I Love Bangladesh

I Love Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from I Love Bangladesh, Digital creator, Dhaka.

04/08/2025

এয়ারপোর্টের সামনে বালুভর্তি ট্রাক, বাস, প্রাইভেটকার, এবং একটি মোটরসাইকেল দুর্ঘটনা।

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
26/05/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

পুলিশের অভিযান! মাদ্রাসার শিশু প্রিন্সিপালের কাছে ধর্ষণের শিকার, পুলিশের অভিযান চলছে প্রিন্সিপাল কে ধরার জন্য। মিরপুর কা...
26/05/2025

পুলিশের অভিযান!
মাদ্রাসার শিশু প্রিন্সিপালের কাছে ধর্ষণের শিকার, পুলিশের অভিযান চলছে প্রিন্সিপাল কে ধরার জন্য। মিরপুর কালশীতে ফাতেমা ইসলামিয়া মাদ্রাসা। শিশুর পিতা ও একজন হুজুর ছিল।

পুলিশের অভিযান! মাদ্রাসার শিশু প্রিন্সিপালের কাছে ধর্ষণের শিকার, পুলিশের অভিযান চলছে প্রিন্সিপাল কে ধরার জন্য। মিরপুর কা...
26/05/2025

পুলিশের অভিযান!
মাদ্রাসার শিশু প্রিন্সিপালের কাছে ধর্ষণের শিকার, পুলিশের অভিযান চলছে প্রিন্সিপাল কে ধরার জন্য। মিরপুর কালশীতে ফাতেমা ইসলামিয়া মাদ্রাসা। শিশুর পিতা ও একজন হুজুর ছিল।

ঢাকায় মার্চ ফর গাজা মেট্রোরেলের রেকর্ড পরিমাণ যাত্রী এই রেকর্ড আর কখনো ভাঙবে কিনা কারো জানা নেই। #ঢাকায়গাজামার্চ  #গাজ...
13/04/2025

ঢাকায় মার্চ ফর গাজা
মেট্রোরেলের রেকর্ড পরিমাণ যাত্রী এই রেকর্ড আর কখনো ভাঙবে কিনা কারো জানা নেই।

#ঢাকায়গাজামার্চ #গাজারজন্যপ্রতিবাদ #মার্চফরগাজা #গাজারপক্ষে #ফিলিস্তিনেরজন্য #গাজাসংহতি #বাংলাদেশফিলিস্তিনেরপক্ষে #মেট্রোরেলরেকর্ড #ঢাকারআন্দোলন

14/09/2023

ঘটনা জানিনা, শুধু দেখলাম একজন হালকা বয়ষ্ক লোক কে একজন ভদ্র লোক জোর পূর্বক গাড়িতে তুলেছে, হয়তো লোকটা ভিতরে কোনো খারাপ কাজ করছে।

বাস ট্রাক ভয়াবহ দূর্ঘটনা।২৮.০৭.২০২২ #টুঙ্গী  #পাড়া,  #গোপালগঞ্জ।
28/06/2022

বাস ট্রাক ভয়াবহ দূর্ঘটনা।
২৮.০৭.২০২২
#টুঙ্গী #পাড়া, #গোপালগঞ্জ।

ট্রিপল (999) নাইনে যুক্ত হচ্ছে হেলিকপ্টার-------------------------------------------------------------------------------...
21/06/2022

ট্রিপল (999) নাইনে যুক্ত হচ্ছে হেলিকপ্টার-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ট্রিপল নাইন (জাতীয় জরুরি সেবা) নম্বরের জন্য জরুরী উদ্ধার কাজ চালাতে হেলিকপ্টার দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ জুন) বিকেল সাড়ে তিনটায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পদ্মাসেতু ও এর আশপাশের নিরাপত্তার জন্য নির্মিত পদ্মা সেতুর উত্তর ও দক্ষিণ থানার উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

একইসাথে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালগুলোর আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, ছয়টি নারী ব্যারাক এবং অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধন করেন।

পুলিশ বাহিনীর জন্য কমিউনিটি ব্যাংকের অনুমোদন দেয়া হয়েছে জানিয়েছে প্রধানমন্ত্রী বলেন, জরাজীর্ণ অবস্থায় পুলিশের ব্যরাকগুলো ছিলো, সেগুলোর সংস্কার করার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, করোনার সময় নজিরববহীনভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ সদস্যরা। মুজিববর্ষের অনুষ্ঠানের অর্থ দিয়ে ঘর তৈরি করে দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাসের সময় পুলিশ সদস্যদের হত্যা করেছে। বাস, রেল ও লঞ্চে আগুন দিয়েছে।

এসময় সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, গুজব ছড়ানো, মাদক, এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তাগাদা দেন প্রধানমন্ত্রী।

21/06/2022

নাইক্ষ্যংছড়িতে রাবার শ্রমিক অপহরণ: ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

৪৫ হাজার টাকা বেতনে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, নেবে ২০ জন------------------------------------------------------------...
21/06/2022

৪৫ হাজার টাকা বেতনে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, নেবে ২০ জন------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি মার্কেটিং ও সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস)। পদের সংখ্যা : ২০। আবেদন যোগ্যতা : মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তবে মার্কেটিং নিয়ে এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২-৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালনায় প্রাথমিক দক্ষতা, যোগাযোগ দক্ষতা, ইন্টারপারসোনাল স্কিল, কনভেন্সিং স্কিল, নেতৃত্বের গুণাবলী ও ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে।

বিশেষ করে এয়ারলাইন্স টিকেটিং, করপোরেট মার্কেটিং, সেলস ও সেলস অ্যান্ড মার্কেটিং ও ট্র্যাভেল এজেন্সি বিষয়ে জানাশোনা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা ৩২ বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদন যেভাবে : ৪০০০০-৪৫০০০ টাকা। এছাড়াও মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা, বছরে দুইবার উৎসব ভাতা, বার্ষিক সেলারি রিভিউ ও বিমান ভ্রমণের সুবিধা রয়েছে।

আবেদনের শেষ তারিখ : ২৬ জুন, ২০২২
আবেদন লিংকঃ https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1062034&fcatId=9&ln=1

এবার কুমিল্লায় যমজ শিশুর জন্ম, নাম পদ্মা-সেতু
21/06/2022

এবার কুমিল্লায় যমজ শিশুর জন্ম, নাম পদ্মা-সেতু

বন্যা কবলিত জামালগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল হতে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে প্রসব বেদনা উঠলে (শিউলি আক্তার-২৮, স্বামী- আ...
21/06/2022

বন্যা কবলিত জামালগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল হতে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে প্রসব বেদনা উঠলে (শিউলি আক্তার-২৮, স্বামী- আক্কেল আলী, গ্রাম - ধিরাই) নৌবাহিনীর সহায়তায় সুনামগঞ্জ হাসপাতালে নিরাপদে পৌঁছে দেয়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when I Love Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share