True Times BD

True Times BD "আপনার সত্যের জানালা, প্রতিটি সংবাদের গল্প।" Whether you're a seasoned writer or just starting, we're here to guide you on your creative journey.

📚✨ Welcome to Al-bari - Where Stories Come Alive! ✨📝

🌟 About Us 🌟
At Al-bari , we are your one-stop destination for all things related to publishing, entertainment, and the world of captivating blog writing. Whether you're a bookworm, a movie buff, or a lover of insightful blog posts, you've found your digital oasis here.

📖🎬 What We Offer 📝🎉

📚 Publishing Excellence: Dive into the enchanting wo

rld of literature, where we share book recommendations, author spotlights, and thought-provoking discussions. Join us as we embark on literary journeys that will expand your horizons.

🎭 Entertainment Galore: Lights, camera, action! Experience the magic of the silver screen with our reviews, behind-the-scenes glimpses, and updates on the latest entertainment trends. Discover a world of movies, TV shows, and pop culture phenomena.

📝 Blog Writing Wisdom: Unlock the power of words with our blog writing tips, tricks, and inspiration. Expect engaging content and insights to fuel your passion for writing.

💬 Join the Conversation: We believe in the power of community. Share your thoughts, recommendations, and creative ideas with our friendly and diverse group of followers. Let's build connections and celebrate our shared love for all things written and entertaining.

🎉 Stay In the Loop: Don't miss out on the latest updates, exciting giveaways, and exclusive content. Hit that 'Follow' button and turn on notifications so you never miss a beat.

🤝 Connect With Us: We love hearing from you! Reach out, share your thoughts, and let's connect. Your feedback and ideas are what make Al-bari thrive. Join us on this exhilarating journey through the realms of publishing, entertainment, and blog writing. Let's inspire, entertain, and create together. 🚀

Al-bari- Where Imagination Meets Reality.

02/02/2025

জরুরী A+ রক্তের প্রয়োজন। লোকেশন ইসলামী ব্যাংক হাসপাতাল নয়াপল্টন শাখা

30/01/2025
30/01/2025

কাকরাইল মসজিদ আর ইজতেমা মাঠের দখল নিয়ে উত্তেজনা বাড়ছে তাবলীগ এর দুই পক্ষের

মাত্র দেড় মাস আগেই টঙ্গির ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের পর নিরাপত্তা নিয়ে এক ধরণের উত্তেজনার মধ্যেই শুক্রবার শুরু হতে যাচ্ছে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা। কিন্তু এরমধ্যেই কাকরাইল মসজিদ আর ইজতেমা মাঠের দখল নিয়ে উত্তেজনা বাড়ছে তাবলীগের দুই পক্ষে। প্রশ্ন উঠছে, ইজতেমা মাঠের দখল নিয়ে কী হচ্ছে? এবার প্রথম দুই পর্বের জন্য অনুমতি পেয়েছেন তাবলীগের জুবোয়েরপন্থী হিসেবে পরিচিত শুরায়ে নেজাম সমর্থকরা। আর তৃতীয় ধাপে তিন দিনের জন্য অনুমতি দেয়া হয়েছে তাবলীগের সা’দপন্থী অংশকে। কিন্তু ইজতেমার মধ্যেই টঙ্গির মাঠ আর ঢাকার কাকরাইল মসজিদের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ এবং পাল্টা-পাল্টি কথার লড়াই দেখা যাচ্ছে।

29/01/2025

সরকারকে ‘সঠিক পথে আনতে’ আন্দোলনে নামার ইঙ্গিত বিএনপির, আওয়ামী লীগের হরতাল-অবরোধ ঘিরে 'কঠোর হবে' সরকার
অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে আনতে রাস্তায় আন্দোলনে নামতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ যদি হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা না চায়, দোষী নেতাকর্মীদের বিচার না হয় তাহলে তাদের কোনো কর্মসূচি পালন করতে দেয়া সম্ভব না।

29/01/2025

নেতারা 'পলাতক', কীভাবে হরতাল-অবরোধ পালন করবে আওয়ামী লীগ?

বাংলাদেশে গণআন্দোলনের মুখে ক্ষমতা হারানোর প্রায় ছয় মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৬ ও ১৮ই ফেব্রুয়ারি হরতাল-অবরোধের ডাক দিয়েছে দলটি।

নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহ সারা দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ-সমাবেশ পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে।

"জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই," বিবিসি বাংলাকে বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে, যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা হয় কারাগারে, না হয় 'পলাতক' রয়েছেন।এমনকি দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ছয় মাস ধরে ভারতে অবস্থান করছেন।

অন্যদিকে, গত পাঁচই অগাস্টের পর মামলা-হামলার ভয়ে ঘরছাড়া কর্মীরাও সবাই এলাকায় ফিরতে পারেননি। অল্প যে কয়েকজন ফিরেছেন, তারাও প্রকাশ্যে আসতে চাচ্ছেন না।

এ অবস্থায় দলটি কীভাবে হরতাল-অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে, সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে, আওয়ামী লীগ হরতাল-অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এর আগে, নূর হোসেন দিবস উপলক্ষে গত দশই নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি আওয়ামী লীগ।

পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন মাঠ দখলে রেখেছিল বিএনপি-জামায়াত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

"আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না গণহত্যা, খুন ও দুর্নীতির জন্য ক্ষমা চাইবে, এর জন্য দায়ী নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করবে এবং বর্তমান নেতৃত্ব ও তাদের ফ্যাসিবাদী আদর্শ থেকে আওয়ামী লীগ যতক্ষণ সরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেয়া সম্ভব না," বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তারেকুজ্জামান শিমুল
বিবিসি নিউজ বাংলা, ঢাকা

নাজমুলকে না খেলানোর কারণ পারফরম্যান্স নয়, বললেন তামিমটেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তিনি। দেশের শীর্ষ ক্রি...
29/01/2025

নাজমুলকে না খেলানোর কারণ পারফরম্যান্স নয়, বললেন তামিম

টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তিনি। দেশের শীর্ষ ক্রিকেটারদের একজন। কিন্তু বিপিএলে নাজমুল হোসেন ম্যাচের পর ম্যাচ বসে থাকছেন। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছে তাঁর দল ফরচুন বরিশাল। কিন্তু পাঁচ ম্যাচের বেশি মাঠে নামা হয়নি এই বাঁহাতি ব্যাটসম্যানের।

অনেকের মতে নাজমুলের একাদশে সুযোগ না পাওয়ার কারণ তাঁর ফর্মহীনতা। পাঁচ ইনিংসের একটিতেই শুধু ৪১ রান করতে পেরেছেন, বাকি চারটি মিলিয়ে মাত্র ১৫। তবে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানালেন, নাজমুল ফর্মের কারণে বাদ পড়েননি। তাঁকে খেলানোর মতো জায়গাই খুঁজে পাওয়া যাচ্ছে না।আজ নিজেদের ১১তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৯ উইকেটে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে বরিশাল। ম্যাচশেষে অধিনায়ক তামিম সংবাদ সম্মেলনে এলে নাজমুলকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখা নিয়ে জিজ্ঞেস করা হয়। জবাব তামিম বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আমাকে স্বীকার করতে হবে, ওকে যতটা খেলানো উচিত ছিল বা সুযোগ দেওয়া উচিত ছিল সেটা আমরা দিতে পারছি না।’নাজমুল সাধারণত টপ অর্ডারে খেলে থাকেন। বরিশালে এ জায়গায় খেলেন তামিম, ডেভিড ম্যালান, তাওহিদ হৃদয়রা। তামিমের মতে, টিম কম্বিনেশনের কারণে নাজমুলকে সুযোগ দেওয়া যাচ্ছে না, ‘আমাদের দলের দিকে যদি দেখেন, আমাদের কম্বিনেশন মেলাতে খুব ডিফিকাল্ট হচ্ছে। এমনকি প্রথম ২-৩-৪ ম্যাচে আমি ঠিকভাবে কম্বিনেশন মেলাতে পারিনি। আমি ওকে খেলাতে চেয়েছি। সে ফর্ম খারাপ বলে মাঠের বাইরে বসে নাই। রংপুরের বিপক্ষেও খুব ভালো একটা ইনিংস খেলেছে। এটা শুধুমাত্র কম্বিনেশনের কারণে।’নাজমুলকে ঠিক কার কারণে একাদশে সুযোগ দেওয়া যাচ্ছে না জিজ্ঞেস করলে ডান হাতি-বাঁ হাতির প্রসঙ্গ টেনেছেন তামিম, ‘বাঁ হাতি, ডান হাতি একটা ইস্যু হয়ে দাঁড়ায়। আমি চাই না তিনজন বাঁহাতি পরপর ব্যাটিং করুক। এটা একটা ইস্যু। আরও অনেক কিছু কারণ আছে, মনে হয় না এখানে আমার সবকিছু বলার দরকার আছে।’

নাজমুল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না এমন সময়ে, যখন ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করার অপেক্ষায় বাংলাদেশ দল। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইয়ে।

ভোটার করতে জালিয়াতির চেষ্টায় সুনামগঞ্জের নির্বাচন কর্মকর্তা বরখাস্তআর্থিক লেনদেনের মাধ্যমে ভোটার করার প্রমাণ পাওয়ায় সুনা...
29/01/2025

ভোটার করতে জালিয়াতির চেষ্টায় সুনামগঞ্জের নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

আর্থিক লেনদেনের মাধ্যমে ভোটার করার প্রমাণ পাওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন।

আজ বুধবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, ওই উপজেলায় বায়োমেট্রিক জালিয়াতির মাধ্যমে ১০৬ জন বাংলাদেশি প্রবাসীকে ভোটার করার অপচেষ্টা করা হয়েছে।এনআইডি ডিজি জানান, জাতীয় পরিচয়পত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করতে ঢাকা থেকে এনআইডি উইংয়ের একটি তদন্ত দল জগন্নাথপুরে গিয়ে সার্বিক বিষয়ে প্রমাণ পেয়েছে। অনিয়মে জড়িত দুজন হলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ও নির্বাচন অফিসের ডেটা এন্ট্রি অপারেটর জুবায়ের। তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সারা দেশে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এনআইডি ডিজি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে গত সোমবার পর্যন্ত ১৭ লাখ ৭ হাজার ৫৭০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ কাজে তিনি সবার সহযোগিতা চান।

ইসলামী আন্দোলনের প্রথম টার্গেট হলো জোটবদ্ধ নির্বাচন করা: মুফতি ফয়জুল করীমইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির ম...
29/01/2025

ইসলামী আন্দোলনের প্রথম টার্গেট হলো জোটবদ্ধ নির্বাচন করা: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘আমাদের প্রথম টার্গেট (লক্ষ্য) হলো জোটবদ্ধ আন্দোলন করা, জোটবদ্ধ নির্বাচন করা। আমাদের আন্দোলন কিন্তু শেষ হয় নাই। আমাদের দাবিদাওয়ার জন্য কিছু আন্দোলন করতে হতে পারে। এরপর ইনশাআল্লাহ নির্বাচন করব। আশা করি, সেটা জোটবদ্ধ নির্বাচন হলে ভালো হয়, যদি না পারি তাহলে একক সিদ্ধান্ত আমরা নেব সেটা পরবর্তীতে।’

বুধবার বিকেলে বরগুনার বেতাগী পৌর অডিটরিয়াম মাঠে আয়োজিত এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী আন্দোলন বেতাগী উপজেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।

‘ঢাকা মেকার্স’-এ গাইবেন যাঁরাআগামীকাল থেকে আবার শুরু হচ্ছে ‘ঢাকা মেকার্স’। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে কারুশিল্পের এ...
28/01/2025

‘ঢাকা মেকার্স’-এ গাইবেন যাঁরা

আগামীকাল থেকে আবার শুরু হচ্ছে ‘ঢাকা মেকার্স’। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে কারুশিল্পের এই উৎসব চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি রাতেই থাকছে সংগীতায়োজন।
প্রথম দিন সন্ধ্যায় গান শোনাবেন মুইজ মাহফুজ ও কৃষ্ণকলি। দ্বিতীয় দিন গান শোনাবে সাবকনশাস ও পাওয়ারসার্জ ব্যান্ড।মেট্রোলাইফের পরিবেশনা দিয়ে শুরু হবে তৃতীয় দিনের আয়োজন, এরপর গান শোনাবেন কফিল আহমেদ। চতুর্থ দিন থাকছে কনক আদিত্যের গান ও পোস্ট অফিস সোসাইটির পারফরম্যান্স। আর শেষ দিন গান পরিবেশনা করবে রেহমান ডুয়ো।

ঢাকা মেকার্সের জনসংযোগ কর্মকর্তা অমিয়া খন্দকার বলেন, ‘তালিকা দেখলেই বুঝতে পারবেন, আমরা সব বয়সী দর্শকের জন্যই আয়োজন রাখছি। কৃষ্ণকলি যেমন থাকছে, পাশাপাশি রক ব্যান্ডও থাকছে, আবার অ্যাকুস্টিক পারফরম্যান্সও রেখেছি। এসব আয়োজনের সঙ্গে শেষ দিন একটা চমক থাকছে, যা উৎসব শুরু হওয়ার পর জানিয়ে দেওয়া হবে। গান ছাড়াও মঞ্চে সারা দিনই বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকবে।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এটি এমন এক উৎসব, যেখানে শিল্প, নকশা ও কারুশিল্পকে কাছ থেকে দেখা যাবে। এবারের উৎসবে যুক্ত হচ্ছেন প্রায় ৮০ জন শিল্পী। থাকবে তাদের হাতে তৈরি ঐতিহ্যবাহী কারুশিল্প, তিন শর বেশি শিল্পকর্মের পসরা। কারুশিল্প বাণিজ্যে আগ্রহী তরুণদের জন্য থাকছে ১৯টি কর্মশালা।

গণ গ্রেপ্তার বন্ধ, র‍্যাব বিলুপ্তিসহ অন্তর্বর্তী সরকারকে যেসব সুপারিশ হিউম্যান রাইটস ওয়াচেরবাংলাদেশে নির্বিচারে গ্রেফতার...
28/01/2025

গণ গ্রেপ্তার বন্ধ, র‍্যাব বিলুপ্তিসহ অন্তর্বর্তী সরকারকে যেসব সুপারিশ হিউম্যান রাইটস ওয়াচের
বাংলাদেশে নির্বিচারে গ্রেফতার ও প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করা, র‍্যাবের বিলুপ্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে বেশ কিছু সুপারিশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

জুলাই গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ৫০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

'আফটার দ্য মুনসুন রেভল্যুশন: আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ' শীর্ষক এ প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে আটকের ক্ষেত্রে আইন অনুসরণ ও সমালোচকদের দমনের জন্য ব্যবহৃত আইন বাতিলের সুপারিশ করা হয়েছে।

সংস্কারের ক্ষেত্রে ক্ষমতার পৃথকীকরণ এবং জনপ্রশাসন, পুলিশ, সামরিক, বিচার বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে পরামর্শ দেয়া হয়েছে এই প্রতিবেদনে।বাংলাদেশে স্থায়ী সংস্কার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এবং জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছ থেকে কারিগরি সহায়তা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক যে সহিংসতা তৈরি হয়েছিল, গত বছরের অগাস্টে গণ বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের পর তাতে একটি স্থায়ী সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।

দীর্ঘমেয়াদী পরিবর্তন নিশ্চিত করতে জাতিসংঘের সমর্থনকে অন্তর্বর্তী সরকারের স্বাগত জানানো উচিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার পরিচালক এলেইন পিয়ারসন বলেন, "প্রায় এক হাজার বাংলাদেশি গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছে, শুরু হয়েছে একটি যুগান্তকারী অধ্যায়ের। বাংলাদেশে একটি অধিকার ও সম্মানজনক ভবিষ্যত গড়ার সুযোগ তৈরি হয়েছে"।

"ভবিষ্যতের সরকারের যে কোন দমন পীড়নকে প্রতিহত করতে দ্রুত ও কাঠামাগত সংস্কার করতে না পারলে অন্তর্বর্তী সরকারের কষ্টে অর্জিত অগ্রগতি সফল হবে না" বলে উল্লেখ করেছেন পিয়ারসন।

মার্চ মাসে অনুষ্ঠিতব্য মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি ঐকমত্য প্রস্তাব আনতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানানো হয়েছে।

যাতে সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করার জন্য জাতিসংঘের অব্যাহত পর্যবেক্ষণ ও প্রতিবেদন নিশ্চিত করা যায় এবং সরকারকে মূল কাঠামোগত সংস্কারের উপর জোর দেয়া উচিত বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন— সমকালের প্রধান শিরোনাম।এখানে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের আমলের সাড়ে ১৫ বছর ন...
28/01/2025

রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন— সমকালের প্রধান শিরোনাম।

এখানে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের আমলের সাড়ে ১৫ বছর নিরাপত্তা বাহিনীগুলো যেভাবে রাজনীতিতে জড়িয়েছে, সেখান থেকে তাদের বের করে সংস্কার করা কঠিন হবে বলে মনে করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

গত পাঁচই অগাস্ট-পরবর্তী বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কার নিয়ে 'আফটার দ্য মনসুন রেভুলেশন: এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ' শীর্ষক প্রতিবেদনে এমন সুপারিশ তুলে ধরেছে সংস্থাটি।

প্রতিবেদনটি আজ মঙ্গলবার প্রকাশ করতে যাচ্ছে এইচআরডব্লিউ।

প্রতিবেদনে গণঅভ্যুত্থানের আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘন এবং ভবিষ্যৎ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে সুপারিশ তুলে ধরা হয়েছে।

'আওয়ামী লীগে বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিনা'এটি মানবজমিনের প্রধান শিরোনাম। যদিও এর মূল প্রতিবেদন মধ্যপ্রাচ্যভিত্তিক সংব...
28/01/2025

'আওয়ামী লীগে বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিনা'
এটি মানবজমিনের প্রধান শিরোনাম। যদিও এর মূল প্রতিবেদন মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা'র।

এ খবরে বলা হয়েছে, ৭৫ বছর বয়সী রাজনৈতিক দল, জুলাই-অগাস্ট মাসে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের মাঝে ভাঙ্গন ধরেছে।

এদিকে, সারাদেশের আ'লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দলকে পরিত্যাগ করারও প্রবণতা দেখা যাচ্ছে বলে উঠে এসেছে এই প্রতিবেদনে।

এখানে খুলনায় আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় সিনিয়র একজন নেতার বরাতে বলা হয়েছে- "যখন টেলিভিশনে নাটকীয় ওই পলায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল, তখনো কিছু নেতাকর্মীকে নিয়ে আমি খুলনার রাজপথে অবস্থান করছিলাম।আমি আমাদের একজন সিনিয়র নেতা, স্থানীয় এমপিকে ফোন করার চেষ্টা করলাম। কিন্তু তার ফোন ছিল বন্ধ।"

তিনি বলেন, "ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।"

বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালে সপরিবারে হত্যা করার পর দলকে পুনর্গঠন করে ক্ষমতায় আসতে আওয়ামী লীগের সময় লেগেছে ২১ বছর।

কিন্তু এবারের পরিস্থিতি সেবারের চাইতে ভিন্ন।

কারণ ছাত্রদের নেতৃত্বে রক্তাক্ত গণ-অভ্যুত্থানে মারাত্মক ইমেজ ও নেতৃত্ব সংকটের মুখে পড়েছে আওয়ামী লীগ। কারণ এবারের আন্দোলনে নেত্রী হিসেবে শেখ হাসিনার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when True Times BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to True Times BD:

Share

Category