Alfi Akter Akhi

Alfi Akter Akhi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alfi Akter Akhi, Digital creator, Dhaka.

মোবাইল ফোন মাধ্যমে ডিজিটাল মার্কেটিং🥰ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পার্ট হয়েছে। সেগুলোর অধিকাংশই আপনি মোবাইল দিয়েই করত...
29/11/2024

মোবাইল ফোন মাধ্যমে ডিজিটাল মার্কেটিং🥰

ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পার্ট হয়েছে। সেগুলোর অধিকাংশই আপনি মোবাইল দিয়েই করতে পারবেন যদি আপনার ইচ্ছা এবং কাজ করার আগ্রহ থাকে। তেমনি ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি চাইলে আপনার হাতের মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবেন। একটি ফোনের মাধ্যমে, আকর্ষক বিষয়বস্তু তৈরি করতে, আপনার দর্শকদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে এবং লক্ষ্যযুক্ত বিজ্ঞাপনগুলি চালানোর জন্য Instagram, Facebook এবং LinkedIn-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করুন৷ গ্রাফিক ডিজাইনের জন্য ক্যানভা-এর মতো মোবাইল-ফ্রেন্ডলি টুলগুলি ব্যবহার করুন এবং পোস্টগুলিকে দক্ষতার সাথে পরিচালনা করতে Hootsuite বা বাফারের মতো শিডিউলিং অ্যাপগুলি ব্যবহার করুন৷ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্র্যান্ডের প্রচার করতে এবং গ্রাহকদের সাথে জড়িত হওয়ার জন্য Instagram, X (পূর্বে টুইটার নামে পরিচিত), এবং Facebook এর মত প্ল্যাটফর্ম ব্যবহার করে। এটি নতুন পণ্যের প্রচার, মন্তব্যের মাধ্যমে গ্রাহকদের সাথে মিথস্ক্রিয়া এবং একটি ব্র্যান্ডের মূল্যবোধ এবং গল্পকে প্রতিফলিত করে এমন সামগ্রী তৈরি করে।

আসসালামু আলাইকুম😊আপনারা অনেকেই  Social Media এর মাধ্যমে ব্যাবসা-বাণিজ্য করছেন। প্রোফেশনাল বিজনেস সংক্রান্ত Design, Banne...
12/11/2024

আসসালামু আলাইকুম😊

আপনারা অনেকেই Social Media এর মাধ্যমে ব্যাবসা-বাণিজ্য করছেন। প্রোফেশনাল বিজনেস সংক্রান্ত Design, Banner, cover photo, logo সহ যেকেনো ধরনের ডিজাইন করতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন🙂 খুব স্বল্প খরচে US($3_$5)ব্যয় করে তৈরি করে নিন আপনার বিজনেস প্রচারের মুল হাতিয়ার টি।

🧕 I'm Alfi Akter Akhi
Professional Digital Marketer & Designer🌼

Work Type: Basic💥
1. Professional Canva Design- US ($3-$5)

Design any type of Image of any temples using Canva Pro. (Facebook )

🕐 1 Day Delivery.
✅ Unlimited Revisions.
✅ 5 Platform Included.
✅Commercial use.
✅Included source fil.

10/09/2024

সাজেক ভ্যালি🌺🌺

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম একটি মনোমুগ্ধকর স্থান সাজেক ভ্যালি।

সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফুট উঁচু। ভারতের মেঘালয় রাজ্যের সীমানার কাছে সাজেক ভ্যালি।

সাজেক ভ্যালি পাহাড়ি দৃশ্য, সবুজ বনভূমি, নদী এবং ঝরনার ইত্যাদি প্রাকৃতিক সৌন্দর্য জন্য বিখ্যাত। শুধু তাই নয় সাজেক ভ্যালিকে অনেকে মেঘে রাজ্য বলে। এই মনমুগ্ধকর পরিবেশ পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। এখানে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়ের দৃশ্যটি মনোমুগ্ধকর যা ভ্রমণকারীদের আকর্ষণ করে।সাজেক ভ্যালিতে হিমালয় অঞ্চলের মতো বিশাল পাহাড় ও গভীর উপত্যকার রয়েছে । এখানকার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম।সাজেক ভ্যালি ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত ।এই সময়ে আবহাওয়া শীতল ও পরিষ্কার থাকে, যা ভ্রমণের জন্য উপযুক্ত। পর্যটকরা ওই অঞ্চলের উপজাতি ও জনগণের জীবনযাত্রা ও সংস্কৃতির সম্পর্কে জানতে পারে।সাজেক ভ্যালিতে পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন ধরনের হোটেল, রিসোর্ট এবং প্রাকৃতিক শিবির রয়েছে।সাজেক ভ্যালিতে সাধারণত যে সকল নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা হলো:
১.সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনী।
২.টুরিস্ট পুলিশ।
৩.চেকপোস্ট ও নিরাপত্তা চৌকি।
৪.সতর্কতা ও নির্দেশনা।

সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জায়গা, যা প্রকৃতির প্রেমীদের জন্য উপযুক্ত স্থান।এই প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার জন্য আমাদের এ স্থানে ভ্রমণ করা উচিত।

05/09/2024

মেয়েদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হওয়া প্রয়োজন 🌺

মেয়েরা স্বাধীনভাবে বাঁচার জন্য আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হওয়া প্রয়োজন। আর্থিক ভাবে স্বাবলম্বী হলে সে তার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে। মেয়েদের কারো ওপর নির্ভর করে থাকতে হয় না । আমাদের সমাজে অধিকাংশ মেয়েরা তাদের পরিবারের উপর নির্ভর করতে হয়।একটি মেয়ে স্বাবলম্বী হলে সে তার সকল ইচ্ছা পূরণ করতে পারে। তার পাশাপাশি নিজের পরিবার ও অন্যদেরও সাহায্য করতে পারে। অনেক সময় দেখা যায় মেয়েদের কথা পরিবারে তেমন গুরুত্ব দেয়া হয় না। কিন্তু একটি মেয়ে যদি তার নিজের পরিচয় তৈরি করতে পারে তাহলে তাকে এই সিচুয়েশনে পড়তে হয় না। ফলে যেকোন পরিস্থিতিতে সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। তাই মেয়েদের স্বাবলম্বী হওয়া অত্যন্ত প্রয়োজন।

29/08/2024

ধৈর্য মানুষকে কখনো ঠকায় না,ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায়, এবং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়।

28/08/2024

বন্ধুদের নিয়ে কিছু কথা 👭🌺

প্রকৃটির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব। রক্তের সম্পর্ক ছাড়াও আরেকটি সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। বন্ধু হচ্ছে সে, যে তোমার বিপদে আপদে সবসময় পাশে থাকবে। বন্ধু হচ্ছে এমনই একজন যার সাথে তুমি ঝগড়া করবে,রাগ করবে অভিমান করবে কিন্তু তাকে ছাড়া তুমি থাকতে পারবে না এক মুহূর্ত। বন্ধু মানে বকা শুনতে হবে বকা দিতে হবে।বন্ধু মানে যার কাছে সব কথা শেয়ার করা যাই। বন্ধু মানে যার সাথে কথা না বললে সারাদিন কিছু ভালো লাগে না। বন্ধু হচ্ছে এমন ই একজন পৃথিবীর সবাই ছেড়ে গেলে ও বন্ধু কখনো ছেড়ে যাই না। যা আমরা কাওকে শেয়ার করতে পারি না তা শুধু বন্ধু কে শেয়ার করতে পারি। বন্ধুত্ব মানে একসাথে পথচলা, আর সীমাহীন ভালোবাসা। বন্ধুত্ব হচ্ছে আত্মার সম্পর্ক ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alfi Akter Akhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share