04/08/2025
কে এই আসরাফ? কি বা তার আসল পরিচয়? কেন আশুলিয়া বাসির আতংকের কারন এই ছাত্রলীগ নেতা! পুলিশ কি তার কাছে অসহায় নাকি অন্য কোনো কারনে এরেস্ট করা হচ্ছে না ছাত্রলীগ নেতা আসরাফ কে নিজস্ব প্রতিবেদক সংবাদ : সাভার উপজেলার আশুলিয়া এলাকায় দিন দিন বেড়েই চলেছে কিশোর গাং এর আধিপত্য। প্রতিদিন চলছে গ্রুপিং ভাবে গুলাগুলি ধামসোনা ইউনিয়ন এর ৬ নং ওয়াড এর বাসিন্দা মো: আসরাফ আলী ওরুফে বোমা আসরাফ এর নেতৃত্বে চলছে হানাহানি মারামারি ও রমরমা ইয়াবা ব্যবসা। এই আসরাফ এর মূল পেশা ফুটপথ থেকে চাদাবাজি ও মাদকদ্রব্য বিক্রি। তার গ্রাম এর বাড়ি বরিশাল ভোলা। বোমা আসরাফ এর বাবার নাম মো: কালাম আলী। আসরাফ ছাত্রহত্যা মামলার ভিআইপি আসামি হওয়া সত্ত্বেও পুলিশ এর আসেপাশে ঘুরে কিন্তু পুলিশ তাকে এরেস্ট করে না র্যাব ৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার এর দৃষ্টি আকর্ষণ করছি ও আশুলিয়া আর্মি ক্যাম্প এর ক্যাপ্টেন এর দৃষ্টি আকর্ষণ করছি ধামসোনা ইউনিয়ন কে মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত করতে এই আসরাফ কে দ্রুত এরেস্ট করে আইনের আওতায় আনা হোক বিস্তারিত কমেন্ট এ :