লক্ষীপুর নিউজ।

লক্ষীপুর নিউজ। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লক্ষীপুর নিউজ।, Newspaper, Dhaka.

নোয়াখালী জেলার দর্শনীয় স্থান সমূহ নিচে দেয়া হলো 👇১. নোয়াখালী জেলা জামে মসজিদ২. নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার৩. মুছাপুর...
03/05/2025

নোয়াখালী জেলার দর্শনীয় স্থান সমূহ নিচে দেয়া হলো 👇
১. নোয়াখালী জেলা জামে মসজিদ
২. নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার
৩. মুছাপুর ক্লোজার
৪. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর
৫. ড্রিম ওয়ার্ল্ড পার্ক
৬. কল্যান্দি জমিদার বাড়ী
৭. গান্ধী আশ্রম
৮. বজরা শাহী মসজিদ
৯. নিঝুম দ্বীপ
১০. কমলার দীঘি
১১. কেশারপাড় দীঘি
১২. লালচর
১৩. নিমতলী সি-বিচ
১৪. চেয়ারম্যান ঘাট
১৫. সোনাপুরে লুর্দের রানীর গির্জা
১৬. মাইজদী বড় দীঘি
১৭. গ্রীন পার্ক, চাতারপাইয়া বাজার সংলগ্ন, সোনাইমুড়ী
১৮. দ্বীপ উন্নয়ন সংস্থা পার্ক, হাতিয়া
১৯. শাহ আবদুল আজিজ (রঃ) মাজার শরীফ
২০. গাজী এয়াকুব আলী (রঃ) মাজার শরীফ
২১. নলুয়া মিঞা বাড়ি জামে মসজিদ
২২. দ্বীপ উন্নয়ন সংস্থা পার্ক, হাতিয়া
২৩. এয়াকুব আলী ব্যাপারী জামে মসজিদ
২৪. নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান
২৫. পুলিশ ট্রেনিং সেন্টার
২৬. ফকির ছাড়ু মিজি (রহ.) সাহেবের দরগাহ
২৭. সোনাইমুড়ী কালিবাড়ী
২৮. নোয়াখালী দেবালয় মাইজদী
২৯. মহাত্মা গান্ধী জাদুঘর, জয়াগ
৩০. মাইজদী কোর্ট বিল্ডিং দীঘি
৩১. ম্যানগ্রোভ বনাঞ্চল, চর বাটা
৩২. শহীদ ভুলু স্টেডিয়াম
৩৩. স্বর্ণ দ্বীপ, হাতিয়া উপজেলা
৩৪. ঠাকুর রামচন্দ্র দেবের সমাধি আশ্রম
৩৫. গোয়ালখালী বিচ
৩৬. চৌমুহনী পৌর পার্ক
৩৭. চৌমুহনী পৌর মহাশ্মশান
৩৮. প্রতাপপুর রাজবাড়ী
৩৯. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট
আপনার পেশা যাইহোক, ভ্রমণ হোক আপনার।

26/04/2025

লক্ষ্মীপুরের দালাল বাজার খোয়া সাগর দিঘির পাড়ে প্রকাশ্যে অ/শ্লী/ল অঙ্গভঙ্গি প্রদর্শন করে জনসম্মুখে মেয়েদেরকে ই/ভ/টি/জিং করছে ৩ ব*খাটে যুবক, প্রতিনিয়ত ই/ভ/টি/জিং এর স্বী"কার হচ্ছে নারীরা

ভিডিও: ভু*ক্তভোগী মেয়ে
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এক সময়ের সক্রিয় ছাত্র লীগ কর্মী এখন ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী, স্থানীয় ভাবে জানা গেলো রিংকু পাটোয়ারী নামে এক সময়ের সক...
24/04/2025

এক সময়ের সক্রিয় ছাত্র লীগ কর্মী এখন ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী, স্থানীয় ভাবে জানা গেলো রিংকু পাটোয়ারী নামে এক সময়ের সক্রিয় ছাত্র লীগ কর্মী এখন রাতারাতি কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী হয়ে গেলো। ছবিতে দেখা যাচ্ছে সে থানা ছাত্র লীগের সহ-সভাপতি আরেফিন রাহিম এর সাথে পোগ্রাম করতাছে যার পিছনে হাত তুলে বক্তব্য রাখছেন চন্দ্রগঞ্জের ত্রাস হিসেবে খেতি পাওয়া ছাত্র লীগ নেতা কাজী বাবলু, আরো একটি ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশ আ-লীগের ভেরিফাই ফেজবুক পেজে থানা ছাত্র লীগের সাথে ত্রাণ দেওয়া হচ্ছে, যদিও মোটা অংকের লেনদেনের মাধ্যমে নাকি সে ছবি এখন সরিয়ে পেলা হয়েছে।@ Hasan Mahmud Ibrahim Abdullah Al Mamun

20/04/2025

পশ্চিম গনিপুর সৌদি প্রবাসির ঘরে রাত ২টার সময় দরজা ভেঙ্গে ৪/৫ জন ডাকত ঘরে প্রবেশ করে। সুমনের গৃহিণীর সাথে ডাকাতদের হাতাহাতির সময় তার হাতের আঙুল কেটে যায়।। তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। যাওয়ার সময় সুমনের পরিবারকে হুমকি দিয়ে যায়। এ ঘটনা চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে ।

লক্ষ্মীপুরের রায়পুরে বাসাবাড়িতে রওশনারা তেলের পাম্পের সামনে  একটি পিকআপ ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষ, ১জনকে আশংকাজনক অবস...
15/04/2025

লক্ষ্মীপুরের রায়পুরে বাসাবাড়িতে রওশনারা তেলের পাম্পের সামনে একটি পিকআপ ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষ, ১জনকে আশংকাজনক অবস্থায় ইমারজেন্সি ঢাকা রেফার করা হয়েছে। তার মগজ বের হয়ে গিয়েছে নাম রিফাত হোসেন।

লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার সাহরির সময় এ ঘটনায় জামাল উদ্দিনের না...
24/03/2025

লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার সাহরির সময় এ ঘটনায় জামাল উদ্দিনের নাম উল্লেখ করে আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী নারী বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

জানা যায়, ভুক্তভোগী ওই নারী সোমবার সেহরির সময় বাড়ির পাশে বাথরুমে যান। এসময় কিছু বুঝে ওঠার আগে দুই ব্যক্তি তাঁকে ঝাপটে ধরে নির্জন একটি জায়গায় নিয়ে যান। পরে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে পালিয়ে যায় ধর্ষকরা। জ্ঞান ফেরার পর চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ভুক্তভোগীকে উদ্ধার করেন। অভিযোগ রয়েছে, জামাল তাঁর আত্মীয় হয়। তিনিসহ অপরিচিত চার-পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করে।

ভুক্তভোগী নারী জানান, বিয়ের কিছুদিন পর বেড়াতে গেলে জামাল উদ্দিন তাঁকে বাজে প্রস্তাব দেয়। এ নিয়ে পারিবারিকভাবে বিরোধ চলে আসার কয়েক মাস পর জামাল উদ্দিন তাঁকে ধর্ষণ করে। পরে বিচার দাবি করলে বিভিন্ন ভয়ভীতি ও নিজে আওয়ামী লীগের নেতা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যান জামাল। পূর্বের ক্ষোভ থেকে বন্ধুদের সঙ্গে নিয়ে ধর্ষণ করে জামাল উদ্দিন।

রামগতি থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. কবির হোসেন বলেন, বিষয়টি সংঘবদ্ধ ধর্ষণ নয়। ভুক্তভোগীকে জামাল উদ্দিন ধর্ষণ করেছে। এ ঘটনায় আশরাফ ও নুর ইসলাম নামের দুজন ধর্ষণে তাকে সহযোগিতা করেছে। ভুক্তভোগী নারী জামালকে প্রধান করে অজ্ঞাত আরও চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবা...
08/03/2025

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে সীতাকুণ্ড থানার পুলিশকে খবর দেন। বেলা ৩টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, দুপুরে এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সৈকত এলাকায় ঘুরতে যান ওই শিক্ষার্থী। ওই এলাকার বেড়িবাঁধ পার হয়ে পশ্চিমে বাগানের ভেতরে সাগরপাড়ে যাওয়ার সময় চার যুবক তাকে জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়। এ সময় বখাটেরা সঙ্গে থাকা বন্ধুকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে বলে জানা গেছে।

ওসি মুজিবুর রহমান আরও জানান, সংঘবদ্ধ ধর্ষণের খবর পেয়ে তাঁরা শিক্ষার্থীকে উদ্ধার করেন। ভুক্তভোগীর সঙ্গে প্রাথমিকভাবে আলাপ করা হয়েছে। অভিযোগ দায়েরের পর এই বিষয়ে বিস্তারিত ব্যবস্থা নেওয়া হবে।

08/03/2025

মাগুড়ার ৮ বছরের শিশু আছিয়ার খোঁজ নিতে তারেক রহমানের ফোন, নিলেন চিকিৎসার সকল দায়িত্ব

মাগুরার নির্যাতিত সেই শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ওই শিশুর বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

শনিবার (০৮ মার্চ) সেই শিশুর মায়ের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় শিশুটির মাকে ন্যায়বিচার পেতে সব ধরনের সহযোগিতার কথা বলেন।

ফোনালাপে তারেক রহমান বলেন, মাগুরায় বিএনপির যত নেতাকর্মীরা আছেন, তারা সবাই শিশুটির পাশে থাকবেন।

ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায়।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা চেষ্টা করব, আমাদের দলের অবস্থান থেকে।

শিশুটির মা তার মেয়ের ওপর পাশবিক নির্যাতনের বর্ণনা তুলে ধরেন তারেক রহমানের কাছে। এটা শুনে তিনি আবারও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায়বিচার পায়।

পরে দলের নেতারা সবসময় পাশে থাকবে বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমান। সবশেষে তিনি শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন

বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্...
07/03/2025

বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্ষণের জন্যে বাইরে গিয়েছিল।

মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়ে ছিল এককোনায়। দুলাভাইও ছিল রুমে। বড়বোন ভেবেছিল তার হাসবেন্ড যেহেতু আছে তাহলে আর কোন সমস্যা হবে না।

তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নিভানো, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘরি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলোভাবে পড়ে আছে, চেহারাটা ফ্যাকাশে।

বড় বোন বুঝতে পারেনা কি হয়েছে তার আদরের বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে।

বড় বোন শাশুড়িকে হাতজোড় করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু শাশুড়ি নিষেধ করছিল ঘটনাটা যাতে জানাজানি না হয়,হলে না-কি মানসম্মানে কমতি পড়বে তাদের।

তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুড়া হাসপাতালে। কোনরকম দায়সারা ভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে।

হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরও বেশি গুরুতর হয়ে পড়ে। ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়ে বয়স আর কত হবে? সাত কিংবা আট।

যৌনতার কিছুই বুঝে না, পুতুল নিয়ে খেলার বয়স তার।

মেয়ের মা এবং বোনের সন্দেহ দুলাভাই সজীব এবং শ্বশুর হিটুর প্রতি। জোরালো সন্দেহ দুলাভাই সজীবের প্রতি যেহেতু তার রুমেই ছিল বাচ্চা মেয়েটা।

তৌহিদী জনতা এখন এই বাচ্চা মেয়েটার কি দোষ দিবে? তার তো ওড়না পড়ার বয়সও হয়নি।
ওড়না পড়ার বয়স হলে নাহয় ওড়নার দোহাই দিয়ে দায়সারা যেত।

তারা কি এবারেও ধ* র্ষ কের পক্ষ নিয়ে ফুলের মালা দিয়ে বরন করে আনবে?

মেয়ের মা এবং বোন মিলেই এখনও অসহায়ের মত পড়ে আছে হাসপাতালে। তাদেরকে সাহায্য করতে কোন তৌহিদী জনতা আসেনি, আসেনি কোন নারীবাদী সংগঠন।

বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ব্যথায় একটু পর পর ককিয়ে উঠতেছে শুধু। বড় বোন একপাশে হাতে ধরে দাড়িয়ে আছে। মা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে - সব ঠিক হয়ে যাবে মা
ধর্ষকের জনসম্মুখে ফাঁসি চাই।
অনতিবিলম্বে এ নরপশুর বিচার ৭ দিনের মধ্যে মাথা থেকে শরীর আলাদা করা জরুরি ইসলামি আইন অনুযায়ী
কিন্তু হবে কি????

27/02/2025

সারাদেশে ধর্ষণ, খুনও চলমান অস্থিরতার প্রতিবাদ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ কলেজ ছাত্র ছাত্রীদের বেনারে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্র দলের ১ম যুগ্ম আহবায়ক মেহেরাব হোসেন, যুগ্ম আহবায়ক আজিম হোসেন হারুন, ও ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাইফ উদ্দিন জাবেদ।

Address

Dhaka
3708

Alerts

Be the first to know and let us send you an email when লক্ষীপুর নিউজ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category