MD JAKIR HOSSAIN

MD JAKIR HOSSAIN সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়... this is my busness pages plz all persons like its

02/05/2025

হোয়াটসঅ্যাপের এক্টিভ স্ট্যাটাস কিভাবে বন্ধ করে রাখবো?
হোয়াটসঅ্যাপে "Last Seen", "Online", এবং "Typing" স্ট্যাটাস বন্ধ করবেন কিভাবে।তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি।
"Last Seen" এবং "Online" স্ট্যাটাস বন্ধ করতে:
1.শুরুতে আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
2. উপরের ডান পাশে তিনটি ডট (More options) এ ট্যাপ করুন।
3. Settings এ যান।
4. Privacy অপশন সিলেক্ট করুন।
5. Last seen & online এ ট্যাপ করুন।
6. "Who can see my last seen" সেট করুন "Nobody" বা আপনার পছন্দ অনুযায়ী।
7. "Who can see when I'm online" সেট করুন "Same as last seen"।

Follow us on Social Media:
1. https://www.facebook.com/share/1F48QekrJK/
2.https://www.facebook.com/share/15XvnvHgFj/
3.https://www.tiktok.com/?is_from_webapp=1&sender_device=pc

02/05/2025

জন্ম নিবন্ধন কিভাবে অনলাইনে চেক করবেন

02/05/2025

হোয়াটসঅ্যাপের Read Receipts (Seen Blue Tick) বন্ধ এবং অন করবেন কিভাবে

26/04/2025

আপনার জিমেইল আইডি থার্ড পার্টি অ্যাপস থেকে কিভাবে রিমুভ করবেন

23/04/2025

জিমেইল ব্যবহার করেন অথচ এই টিপস জানেন না ।

20/04/2025

CANVA দিয়ে কিভাবে YOUTUBE THUMBNAIL তৈরি করবেন।

11/04/2025

অন্য ডিভাইসের মধ্যে লগইন ছিল এখন লগ আউট কিভাবে করবেন

04/04/2025

ফেইসবুক স্টার সেট আপ করার পদ্ধতি Facebook Star Setup, facebook stars monetization setup

04/02/2025

গভীর রাতের নিস্তব্ধতা জুড়ে,
তারাগুলো যেন মিটমিট করে জ্বলে দূরে।
চাঁদের আলোয় নদীর জল ঝিলিমিলি,
গাছের পাতায় বাতাসের মৃদু মর্মর ধ্বনি।

অন্ধকারে ডুবে আছে পৃথিবীর সব কোলাহল,
শুধু মনেই জাগে এক অদ্ভুত প্রশান্তির বল।
গভীর রাতের এই নীরবতা যেন কথা বলে,
অনেক অলিখিত গল্প মনে জাগায় আঁধারে ভুলে।

গভীর রাতের কবিতা যেন নিঃশব্দের গান,
প্রতিটি মুহূর্তে জাগায় নতুন এক অনুভূতির মান।
এই রাতের আঁধারে হারিয়ে যাই নিজের মাঝে,
গভীর রাতের কবিতা যেন আত্মার সাথে বাজে।

দুরুদ শরীফ: একটি সংক্ষিপ্ত বিবরণদুরুদ শরীফ হলো মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটি হলো হযরত মুহাম্মদ (স...
11/01/2025

দুরুদ শরীফ: একটি সংক্ষিপ্ত বিবরণ
দুরুদ শরীফ হলো মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটি হলো হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম। আল্লাহ তায়ালা এবং তাঁর ফেরেশতারা নবী করিম (সা.) এর ওপর দরুদ পাঠ করেন এবং মুসলমানদেরও তা করার নির্দেশ দিয়েছেন।
দুরুদ শরীফ কেন গুরুত্বপূর্ণ?
* আল্লাহর সন্তুষ্টি অর্জন: দুরুদ শরীফ পাঠ করা আল্লাহ তায়ালার অত্যন্ত প্রিয় আমল। এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি উপায়।
* নবী করিম (সা.) এর প্রতি ভালোবাসা প্রকাশ: দুরুদ শরীফ পাঠ করে আমরা নবী করিম (সা.) এর প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করি।
* দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি: দুরুদ শরীফের সাথে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
* পাপ মোচন: দুরুদ শরীফ পাঠ করলে ছোট ছোট পাপ মোচন হয়ে যায়।
* দুনিয়া ও আখিরাতের কল্যাণ: দুরুদ শরীফ পাঠ করলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ হয়।
কিছু জনপ্রিয় দুরুদ শরীফ
* আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিওয়া আলি মুহাম্মাদ: এই দুরুদটি বেশিরভাগ মুসলমানই জানেন এবং নিয়মিত পাঠ করেন।
* সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: নবী করিম (সা.) এর নাম উচ্চারণ করার পর এই দুআটি বললেও দুরুদ শরীফ পাঠ করা হয়।
(একটি ছবি যেখানে বিভিন্ন ধরনের তাসবিহ দেখানো হয়েছে যা দুরুদ পাঠ করার জন্য ব্যবহৃত হয়)
দুরুদ শরীফ পাঠের নিয়ম
* শুদ্ধ উচ্চারণ: দুরুদ শরীফটি শুদ্ধ উচ্চারণ করতে হবে।
* খুশু' ও খুজু' সহকারে: দুরুদ শরীফ পাঠ করার সময় মনকে একাগ্র করে এবং খুশু' ও খুজু' সহকারে পাঠ করতে হবে।
* নিয়মিত পাঠ: দুরুদ শরীফ নিয়মিত পাঠ করলে এর ফল ভালো হয়।
দুরুদ শরীফ পাঠ করা একটি সহজ কিন্তু অত্যন্ত ফলপ্রসূ আমল। আজই থেকে দুরুদ শরীফ পাঠ শুরু করে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করুন।
আপনি কি আরো জানতে চান দুরুদ শরীফ সম্পর্কে?
* দুরুদ শরীফের বিভিন্ন ফজিলত
* কোন কোন সময়ে দুরুদ শরীফ পাঠ করা উত্তম
* দুরুদ শরীফ পাঠের বিভিন্ন উপায়
এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাইলে অবশ্যই জানান।

24/11/2024

বড় হয়ে উঠাই যেন সমস্ত কষ্টের কারণ।
অগাধ আত্মসম্মান বোধের দেয়ালে জমা হতে থাকে ভারি ভারি সব চাপা আর্তনাদ।

বড় হওয়ার সাথে সাথে এমন আরো অনেক অপারগতায় আটকে যাওয়াই যেন, জীবন।

Address

Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when MD JAKIR HOSSAIN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category