Farabi Hasan

Farabi Hasan Here is my official page follow & support me.

22/05/2025

যারা অনলাইনে কি ব্যবসা করবেন বুঝেছেন না তাদের জন্য কিছু আইডিয়া দিলাম এখানে কিছু নতুন ও বাস্তবসম্মত অনলাইন ব্যবসার আইডিয়া দিচ্ছি, যেগুলো ২০২৫ সালে বাংলাদেশসহ যেকোনো দেশ থেকে শুরু করা সম্ভব:



🔹 ১. নিশ মার্কেটিং ওয়েবসাইট

বিশেষ কোনো বিষয়ে (যেমন: কুকুর পালন, ফিটনেস, ইসলামিক প্রোডাক্ট, মায়েদের স্বাস্থ্য) কনটেন্ট ও প্রোডাক্ট নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করে অ্যাফিলিয়েট মার্কেটিং, গুগল অ্যাডসেন্স এবং নিজস্ব প্রোডাক্ট বিক্রি করা।



🔹 ২. ডিজিটাল পণ্য বিক্রি (Digital Products)

ডিজাইন, কোর্স, ই-বুক, প্রিন্টেবলস, সফটওয়্যার, টেমপ্লেট ইত্যাদি বিক্রি করা:
• প্ল্যাটফর্ম: Gumroad, Etsy, Payhip
• উদাহরণ: রামাদান প্ল্যানার, স্টাডি প্ল্যানার, কোড স্নিপেট টুল



🔹 ৩. VPN বা SaaS ভিত্তিক সার্ভিস

VPN নিজের SaaS প্রোডাক্ট বানানো বা বিশেষ ইউজারদের জন্য প্রিমিয়াম VPN সার্ভিস চালু করা যেতে পারে:
• ‌নিশ ফোকাস: গেমারদের জন্য VPN, মিডিয়াপারসনদের জন্য সিকিউর ইমেইল+VPN প্যাক



🔹 ৪. ফেইসবুক-ইনস্টাগ্রাম লাইভ সেলিং

চীন/তুরস্ক থেকে ট্রেন্ডিং প্রোডাক্ট এনে লাইভ সেল করা:
• বাচ্চাদের জামা, কসমেটিকস, হিজাব, হোম ডেকর, মোবাইল এক্সেসরিজ



🔹 ৫. লোকাল স্কিল মার্কেটপ্লেস

বাংলাদেশের ফ্রিল্যান্সার বা স্কিলড মানুষদের জন্য লোকাল মার্কেটপ্লেস বানানো (বাংলা ভাষায়)। যেমন:
• লোকাল ডিজাইনার, ডেভেলপার, ভিডিও এডিটর, কন্টেন্ট রাইটার
• Web/App হতে পারে



🔹 ৬. অনলাইন কোর্স / লাইভ ক্লাস প্ল্যাটফর্ম

নিজে বা অন্যদের নিয়ে বিভিন্ন বিষয়ে কোর্স অফার করা:
• যেমন: VPN কনফিগারেশন, ওয়ার্ডপ্রেস, SEO, IELTS
• ইউজাররা সাবস্ক্রিপশন/এককালীন টাকা দিয়ে অ্যাক্সেস পাবে



🔹 ৭. AI টুল বাংলা মার্কেটে নিয়ে আসা

চ্যাটবট, রাইটিং টুল, কনটেন্ট জেনারেটর – সবকিছু বাংলায়।
Target: ব্যবসায়ী, শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর



🔹 ৮. ইসলামিক সাবস্ক্রিপশন বক্স

মাসে মাসে কুরআন, দোয়া বই, আতর, জায়নামাজ, টাসবিহ ইত্যাদি প্রোডাক্ট পাঠানো — gift/personal use



🔹 ৯. “Mini App Store” বা Template Store

ছোট ছোট ইউটিলিটি অ্যাপ বা ওয়েব টেমপ্লেট বানিয়ে বিক্রি করা:
• Tailwind/CSS UI Kit
• Vue/React Components
• Flutter Mini Apps



🔹 ১০. লোকাল কৃষিপণ্য ও হস্তশিল্প অনলাইন স্টোর

নিজের এলাকা বা গ্রামের হস্তশিল্প, মধু, আচার, চাল, মাটির জিনিসপত্র নিয়ে অনলাইন ব্র্যান্ড বানানো।



চাওয়াটা যদি একটু নির্দিষ্ট করো — যেমন বাজেট, সময়, টিম আছে কিনা — তাহলে আমি আরও নির্ভরযোগ্য ও কাস্টম আইডিয়া সাজিয়ে দিতে পারি।

চাইলে এই আইডিয়াগুলোর মধ্যে কোনটা তোমার ভালো লেগেছে, সেটা বলো — তারপর সেটার জন্য স্টেপ বাই স্টেপ পরিকল্পনা করে দেই। ✅

Address

Jeddah
1000

Telephone

966548314866

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farabi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share