dnn.news

dnn.news This is the official page of www.dnnnews.co.uk, a popular bilingual online news portal serving bravely since 2015.
(773)

www.dnn.news is one of the most popular Bangla news portals in Bangladesh. The online news portal has started its operations with the commitment of fearless, investigative, informative and neutral journalism. One can easily find latest news and top breaking headlines from Bangladesh and around the world within a short span of time from the online news portal. www.dnn.news, the Bangladesh’s leading

online news portal, is updating 24/7 with entertainment, lifestyle, special reports, politics, economics, culture, education, information technology, health, sports, columns and features. The news based site enriched with all the elements of country’s traditional newspapers. A group of youngster journalists are working for the online news portal. www.dnn.news is trying to build a bridge with Bengali & english language people around the world and want to create a new dimension to the country’s online news portal.

06/08/2025
ছাত্রদলের এমন বি°বৃতি°তে ক্ষো°ভ প্রকাশ করে নেটিজেনরা বলেন, জামায়াত নেতারা যদি হাসিনার কো°র্টে "রা°জা°কার" প্রমাণিত হয়। ত...
06/08/2025

ছাত্রদলের এমন বি°বৃতি°তে ক্ষো°ভ প্রকাশ করে নেটিজেনরা বলেন, জামায়াত নেতারা যদি হাসিনার কো°র্টে "রা°জা°কার" প্রমাণিত হয়। তাহলে, বেগম জিয়া সেই কোর্টে "এ°তিমের টাকা আ°ত্ম°সাৎ°কারী", তারেক রহমান "খু°নি" ও "দু°র্নী°তিবা°জ", এবং জিয়াউর রহমান?

তিনি তো "পাকিস্তানের গু°প্তচ°র"! তার বীরউত্তম খেতাবও তো সেই কোর্টই কে°ড়ে নিয়েছে।

একই আ°দালতের রায় একটা মানবেন, বাকি গুলো মানবেন না । এটা কেমন বি°চার?

লা°ল বৃ°ত্তে চি°হ্নিত ব্যক্তির নাম লে.কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম। বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা।তাঁর আরেকটি প...
05/08/2025

লা°ল বৃ°ত্তে চি°হ্নিত ব্যক্তির নাম লে.কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম। বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা।

তাঁর আরেকটি পরিচয় হলো, তিনি কু°খ‍্যা°ত সেনাকর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের সকল অ°বৈধ স°ম্পদের র°ক্ষক, ব্যাবসায়ীক অংশীদার এবং আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘ°নিষ্ঠ সহযোগী।

সম্প্রতি তিনি ভোল পা°ল্টে বিএনপির এর সাথে মিশে যাওয়ার আ°প্রাণ চে°ষ্টা করছেন।

জিয়াউল আহসান ও তার আসাদুল ইসলামের স্বা°ক্ষরিত কমপক্ষে হলেও ২-৩ কেজি ওজন সমপরিমাণ দলিলপত্র আমার কাছেই আছে।

আরো আছে আসাদুল ইসলাম কর্তৃক জিয়াউল আহসানের স্ত্রীর নামে কোটি কোটি টাকার স্বা°ক্ষরিত চেকে°র কপি।

যেই ব্যক্তির বিষয়ে দু°র্নীতি দ°মন কমিশনের বিশেষ ত°দন্ত সেল গঠন করে অ°নুস°ন্ধান করা উচিত, সেই ব্যক্তি এখন রাজনৈতিক খো°লসে নিজেকে র°ক্ষার চেষ্টা করছে।

আশা করি সং°শ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গু°রুত্ব আমলে নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

যুলকার নায়েন সায়ের

ব্যাপারটা হলো পলকের মতো ইন্টারনেট ব'ন্ধ করিনি। ইন্টারনেট নিজে নিজে ব'ন্ধ হয়ে গিয়েছে।
05/08/2025

ব্যাপারটা হলো পলকের মতো ইন্টারনেট ব'ন্ধ করিনি। ইন্টারনেট নিজে নিজে ব'ন্ধ হয়ে গিয়েছে।

চিন্তা করতেছি হাসিনা এসব দেখে সহ্য করছে কিভাবে!
05/08/2025

চিন্তা করতেছি হাসিনা এসব দেখে সহ্য করছে কিভাবে!

০৫ আগষ্ট. ২০২৫.সকাল থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে অ°বস্থান নিয়েছে আওয়ামী লীগ! কারণ চা°টার্ড বিমানে করে দেশে ফিরবেন তাদের প°...
04/08/2025

০৫ আগষ্ট. ২০২৫.
সকাল থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে অ°বস্থান নিয়েছে আওয়ামী লীগ! কারণ চা°টার্ড বিমানে করে দেশে ফিরবেন তাদের প°লাতক আপা।

বিমানবন্দরে ক°ঠোর নি°রাপ°ত্তা! কাউকে পা°লাতে না দিতে এয়ারপোর্টের দখল নিয়েছে যু°বলীগ।

ড. ইউনুস প্রেস সচিবকে নিয়ে আমেরিকান দূতাবাসে লু°কায়ছে। হাজার হাজার লীগ সমর্থক আমেরিকার দূ°তাবাস ঘিরে রেখেছে। ইউনুসকে পদ্মা নদী থেকে ফেলে দেবে আর শফিক ভাইয়ের জন্য ডা°স্টবিন নিয়ে গেছে।

বিভিন্ন জায়গা থেকে সমন্ব°য়ক এবং লাল প্রোফাইলকারীদের ছা°পা লাল করতেছে ছা°ত্রলীগ।

যার যার অবস্থান থেকে পালাও লিখে মাহফুজ হাসনাত সারজিসরা দেশ থেকে পা°লানোর চেষ্টা করছে। হাতিয়ায় পালানোর সময় বন্দরবন্ধু মাসউদের পাঞ্জাবি খুলে রেখে দিছে লীগের লোকজন।

ডা°র্বি নাসিরকে রুপায়ন টাওয়ারের মাথায় বা°ইন্দা ডা°র্বি সি°গা°রেট খাওয়ানো হচ্ছে। খাওয়া থামালেই ধু°পধা°প চলতেছে,সেটা আবার আনোয়ার টিভি লাইভ দেখাচ্ছে।

ওদিকে আপাকে বরণের প্রস্তুতি চলছে। আপার সাথে লু°কিয়ে থাকা নেতাকর্মীদের জন্য পাঠানো হচ্ছে বিমান বাহিনীর কা°র্গো বিমান।

চারপাশে বিএনপি জামায়াত এনসিপি খোঁ°জা হচ্ছে। হাসিনা ফেরত আনতে মা°স্টারমা°ইন্ড কেডা, এইডা নিয়ে অমি পিয়াল সু°শান্তদের গ্রুপের সাথে লীগের অন্য ‍গ্রুপের অনলাইন যু°দ্ধ লেগে গেছে।

উপরে যা যা লিখছি, তা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্ব°প্ন। তারা এমনটাই চান। কিন্তু এগুলোর কোনটাই ০৫ আগষ্ট মানে আগামীকাল সকালে হচ্ছে না। তাই লীগের ভাইবেরাদার হালকা হিসু দিয়ে ঘুমায়ে পড়েন। আপা আপাতত ফিরছে না।

জাওয়াদ নির্ঝর।

অবশেষে হু°শ ফিরেছে উপদেষ্টা মাহফুজ সাহেবের।জুলাই আমাদের সবার দলীয় বা আ°দর্শিক বি°রোধের জেরে জুলাই গণ- অ°ভ্যুত্থানে কারো ...
04/08/2025

অবশেষে হু°শ ফিরেছে উপদেষ্টা মাহফুজ সাহেবের।

জুলাই আমাদের সবার
দলীয় বা আ°দর্শিক বি°রোধের জেরে জুলাই গণ- অ°ভ্যুত্থানে কারো অবদান অ°স্বীকার করা উচিত না।

এখানে শি°বির ভূমিকা রেখেছে তাদের 'জনশক্তি' ও কো-অর্ডিনেশন দিয়ে। বিভিন্ন প্লাটফর্ম থেকে শিবিরের ক°র্মীরা অ°ভ্যুত্থা°নকে এগিয়ে নিয়ে গেছেন, ক্ষেত্র বিশেষ চালিয়ে নিয়ে গেসেন।

ছাত্রদল ঢাকাসহ বিভিন্ন স্থানে ফ্যা°সিস্ট বা°হিনীকে প্র°তিরোধ করেছে, প্রতি°রোধ স্প°টগু°লোতে ল°ড়াই করেছে, তৃণমূলে লী°গকে প্র°তিরোধ করেছে।

ছাত্রশ°ক্তি কো-অর্ডিনেট করসে মাঠে-সামনে থেকে, সিভিল সোসাইটি আর কালচারাল সার্কেলে এবং আ°স্থা তৈরি করতে পেরেছে।

ছাত্র অধিকার পরিষদের কর্মীরা সারাদেশে প্র°তিরোধ গড়েছেন এবং আগের কোটা আন্দোলনের ল°ড়াইয়ের ধা°রাবাহিকতা ধরে রেখেছেন।

ছাত্র ইউনিয়নের একাংশ, ছাত্র ফেডারেশন ও অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলো মাঠ ও বয়ান ধরে রা°খসে, বা°মপ°ন্থী সাং°স্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো জুলাইয়ের শেষ দিনগুলোতে মাঠে নেমে জনগণেএ মধ্যে সা°হস স°ঞ্চার করেছে।

আলেম ও মাদ্রাসা ছাত্ররা রা°জপথে নেমে দীর্ঘসময় প্র°তিরোধ ধরে রেখেছিলেন। যাত্রাবাড়ী যার উজ্জ্বল উদাহরণ।

শ্রমজীবীরা এবং প্রাইভেটের শিক্ষার্থীরা প্র°তিরোধের স্প°টগুলোতে দীর্ঘস°ময় ল°ড়াই করেছে, রিক্সাচালক ও নিম্ম, নিম্ম-মধ্যবিত্ত মানুষেরা প্র°তিরোধ গড়েছেন।

নারীরা রা°জপথে লড়েছে এবং আ°হতদের সহযোগিতা করেছে। অভিভাবক বিশেষ করে মায়েরা, বোনেরা কার্ফিউর দিনগুলোতে এবং জুলাইয়ের শেষ থেকে রাস্তায় নেমে সা°হস জুগিয়েছেন।

স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্র°তিরো°ধের স্প°টগু°লোতে নিজেরাই নেতৃত্ব দিয়ে অ°ভ্যুত্থা°ন এগিয়ে নিয়ে গেছেন।

বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিক সমিতি ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অভ্যু°ত্থা°নের পক্ষে নীরব অথচ কার্যকরী ভূমিকা রেখেছে।

ছা°ত্রলীগের একটা অংশ বি°দ্রোহ করে অ°ভ্যু°ত্থানে যুক্ত হয়েছেন। উঠতি মধ্যবিত্ত জুলাইয়ের শেষদিকে নেমে অ°ভ্যুত্থা°নকে আরো ব্যা°পক করেছেন।

পেশাজীবী সংগঠনগুলো এবং সাং°স্কৃতিক ও মিডিয়া কর্মীরা জুলাইয়ের শেষদিকে এ°কাত্ম°তা প্রকাশ করে অভ্যুত্থানকে শ°ক্তিশা°লী করেছেন।

প্রবাসী শ্রমিক, চাকুরে এবং প্রফেশনালরা জুলাইকে, বাংলাদেশের লড়াইকে বৈশ্বিক করতে ভূমিকা রেখেছেন।

কবি, সাহিত্যিক, পাবলিক ই°ন্টেলেকচু°য়াল, সোশ্যাল ইনফ্লু°য়েন্সার এবং র‍্যাপাররা জনগণকে উদ্বু°দ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন।

জনগণের লড়া°ইয়ের কার কোন অবদান অস্বী°কার করবেন?

Address

3 Old Montague Street
Dhaka
E15NL

Alerts

Be the first to know and let us send you an email when dnn.news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share