নির্বাচিত

নির্বাচিত দেশ-বিদেশের নির্বাচিত সেরা বই নিয়ে আপনার এলাকায় হাজির-'নির্বাচিত'।

ধর্ম ও ধর্মতত্ত্ব বিষয়ক ৪টি বইকিনুন মাত্র ১২৮০ টাকায়।ডেলিভারি চার্জ ফ্রি!হিস্ট্রি অব রিজিলিয়নস (এক মলাটে ২০টি ধর্মের ইতি...
07/08/2025

ধর্ম ও ধর্মতত্ত্ব বিষয়ক ৪টি বই
কিনুন মাত্র ১২৮০ টাকায়।
ডেলিভারি চার্জ ফ্রি!

হিস্ট্রি অব রিজিলিয়নস (এক মলাটে ২০টি ধর্মের ইতিহাস)
মূল : ইসমাইল আল ফারুকি, ডেভিড সফার
অনুবাদ : আসাদ ইকবাল মামুন
মূল্য : ১২০০ টাকা।

দ্য অরিজিন অব রিলিজিয়নস
অনুবাদ : সা’দউল্লাহ
মূল্য : ২০০ টাকা।

ধর্ম ও বিজ্ঞান
অনুবাদ : বদিউর রহমান
মূল্য : ৩০০ টাকা।

ধর্মের অন্তরালে
[বিশ্বাসভিত্তিক চেতনায় শ্রেণি সংগ্রামের আভাস]
—মুহাম্মদ তানিম নওশাদ
মূল্য : ২৭০ টাকা।

মোট মূল্য : ১৯৭০ টাকা
অফার মূল্য : ১২৮০ টাকা
ডেলিভারি চার্জ ফ্রি!

সীমিত সময়ের জন্য অফারটি পেতে পেইজে মেসেজ দিন।

ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের দিন।
05/08/2025

ঐতিহাসিক ৫ আগস্ট
ছাত্র-জনতার বিজয়ের দিন।

আহমদ ছফার পরিচয় কেবল দেশের একজন শ্রেষ্ঠ প্রাবন্ধিক-চিন্তাবিদ হিসেবেই নয়, তিনি আমাদের একজন প্রধান কথাশিল্পীও বটে।তাঁর সৃষ...
04/08/2025

আহমদ ছফার পরিচয় কেবল দেশের একজন শ্রেষ্ঠ প্রাবন্ধিক-চিন্তাবিদ হিসেবেই নয়, তিনি আমাদের একজন প্রধান কথাশিল্পীও বটে।

তাঁর সৃষ্টিশীল প্রতিভার স্বাক্ষর বিধৃত রয়েছে তাঁর উপন্যাস ও ছোটগল্পেও। বরং বলা যায় প্রবন্ধে তাঁর যে-মনীষার প্রকাশ সোচ্চার ও তীব্র, কথাশিল্পে তা-ই যেন অধিকতর তীক্ষ্ণ, অন্তঃসলিলা ও গভীরাশ্রয়ী। সমাজ-সমকাল ইতিহাস তাঁর এ রচনাগুলোর মধ্য দিয়েও কথা বলে।

একথা যেমন প্রযোজ্য তাঁর প্রথম উপন্যাস সূর্য তুমি সাথী সম্পর্কে তেমনি ওঙ্কার-এর মতো তাঁর উপন্যাসোপম বড়গল্প কিংবা একজন আলী কেনানের উত্থানপতন, মরণবিলাস, গাভীবিত্তান্ত, পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গপুরাণ এর মতো পরবর্তী সবকটি উপন্যাস সম্পর্কেও।

প্রেম বা নারী তাঁর উপন্যাসেরও বিষয় হয়েছে, যেমন অলাতচক্র কিংবা অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী-তে, তবে সেখানে তার তাৎপর্য ব্যক্তিজীবনের পরিধি ছাড়িয়ে সমাজ-রাষ্ট্র তথা ইতিহাসের মর্মমূল স্পর্শ করে। এখানেই ঔপন্যাসিক হিসেবে ছফার স্বাতন্ত্র্য, তাঁর স্বকীয়তা।

লেখক হিসেবে তাঁর বৈশিষ্ট্য বা অন্যকথায় শিল্পী হিসেবে তাঁর শক্তিমত্তার উল্লেখে পূর্বসূরি ঔপন্যাসিক রশীদ করীম যে বলেছেন, আহমদ ছফার এক একটি শব্দ শিলাখণ্ডের মতো কঠিন, আপাত উদাসীন নির্মম অথচ তারই অন্তরে গভীর বেদনা ও ভালোবাসা কী পরিমাণ তার কোনো লেখাজোখা নেই, বস্তুত তাতে কিছুমাত্র অতিশয়োক্তি প্রকাশ পায়নি।

আহমদ ছফার উপন্যাসসমগ্র পাঠে পাঠক নতুন করে প্রয়াত এই মনীষী-লেখকের প্রতিভার উপর্যুক্ত বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত হতে পারবেন।

উপন্যাসসমগ্র
লেখক : আহমদ ছফা
মূল্য : ৭০০ টাকা।

অর্ডার করতে পেইজে মেসেজ দিন।

'যেভাবে আমি সত্যকে পেয়েছি' প্রথাগত অর্থে গাজ্জালীর কোন আত্মজীবনী নয়।ইবনে খালদুন—যিনি ভেবেছেন এবং করেছেন অনেক নতুন কিছু—এ...
30/07/2025

'যেভাবে আমি সত্যকে পেয়েছি' প্রথাগত অর্থে গাজ্জালীর কোন আত্মজীবনী নয়।

ইবনে খালদুন—যিনি ভেবেছেন এবং করেছেন অনেক নতুন কিছু—এর পূর্বে, কোন আরব লেখক-চিন্তাবিদ লেখেননি পরিচিত রূপের—জীবন বর্ণনামূলক, কোন আত্মজীবনী।

এই বইটিতে পাওয়া যাবে একটি বিশেষ-গাজ্জালীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বের মানস বিবর্তনের আত্মজ উদঘাটন, স্বগত স্বীকৃতি, যাকে তুলনা করা যেতে পারে সেইন্ট অগাস্টিনের 'স্বীকারোক্তি'-র সাথে।

যেভাবে আমি সত্যকে পেয়েছি
(ইমাম গাজ্জালীর আত্মজীবনী)
অনুবাদ : কায়সাল বিন খালেদ
মূল্য : ২০০ টাকা।

অর্ডার করতে পেইজে মেসেজ দিন।

জীবন বদলে দেয়ার মতো বই! বর্তমান সময়ের জনপ্রিয় বক্তা মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহ। দুই যুগের বেশি সময় ধরে তিনি পৃথিব...
27/07/2025

জীবন বদলে দেয়ার মতো বই!

বর্তমান সময়ের জনপ্রিয় বক্তা মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহ। দুই যুগের বেশি সময় ধরে তিনি পৃথিবীর নানান দেশে আলোচনা করছেন। পৃথিবীর হাজারো মানুষ নিজেকে বদলে ফেলেছে তাঁর আলোচনা শুনে। তারা আবেগাপ্লুত, দরদমাখা আলোচনা লাখো তরুণের মনে আশা জাগায়। তারা ইসলাম নিয়ে জানতে আগ্রহী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ পালনে উৎসাহ পায়।

মাওলানা তারিক জামিলের লেকচারগুলো রেফারেন্সসহ দুই খণ্ডে প্রকাশিত হয়েছে।

দুই খণ্ডের বইটি প্রত্যেকের বাসায় রাখার মতো। মন খারাপ? বইটি পড়া শুরু করুন। কাউকে গিফট দিতে চান? তারিক জামিলের বয়ান সমগ্র দিতে পারেন। এই বইটি একজন মানুষের জীবন বদলে দিতে পারে। আপনাকে হাসাবে, আপনাকে কাঁদাবে।

১. তাহকিক ও তাখরিজসহ বয়ান সমগ্র
মূল্য (প্রথম খণ্ড) : ৬০০ টাকা।

২. তাহকিক ও তাখরিজসহ বয়ান সমগ্র
মূল্য (দ্বিতীয় খণ্ড) : ৫২৫ টাকা।

অর্ডার করতে পেইজে মেসেজ দিন।

"বাংলাদেশে দুর্ঘটনায় অনেক মানুষ মারা যান, অনেকে আহত হন। এসবের জন্য দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহির ব্যবস্থা নিতান্ত দুর্বল। ...
26/07/2025

"বাংলাদেশে দুর্ঘটনায় অনেক মানুষ মারা যান, অনেকে আহত হন। এসবের জন্য দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহির ব্যবস্থা নিতান্ত দুর্বল। এই বইয়ে দুর্ঘটনার পেছনের কাঠামোগত সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধানের রূপরেখা তুলে ধরা হয়েছে।"

📖 বই : সড়ক থেকে কর্মক্ষেত্র বাংলাদেশে কাঠামোগত দুর্ঘটনা
✍️ লেখক : কল্লোল মোস্তফা
🔹 মলাট মূল্য : ৩৫০.০০৳
🔸 নির্বাচিত মূল্য : ২৬০.০০৳

বইটি অর্ডার করতে পেইজে মেসেজ দিন।

এই বই যেন দেশে দেশে বিপ্লবী মানুষের এক ইশতেহার।‘র.ক্তা.ক্ত জুলাই’ শুধু আর্টের একটি বইই নয়; এটি বর্তমানের ভাষ্য আর ভবিষ্য...
24/07/2025

এই বই যেন দেশে দেশে বিপ্লবী মানুষের এক ইশতেহার।

‘র.ক্তা.ক্ত জুলাই’ শুধু আর্টের একটি বইই নয়; এটি বর্তমানের ভাষ্য আর ভবিষ্যতের দলিল।

একাত্তরের পোস্টারগুলো যেমন জাতিধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে স্বাধীনতার লক্ষে এক কাতারে সামিল করেছিল, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানেও এই ডিজিটাল পোস্টার ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইয়ে সংগ্রামী মানুষকে এক কাতারে নিয়ে এসেছে।

◉ র.ক্তা.ক্ত জুলাই
—দেবাশিস চক্রবর্তী
মূল্য : ৩০০০ টাকা।

প্রি-অর্ডার মূল্য : ১৯৫০ টাকা
ডেলিভারি চার্জ ৫০ টাকা।

প্রি-অর্ডার চলবে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত।

অর্ডার করতে পেইজে মেসেজ দিন।

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশু-কিশোররা কুরআন পড়ে। আনন্দ পায়। তৃপ্তি পায়। কিন্তু তারা এটা জানে না-তাদের জন্য কতটা ত...
23/07/2025

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশু-কিশোররা কুরআন পড়ে। আনন্দ পায়। তৃপ্তি পায়। কিন্তু তারা এটা জানে না-তাদের জন্য কতটা তৃপ্তি অপেক্ষা করছে বেহেশতে। কতটা নেয়ামত আল্লাহ প্রস্তুত রেখেছেন তাদের জন্য।

তারা মানুষের মুখে শোনে।
ধর্মীয় গ্রন্থগুলোতে পড়ে।
স্বপ্ন দেখে।
কল্পনা করে।

আমরা চেয়েছি-শিশুদের হৃদয়ের ক্যানভাসে একটি পবিত্র স্বপ্ন আঁকতে। কিশোরদের দেখিয়ে দিতে চেয়েছি স্বপ্ন বাঁধার জায়গাটি। মনের কালিতে লিখেছি তাদের মানমর্যাদা, দায়িত্ব-কর্তব্য, নানান পুরস্কার ও রবের অশেষ নেয়ামতের কথা। তারা পড়বে, জানবে, বুঝবে, উপলব্ধি করবে অতঃপর কৃতজ্ঞচিত্তে দয়াময় আল্লাহর শোকর আদায় করবে-
'আলহামদুলিল্লাহ!

আমিও পবিত্র কুরআনের হাফেজ।
আমিও এত এত পুরস্কার পাব।
আমাকেও বানাবেন সেই রাজ্যের রাজা। আমার মাথায়ও থাকবে রাজমুকুট।
আমার মা-বাবাও উজ্জ্বল হবেন আমার ওসিলায়।'

বেহেশত-আমাদের ধর্ম ও বিশ্বাসের মূল প্রেরণার জায়গা। বেহেশত সম্পর্কে মনগড়া কথা লেখা যায় না, বলাও যায় না। শিশু-কিশোরদের হৃদয়ে যে আনন্দের সবুজ চারা রোপণ করতে চেয়েছি-তার সত্যতা যাচাইয়ের জন্য কথার সঙ্গে পাদটীকায় রেফারেন্স এবং শেষে তথ্যসূত্র ও সহায়ক গ্রন্থ উল্লেখ করেছি। তথ্যবহুল সুন্দর বইটি নির্দ্বিধায় তুলে দিতে পারেন আপনার সন্তানের হাতে হাতে। পরম আস্থায় রেখে দিতে পারেন পড়ার টেবিলে।

বই : কুরআন তোমায় সত্য শেখায়
লেখক : কাউসার আহমাদ
মূল্য : ১৬০ টাকা।

অর্ডার করতে পেইজে মেসেজ দিন।

তাঁর তুলনা তিনি নিজেই। আজীবন মফস্বলবাসী থেকেও দেশের চিন্তাজগতে বিরল তরঙ্গ সৃষ্টিকারী বুদ্ধিজীবীর অনন্য উদাহরণ যতীন সরকার...
22/07/2025

তাঁর তুলনা তিনি নিজেই। আজীবন মফস্বলবাসী থেকেও দেশের চিন্তাজগতে বিরল তরঙ্গ সৃষ্টিকারী বুদ্ধিজীবীর অনন্য উদাহরণ যতীন সরকার।

চিন্তার প্রখরতায়, পাণ্ডিত্যের গভীরতায় ও বক্তব্যের ঋজুতায় তাঁর রচনা। এদেশের সমাজ-সংস্কৃতি-রাজনীতির গুরুত্বপূর্ণ ভাষ্যে পরিণত হয়েছে।

প্রাবন্ধিক যতীন সরকার বিশিষ্ট হয়ে উঠেছেন ইতিবাচক রাজনৈতিক দর্শনের গুণে। তাই তাঁর আলোকোজ্জ্বল প্রবন্ধগুচ্ছের মধ্যে সহজেই দৃষ্টি কেড়ে নেয় রাজনৈতিক প্রবন্ধ।

স্পষ্টভাষী এই চিন্তাবিদের অসংখ্য উজ্জ্বল প্রবন্ধ থেকে বাছাই করা হয়েছে "নির্বাচিত রাজনৈতিক প্রবন্ধ"।

দৈশিক ও জীবশ্বিক রাজনীতির স্বরুপ চিহ্নিতকরণে ও সমাধানের পথ নির্দেশ তাঁর রাজনৈতিক প্রবন্ধের কুশলতা প্রশ্নাতীত। আমাদের রাজনৈতিক ইতিহাসের অসামান্য দলিল এই বই।

বই : নির্বাচিত রাজনৈতিক প্রবন্ধ
লেখক : যতীন সরকার
মূল্য : ২০০ টাকা।

অর্ডার করতে পেইযে মেসেজ দিন।

আ ম রা  শো কা হ তনিহত ও আহত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার শক্তি দিক দয়াময়।
21/07/2025

আ ম রা শো কা হ ত
নিহত ও আহত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার শক্তি দিক দয়াময়।

পাঁচশো বছরের ফারাকে দুটো ভিন্ন সময় ও ভূগোলের গল্পকে অতি যত্নে রিফু করেছেন এলিফ শাফাক। একদিকে একবিংশ শতকের আমেরিকায় ব্যর্...
21/07/2025

পাঁচশো বছরের ফারাকে দুটো ভিন্ন সময় ও ভূগোলের গল্পকে অতি যত্নে রিফু করেছেন এলিফ শাফাক। একদিকে একবিংশ শতকের আমেরিকায় ব্যর্থ দাম্পত্যের বোঝার ভারে ন্যূব্জ এলা রুবিনস্টেইন, অন্যদিকে ত্রয়োদশ শতকের কোনিয়া নগরে নিজের কেতাবি জ্ঞানের ভারে ক্লান্ত মাওলানা রুমি। উভয়ের জীবনকে নবতর পূর্ণতার দিকে ধাবিত করতে আগমন ঘটে একজন করে শামসের। তাদের জীবন বদলে যায় চিরতরে।

আটশো বছর পুরনো মাওলানা রুমি আর তার আধ্যাত্মিক গুরু শামসুদ্দিন তাব্রিজের মরমি সম্পর্ককে বর্তমান সময়ের প্রেক্ষিতে প্রাসঙ্গিক করে তুলেছেন লেখক, তার গল্প বলার নিপুণ ভঙ্গিতে।

শরীরের বাহ্যিক কাঠামো ও অঙ্গপ্রত্যঙ্গ হয় যদি শরিয়াহ, তবে স্রষ্টার সঙ্গে সৃষ্টির আত্মিক সম্পর্ক বা সূফিবাদ হচ্ছে সে শরীরের রূহ বা অন্তর—শাফাকের এ উপন্যাস সে সত্যকেই পুনঃপ্রতিষ্ঠিত করে।

◉ দ্য ফরটি রুলস অব লাভ
মূল : এলিফ শাফাক
অনুবাদ : সাজিদ উল হক আবির
মূল্য : ৯০০ টাকা।

বইটি কিনতে পেইজে মেসেজ দিন।

গণমানুষের মুক্তির স্বপ্নে গড়ে ওঠা অনেক দলকেই একসময় রাজনৈতিক তৎপরতা চালাতে হয়েছে সংগোপনে।কোনো কোনো সংগঠন রাজনৈতিক রণকৌশল ...
20/07/2025

গণমানুষের মুক্তির স্বপ্নে গড়ে ওঠা অনেক দলকেই একসময় রাজনৈতিক তৎপরতা চালাতে হয়েছে সংগোপনে।

কোনো কোনো সংগঠন রাজনৈতিক রণকৌশল হিসেবেই বেছে নিয়েছিল গোপন রাজনীতির পথ; কোনো কোনো দলের ওপর আবার রাষ্ট্রযন্ত্র ও সরকারের তরফ থেকে নেমে এসেছিল রাজনৈতিক নিষেধাজ্ঞা; কোনো কোনোটি আবার লিখিত নিষেধাজ্ঞা না থাকার পরও বাধ্য হয়েছিল আত্মগোপনে যেতে।

এসব সংগঠনের নেতা সংগঠক কর্মীদের লক্ষ্য ছিল শোষণমুক্ত, জনগণতান্ত্রিক, সমাজতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা। তারা বেছে নিয়েছিল অবর্ণনীয় নির্যাতন-নিপীড়নময়, যন্ত্রণাকর অথচ মানুষের মুক্তির স্বপ্নেভরা জীবন।

স্বাপ্নিক এসব মানুষের জীবন এবং উত্তাল সময়ের কাহিনি নিয়ে রচিত বিভিন্ন গল্প বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ সংযোজন।

এই সংকলনে একত্রিত হয়েছে এমন অভাবিত, রক্তাক্ত ও হাহাকারে বিদীর্ণ কতকগুলো গল্প।

বই : গোপন রাজনীতির গল্প
সম্পাদনা ও ভূমিকা : ইমতিয়ার শামীম
মলাট মূল্য : ৬০০ টাকা।

অর্ডার করতে পেইজে মেসেজ দিন।

Address

Dhaka
1000

Telephone

+8801763545463

Website

Alerts

Be the first to know and let us send you an email when নির্বাচিত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নির্বাচিত:

Share