02/07/2025
*শুভ সকাল*
ভোরের হাওয়া ছুঁয়ে গেল মুখে,
সূর্য হাসে সোনালী সুখে।
নতুন আলোয় জেগে উঠুক প্রাণ,
শুভ সকাল, হোক আনন্দের গান।
চড়ুই পাখি গায় খুশির সুর,
আকাশ বলে, “আজকের দিনটা হোক ভরপুর!”
মন ভরে যাক ভালোবাসায়,
শুভ সকাল—হাসি থাকুক হৃদয়ছায়ায়। ☀️🌼
#ফুলেরভালবাসা