PREMA

PREMA ﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽
Welcome to My Official Account
Wish Me On 04 February
জীবন একটা সুন্দর উপহার,
তাই আমি প্রতিটা মুহূর্তকে উপভোগ করি।
(1)

26/05/2025
ক্ষ'তিগ্রস্ত  হওয়া প্রতিটি মস্তিষ্কে এক-একটি ফুলের বাগান তৈরি হোক!
20/05/2025

ক্ষ'তিগ্রস্ত হওয়া প্রতিটি মস্তিষ্কে এক-একটি ফুলের বাগান তৈরি হোক!

20/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

যদি যুদ্ধ শুরু হয়, তবে ইতিহাসে আরেকবার সবচেয়ে বড় ভিক্টিম হবে আমাদের নিজ দেশ। বাংলাদেশ!সরাসরি মিসাইল আক্রমণের সম্ভাবনা বা...
07/05/2025

যদি যুদ্ধ শুরু হয়, তবে ইতিহাসে আরেকবার সবচেয়ে বড় ভিক্টিম হবে আমাদের নিজ দেশ। বাংলাদেশ!

সরাসরি মিসাইল আক্রমণের সম্ভাবনা বাদই দিলাম। তারপরেও যুদ্ধের পরিণাম আমাদের জন্য ভীষণ ভয়াবহ হবে।

যুদ্ধ শুরু হলে ভারতের ত্রিপুরা, মেঘালয়, এবং আসামের সীমান্ত এলাকা থেকে হাজার হাজার মানুষ শরণার্থী হয়ে বাংলাদেশে প্রবাহিত হতে শুরু করবে। বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা এবং কূটনৈতিক ফিল্ডে বিরাট প্রভাব পড়বে। আমদানি-রপ্তানি সংকট, মূল্যস্ফীতি, সীমান্ত অস্থিরতা—এসব সমস্যা মোকাবেলা করতে আমাদের বর্তমান সরকার কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এছাড়া, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে ভারত-চীন এবং যুক্তরাষ্ট্র-রাশিয়া মত আন্তর্জাতিক ব্লকের চাপেও বাংলাদেশ পড়ে যেতে পারে।

তাই আমাদের উচিত যুদ্ধ না হওয়ার জন্য প্রার্থনা করা। পাকিস্তান বর্তমানে যথেষ্ট সংযত পদক্ষেপ নিচ্ছে, তবে যদি তাদের পক্ষ থেকে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা আসে, তখন আমরা একটা অদৃশ্য বিপদের সম্মুখীন হতে পারি।

তাই, ভারত প্রীতি কিংবা পাকিস্তান প্রীতি নয়, আমাদের এখন একমাত্র প্রীতি হওয়া উচিত শুধুমাত্র বাংলাদেশ প্রীতি।

যুদ্ধ কোন ফ্যান্টাসি না। তোপের মুখে কখনো শান্তি জন্ম নেয় না। এটা শুধু ধ্বংসের আর্তনাদ, কিংবা প্রাণের মুখে ক্ষত-বিক্ষত হওয়ার রূপকথা।

07/05/2025

তুমি বরং আমার মানসিক শান্তি হও,
আমার ভরসার হাত হও,বিশ্বস্ত একটা মানুষ হও।
আমার পাশে থাকো যুগের পর যুগ।
মান-অভিমান ভাঙ্গানোর একটা মানুষ হও,ভুল বুঝার থেকে নিখুঁত ভাবে বুঝার একজন সঙ্গী হও।
প্রচন্ড মন খারাপের দিনে,পাশে থাকার একমাত্র মানুষ শুধু তুমিই হও....
আমার আদরের বায়না রাখার একটা নির্ভরযোগ্য মানুষ হও,সারাজীবন পাশে থাকার একটা উপলক্ষ্য হও।
ভালো ভাবে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হও।
মানুষ বলে;
খুব কাছাকাছি এলে নাকি আগ্রহ কমে যায়!তাই আমি না হয় ঠিক ততটাই দূরত্বে থাকি,যতটা দূরত্বে থাকলে আগ্রহ কমে না বরং আরো দ্বিগুণ বাড়ে!

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when PREMA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share