লক্ষীপুর নিউজ।

লক্ষীপুর নিউজ। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লক্ষীপুর নিউজ।, Newspaper, Dhaka.

23/09/2025

লক্ষীপুরের মধ্যে জনপ্রিয় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে একাদশ শ্রেণির প্রথম উদ্বোধনী ক্লাসে নানা আয়োজনে ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানালো কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।

11/08/2025

লক্ষ্মীপুরের ডাবল মার্ডারের অন্যতম আসামী আলোচিত শীর্ষ স* ন্ত্রাসী আলমগীর হোসেন ( কদু আলমগীর) গ্রেপ্তার।

11/08/2025

লক্ষীপুর চন্দ্রগঞ্জ থানা বি এন পির সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায়, জনপ্রিয়তায় সবার শীর্ষে বর্তমান থানা বি এন পির সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন বাচ্চু (চেয়ারম্যান)
Anowar Hossain Bachu

আল্লাহু আকবর, আল্লাহ সবাইকে ক্ষমা করুন। বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড...
21/07/2025

আল্লাহু আকবর, আল্লাহ সবাইকে ক্ষমা করুন।
বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হয়।

বিমানটি ১৩.০৬ মিনিটে উড্ডয়ন করে , এখন পর্যন্ত সঠিক হতাহতের সংখ্যা জানা যায়নি।

সেনাবাহিনী ও বিমানবাহিনী সাথে ফায়ার সার্ভিস এর উপস্থিতিতে উদ্ধার কাজ চলমান আছে।

12/07/2025
কেন আপনি মনির হোসেন ভাইকে ভোট দিবেন?কারণ মনির হোসেন রাজনীতিকে দেখেন সেবার মাধ্যম হিসেবে, নয় ক্ষমতার প্রদর্শনী হিসেবে।তা...
26/06/2025

কেন আপনি মনির হোসেন ভাইকে ভোট দিবেন?

কারণ মনির হোসেন রাজনীতিকে দেখেন সেবার মাধ্যম হিসেবে, নয় ক্ষমতার প্রদর্শনী হিসেবে।
তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা আজকের এই সংকটময় সময়ে দলের জন্য আশীর্বাদস্বরূপ।

তিনি কখনো চাঁদাবাজির রাজনীতি করেননি, করানও না।
তিনি বিশ্বাস করেন স্নেহ, শ্রদ্ধা ও ভিন্নমতের প্রতি সম্মানের ভিত্তিতে রাজনীতি গড়ে উঠে।
অস্ত্র কিংবা ক্যাডার নির্ভরতা নয়, তিনি বিশ্বাস করেন ত্যাগী ও আদর্শবান কর্মীদের শক্তিতে।

এই সকল গুণাবলি বিবেচনায় নিয়ে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি,
মনির হোসেন ভাই হচ্ছেন ১০ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে সবচেয়ে যোগ্য প্রার্থী।

তাই সন্মানিত কাউন্সিলরবৃন্দের প্রতি আন্তরিক আহ্বান—
আসুন, আমরা আদর্শের পাশে দাঁড়াই।
আসুন, আমরা একজন ত্যাগী, পরীক্ষিত এবং আদর্শবান নেতাকে জয়যুক্ত করি।
ভোট দিন মনির হোসেন ভাইকে। জয়যুক্ত করুন ন্যায়, নিষ্ঠা আর নিঃস্বার্থতার রাজনীতিকে।
Monir Hossain


18/06/2025

মান্দারী জিল্লুর রহিম কলেজ নিয়ে ফেইজবুকে আপত্তিকর পোস্ট বিষয়টি প্রশাসন শিক্ষাঙ্গনের মান রক্ষায়, ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতিদ্রুত এদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

03/06/2025

নতুন কমিটি পেয়ে কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ সাধারণ শিক্ষার্থীরা অনিন্দিত, একজন সাধারণ ছাত্র জানায় দীর্ঘ দিন থেকে তিনি এই কলেজের রাজনীতি দেখে আসছে কিন্তু এমন আনন্দময় ক্যাম্পাস এর আগে কোন রাজনৈতিক দলের কমিটি দেওয়ার পর দেখেন নি,, ছাত্র দলের এই নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসা শ্রদ্ধা থেকেই এমন হয়েছে, গত ১৭/০৫/২৫ইং মেহেরাব হোসেন কে আহবায়ক এবং আজিম হোসেন হারুনকে সদস্য সচিব যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন রিংকু, যুগ্ম আহবায়ক মো: ফয়সাল আহম্মদ সজিব এবং ১নং সদস্য মো: নাজিম উদ্দীন জিহাদ সহ মোট ২৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। ঐ শিক্ষার্থী আরো জানায় ৫ তারিখে পর থেকে তারা মেহেরাব হোসেন এবং আজিম হোসেন হারুন এর নেতৃত্ব দেখে আসছে তারা যেভাবে ক্যাম্পাসকে প্রানবন্ত করে তুলছে এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করছে এর আগে কোন নেতা এমনটা করতে পারে নি, তারা আশাবাদী সামনের দিন গুলোতে তারা আরো ভালো কিছু উপহার দিবে ক্যাম্পাসে।

নোয়াখালী জেলার দর্শনীয় স্থান সমূহ নিচে দেয়া হলো 👇১. নোয়াখালী জেলা জামে মসজিদ২. নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার৩. মুছাপুর...
03/05/2025

নোয়াখালী জেলার দর্শনীয় স্থান সমূহ নিচে দেয়া হলো 👇
১. নোয়াখালী জেলা জামে মসজিদ
২. নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার
৩. মুছাপুর ক্লোজার
৪. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর
৫. ড্রিম ওয়ার্ল্ড পার্ক
৬. কল্যান্দি জমিদার বাড়ী
৭. গান্ধী আশ্রম
৮. বজরা শাহী মসজিদ
৯. নিঝুম দ্বীপ
১০. কমলার দীঘি
১১. কেশারপাড় দীঘি
১২. লালচর
১৩. নিমতলী সি-বিচ
১৪. চেয়ারম্যান ঘাট
১৫. সোনাপুরে লুর্দের রানীর গির্জা
১৬. মাইজদী বড় দীঘি
১৭. গ্রীন পার্ক, চাতারপাইয়া বাজার সংলগ্ন, সোনাইমুড়ী
১৮. দ্বীপ উন্নয়ন সংস্থা পার্ক, হাতিয়া
১৯. শাহ আবদুল আজিজ (রঃ) মাজার শরীফ
২০. গাজী এয়াকুব আলী (রঃ) মাজার শরীফ
২১. নলুয়া মিঞা বাড়ি জামে মসজিদ
২২. দ্বীপ উন্নয়ন সংস্থা পার্ক, হাতিয়া
২৩. এয়াকুব আলী ব্যাপারী জামে মসজিদ
২৪. নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান
২৫. পুলিশ ট্রেনিং সেন্টার
২৬. ফকির ছাড়ু মিজি (রহ.) সাহেবের দরগাহ
২৭. সোনাইমুড়ী কালিবাড়ী
২৮. নোয়াখালী দেবালয় মাইজদী
২৯. মহাত্মা গান্ধী জাদুঘর, জয়াগ
৩০. মাইজদী কোর্ট বিল্ডিং দীঘি
৩১. ম্যানগ্রোভ বনাঞ্চল, চর বাটা
৩২. শহীদ ভুলু স্টেডিয়াম
৩৩. স্বর্ণ দ্বীপ, হাতিয়া উপজেলা
৩৪. ঠাকুর রামচন্দ্র দেবের সমাধি আশ্রম
৩৫. গোয়ালখালী বিচ
৩৬. চৌমুহনী পৌর পার্ক
৩৭. চৌমুহনী পৌর মহাশ্মশান
৩৮. প্রতাপপুর রাজবাড়ী
৩৯. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট
আপনার পেশা যাইহোক, ভ্রমণ হোক আপনার।

26/04/2025

লক্ষ্মীপুরের দালাল বাজার খোয়া সাগর দিঘির পাড়ে প্রকাশ্যে অ/শ্লী/ল অঙ্গভঙ্গি প্রদর্শন করে জনসম্মুখে মেয়েদেরকে ই/ভ/টি/জিং করছে ৩ ব*খাটে যুবক, প্রতিনিয়ত ই/ভ/টি/জিং এর স্বী"কার হচ্ছে নারীরা

ভিডিও: ভু*ক্তভোগী মেয়ে
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Address

Dhaka
3708

Alerts

Be the first to know and let us send you an email when লক্ষীপুর নিউজ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category