Khaled Bin Ahmed

Khaled Bin Ahmed ইসলামের দাওয়াত আলোর পথের যাত্রী
(240)

বল বীরবল উন্নত মম শিরশির নেহারি আমারি,নত শির ওই শিখর হিমাদ্রীর।
18/12/2025

বল বীর
বল উন্নত মম শির
শির নেহারি আমারি,
নত শির ওই শিখর হিমাদ্রীর।

শহীদ হয়েছেন ওসমান হাদী
18/12/2025

শহীদ হয়েছেন ওসমান হাদী

আলহামদুলিল্লাহ
13/12/2025

আলহামদুলিল্লাহ

প্রথমবারের মত খিলক্ষেত মুসলিম সোসাইটির উদ্যোগে খিলক্ষেতে আয়োজিত হতে যাচ্ছে ইসলাম জোন প্রেজেন্টস 'ইয়ুথ রিভাইভাল কল, ওয়ে ট...
07/12/2025

প্রথমবারের মত খিলক্ষেত মুসলিম সোসাইটির উদ্যোগে খিলক্ষেতে আয়োজিত হতে যাচ্ছে ইসলাম জোন প্রেজেন্টস 'ইয়ুথ রিভাইভাল কল, ওয়ে টু জান্নাহ' শীর্ষক দিনব্যাপী সেমিনার।
“অবশ্যই কোনো জাতির অবস্থা আল্লাহ ততক্ষণ পরিবর্তন করেন না, যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করে।”
— সূরা রা’দ: ১১
আজকের যুবসমাজ নৈতিক অবক্ষয়, বিভ্রান্তি এবং নানা প্রলোভনের জোয়ারে দিক হারিয়ে ফেলছে।
পরিবার, সমাজ ও নিজেদের ভবিষ্যতের জন্য তারা যে আলো, দিকনির্দেশনা ও স্থিরতা প্রাপ্য—
সেই আলোয় ফিরিয়ে আনার লক্ষ্যেই আমাদের এই বিশেষ আয়োজন।
দাওয়াহ, শিক্ষা ও ভ্রাতৃত্ব—
একদিনে তিনটি ইমপ্যাক্ট!
সেমিনারের পাশাপাশি থাকছে ব্রাদারহুড গেট-টুগেদার ও টার্ফ ফুটবল—যেখানে থাকবে ভ্রাতৃত্বের উষ্ণতা, বন্ধন এবং পজিটিভ চেঞ্জের অনুপ্রেরণা।
যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করে সফলতা ও হিদায়াতের পথে ফেরানোর উদ্যোগ—
Youth Revival Call – Way to Jannah
আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-
মুফতি তারিকুজ্জামান হাফিযাহুল্লাহ
মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন হাফিযাহুল্লাহ
আহমেদ রফিক
আব্দুল্লাহ আল মাসউদ হাফিযাহুল্লাহ
মাওলানা জহিরুল ইসলাম সিরাজী হাফিযাহুল্লাহ
মাওলানা হুসাইন আহমাদ কাসেমী হাফিযাহুল্লাহ
মাওলানা মারুফ হুসাইন হাফিযাহুল্লাহ
সালেহ আহমেদ তোহা
মাহমুদ আকিব
মুহাম্মাদ রাফিউজ্জামান
তামিম মৃধা
বিশেষ আকর্ষণ হিসেবে যুবকদের জন্য থাকছে ফুটবল ম্যাচ।
রেজিষ্ট্রেশন করলে যা যা পাচ্ছেন-
১। সকালের নাস্তা
২। দুপুরের খাবার
৩। বিকালের নাস্তা
৪। কুইজ প্রতিযোগিতা
৫। খেলাধুলার আয়োজন
আসন সংখ্যা সীমিত। তাই দেরি না করে আপনার আসনটি নিশ্চিত করুন।
বিস্তারিত জানতে চোখ রাখুন- Khilkhet Muslim Society
📌 Presented by: Islam Zone
🏛 Hosted by: Khilkhet Muslim Society
👉 রেজিস্ট্রেশন লিঙ্ক: http://ylnk.cc/kms
👉 আসুন—নিজেদের সংশোধন করি, এবং অন্যকেও সফলতা ও হিদায়াতের পথে আহ্বান করি।
পরিবর্তন শুরু হোক আজ থেকেই।

আয়োজনে: খিলক্ষেত মুসলিম সোসাইটি

"কম বয়সে স্বামীকে হারিয়েছি, কারাগারে থাকতে আমার মাকে হারিয়েছি, অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছি, আরেক...
29/11/2025

"কম বয়সে স্বামীকে হারিয়েছি, কারাগারে থাকতে আমার মাকে হারিয়েছি, অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছি, আরেকটা ছেলে নির্বাসিত হয়ে দূর দেশে। আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন।". (খলেদা জিয়া) (২০১৪)

21/11/2025

আজকে মসজিদে, স্মরণকালের সবচেয়ে বেশি মুসল্লি হয়েছে
আলহামদুলিল্লাহ

21/11/2025

কোনো এক জুমার দিনে হঠাৎ করেই এই দুনিয়ার সব কোলাহল থেমে যাবে। আজকের ভূমিকম্প আমাদের শুধু সতর্কবার্তা, অথচ সেই দিনের ধ্বংস হবে এর চেয়েও অসংখ্য গুণ ভয়াবহ।

রাসুলুল্লাহ ﷺ হাদিসে জানিয়েছেন, কিয়ামত এমন এক দিন, যেদিন আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আকাশ ভেঙে যাবে, পর্বতগুলো উড়ে ধুলার মতো হয়ে যাবে, সমুদ্রগুলো জ্বলন্ত আগুনের মত ফুঁসে উঠবে। শক্ত-পোক্ত এই পৃথিবী এক মুহূর্তেই চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।

ভূমিকম্পের সময় দোয়া ও করণীয়
দোয়া পড়া:
"আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকালাহু, ফাবি আইয়্যে আ’লাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান"।
বেশি বেশি ইস্তেগফার (ক্ষমা প্রার্থনা) করা।
অন্যান্য করণীয়:
ভূমিকম্প চলাকালীন শান্ত থাকুন এবং মাটিতে পড়ে যান। মাথা ও ঘাড় হাত দিয়ে ঢেকে রাখুন।
দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন না, কারণ এটি থেকে সুরক্ষা নাও মিলতে পারে।
সেতু, ফ্লাইওভার, গাছ বা বৈদ্যুতিক তারের নিচে দাঁড়ানো এড়িয়ে চলুন।
পাহাড়ি এলাকায় থাকলে, পাথর বা ধ্বংসাবশেষ পড়ার ব্যাপারে সতর্ক থাকুন।

31/10/2025

এই শাওলাগুলো আমাদের দেশেও দরকার।

22/10/2025

👇👇👇

16/10/2025

আল্লাহর প্রিয় হতে একটি দায়িত্ব নিন

09/10/2025

যদি পুরো জীবন নির্ভর করে ৬০ সেকেন্ডের এক সিদ্ধান্তে?

😍👇🛐
01/10/2025

😍👇🛐

Address

Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khaled Bin Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khaled Bin Ahmed:

Share