
25/06/2025
আগে‘বাবাকে মাঝে মধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হয়’-ট্রাম্পের গালির বিষয়ে নেটো প্রধাননেদারল্যান্ডসের হেগ-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা একত্রিত হয়েছে নেটো সম্মেলনে যোগ দেয়ার জন্য।
এক সংবাদ সম্মেলনে নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট্টে এবং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরান প্রসঙ্গে কথা বলেছেন।
ট্রাম্প দুই দেশকে তুলনা করেছেন ‘দুই শিশুর এক স্কুল প্রাঙ্গনে’ থাকার সাথে।
“তারা নরকের মতো লড়াই করে। আপনি তাদের থামাতে পারবেন না। তাদের দুই-তিন মিনিটের জন্য লড়াই করতে দিন। এরপর তাদের থামানো সহজ হয়,” বলেছেন তিনি।
মঙ্গলবার ট্রাম্প যে গালির মতো শব্দ ব্যবহার করেছেন সে প্রসঙ্গে, রুট্টে বলেন, “এবং তার বাবাকে কখনো কখনো শক্ত ভাষা প্রয়োগ করতে হয়”।
ট্রাম্প এর সাথে যোগ করেন, “আপনাকে মাঝে মধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হবে। আপনাকে নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে হবে।”ইরানে হামলায় যুক্তরাষ্ট্র ১২৫টি সামরিক বিমান ব্যবহার করেছে এবং রোববার রাত তেহরান সময় ২টা ৪০ মিনিট থেকে ৩টা ৫ মিনিট সময়ের মধ্যে এ অভিযানে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।
এই স্থাপনাগুলো হলো ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান।
স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে ফোর্দোর দুটি প্রবেশপথে ছয়টি গর্ত দেখা যাচ্ছে। একই ধরনের গর্ত চিহ্নিত করা গেছে ইসফাহানেও।
ট্রাম্প তাৎক্ষণিকভাবে এই হামলাকে ‘নজিরবিহীন সামরিক সাফল্য’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়েছে।
কিন্তু পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি রিপোর্ট গতরাতে ফাঁস হয়েছে। এতে যে পর্যালোচনা করা হয়েছে তাতে ইরানের পরমাণু কর্মসূচি ‘মাত্র কয়েক মাসের জন্য পিছিয়েছে’ বলে উল্লেখ করা হয়েছে।
নেটো সম্মেলনের আগে ফাঁস হওয়া এই রিপোর্ট সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিলো। জবাবে তিনি আবারো বলেছেন যে ইরানের পরমাণু কর্মসূচি ধবংস হয়ে গেছে ও কয়েক দশকের জন্য পিছিয়ে গেছে। তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রিপোর্ট ফাঁস হওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার দাবি করেছেন।
কিন্তু যদি আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা সফলভাবেও লক্ষ্যে পৌঁছায় তাহলে এটা পরিষ্কার নয় যে ইরানের ইউরেনিয়াম সরবরাহে তা কতটা আঘাত করতে পেরেছে।
সিবিএসকে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে ইরানের ইউরেনিয়াম মজুদ হামলার আগেই সরিয়ে ফেলা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদিও এমন দাবি প্রত্যাখ্যান করেছেন।ইরানের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের নাগরিকরা ধীরে ধীরে তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছেন।
যদিও ইরানের পরমাণু কর্মসূচির কতটা ক্ষতি করা গেছে তা নিয়ে মতভেদ থেকেই গেছে।
বিবিসি পার্সিয়ান সার্ভিসের সিনিয়র করেসপন্ডেন্ট ঝিআর গুল জেরুজালেম থেকে জানিয়েছেন, বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলিদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন।
ওই বার্তায় তিনি তার দেশের নাগরিকদের জানিয়েছেন যে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়ে গেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী অবশ্য বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়েছে কি-না তা নিয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি।