12/06/2025
حیدریم قلندرم مستم
بندۂ مرتضیٰ علی ہستم
ফাযাইলে হায়দারিয়াহ_১১
১৫ই জিলহজ্জ্ব শরিফ ১৪৪৬
হযরত আলী রা. হলেন নববি ধ্বজাধারী
_______________________________________________________________
ইবনে আব্বাস রা. বলেন, নবি ﷺ বদর দিবসে আলীর হাতে كرم الله وجهه পতাকা তুলে দেন৷ তখন তাঁর বয়স ছিলো সবেমাত্র বিশ বছর।
তিনি আরো বলেন, মুহাজিরদের পতাকা সবসময় আলীর হাতেই ছিলো। বদর, উহুদ, খায়বর, আহযাব,ফতেহ মক্কার দিবস, তিনি সর্বদা তাঁর ﷺ সঙ্গেই ছিলেন,সব যুদ্ধ ও সংকটময় মুহূর্তে।
ইমাম হাকিম স্বীয় 'সহিহ মুস্তাদরাক' গ্রন্থে উল্লেখ করেছেন, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, সাইয়্যিদুনা আলী كرم الله وجهه এঁর নিকট চারটি মর্যাদা রয়েছে, যা অন্য কারো কাছেই নেই।
১. তিনি আরবি-অনারবিদের মধ্যে সর্বপ্রথম নবি ﷺ এঁর সাথে নামায আদায়কারী
২. তিনি সেই ব্যক্তি, যিনি প্রতিটি যুদ্ধে এবং আক্রমণে নবি ﷺ এঁর নিশানবরদার হিসেবে সঙ্গী ছিলেন
৩. উহুদ যুদ্ধের দিন নবি ﷺ এঁর সাথে সবরকারী হিসেবে ছিলেন
৪. তিনি তাঁকে ﷺ গোসল দিয়েছিলেন এবং তাঁর ক্ববর শরিফে নেমেছিলেন।
হাকিম সহিহ সনদে কায়িস বিন আবি হাযিম হতে বর্ণনা করেন, তিনি বলেন, একদা আমি মদীনার বাজারে ঘোরাঘুরি করছিলাম। যখন ‘আহজারুয যায়ত’ (তেলের দোকান সম্ভবত) নামক স্থানে পৌঁছালাম, দেখলাম একদল লোক একজন অশ্বারোহীকে ঘিরে রেখেছে, যে তার সাওয়ারির ওপর বসে হযরত আলী ইবন আবু তালিব আলাইহিস সালামকে গালামন্দ করছিলো। চারপাশে লোকজন দাঁড়িয়েছিল,অথচ কেউ ই কিছু বলছিলো না।
এমন সময় সাইয়্যিদুনা সা‘দ ইবন আবু ওয়াক্কাস রা. এসে সেখানে উপস্থিত হলেন। তিনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, এসব কী হচ্ছে এখানে?
লোকেরা বলল,এই ব্যক্তি আলী ইবন আবু তালিবকে গালমন্দ করছে!
তখন সা‘দ রা. এগিয়ে গেলেন এবং লোকেরা তাঁকে পথ করে দিল। তিনি গালিদানকারী ব্যক্তির সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন,
ওহে বদবখত! তুই কেন আলী ইবন আবু তালিবকে গালি দিচ্ছিস?
☞তিনি কি সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী নন?
☞তিনি কি রাসূলুল্লাহ ﷺ এঁর সঙ্গে প্রথম সালাত আদায়কারী ব্যক্তি ছিলেন না?
☞তিনি কি মানুষের মধ্যে সবচেয়ে বেশি যুহদ সম্পন্ন ছিলেন না?
☞ তিনি কি সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন না?
☞তিনি কি রাসূলুল্লাহ ﷺ'র জামাতা ছিলেন না৷ যিনি তাঁর কন্যা ফাতিমা ؏ কে শাদি করেছিলেন?
☞ তিনি কি রাসূলুল্লাহর ﷺ এঁর সমস্ত গাযওয়াতে তাঁর পতাকা বহনকারী ছিলেন না?
হাকিম বলেন, এই হাদিসটি সহিহ, এতদসত্ত্বেও শায়খাইন তা সংকলন করেন নি।
একজন সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলাল্লাহ ﷺ কিয়ামতের মাঠে আপনার ধ্বজাধারী কে হবেন? নবি ﷺ এরশাদ করলেন, আর কে ই বা আছে এমন, যে কিয়ামতেও আমার পতাকা বহন করবে, সে ব্যক্তি ব্যতীত, যে পৃথিবীতে আমার পতাকা বহন করতো, আলী ইবনে আবি ত্বালিব!
এই বর্ণনাটি আইনী 'উমদাতুল ক্বারী' তে, ইবনে আসাকির 'তারিখ' গ্রন্থে, বাযযার স্বীয় মুসনাদে, তাবারানি কবির কিতাবে, যাহাবি 'তাযকেরাতুল হুফফায' কিতাবে, ইবনে আদী এবং ইবনে হিব্বান স্বীয় কিতাবে বর্ণনা করেছেন।
_raffehaan