News Zone

News Zone Assalamualikum.
&
Welcome everyone in my page News ZOne. And enjoy the daily news.

আগে‘বাবাকে মাঝে মধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হয়’-ট্রাম্পের গালির বিষয়ে নেটো প্রধাননেদারল্যান্ডসের হেগ-এ যুক্তরাষ্ট্রের প...
25/06/2025

আগে‘বাবাকে মাঝে মধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হয়’-ট্রাম্পের গালির বিষয়ে নেটো প্রধাননেদারল্যান্ডসের হেগ-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা একত্রিত হয়েছে নেটো সম্মেলনে যোগ দেয়ার জন্য।

এক সংবাদ সম্মেলনে নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট্টে এবং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরান প্রসঙ্গে কথা বলেছেন।

ট্রাম্প দুই দেশকে তুলনা করেছেন ‘দুই শিশুর এক স্কুল প্রাঙ্গনে’ থাকার সাথে।

“তারা নরকের মতো লড়াই করে। আপনি তাদের থামাতে পারবেন না। তাদের দুই-তিন মিনিটের জন্য লড়াই করতে দিন। এরপর তাদের থামানো সহজ হয়,” বলেছেন তিনি।

মঙ্গলবার ট্রাম্প যে গালির মতো শব্দ ব্যবহার করেছেন সে প্রসঙ্গে, রুট্টে বলেন, “এবং তার বাবাকে কখনো কখনো শক্ত ভাষা প্রয়োগ করতে হয়”।

ট্রাম্প এর সাথে যোগ করেন, “আপনাকে মাঝে মধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হবে। আপনাকে নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে হবে।”ইরানে হামলায় যুক্তরাষ্ট্র ১২৫টি সামরিক বিমান ব্যবহার করেছে এবং রোববার রাত তেহরান সময় ২টা ৪০ মিনিট থেকে ৩টা ৫ মিনিট সময়ের মধ্যে এ অভিযানে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।
এই স্থাপনাগুলো হলো ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান।
স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে ফোর্দোর দুটি প্রবেশপথে ছয়টি গর্ত দেখা যাচ্ছে। একই ধরনের গর্ত চিহ্নিত করা গেছে ইসফাহানেও।
ট্রাম্প তাৎক্ষণিকভাবে এই হামলাকে ‘নজিরবিহীন সামরিক সাফল্য’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়েছে।
কিন্তু পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি রিপোর্ট গতরাতে ফাঁস হয়েছে। এতে যে পর্যালোচনা করা হয়েছে তাতে ইরানের পরমাণু কর্মসূচি ‘মাত্র কয়েক মাসের জন্য পিছিয়েছে’ বলে উল্লেখ করা হয়েছে।
নেটো সম্মেলনের আগে ফাঁস হওয়া এই রিপোর্ট সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিলো। জবাবে তিনি আবারো বলেছেন যে ইরানের পরমাণু কর্মসূচি ধবংস হয়ে গেছে ও কয়েক দশকের জন্য পিছিয়ে গেছে। তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রিপোর্ট ফাঁস হওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার দাবি করেছেন।
কিন্তু যদি আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা সফলভাবেও লক্ষ্যে পৌঁছায় তাহলে এটা পরিষ্কার নয় যে ইরানের ইউরেনিয়াম সরবরাহে তা কতটা আঘাত করতে পেরেছে।
সিবিএসকে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে ইরানের ইউরেনিয়াম মজুদ হামলার আগেই সরিয়ে ফেলা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদিও এমন দাবি প্রত্যাখ্যান করেছেন।ইরানের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের নাগরিকরা ধীরে ধীরে তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছেন।

যদিও ইরানের পরমাণু কর্মসূচির কতটা ক্ষতি করা গেছে তা নিয়ে মতভেদ থেকেই গেছে।

বিবিসি পার্সিয়ান সার্ভিসের সিনিয়র করেসপন্ডেন্ট ঝিআর গুল জেরুজালেম থেকে জানিয়েছেন, বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলিদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন।

ওই বার্তায় তিনি তার দেশের নাগরিকদের জানিয়েছেন যে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী অবশ্য বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়েছে কি-না তা নিয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি।

আগেইরান ‘সাহসিকতার সাথে লড়েছে’, বললেন ডোনাল্ড ট্রাম্প,,নেদারল্যান্ডসের হেগ শহরে নেটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "ই...
25/06/2025

আগেইরান ‘সাহসিকতার সাথে লড়েছে’, বললেন ডোনাল্ড ট্রাম্প,,

নেদারল্যান্ডসের হেগ শহরে নেটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "ইরান সাহসিকতার সাথে লড়াই করেছে"। আগামী সপ্তাহে ইরানে সঙ্গে আলাপ শুরু করতে পারেন বলেও তিনি জানিয়েছেন। এদিকে, ইরান সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রাখা সময় আগামীকাল স্থানীয় সময় বেলা দুইটা পর্যন্ত বাড়িয়েছে। সর্বশেষ সব তথ্য জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়....নেটো সম্মেলনস্থলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা প্রশ্ন করেন, পোন্টাগনের প্রতিবেদন ফাঁস হওয়ার পর গোয়েন্দাদের কাছে তার বার্তা কী।

জবাবে তিনি বলেন, "তারা এমন একটি প্রতিবেদন পেশ করেছে যা শেষ হয়নি। যা তারা করতে পারে তা হলো অনুমান করা।"

তিনি প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের দিকে প্রসঙ্গটি ঠেলে দেন, যিনি অভিযোগ করেন- কিছু মার্কিন সংবাদমাধ্যমকে ট্রাম্পকে খারাপ দেখানোর জন্য "এটি ঘুরিয়ে" দেখিয়েছে।

"যারা সঠিক জায়গায় বোমা ফেলেছে তারা ঠিক কী ঘটেছে তা জানে," তিনি বলেন।ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিলো যে ইরানের সাথে এরপর কী হবে এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছিলো কি-না।

জবাবে ট্রাম্প বলেছেন, এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না।

“এগুলো খুবই ভারী, সরানো খুবই কঠিন,” বলেছেন তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যারা শান্তি চায় তাদের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।

রুবিও বলেন, আলোচনা আবার শুরু হবে কি-না তা নির্ভর করবে ইরান এতে অংশ নিতে আগ্রহী কি-না তার ওপর।

এরপর ট্রাম্প বলেন, ইরানের সাথে আগামী সপ্তাহেই তারা আলোচনা করতে যাচ্ছেন এবং তারা একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারে।আমি মনে করি না এটা প্রয়োজনীয়। তারা একটি যুদ্ধে ছিল, তারা লড়াই করেছে এবং এখন তারা নিজেদের জগতে ফিরে গেছে। কোনো সমঝোতা হলো কি-না তা আমি কেয়ার করি না,” বলেছেন তিনি।

“আমরা তাদের সাথে দেখা করতে যাচ্ছি,” বলেছেন তিনি।নেদারল্যান্ডসে নেটো সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শুধু ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনাই যুক্তরাষ্ট্রের হামলার একমাত্র লক্ষ্য ছিল না।

তিনি বলেছেন, আরও দুটি টার্গেট ছিল যেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি এবং সেগুলোতে শত শত মাইল দূরের সাবমেরিন থেকে হামলা করা হয়েছিল।

“এগুলো বিশ্বের গ্রেটেস্ট সাবমেরিন, এর ধারে কাছেও কেউ নেই,” বলেছেন তিনি।

তিনি তার বক্তৃতার শুরুতেই ইরানে হামলার প্রসঙ্গে কথা বলেছেন। তিনি দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচিতে "ব্যাপক, সুনির্দিষ্ট হামলা" হয়েছে।

“বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এটি করতে পারতো না এবং এখন আমেরিকান শক্তির এই অসাধারণ চর্চা শান্তির পথ খুলে দিয়েছে,” বলেছেন তিনি।তিনি বলেছেন, তারা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন প্রতিরোধ করেছেন এবং একই সঙ্গে "আমেরিকান শক্তির বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করেছেন"।

তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিও পড়ে শোনান, যেখানে বলা হয়েছে ‘পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে’।

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তেহরানকে এজন্য ‘সতর্ক’ করা হয়েছে।

তিনি জানান, ওই ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের ছোঁড়া ১৪টি ক্ষেপণাস্ত্রের সবকটিই ভূপাতিত করা হয়েছে।

৮০ কোটি টাকা কমে ২৫ হাজার টন অকটেন কিনছে সরকার/যুদ্ধ বন্ধ হলেও তা কিন্তু এখনও নিশ্চয়তা দিতে পারছে না কোনো পক্ষই। গত এক স...
25/06/2025

৮০ কোটি টাকা কমে ২৫ হাজার টন অকটেন কিনছে সরকার

/যুদ্ধ বন্ধ হলেও তা কিন্তু এখনও নিশ্চয়তা দিতে পারছে না কোনো পক্ষই। গত এক সপ্তাহের যুদ্ধে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বেড়েছে বহুগুণ। এরই মধ্যে তেলর দাম নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। যদিও দেশে সেই প্রভাব এখনও পড়তে দেয়নি সরকার।

এরই মধ্যে ২৫ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা এই অকটেন আনতে ব্যয় হবে ২০৮ কোটি ৬৩ লাখ টাকা।

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৪তম সভায় এ-সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠকের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, হরমুজ প্রণালির কারণে কোনো প্রভাব পড়েনি। যুদ্ধের ভেতরেও জ্বালানি কেনার ক্ষেত্রে সাশ্রয় হয়েছে। যুদ্ধ শুরুর আগে যে প্রাইস ছিল সেটা, যুদ্ধ বন্ধের পর প্রাইস কমেছে। ইমিডিয়েটলি আমরা রিটেন্ডার করে ৫ থেকে ১০ ডলার কম পেয়েছি। সেখানে প্রায় ৭০-৮০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এটা এনার্জি মিনিস্ট্রির একটা ক্রেডিট। মরক্কো, তিউনিশিয়া থেকে আসা সারের দাম কিছুটা বেড়েছে। এখানে কোনো উপায় ছিল না।

এ বৈঠকে উপস্থাপন করা ৭টি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে কৃষি মন্ত্রণালয়ের ৩টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ৩টি এবং খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব রয়েছে।

জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জুন ২০২৫ মাসে ২৫ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি) থেকে এই অকটেন আমদানিতে ব্যয় হবে ২০৮ কোটি ৬৩ লাখ টাকা। প্রতি ব্যারেলের প্রিমিয়াম প্রাইস ৫.৯৩ মার্কিন ডলার এবং রেফারেন্স প্রাইস ৭৩.৬১০ মার্কিন ডলার।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জিটুজি মেয়াদি চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানির লক্ষ্যে জুলাই-ডিসেম্বর ২০২৫ সময়ের প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ী ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

#অকটেন

স্কুলের বাচ্চাদের মতো মারামারি করছিল ইরান-ইসরায়েল : ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওপর পারমাণবিক বোমা ফেলে যু...
25/06/2025

স্কুলের বাচ্চাদের মতো মারামারি করছিল ইরান-ইসরায়েল : ট্রাম্প

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওপর পারমাণবিক বোমা ফেলে যুদ্ধ শেষ করার সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপের সিদ্ধান্তের মতো যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।বুধবার নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান এই কাজ করার পেছনে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছে। কিন্তু তেমন কিছু অর্জন করতে পারেনি। এখন আমরা তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখছি।

‘‘কিন্তু আমরা যদি সেই হামলায় সফল না হতাম? ওই হামলাই যুদ্ধের অবসান ঘটিয়েছে। ওই হামলাই যুদ্ধ শেষ করেছে। আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না। কিন্তু মূলত ওই হামলাই যুদ্ধ শেষ করেছে।’’

তিনি বলেন, ইরানের ক্ষেত্রেও তাই হয়েছে। এই হামলাই যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছে। আমরা যদি সেটা শেষ না করতাম, তাহলে এখনও যুদ্ধ চলত।

সম্মেলনে বক্তব্য দেওয়ার আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ইরান-ইসরায়েল সংঘাতের বিষয়ে আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইরান-ইসরায়েলের সংঘাতকে স্কুলে দুই শিশুর মধ্যে মারামারির সঙ্গেও তুলনা করেন তিনি।

‘‘তারা নরকের মতো লড়াই করছে। আপনি তাদের থামাতে পারবেন না। তাদের দুই-তিন মিনিট লড়তে দিন। তারপর থামানো সহজ হয়ে যায়।’’

মঙ্গলবার ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একটি অশ্লীল শব্দের ব্যবহার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেটি উল্লেখ করে রুটে জানতে চাইলে ট্রাম্প বলেন, এমন পরিস্থিতিতে বাবাকে মাঝেমধ্যে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়।

মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, মাঝেমধ্যে আপনাকে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়, কিছু নির্দিষ্ট শব্দ তো বলতেই হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।

জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার ভিডিও ভাইরাল, পালালেন ওসিইন্সপেক্টর হাশমত আলী জয়পুরহাটের ক্ষেতলাল থানায় গত ১৩ জুন ওসি হি...
25/06/2025

জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার ভিডিও ভাইরাল, পালালেন ওসি

ইন্সপেক্টর হাশমত আলী জয়পুরহাটের ক্ষেতলাল থানায় গত ১৩ জুন ওসি হিসেবে যোগদান করেন। তার যোগদানের পরই ২০১২ সালের ৫ নভেম্বরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তিনি থানা ছেড়ে চলে যান।

ওই ভিডিওতে দেখা যায়, জেলার সদরে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে জামায়াতের মিছিলে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ। সেসব পুলিশ সদস্যদের মধ্যে ক্ষেতলাল থানার নবাগত ওসি হাশমত আলীকেও লাঠিচার্জ করতে দেখা যায়।

তিনি তৎকালীন জয়পুরহাট সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এসব ভিডিও ছড়িয়ে পড়ার পর আজ বুধবার সকালে ওসি হাশমত আলী ক্ষেতলাল থানা ছেড়ে চলে যান। পরে পুরো উপজেলায় ছড়িয়ে পড়ে ওসি হাশমত আলী থানা ছেড়ে পালিয়েছেন।

জানা গেছে, ২০১২ সালের ৫ নভেম্বর দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে জয়পুরহাট শহরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। তৎকালীন উপপরিদর্শক হাশমত আলীর লাঠিচার্জে তৎকালীন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলামসহ বহু নেতাকর্মী গুরুতর আহত হন।

সেদিন এসআই হাশমত আলীর গুলিতে শিবিরের সাথী বদিউজ্জামাল নিহত হন বলে অভিযোগ জামায়াতে ইসলামীর। এ ঘটনার ১৩ বছর পর এসআই হাশমত আলী ক্ষেতলাল থানায় ওসি হিসেবে যোগদান করেন। এরপরই ১৩ বছর আগের জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পেটানোর সেই ভিডিও ভাইরাল হয়।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামীম হোসেন মন্ডল বলেন, ওসি হাসমত আলী আমাদের জয়পুরহাটের জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম স্যারকে আঘাত করেছেন। আমাদের ভাইদের হয়রানি করে গ্রেপ্তার করেছেন। ওই মিছিলে আমাদের জয়পুরহাটের শিবিরের প্রথম শহীদ বদিউজ্জামানকে তিনিই গুলি করেছিলেন

তিনি বলেন, হাসমত আলী যত দিন ক্ষেতলালে ছিলেন তত দিন পর্যন্ত জামাতের ওপর দমন, নিপীড়ন চালিয়েছেন। এরপর ক্ষেতলাল থানায় আবারো আসেন ওসি হয়ে। এরপর এলাকার মানুষের ওপর জুলুম-নির্যাতন, গ্রেপ্তার হুমকি বাড়িয়ে দিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য নিতে ক্ষেতলাল থানায় গিয়ে ওসি হাশমত আলীকে পাওয়া যায়নি।

ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) এস এম কামাল জানান, তার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ায় তিনি সকালে সরকারি ফোন বুঝিয়ে দিয়ে এসপি অফিসে গেছেন। এরপর তিনি আর ফেরেননি। সম্ভবত এসপি স্যারের থেকে ছুটি নিয়ে বাড়ি গেছেন।

25/06/2025

প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয়, একমত বিএনপি..

যেসব এলাকায় ২ দিন বিদ্যুৎ থাকবে নাচট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় দুই দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামী ২৫ ও ২৬ ...
25/06/2025

যেসব এলাকায় ২ দিন বিদ্যুৎ থাকবে না

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় দুই দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামী ২৫ ও ২৬ জুন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ জুন (বুধবার) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ-পাহাড়তলীর আওতাধীন একে খান মোড়, অলংকার, পিসি রোড, নয়া বাজার, মৌসুমী আবাসিক এলাকা, অলংকার, ১ নম্বর পানির কল, জোলার হাট, সাগরিকা রোড, বিসিক শিল্প নগরী, ওয়াসা এক্সপ্রেস, কোটস বাংলাদেশ, হাক্কানী আয়রন মার্ট, ধোপা পাড়া, বণিক পাড়া, পাঠান পাড়া, পিসি রোড, সাগরিকা রোড, নয়া বাজার, কাজীরদীঘি, মৌসুমি আবাসিক এলাকা, লোহার পুল, গ্রিন ভিউ আবাসিক এলাকা মোহনা আবাসিক এলাকা, বাচামিয়া রোড, আমতলা, কাঁচা রাস্তা, ফইল্যাতলী, ছধু চৌধুরী রোড, বাইন্না পাড়া, জেলে পাড়া, খেজুর তলা, কাস্টম একাডেমি সংলগ্ন, লবণ ফ্যাক্টরি রোড, মহাশ্মশান, গলিচিপা পাড়া, বারুনী ঘাটা, বশির শাহ মাজার, একতা আবাসিক এলাকা, চৌধুরী আনাসিক এলাকা, সূচনা আবাসিক এলাকা, নাথপাড়া আশ-পাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২৬ জুন (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ-পাহাড়তলীর আওতাধীন বিশ্বকলোনি, নোয়াপাড়া, আলী আজম সড়ক, পশ্চিম ফিরোজশাহ, একে খান মোড়, অলংকার, পিসি রোড, নয়া বাজার, মৌসুমী আবাসিক এলাকা, সাগরিকা রোড, বিটাক বাজার, জঙ্গল সলিমপুর, বাগান বাড়ি, কালির হাট শিল্প এলাকা, উত্তর কাট্টলী, মুন্সী পাড়া, বিশ্বাস পাড়া, ঈশান মহাজন রোড, মোস্তফা হাকিম কলেজ রোড, ফইল্যাতলী বাজার কলেজ রোড, ছধু চৌধুরী রোড, বাইন্না পাড়া, পণ্ডিত বাড়ি, সেন বাড়ি, বশির শাহ মাজার, একতা আবাসিক এলাকা, জেলেপাড়া, ধোপাপাড়া, আশ-পাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিপিডিবি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে। তবে গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে সব সময় বিদ্যুৎ লাইন সচল রয়েছে ধরে নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

24/06/2025

ইরান ও ইসরায়েলের যুদ্ধে নাটকীয় মোড়......""

24/06/2025

ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি ক্ষিপ্ত.......

আদালতের নি-ষে-ধা-জ্ঞা অমান্য করে চলছে আ.লীগ নেতার বাড়ি নির্মাণ!
24/06/2025

আদালতের নি-ষে-ধা-জ্ঞা অমান্য করে চলছে আ.লীগ নেতার বাড়ি নির্মাণ!

কঠোর প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা ইরানের।ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার ‘কঠোর প্রতিশোধ’ নেওয়া হবে বলে ঘোষণা দ...
23/06/2025

কঠোর প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা ইরানের।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার ‘কঠোর প্রতিশোধ’ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতেমি।

সোমবার (২৩ জুন) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ভিডিও বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ইতিহাসে আমরা অনেকবার আমেরিকার মুখোমুখি হয়েছি। যখনই তারা আমাদের ওপর হামলা করার চেষ্টা করেছে, তখনই তারা কঠোর প্রতিক্রিয়া পেয়েছে।

তিনি বলেন, আমরা লড়বো, সুখের জন্য লড়বো। আমাদের অনেক শহীদ হয়েছে, কিন্তু আমরা শক্তি ও সাহসের সাথে লড়বো। আমাদের শক্তি সম্পর্কে তাদের নিশ্চিত থাকা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশোধের দরজা খুলে দিয়েছে। আমরা কখনই পিছু হটব না।

এদিকে, সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি সতর্ক করে বলেছেন, শক্তিশালী এবং লক্ষ্যবস্তুতে পরিচালিত অভিযানের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।

তিনি বলেন, ট্রাম্প এই যুদ্ধ শুরু করতে পারে, কিন্তু আমরাই এর শেষ করবো।

উল্লেখ্য, কোনোপ্রকার উসকানি ছাড়াই গত ১৩ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও দশজন পরমাণু বিজ্ঞানীসহ ৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। চলমান এই সংঘাতের মধ্যে ২১ জুন দিনগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ!এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায়...
22/06/2025

এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ!

এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শূন্য থাকা ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রোববার (২২ জুন) থেকে অনলাইনে এসব পদে নিয়োগের আবেদন করতে পারছেন প্রার্থীরা।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ লাখ ৮২২ জনের মধ্যে স্কুল ও কলেজে নেওয়া হবে ৪৬ হাজার ২১১ জন, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১ জন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নেওয়া হবে ১ হাজার ১১০ জন।

২২ জুন দুপুর ১২টায় আবেদন শুরু হবে। আবেদনের শেষ সময় আগামী ১৩ জুলাই। আবেদনকারীর বয়স ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। আবেদন ফি এক হাজার টাকা।

নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারী মিথ্যা তথ্য দিলে এবং সে অনুযায়ী নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে এ সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়োগ সুপারিশে নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সুপারিশকৃত প্রাথীকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয়, তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ওই সব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধানের এমপিও স্থগিত-বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি-গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে আবেদন ফি দেওয়া–সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এবং এনটিআরসিএর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নমুনা (ডেমো) টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

১ লাখ ৮২২টি শূন্যপদের পদভিত্তিক তালিকা এবং আবেদন ফরম এনটিআরসিএর ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে ২২ জুন প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে।

প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায় একটিমাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে কোনো নারী কোটা থাকবে না।

আবেদনকারীর যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধাতালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত ২০১৫)–এর বিধি ১০ (১) মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসিএর ওয়েবসাইটের ‘৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি’ নামের সেবা বক্সে পাওয়া যাবে।

Address

Dhaka
9460

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share