনি, উত্তেজনায় গা ভাসায়নি, ঠান্ডা মাথায় জবাব দিয়েছিল। এমনকি সেই সংযমের জন্য বাহিনীকে প্রশংসা ও পুরস্কারও দেওয়া হয়েছিল।

কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো—গতকাল, যখন এক নবীপ্রেমিক প্রিয় নবীকে কটূক্তির প্রতিবাদ করেন এবং ন্যায়বিচারের দাবি তোলেন, তখন সেই একই বাহিনী যেন ধৈর্যের সমস্ত শিক্ষা ভুলে গেল। তাঁর আবেগকে গুরুত্ব না দিয়ে, তাঁর বিশ্বাসকে অবজ্ঞা করে, তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হলো।

একই বাহিনী, প্রায় একই পরিস্থিতি—তবু প্রতিক্রিয়ায় এই ভিন্নতা কেন?

বাংলাদেশ সেনাবাহিনীর, কেউ যুদ্ধে মারা গেলে তাকে শহীদ বলা যাবে? তারাতো শাতিমের, কাফেরের পাহাড়াদার।

মুসলিম বলা যাবে? আসিফ নজরুল কে?

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন আজকে। বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট...
21/04/2025

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন আজকে। বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট সবার প্রথম পেইজে লিড নিউজ এইটা। ব্রিটিশ প্রধানমন্ত্রী, আমেরিকার রাষ্ট্রপতি, কানাডার প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রেসিডেন্ট - সবাই শোক জানাইতেছে, স্মৃতিচারন করতেছে। এইসব পত্রিকা খুললে আপনার মনে হইব পুরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মূলত খ্রিস্টান ওয়ার্ল্ড, সেকুলারিজমের নামগন্ধ নাই কোথাও!

এইটাই স্বাভাবিক। মানুষের সমাজ আর সভ্যতা ধর্ম থেকে বিযুক্ত না। কয়েকশ বছরের সেকুলারিজম চর্চার পরও পুরা পাশ্চাত্য দিনের শেষে খ্রিস্টান ওয়ার্ল্ডই, তাদের বছরের বড় আনন্দ উৎসব ক্রিসমাসই।

শুধু আমাদের দেশের কিছু লিবারেল সেকুলাররা মনে করে আমাদের সমাজে রাজনীতিতে সংস্কৃতিতে ইসলাম থাকতে পারবে না! এইটা ভুল চিন্তা। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। আমাদের সমাজ, রাজনীতি, সংস্কৃতি বিনির্মানে তাই ইসলাম থাকবেই। এইটাই স্বাভাবিক।

-ড. মির্জা গালিব
সহযোগী অধ্যাপক, হাওয়ার্ড ইউনিভার্সিটি, ইউএসএ























দেশ সংস্কারের ফাকে ইসলামের উপর আঘাত করছে ইন্টেরিম সরকারের শাহবাগী প্রতিনিধি।For Free Facebook Users and Foreign Friends:...
20/04/2025

দেশ সংস্কারের ফাকে ইসলামের উপর আঘাত করছে ইন্টেরিম সরকারের শাহবাগী প্রতিনিধি।

For Free Facebook Users and Foreign Friends:
‎Post English & Bangla Version

‎English Version:
‎Marriage has been turned into a marital r**e license,
and obedience to the husband has been made into a badge of honor.

‎Bangla Version:

বিয়েতে যোগ করা হয়েছে
ম্যারিটাল রেইপ
আর পতি-তা বৃত্তিকে
বানানো হয়েছে সম্মান
জনক পেশা

For Free Facebook Users and Foreign Friends:Post English & Bangla VersionEnglish Version:While some Muslims remain deepl...
20/04/2025

For Free Facebook Users and Foreign Friends:
Post English & Bangla Version

English Version:
While some Muslims remain deeply engaged in internal debates about hand placement during prayer, their enemies are actively plotting how to sever those very hands.
Let us rise above minor differences and unite before it’s too late.

Bangla Version:
যখন কিছু মুসলমান নামাজে হাত কোথায় বাঁধা উচিত—এই বিষয় নিয়ে গভীরভাবে ব্যস্ত, তখন ইসলামবিদ্বেষীরা সেই হাতগুলোই কেটে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত।
আসুন, তুচ্ছ মতভেদ পেছনে ফেলে একতাবদ্ধ হই—পরে নয়, এখনই।

For Free Facebook Users and Foreign Friends:Post English & Bangla VersionEnglish Version:If you do not go out for the es...
20/04/2025

For Free Facebook Users and Foreign Friends:
Post English & Bangla Version

English Version:
If you do not go out for the establishment of Islam, then there is no problem—Allah will bring another people in your place, and He will put you through a severe punishment. You cannot harm Allah in any way, for He is all-powerful over everything. (Surah Tauba 39)

Bangla Version:

আপনি যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য বের না হন, তবে কোনো সমস্যা নেই—আল্লাহ আপনার পরিবর্তে অন্য কাউকে নিয়ে আসবেন, আর আপনাকে কঠিন শাস্তির মধ্যে ফেলবেন। আপনি আল্লাহর কোনো ক্ষতিও করতে পারবেন না, কারণ তিনিই সব কিছুর উপর সর্বশক্তিমান। (সুরা তাওবা ৩৯)

Light of Deen

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Light of Deen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share