Faceless Democracy - মুখহীন গণতন্ত্র

Faceless Democracy - মুখহীন গণতন্ত্র আমাদের পুনর্জন্ম হয় সংকটের সময়ে! ১৯৭১ এ আমরা ছিলাম, আবার জন্ম নিয়েছি তোমাদের চেতনায়! ভয় নেই, আমরা আছি!!
(8)

৫ এবং ৬ই আগস্ট রাত ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য ভয়ঙ্কর। আমাদের এক বন্ধুর বাড়িতে হামলা হয়, অথচ সে কোন দলীয় রাজনীতির সাথে জরিত ছিল না। সেদিনই ও "সংখ্যালঘু-Minority in Bangladesh" নামে এই পেজটি খুলে। কিন্তু দিন যেতেই না যেতে হামলা, অত্যাচার, আগুন শুধু সংখ্যালঘুই না, আওয়ামী লীগ এবং ৭১ এর পক্ষের শক্তির উপর নিদারুণ হামলা শুরু হয়ে গেলো!যখন ৩২ নম্বরকে পুড়িয়ে দেয়া হলো, বুঝতে আর বাকি রইলো না, আমাদের বির

ুদ্ধে কারা মাঠে নেমেছে। এরা ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। এর প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরে আমরা সিদ্ধান্ত নেই একটা প্লাটফর্ম গরে তোলা, যেখানে সবাই দল মতের উর্ধে ৭১ কে ধারন করবে। আমাদের নতুন পেজের নাম Faceless Democracy-মুখহীন গণতন্ত্র । এখানে সবাই সমান, এক চেতনার অধিকারী। বাঙ্গালী জাতীয়তা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা আমাদের প্লাটফর্মের মুল লক্ষ্য, যেখানে ব্যক্তি আইডেন্টিটি গৌণ! আপানাদের সবাইকে আমাদের পেজ ফলো করার অনুরোধ রইলো। আমাদের প্রতিবাদে যোগ দিন।

21/10/2025

আলহামদুলিল্লাহ!আজকে সফলভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ ৩৫ টি স্থানে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন এর সকল স্তরের নেতাকর্মীদের মিছিল।সব মিছিল দেখুন কমেন্ট বক্সের লিংকে

এই সরকার পারলে একটা কইরা দেখাক!! জ্বা’লাও পো’ড়াও, ধ্বংস ছাড়া আর কি করতে পারে!?    #ফিনিক্স
21/10/2025

এই সরকার পারলে একটা কইরা দেখাক!! জ্বা’লাও পো’ড়াও, ধ্বংস ছাড়া আর কি করতে পারে!?


#ফিনিক্স

21/10/2025

মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু,শেখ হাসিনার প্রশ্নে আমরা আপোষহীন।
চলছে লড়াই চলবে,শেখ হাসিনা লড়বে।💥




#ফিনিক্স

21/10/2025

মিছিল চলাকালীন সময়ে মিছিলের পিছন থেকে পুলিশের একটি গাড়ি আসতে'ছিলো, অন্যদিকে মিছিলে অংশ নিতে মিছিলের সামনের দিক থেকে মিছিলে দিকে এক'দল ছুটে যাচ্ছিলো এটা ছাত্রলীগের একটি ইউনিটের মিছিলের দৃশ্য আজকের।

ছাত্রলীগকে কেউ সাহস দেয়না,— যারা সাহস নিয়ে জন্মায় তারাই ছাত্রলীগ করে।✊

21/10/2025

আওয়ামী লীগের এই পরিবর্তনটাই দরকার ছিলো! এখন কেউ ভয় পায় জেলে যাওয়ার! সরকার উভয় সংকটে!

21/10/2025

সারা শহর উথাল পাথাল,ভীষণ রাগে যুদ্ধ হবে ✊
মুজিব বসন্ত আসছে..... 🔥💥




#ফিনিক্স

21/10/2025

ঢাকার রাজপথে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গসসংগঠন এর মিছিল 🔥




#ফিনিক্স

21/10/2025

শেখ হাসিনার সৈনিকেরা
ভয় করে না বুলেট বো'মা।💥




#ফিনিক্স

21/10/2025

শেখ হাসিনার সৈনিকেরা থাকবে না কেউ ঘরে,
টর্নেডো,ঝড়,ভুমিকম্প আছড়ে পরবে যমুনার তরে।💥




#ফিনিক্স

21/10/2025

অবাক হচ্ছেন!? এটাই এখন থেকে দেখতে পাবেন! রাজধানীর মতিঝিলে আওয়ামী লীগের মিছিলে বিএনপি-জামাতের মব-সন্ত্রাসীরা হামলা চালাতে এলে, সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিহত করেন। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এখন থেকে এভাবেই প্রতিহত করা হবে।
তারিখ: ২১/১০/২০২৫

21/10/2025

এ যেন আগুনে লেলিহান শিখা যমুনার দিকে যায়।💥




#ফিনিক্স

21/10/2025

"জ'য় বাংলার" মিছিলে আজকে ঢাকার রাজপথে ছিলো চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।




#ফিনিক্স

Address

Dhanmondi 32
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faceless Democracy - মুখহীন গণতন্ত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share