Qari Belal Hussain Asheki

Qari Belal Hussain Asheki পূর্ণ অর্জন অপেক্ষায়, পাপ বর্জন করা শ্রেষঠতর।

—হজরত আলী(রাদিআল্লাহু আনহু)
(3)

28/07/2025

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ,,,,, ছোট ভাই মুহাম্মদ হাবিবুল্লাহ Muhammod Habibullah Asheki এর নিজ কন্ঠে ও নিজের লেখা মানক্বাবাদ শরীফ(শানে মুর্শিদী) আপলোড করা হয়েছে,,,,
সকলে দেখে দোয়া করবেন

ইউটিউব লিংক,,,
https://youtu.be/kq9x9Szq6pI?si=0Naydw5OtFBiUEdM

06/07/2025

قتلِ حسینؓ اصل میں مرگِ یزید ہے،
اسلام زندہ ہوتا ہے ہر کربلا کے بعد"
অর্থ:-(সায়্যেদুনা ইমাম) হুসাইন রাদিআল্লাহু আনহুর হত্যা আসলে ইয়াজিদের মৃত্যু,
ইসলাম নবজীবন লাভ করেন প্রত্যেক কারবালার পর
{আল্লামা ইকবাল রহমাতুল্লাহে আলাইহি}

27/06/2025

স্যারের কথাগুলো শিক্ষণীয়

حیدریم قلندرم مستمبندۂ مرتضیٰ علی ہستمফাযাইলে হায়দারিয়াহ_১১১৫ই জিলহজ্জ্ব শরিফ ১৪৪৬হযরত আলী রা.  হলেন নববি ধ্বজাধারী____...
12/06/2025

حیدریم قلندرم مستم
بندۂ مرتضیٰ علی ہستم

ফাযাইলে হায়দারিয়াহ_১১
১৫ই জিলহজ্জ্ব শরিফ ১৪৪৬

হযরত আলী রা. হলেন নববি ধ্বজাধারী
_______________________________________________________________

ইবনে আব্বাস রা. বলেন, নবি ﷺ বদর দিবসে আলীর হাতে كرم الله وجهه পতাকা তুলে দেন৷ তখন তাঁর বয়স ছিলো সবেমাত্র বিশ বছর।

তিনি আরো বলেন, মুহাজিরদের পতাকা সবসময় আলীর হাতেই ছিলো। বদর, উহুদ, খায়বর, আহযাব,ফতেহ মক্কার দিবস, তিনি সর্বদা তাঁর ﷺ সঙ্গেই ছিলেন,সব যুদ্ধ ও সংকটময় মুহূর্তে।

ইমাম হাকিম স্বীয় 'সহিহ মুস্তাদরাক' গ্রন্থে উল্লেখ করেছেন, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, সাইয়্যিদুনা আলী كرم الله وجهه এঁর নিকট চারটি মর্যাদা রয়েছে, যা অন্য কারো কাছেই নেই।
১. তিনি আরবি-অনারবিদের মধ্যে সর্বপ্রথম নবি ﷺ এঁর সাথে নামায আদায়কারী
২. তিনি সেই ব্যক্তি, যিনি প্রতিটি যুদ্ধে এবং আক্রমণে নবি ﷺ এঁর নিশানবরদার হিসেবে সঙ্গী ছিলেন
৩. উহুদ যুদ্ধের দিন নবি ﷺ এঁর সাথে সবরকারী হিসেবে ছিলেন
৪. তিনি তাঁকে ﷺ গোসল দিয়েছিলেন এবং তাঁর ক্ববর শরিফে নেমেছিলেন।

হাকিম সহিহ সনদে কায়িস বিন আবি হাযিম হতে বর্ণনা করেন, তিনি বলেন, একদা আমি মদীনার বাজারে ঘোরাঘুরি করছিলাম। যখন ‘আহজারুয যায়ত’ (তেলের দোকান সম্ভবত) নামক স্থানে পৌঁছালাম, দেখলাম একদল লোক একজন অশ্বারোহীকে ঘিরে রেখেছে, যে তার সাওয়ারির ওপর বসে হযরত আলী ইবন আবু তালিব আলাইহিস সালামকে গালামন্দ করছিলো। চারপাশে লোকজন দাঁড়িয়েছিল,অথচ কেউ ই কিছু বলছিলো না।
এমন সময় সাইয়্যিদুনা সা‘দ ইবন আবু ওয়াক্কাস রা. এসে সেখানে উপস্থিত হলেন। তিনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, এসব কী হচ্ছে এখানে?
লোকেরা বলল,এই ব্যক্তি আলী ইবন আবু তালিবকে গালমন্দ করছে!
তখন সা‘দ রা. এগিয়ে গেলেন এবং লোকেরা তাঁকে পথ করে দিল। তিনি গালিদানকারী ব্যক্তির সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন,
ওহে বদবখত! তুই কেন আলী ইবন আবু তালিবকে গালি দিচ্ছিস?
☞তিনি কি সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী নন?
☞তিনি কি রাসূলুল্লাহ ﷺ এঁর সঙ্গে প্রথম সালাত আদায়কারী ব্যক্তি ছিলেন না?
☞তিনি কি মানুষের মধ্যে সবচেয়ে বেশি যুহদ সম্পন্ন ছিলেন না?
☞ তিনি কি সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন না?
☞তিনি কি রাসূলুল্লাহ ﷺ'র জামাতা ছিলেন না৷ যিনি তাঁর কন্যা ফাতিমা ؏ কে শাদি করেছিলেন?
☞ তিনি কি রাসূলুল্লাহর ﷺ এঁর সমস্ত গাযওয়াতে তাঁর পতাকা বহনকারী ছিলেন না?

হাকিম বলেন, এই হাদিসটি সহিহ, এতদসত্ত্বেও শায়খাইন তা সংকলন করেন নি।

একজন সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলাল্লাহ ﷺ কিয়ামতের মাঠে আপনার ধ্বজাধারী কে হবেন? নবি ﷺ এরশাদ করলেন, আর কে ই বা আছে এমন, যে কিয়ামতেও আমার পতাকা বহন করবে, সে ব্যক্তি ব্যতীত, যে পৃথিবীতে আমার পতাকা বহন করতো, আলী ইবনে আবি ত্বালিব!

এই বর্ণনাটি আইনী 'উমদাতুল ক্বারী' তে, ইবনে আসাকির 'তারিখ' গ্রন্থে, বাযযার স্বীয় মুসনাদে, তাবারানি কবির কিতাবে, যাহাবি 'তাযকেরাতুল হুফফায' কিতাবে, ইবনে আদী এবং ইবনে হিব্বান স্বীয় কিতাবে বর্ণনা করেছেন।

_raffehaan

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? ১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জে...
09/06/2025

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? ১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:

১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জেগে ওঠে না, জেগে ওঠে হুজুগে। সেখানে বই পড়া, মুক্তচিন্তা, বিজ্ঞানচর্চার অভ্যাস কম থাকে।

২. ব্যর্থ সমাজে মানুষ অর্থহীন সস্তা বিনোদনের পিছনে ছোটে। ফলে সস্তা বিনোদন দিয়েও এক শ্রেণীর মানুষ রাতারাতি প্রচুর জনপ্রিয়তা পায়।

৩. ব্যর্থ সমাজে দুর্নীতিবাজদের সবচেয়ে সফল মানুষ হিসেবে গণ্য করা হয়। লোকের চোখে তারাই রোল মডেল।

৪. ব্যর্থ সমাজে অশিক্ষিতরা আপনার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব নেয়। মানুষ শিক্ষাকে কম, টাকা আর ক্ষমতাকে বেশি মূল্যায়ন করে।

৫. ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে হাজার হাজার বোকার হদ্দ থাকে এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে শত শত পচনশীল শব্দ।

৬. ব্যর্থ সমাজে উদ্যোক্তার চেয়ে চাকরিজীবীর দাম বেশি হয়। সেখানে উদ্যোক্তাদের কেউ সম্মান করে না।

৭. ব্যর্থ সমাজে চিন্তাশীল ব্যক্তির মূল্য বা ওজন কেউ বোঝে না। যে কঠিন সত্য বলে বাস্তবতাকে জাগিয়ে তোলার চেষ্টা করে তাকে কেউ গ্রহণ করে না।

৮. ব্যর্থ সমাজে তরুণ প্রজন্মের সামনে মহৎ কোনো লক্ষ্য থাকে না। যুবসমাজ সেখানে শর্টকাটে বড়লোক হবার রাস্তা খোঁজে।

৯. ব্যর্থ সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় নির্বোধ। সমাজের তুচ্ছ বিষয় নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে, মূল টপিকগুলো হারিয়ে যায়।

১০. ব্যর্থ সমাজে অর্থহীন তত্ত্ব দিয়ে মানুষকে দিনের পর দিন নেশাগ্রস্ত করে রাখা হয়। লোকজন এই নেশা কাটিয়ে উঠে সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে পারে না।

১১. ব্যর্থ সমাজে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবার একটি করে মতামত থাকে, কারণ সবাই সেখানে সবজান্তা!

১২. ব্যর্থ সমাজে মানুষ সমস্যার উপর দিয়ে ভেসে বেড়ায়, কিন্তু গভীরে প্রবেশ করতে পারে না। সমস্যা সমাধানের চেয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাতে সবাই বেশি সিদ্ধহস্ত হয়।

#সংগৃহীত

তাকবীরে তাশরীকের সুচনা এবং তার হুকুম  আল্লামা মুল্লা জিউন রহমতুল্লাহ আলাইহিالشيخ العلامة الفقية أحمد بن أبي سيعيد আল্লাম...
04/06/2025

তাকবীরে তাশরীকের সুচনা এবং তার হুকুম

আল্লামা মুল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি

الشيخ العلامة الفقية أحمد بن أبي سيعيد
আল্লামা মুল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি
تفسيرات احمدية في بيان الايات الشرعية
নামক গ্রন্থের 482পৃষ্টায় উল্লেখ করেছেন

تفسيرات احمديه
তাফসিরাতে আহমদিয়া
নামক গ্রন্থে সূরা সাফফাত এর ১০৭ নং আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন
وََروى أَنَّهُ لَمَّا بَلَغَ جبرايل بِشَاةٍ إلَى السَّمَاءِ الدنياعاين عُجالَة إِبْرَاهِيم بِالذَّبْح فَقَالَ اللَّهُ أَكْبَرُ فَلَمَّا سَمِعَ الذَّبِيح ذَلِكَ فَقَالَ لااله إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ فَقَالَ ابرهيم اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ فَصَارَ مَجْمُوعُ هَذَا التَّكْبِيرِ ـ

অর্থাৎ বর্ণিত আছে যে যখন হযরত জিব্রাঈল আলাইহিস সালাম বেহেসতি দুব্বা নিয়ে দুনিয়ার আসমানে পৌছলেন তখন তিনি দেখতে পেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যবেহ করার ব্যাপারে খুবই তাড়াতাড়ি করছেন, তখন হযরত জিব্রাঈল আলাইহিস সালাম বললেন -
الله أكبر الله أكبر
" আল্লাহু আকবার " অতঃপর যবীহ তথা হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইহা শুনে বললেন
لأ اله ألا الله و الله أكبر
" লা ইলাহা ইল্লাল্লাহু ওল্লাহু আকবার " অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন "
الله أكبر و لله الحمد
আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ " ৷ অতএব এসব কালিমার একত্রিত রূপ হলো এ তাকবিরে তাশরীক।

ইয়াউমে আরাফা তথা নয় জিলহজ্ব ফজর থেকে আইয়্যামে তাশরিকের শেষ দিন তথা তের জিলহজ্ব আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাযের পর তাকবিরে তাশরিক পাঠ করা ছাহেবাইন তথা ইমাম আবু ইউছুফ رحمه الله ও ইমাম মুহাম্মদ رحمه الله এর মতে ওয়াজিব ৷ এর উপরই ফতওয়া এবং এর উপরই মুসলমানদের আমল ৷ ( হেদায়া, মারাকিল ফালাহ)

02/06/2025

প্রিয় আক্বা সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া আ-লিহি ওয়া সাল্লাম এর নসব নামাসহ চমৎকার বয়ান। মোহাব্বতে ভরা এবং তথ্য বহুল আলোচনা। সময় হলে সম্পূর্ণ আলোচনা শুনুন।

• আল্লামা মুফতি সালমান আল-আযহারী
#সংগৃহীত

29/05/2025

বৃহস্পতিবারের রাত দরুদ শরীফের রাত তাই যত বেশি পারেন দরুদ শরীফ পাঠ করুন,,,
কমেন্ট বক্সে দরুদ শরীফের ফজিলত বর্ণনা করে যান, সর্বোপরি بارك الله في حياتك

26/05/2025

আহ! ভালবাসা কাকে বলে, শিক্ষতে হবে আমাদের প্রিয় নবী ﷺ এর সাহাবীদের কাছ থেকে

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qari Belal Hussain Asheki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share