ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার 'Dhaka University Family' is a non-political social organisation managed by a group of students of Dhaka University, Dhaka, Bangladesh.

We provide legal & financial support to the students of different schools, colleges & universities.

21/07/2025

বড় স্কুলে দিতে চায়নি নানা, সেই স্কুলেই প্রা'ণ গেল জুনায়েতের।
আল্লাহ, আপনি পরিবারকে ধৈর্য ধারণ করার স্বক্ষমতা দান করুন।

16/07/2025

ছাত্রলীগের পালায়ন ও পরবর্তীতে নিষিদ্ধ হওয়ার আগে জীবনের শেষ বিরিয়ানি পার্টি।

16/07/2025

লেগুনা চালক নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আর এসব ষড়যন্ত্রকে উস্কে দিতে নয়ন সময় টিভি দখলের অভিনয় করছে। 😁

15/07/2025

এ নয়ন শুধু চাঁদাবাজ না বেয়াদব‌ও বটে।

03/07/2025

এই পুলিশের কি কোন বিচার হইছিল?
তিনি এখন কোথায় আছেন? একটি পেশাদার বাহিনী থেকে এমন অমানবিক আচরণ কোনভাবেই কাম্য নয়!!

30/06/2025

যারা তাকে খুব মিস করছিলেন তাদের জন্য তিনি সুদীর্ঘ আত্মগোপন ছেড়ে প্রকাশ্যে আসলেন।

অভিনন্দন!তামীম ইকবাল।
11/05/2025

অভিনন্দন!
তামীম ইকবাল।

অসাম না?
30/04/2025

অসাম না?

'টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন,...
25/04/2025

'টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'

ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবি নতুন শিক্ষা।'

বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'

'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার !

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না !

মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'

কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'

অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'

হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'

এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!

যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!

পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!

কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মত জীবন গড়ি।

জ্ঞানীদের বানী (সংগ্রহ)

10/04/2025

প্রেজেন্টেশনটা ইংরেজিতে হওয়ায় অনেকের বুঝতে অসুবিধা হচ্ছিলো। সেটার কথা চিন্তা করে তথ্য মন্ত্রণালয় থেকে বাংলায় আবার উপস্থাপন করা হয়েছে।
ধন্যবাদ তথ্য উপদেষ্টাকে! 🫣🫣

রোকেয়া হলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
30/03/2025

রোকেয়া হলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।

Okh 🙂
13/03/2025

Okh 🙂

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share