Yousuf Rana Dhaly

Yousuf Rana Dhaly it's Official Page

কিছু মানুষ থাকে যাদের নিয়ে পৃথিবীর কখনোই মাথাব্যথা থাকে না। এমনকি তারা কখনো পৃথিবীর মাথাব্যথার উপশমও করতে পারে না। নিতান্তই একটা আধফাটা ফুটবলের মত একজনের পা থেকে আরেকজনের মাথায় ঘুরে বেড়ায়। আমি সেই দলের অন্যতম সদস্য।

নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারের সুখ বেঁচে নেওয়া প্রবাসীদেরকে ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক  ❤️❤️❤️
06/06/2025

নিজের সুখ বিসর্জন দিয়ে
পরিবারের সুখ বেঁচে নেওয়া প্রবাসীদেরকে
ঈদুল আযহার শুভেচ্ছা
ঈদ মোবারক ❤️❤️❤️

05/06/2025

নিরাপদ দূরত্ব বজায় রাখুন সময় থাকতে

এ দেশে একজন মুসলিম নাগরিক এর যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু অধিকার আমার হিন্দু ভাইয়েরও আছেমন্দির মন্দির চিল্লাইয়া গলা ফাট...
04/06/2025

এ দেশে একজন মুসলিম নাগরিক এর যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু অধিকার আমার হিন্দু ভাইয়েরও আছে
মন্দির মন্দির চিল্লাইয়া গলা ফাটানোর কোন কিছুই হয় নাই ! 🤍

03/06/2025

একজন সিগারেট খোরের আত্মকষ্ট
ডার্বি ১০ টাকা।
স্টার ১২ টাকা। রয়েল এনফিল্ড ১০ টাকা। গোল্ডলীফ ১৪ টাকা। বেনসন ২২ টাকা। কি খায়‍্যা বাঁচবো মাইনষ‍্যে🙂

01/06/2025

পুরুষ মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার টাকা।

30/05/2025

বউকে চোঁখ টিপে
রুমে ডাকার ওয়েদার
🤭🤭🤭

পবিত্র হজ্জ্ব পালন করতে যাওয়ার পথে, মৌরিতানিয়ার ২১০ জনেরও বেশী হজ্জ্ব যাত্রী বিমান দূর্ঘটনার কবলে পরে লোহিত সাগরের তীরে ...
28/05/2025

পবিত্র হজ্জ্ব পালন করতে যাওয়ার পথে, মৌরিতানিয়ার ২১০ জনেরও বেশী হজ্জ্ব যাত্রী বিমান দূর্ঘটনার কবলে পরে লোহিত সাগরের তীরে শাহাদাত বরণ করেন।
ইন্নালিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি রাজেউন।
আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক।
আমিন!!

08/05/2025

কোন যুদ্ধ চাই না।
আমরা চাই শান্তি।
যুদ্ধ হলে কেউ ভালো থাকে না।

04/05/2025

মেয়েরাও রাতে লুকিয়ে লুকিয়ে দেখে,
কিন্তু স্বীকার করে না..!
🫢🫢

03/05/2025

যে নৌকা মাঝি ছাড়াই চলতে শুরু করে!
ঐ নৌকা আর ঘাঠে ফিরে না
একটি মাঝিবিহীন নৌকা
প্রথমে কিছুটা পথ ভালোই চলে কিন্তু
পরবর্তীতে মাঝ রাস্তায় গিয়ে
সে তার গন্তব্যে হারিয়ে ফেলে এবং
নিঃশেষ হয়ে হয়ে যায়।

16/04/2025

মাসালা নিয়ে মতপার্থক্য থাকতেই পারে,
মস‌জিদ ভাঙ্গা,
এর চে‌য়ে জগন‌্য কাজ আর কি হ‌তে পা‌রে?
আহ‌লে হাদিস হ‌লে কি মস‌জিদ ভাঙ্গতে হ‌বে?
ইসলাম এটা সমর্থন ক‌রে?
এখা‌নে আপ‌নি শ‌ক্তিশা‌লি তাই মস‌জিদ ভাঙ্গ‌লেন
যেখা‌নে ওনারা শ‌ক্তিশা‌লি সেখা‌নে তারা আপনা‌দের মস‌জিদ ভাঙ্গবে তখন বিষয়টা কেমন হ‌বে?

Address

Brahmanbaria
Dhaka
3400

Alerts

Be the first to know and let us send you an email when Yousuf Rana Dhaly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category