15/08/2025
শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন৷
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হদৃয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা৷ কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।
কবি নির্মেলেন্দু গুন এইভাবেই ভালোবেসে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আমাদের স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য।
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জাতির শ্রেষ্ঠ সন্তান।