নির্বাচিত

নির্বাচিত দেশ-বিদেশের নির্বাচিত সেরা বই নিয়ে আপনার এলাকায় হাজির-'নির্বাচিত'।

অরুন্ধতী রায়ের দ্য গড অব স্মল থিংস উপন্যাসের সব ঘটনা ঘটেছে সোফি মল আইমেনেমে আসার পর।এটা সত্যি যে এক দিনেই সবকিছু বদলে যে...
23/09/2025

অরুন্ধতী রায়ের দ্য গড অব স্মল থিংস উপন্যাসের সব ঘটনা ঘটেছে সোফি মল আইমেনেমে আসার পর।

এটা সত্যি যে এক দিনেই সবকিছু বদলে যেতে পারে। সামান্য ঘটনা ও সাধারণ জিনিসগুলো ধ্বংস হয়ে যায় এবং আবার গড়ে ওঠে।

তারা নতুন অর্থ নিয়ে হাজির হয়। হঠাৎ করে একটি গল্পের ধোঁয়া পরিণত হয় অস্থিতে। এদিক থেকে ভাবলে সোফি মল আইমেনেমে আসার পরই সবকিছু শুরু হয়েছিল ভাবলে বিষয়টিকে কেবল একটি দৃষ্টিকোণ থেকেই দেখা হবে।

বলা যায়, এটি আসলে শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে। মার্ক্সীয়রা আসার অনেক আগে। ব্রিটিশরা মালাবার দখল করে নেওয়ার আগে। ডাচ সাম্রাজ্যের উত্থান ও ভাসকো দা গামা আসার আগে।

জামোরিনের কালিকট বিজয়ে এবং একটি নৌকায় করে খ্রিষ্টধর্ম এসে চায়ের ব্যাগের চায়ের মতো কেরালায় চুইয়ে পড়ার আগে। যখন ভালোবাসার আইনগুলো প্রণীত হয়েছিল, আসলে এর শুরু তখন। আইনে বলা হয়েছিল কাকে ভালোবাসা যাবে ও কীভাবে। এবং কতটুকু।

কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে এ হতাশা ভরা পৃথিবীতে সেদিন ছিল ১৯৬৯ সালের ডিসেম্বরের আকাশ-নীল রঙের একটি দিন। আকাশ-নীল রঙের একটি প্লিমাউথ তার পুচ্ছপাখনায় সূর্যের আলো মেখে সবুজ ধানখেত ও পুরোনো রাবারগাছগুলো পেরিয়ে কোচিনের দিকে ছুটে চলছিল ...

দ্য গড অব স্মল থিংস
মূল : অরুন্ধতী রায়
অনুবাদ : জামাল নাসের
মূল্য ৭০০ টাকা।

অর্ডার করতে পেইজে মেসেজ দিন।

জোছনা ও জননীর গল্প বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে হুমায়ুন আহমেদ রচিত একটি উপন্যাস। ফেব্রুয়ারি ২০০৪ সালে (...
22/09/2025

জোছনা ও জননীর গল্প বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে হুমায়ুন আহমেদ রচিত একটি উপন্যাস। ফেব্রুয়ারি ২০০৪ সালে (ফাল্গুন, ১৪০০ বঙ্গাব্দ) একুশে গ্রন্থমেলায় বাংলাদেশের অন্যপ্রকাশ, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত তাঁর নিজ জীবনের এবং নিকট সম্পর্কিত ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তির বাস্তব অভিজ্ঞতার কথা তিনি উপন্যাসিক আঙ্গিকে এতে ফুটিয়ে তুলেছেন।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা শেখ মুজিবুর রহমানসহ তৎকালীন কিছু উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিবর্গের ঘটনা তাঁর নিজস্ব দৃষ্টিকোণ থেকে উঠে এসেছে এই উপন্যাসটিতে। প্রকাশের পর থেকে বহুবার বইটি একুশে বইমেলার সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় প্রথম সারিতে ছিল।

বই : জোছনা ও জননীর গল্প
লেখক : হুমায়ূন আহমেদ
মূল্য: ৮০০ টাকা

বইটি অর্ডার করতে পেইজে মেসেজ দিন।

শিশু-কিশোরদের জন্য অবশ্যপাঠ্য ৫টি বইবাংলা চিরায়ত ও ইংরেজি অনূদিত বেস্টসেলার এই বইগুলোর মোট মূল্য ১৩৮০ টাকা।আগামী ৩দিন মা...
21/09/2025

শিশু-কিশোরদের জন্য অবশ্যপাঠ্য ৫টি বই

বাংলা চিরায়ত ও ইংরেজি অনূদিত বেস্টসেলার এই বইগুলোর মোট মূল্য ১৩৮০ টাকা।

আগামী ৩দিন মাত্র ৯৫০ টাকায় সংগ্রহ করা যাবে বইগুলো।

সবগুলো বই একসাথে নিলে এবং
আউটলেটে এসে নিলে ডেলিভারি চার্জ ফ্রি।

আলাদা নিলে ২৭% ছাড়।
ডেলিভারি চার্জ ৫০ টাকা।

ভোলগা তীরের লেনিন ঢুকে পড়লেন ইতিহাসের কোলাহলে। ফেলে গেলেন চেনা লোকালয়, ছেড়ে গেলেন মাকেও। এই যাত্রা নিঃসঙ্গতা থেকে জনমানু...
20/09/2025

ভোলগা তীরের লেনিন ঢুকে পড়লেন ইতিহাসের কোলাহলে। ফেলে গেলেন চেনা লোকালয়, ছেড়ে গেলেন মাকেও। এই যাত্রা নিঃসঙ্গতা থেকে জনমানুষের ভিড়ে, গোপন নিবাসে, নির্বাসনে। যে বিপ্লব কখনো দেখেনি কেউ, তাকেই মূর্ত করবে বলে নিরন্তর ছুটে চলা। কত বন্ধু সরে গেল, অচেনা মানুষ স্বজন হয়ে উঠল। এলিজাবেত, ইনেসা, নাদিয়ার মতো নারীরাও এলো জীবনের নানান বাঁকে। লাল পতাকায় পৃথিবী যখন কম্পমান, দেশে দেশে তাঁর নামে কুচকাওয়াজ, তিনি কেন প্রেমিকার মৃত্যুতে এমন বিষণ্ণ! মস্কোর রাস্তায় বর্ণিল আয়োজন ঘিরে আছে যাঁকে, তিনি কি বিপ্লবের স্থপতি লেনিন, নাকি এক নিঃসঙ্গ পথিক!

বই : লেলিন
লেখক : আশানুর রহমান
মুদ্রিত মূল্য : ৬০০ টাকা

বইটি অর্ডার করতে পেইজে মেসেজ দিন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা পরবর্তী সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, আধুনিক বাংলাদেশ বিনির্মাণ...
17/09/2025

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা পরবর্তী সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়া ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ।

বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন, নিজ কর্মগুণে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। হয়ে উঠেছেন জীবন্ত ইতিহাস। তবে বৈরী রাজনৈতিক পরিস্থিতির কারণে বেগম খালেদা জিয়াকে নিয়ে একাডেমিক আলোচনা কমই হয়েছে।

বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে প্রয়াত ও প্রখ্যাত সাংবাদিক মাহফুজ উল্লাহরলেখা Begum Khaleda Zia : Her life, Her History বইটি অমূল্য সম্পদ হিসাবে বিবেচিত।

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, নারী শিক্ষা, দেশের ভৌত-অবকাঠামো নির্মাণসহ দেশ শাসনে বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও কর্মময় জীবন সম্বন্ধে অনুসন্ধিৎসু পাঠকের চাহিদা পূরণে বইটি ভূমিকা রাখবে।

বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম
মাহফুজ উল্লাহ
মূল্য : ২০০০ টাকা।

অর্ডার করতে পেইজে মেসেজ দিন।

১৯৪৫ সালের ১৭ আগস্ট, প্রথম প্রকাশের পর থেকে গত প্রায় আট দশকে পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ বই বা উপন্যাসের তালিকায় এনিমেল ফা...
15/09/2025

১৯৪৫ সালের ১৭ আগস্ট, প্রথম প্রকাশের পর থেকে গত প্রায় আট দশকে পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ বই বা উপন্যাসের তালিকায় এনিমেল ফার্ম নেই, এমন তালিকাও সম্ভবত নেই।

একটি পশু খামারের আদলে ক্ষমতা, শক্তি ও রাজনীতির যে বয়ান এই উপন্যাসে আছে, সেটা ছাড়িয়ে গেছে তার সময়কে।

এনিমেল ফার্ম
মূল : জর্জ অরওয়েল
অনুবাদ : আদনান আরিফ সালিম
মূল্য : ৩৮০ টাকা।

অর্ডার করতে পেইজে মেসেজ দিন।

৩ দিনেরসৈয়দ মুজতবা আলী বইমেলা।অর্ডার করলেই নিশ্চিত ৩২% ছাড়*আজ বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক সৈয়দ মুজতবা আলীর জন্মবার্ষিকী...
13/09/2025

৩ দিনের
সৈয়দ মুজতবা আলী বইমেলা।

অর্ডার করলেই নিশ্চিত ৩২% ছাড়*

আজ বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক সৈয়দ মুজতবা আলীর জন্মবার্ষিকী। জন্মবার্ষিকীতে নির্বাচিত’র পক্ষ থেকে শুভেচ্ছা ও শ্রদ্ধা । ‘নির্বাচিত’তে শুরু হলো ৩ দিনের সৈয়দ মুজতবা আলী বইমেলা।

সৈয়দ মুজতবা আলী রচনাবলিতে থাকছে ৩২% ছাড় ও
আলাদা বইয়ে ২৯% ছাড়।

ডেলিভারি চার্জ ৭০ টাকা।
_
*নির্দিষ্ট কিছু প্রকাশনীর বই ব্যতীত।

হিমুকে নিয়ে কতগুলি বই লিখেছি নিজেও জানি না। মন মেজাজ খারাপ থাকলেই হিমু লিখতে বসি। মন ঠিক হয়ে যায়। বেশি লেখার ফল সব সময় শ...
13/09/2025

হিমুকে নিয়ে কতগুলি বই লিখেছি নিজেও জানি না। মন মেজাজ খারাপ থাকলেই হিমু লিখতে বসি। মন ঠিক হয়ে যায়। বেশি লেখার ফল সব সময় শূভ হয় না। আমার ক্ষেত্রেও হয় নি। অনেক জায়গাতেই ল্যাজে গোবরে করে ফেলেছি। হিমুর পাঞ্জাবির পকেট থাকে না অথচ একটা বই-এ লিখেছি সে পকেট থেকে টাকা বের করল। হিমুর মাজেদা খালা এক বই-এ হয়ে গেলো মাজেদা ফুপু। তবে হিমু যে ঠিক আছে তাতেই আমি খুশি। হিমু ঠিক আছে, হিমুর জড়ৎ ঠিক আছে। তার বয়স বাড়ছে না। সে বদলাচ্ছে না। এই আনন্দ সংবাদ নিয়ে ভূমিকা শেষ করেছি।"
- হুমায়ূন আহমেদ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হিমুসমগ্র সংগ্রহ করুন নির্বাচিত-বই বিপণন প্রতিষ্ঠান থেকে।

১. হিমু সমগ্র ১ম খণ্ড - হুমায়ূন আহমেদ - ১০০০ টাকা
২. হিমু সমগ্র ২ম খণ্ড - হুমায়ূন আহমেদ - ৬০০ টাকা

অর্ডার করতে পেইজে মেসেজ দিন।

বাংলা সাহিত্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে ইতোমধ্যে আমাদের সামনে হাজির আছেন কথাসাহিত্যিক শাহাদুজ্জামান।তিনি গল্পকার হিসেবে আবির্...
13/09/2025

বাংলা সাহিত্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে ইতোমধ্যে আমাদের সামনে হাজির আছেন কথাসাহিত্যিক শাহাদুজ্জামান।

তিনি গল্পকার হিসেবে আবির্ভূত হয়ে উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ, নিবন্ধ ইত্যাদি লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাঁর গল্পগুলোতে মূলত গ্রাম ও শহরের সংকটসহ মনস্তাত্ত্বিক অনুষঙ্গগুলো উঠে এসেছে।

ব্যক্তিক প্রভাব, অন্তর্দাহ, অন্তর্দ্বন্দ্ব, সমকালীন রাজনীতি, বৈশ্বিক প্রভাব ইত্যাদি বিষয়ের বিচিত্র ঘটনাপ্রবাহ তাঁর গল্পগুলোকে চিন্তাশীল পাঠকদের জন্য চিন্তার খোরাক দিয়েছে।

'নির্বাচিত গল্প' বইয়ে এমনই কিছু গল্প রাখা হয়েছে, যেগুলো এখনও প্রাসঙ্গিক। যেগুলো বর্তমান সমাজব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করতে সক্ষম। আমরা আশা করছি, পাঠকেরা এই গল্পগুলো পছন্দ করবে।

বই : নির্বাচিত গল্প
লেখক : শাহাদুজ্জামান
মূল্য : ৬৭০ টাকা

অর্ডার করতে পেইজে মেসেজ দিন।

রস, মজলিসি ভঙ্গি আর অসাধারণ রচনাশৈলীর ছোঁয়ায় পঞ্চতন্ত্র অনন্য।বিচিত্র বিষয়, বিচিত্র তথ্য, বিচিত্র পরিবেশের মধ্য দিয়ে পাঠ...
11/09/2025

রস, মজলিসি ভঙ্গি আর অসাধারণ রচনাশৈলীর ছোঁয়ায় পঞ্চতন্ত্র অনন্য।

বিচিত্র বিষয়, বিচিত্র তথ্য, বিচিত্র পরিবেশের মধ্য দিয়ে পাঠক চলে যান এমন এক জগতে যার নির্মাণ বোধহয় কেবলমাত্র সৈয়দ মুজতবা আলীর পক্ষেই সম্ভব।

কাইরোর কাফেতে ভুল নয়, কাফেতেই- সুট বানানোর দরদাম চলে পাক্কা তিনঘণ্টা, সুড-এটন নিয়ে হিটলার-চেম্বারলেনে এর বেশি দর-কষাকষি নিশ্চয়ই হয়নি। আর সুটের ট্রায়েল-এর কথা বলাই বাহুল্য।

আবার যখন বিস্তর গবেষণার ফল শাহ-ইন-শাহ বাদশা-সালামৎ মুহম্মদ তুগলুক শাহ সিন্ধুনদের ইলিমা খেয়ে শহীদ হয়েছিলেন, এ কি কম চমকপ্রদ! এমনি অনেক অসামান্য অনবদ্য রচনা নিয়েই পঞ্চতন্ত্র চির চিত্তহারী।

বই : পঞ্চতন্ত্র
লেখক : সৈয়দ মুজতবা আলী
মূল্য : ৬০৫ টাকা।

অর্ডার করতে পেইজে মেসেজ দিন।

তালাল আসাদের সাক্ষাৎকার মানেই অগ্রজ ও অনুজ পণ্ডিতের দিলখোলা আলাপ। চিন্তার মুসিবত এ ধরনের আলাপের নির্বাচিত সংকলন।এ বই তাঁ...
10/09/2025

তালাল আসাদের সাক্ষাৎকার মানেই অগ্রজ ও অনুজ পণ্ডিতের দিলখোলা আলাপ। চিন্তার মুসিবত এ ধরনের আলাপের নির্বাচিত সংকলন।

এ বই তাঁর রচনাবলির কার্যকর পর্যালোচনা। গত কয়েক দশকের বুদ্ধিবৃত্তিক চর্চার সংক্ষিপ্ত কিন্তু চৌকস সালতামামি আছে এখানে।

'আধুনিকতা', 'পশ্চিম ও অ-পশ্চিম সম্পর্ক', 'ধর্ম', 'ইসলাম-প্রশ্ন', 'সেকুলার' ইত্যাদিসহ অনেক জরুরি প্রসঙ্গ এ বাতচিতে আলোচিত হয়েছে। তালাল আসাদের মূল গ্রন্থাবলির নানামাত্রিক পাঠের পাশাপাশি এ বই বুদ্ধিবৃত্তিক বহু প্রশ্ন মোকাবিলায় রসদ জোগাবে।

চিন্তার মুসিবত তালাল আসাদের বাতচিত
গ্রন্থনা ও সম্পাদনা : মোহাম্মদ আজম, সাব্বির আজম
মূল্য : ৪০০ টাকা।

অর্ডার করতে পেইজে মেসেজ দিন।

সরদার ফজলুল করিমের ‘এ্যারিস্টটল-এর পলিটিক্স’ বিশ্ব-জ্ঞান ভাণ্ডারের চিরায়ত এই সৃষ্টির বাংলা রূপান্তর। বাংলাদেশে পলিটিক্স...
09/09/2025

সরদার ফজলুল করিমের ‘এ্যারিস্টটল-এর পলিটিক্স’ বিশ্ব-জ্ঞান ভাণ্ডারের চিরায়ত এই সৃষ্টির বাংলা রূপান্তর। বাংলাদেশে পলিটিক্সএর এরূপ পূর্ণাঙ্গ অনুবাদ এই প্রথম।

সরদার ফজলুল করিম ছ’বছরের একনিষ্ঠ পরিশ্রম সহকারে ‘পলিটিক্স’-এর অনুবাদকর্ম সম্পন্ন করেছেন। এই কাজটি দ্বারা তাঁর ‘প্লেটোর রিপাবলিক’ এবং প্লেটোর সংলাপ’-এর মাধ্যমে আমাদের দেশের ছাত্র-ছাত্রী এবং সাহিত্যানুরাগী পাঠক সাধারণের নিকট প্রাচীন গ্রীক দর্শন ও রাজনীতির উপর রচিত কালজয়ী সৃষ্টির পরিচয় প্রদান একটি সামগ্রিকতা প্রাপ্ত হয়েছে, একথা বলা যায়।

পলিটিক্স’-এর বর্তমান অনুবাদের যা বৈশিষ্ট্য তা হচ্ছে এর প্রাঞ্জলতা। তদুপরি অনুবাদক গ্রন্থের মর্ম পাঠক সাধারণের নিকট সহজবােধ্য করার জন্য যেমন তাঁর নিজস্ব বিশ্লেষণ সহকারে একটি বিস্তারিত ভূমিকা রচনা করেছেন, তেমনি গ্রন্থের পরিশিষ্টে সমগ্র গ্রন্থের আলােচিত বিষয়ের একটি সংক্ষিপ্ত বিবরণও পেশ করেছেন।

বই :এ্যারিস্টটল-এর পলিটিকস
লেখক: সরদার ফজলুল করিম
মুদ্রিত মূল্য: ৪৫০টাকা।

বইটি নিতে আমাদের পেইজে মেসেজ দিন।

Address

Dhaka
1000

Telephone

+8801763545463

Website

Alerts

Be the first to know and let us send you an email when নির্বাচিত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নির্বাচিত:

Share