04/08/2025
আহমদ ছফার পরিচয় কেবল দেশের একজন শ্রেষ্ঠ প্রাবন্ধিক-চিন্তাবিদ হিসেবেই নয়, তিনি আমাদের একজন প্রধান কথাশিল্পীও বটে।
তাঁর সৃষ্টিশীল প্রতিভার স্বাক্ষর বিধৃত রয়েছে তাঁর উপন্যাস ও ছোটগল্পেও। বরং বলা যায় প্রবন্ধে তাঁর যে-মনীষার প্রকাশ সোচ্চার ও তীব্র, কথাশিল্পে তা-ই যেন অধিকতর তীক্ষ্ণ, অন্তঃসলিলা ও গভীরাশ্রয়ী। সমাজ-সমকাল ইতিহাস তাঁর এ রচনাগুলোর মধ্য দিয়েও কথা বলে।
একথা যেমন প্রযোজ্য তাঁর প্রথম উপন্যাস সূর্য তুমি সাথী সম্পর্কে তেমনি ওঙ্কার-এর মতো তাঁর উপন্যাসোপম বড়গল্প কিংবা একজন আলী কেনানের উত্থানপতন, মরণবিলাস, গাভীবিত্তান্ত, পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গপুরাণ এর মতো পরবর্তী সবকটি উপন্যাস সম্পর্কেও।
প্রেম বা নারী তাঁর উপন্যাসেরও বিষয় হয়েছে, যেমন অলাতচক্র কিংবা অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী-তে, তবে সেখানে তার তাৎপর্য ব্যক্তিজীবনের পরিধি ছাড়িয়ে সমাজ-রাষ্ট্র তথা ইতিহাসের মর্মমূল স্পর্শ করে। এখানেই ঔপন্যাসিক হিসেবে ছফার স্বাতন্ত্র্য, তাঁর স্বকীয়তা।
লেখক হিসেবে তাঁর বৈশিষ্ট্য বা অন্যকথায় শিল্পী হিসেবে তাঁর শক্তিমত্তার উল্লেখে পূর্বসূরি ঔপন্যাসিক রশীদ করীম যে বলেছেন, আহমদ ছফার এক একটি শব্দ শিলাখণ্ডের মতো কঠিন, আপাত উদাসীন নির্মম অথচ তারই অন্তরে গভীর বেদনা ও ভালোবাসা কী পরিমাণ তার কোনো লেখাজোখা নেই, বস্তুত তাতে কিছুমাত্র অতিশয়োক্তি প্রকাশ পায়নি।
আহমদ ছফার উপন্যাসসমগ্র পাঠে পাঠক নতুন করে প্রয়াত এই মনীষী-লেখকের প্রতিভার উপর্যুক্ত বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত হতে পারবেন।
উপন্যাসসমগ্র
লেখক : আহমদ ছফা
মূল্য : ৭০০ টাকা।
অর্ডার করতে পেইজে মেসেজ দিন।