02/05/2025
হোয়াটসঅ্যাপের এক্টিভ স্ট্যাটাস কিভাবে বন্ধ করে রাখবো?
হোয়াটসঅ্যাপে "Last Seen", "Online", এবং "Typing" স্ট্যাটাস বন্ধ করবেন কিভাবে।তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি।
"Last Seen" এবং "Online" স্ট্যাটাস বন্ধ করতে:
1.শুরুতে আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
2. উপরের ডান পাশে তিনটি ডট (More options) এ ট্যাপ করুন।
3. Settings এ যান।
4. Privacy অপশন সিলেক্ট করুন।
5. Last seen & online এ ট্যাপ করুন।
6. "Who can see my last seen" সেট করুন "Nobody" বা আপনার পছন্দ অনুযায়ী।
7. "Who can see when I'm online" সেট করুন "Same as last seen"।
Follow us on Social Media:
1. https://www.facebook.com/share/1F48QekrJK/
2.https://www.facebook.com/share/15XvnvHgFj/
3.https://www.tiktok.com/?is_from_webapp=1&sender_device=pc