Rasel Tahmid

Rasel Tahmid সামাজিক তথ্যমূলক চিত্র গুলো তুলে ধরাই আমার লক্ষ্য

ছুটি বাড়ি ফেরা ঘুম, নেই মানুষের কোলাহল, প্রকৃতি উপভোগ করা! আলহামদুলিল্লাহ।
06/06/2025

ছুটি বাড়ি ফেরা ঘুম, নেই মানুষের কোলাহল,
প্রকৃতি উপভোগ করা! আলহামদুলিল্লাহ।

বিনা বেতনে দীর্ঘদিন ধরে ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছেন সুরুজ্জামান চাচা,চাচার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া।📍 ভু...
21/05/2025

বিনা বেতনে দীর্ঘদিন ধরে ট্রাফিকের দায়িত্ব
পালন করে আসছেন সুরুজ্জামান চাচা,
চাচার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া।
📍 ভুরুঙ্গামারী জামতলা মোড়।

মাশাআল্লাহ ফি'লি'স্তি'নে'র পতাকায় ছেয়ে গেছে ঢাকা।
12/04/2025

মাশাআল্লাহ ফি'লি'স্তি'নে'র পতাকায় ছেয়ে গেছে ঢাকা।

02/04/2025

কিসের এতো অহংকার মানুষের।

Rasel Tahmid

পলিটিক্যাল সাইন্সে অনার্স মাস্টার্স শেষ করে চাকরির জন্য চেষ্টা করছে।আর বসে না থেকে নিজের উদ্যোগে খুলে ফেলেছে একটি দোকান।...
30/03/2025

পলিটিক্যাল সাইন্সে অনার্স মাস্টার্স শেষ করে চাকরির জন্য চেষ্টা করছে।আর বসে না থেকে নিজের উদ্যোগে খুলে ফেলেছে একটি দোকান।
ভাইয়ের দোকান কাঠাল বাগান বাজার ঢাকা কান্চন টাওয়ারের নিচে।

চাকরি হয়নি তাতে কি হয়েছে, তিনি এখন নিজেই একজন উদ্যোক্তা
নাম তার শাহিন আলম। সে এখন একটা চায়ের দোকান চালায়। খুব যত্ন করে নিজের হাতে চা বানিয়ে খাওয়ান তিনি।
তার দোকানের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে সে একটা লাল ঝুড়িতে লিখে রেখেছেন -

" টাকা নেই ভাববেন না এই ঝুড়ি থেকে একটা রুটি খান ফ্রি"

কি সুন্দর একটা বাক্য তাই না 😊
নেই কোন অহংকার নেই কোনো লজ্জা
শাহীন ভাইয়ের আছে শুধু বুক ভরা ভালোবাসা ❣️

স্যালুট জানাই শাহিন ভাইকে ❣️
আল্লাহ তায়ালা যেন তার ব্যবসায় আরও রহমত দান করেন।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান। এরপরই চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব উদযাপন করবে পবিত্র-ঈদ...
29/03/2025

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান। এরপরই চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব উদযাপন করবে পবিত্র-ঈদ-উল-ফিতর।

ফলে ৩১ মার্চ'সোমবার বাংলাদেশ ভারত পাকিস্তান সহ ঈদ-উল-ফিতর উদযাপিত হবে বলেই আশা করা যাচ্ছে।

16/03/2025

রমজান মাস কে বাংলাদেশের ব্যবসায়ীরা যা মনে করে।

Rasel Tahmid

এ দেশে ডক্টর ইউনুসের মতো মানুষকেও ব্যঙ্গ করার মানুষ আছে। কিন্তু তার কিছু যোগ্যতা আছে যা পৃথিবীর অনেকরই নাই।তিনি বাংলাদেশ...
14/03/2025

এ দেশে ডক্টর ইউনুসের মতো মানুষকেও ব্যঙ্গ করার মানুষ আছে। কিন্তু তার কিছু যোগ্যতা আছে যা পৃথিবীর অনেকরই নাই।

তিনি বাংলাদেশে এনে হিলারী ক্লিনটনকে গ্রামীন চেকের পোষাক পিন্দাইছেন।

এবারে তিনি জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে ধবধবে সাদা সুতির পাঞ্জাবি গায়ে পরিয়ে কক্সবাজার সফরে নিয়ে গেছেন। তার সাথে ইসলামী কায়দায় কোলাকুলি করেছেন।

আজকের খবর হলো- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন।

আজ শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় ৬টার দিকে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে তাদের সঙ্গে ইফতার করেন।

ডক্টর ইউনুস আশা করছেন, আগামী রমজানে প্রত্যাগত রোহিঙ্গারা নিজ দেশে ফিরে গিয়ে নিজেদের বাড়ীতে বসে ইফতার করবেন।

এমন একটা কথা উচ্চারণ করতে বুকে দম লাগে। সেটি ডক্টর ইউনুসের আছে। এজন্যই তিনি আলাদা। সেজন্যই তিনি একজন সেরা মানুষ। এজন্যই তিনি ফের নোবেল পাওয়ার যোগ্য হয়ে উঠছেন।

Rasel Tahmid

09/03/2025

আবেগ দিয়ে জীবন চলেনা বাস্তবতা বড়ই কঠিন।

Rasel Tahmid

04/03/2025

দেখুন একজন মায়ের ভালোবাসা

ছুপা আওয়ামী দালাল ও ভা*র*তী*য় এজেন্ট গুলো মব তৈরি করছে। এবং আর ভারত পন্থী সংবাদ মাধ্যম গুলো ঝাপিয়ে পড়ে সংবাদ প্রচার করছে...
04/03/2025

ছুপা আওয়ামী দালাল ও ভা*র*তী*য় এজেন্ট গুলো মব তৈরি করছে। এবং আর ভারত পন্থী সংবাদ মাধ্যম গুলো ঝাপিয়ে পড়ে সংবাদ প্রচার করছে অথচ মিছিলে লোক মাত্র ২০-২৫ জন।
রসুনের সব করার তলা যে এক জায়গায় ছবিগুলোই তার প্রমান।

তাদের প্রধান এডভান্টেজ (সুবিধা) হচ্ছে তারা নারী, আর এই এডভান্টেজ-টাই (সুবিধা) তারা কাজে লাগায়. তারা মনে করে আমি একজন না...
10/10/2024

তাদের প্রধান এডভান্টেজ (সুবিধা) হচ্ছে তারা নারী, আর এই এডভান্টেজ-টাই (সুবিধা) তারা কাজে লাগায়. তারা মনে করে আমি একজন নারী সেই কারণে আমাকে কেউ কিছু বলতে পারবে না, বলবেও না. নারী হিসেবে তাদের প্রধান আপাও এই সুযোগটাই নিতেন সব সময়. আর ক্যাডার আপা তো গণিতে ভালো সেই কারণে গাণিতিক টা একটু ভালো বুঝেন........

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rasel Tahmid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category