U.K. Niloy Creation

U.K. Niloy Creation Official Fan Page ♠

Thank You for Join us.....
Need For Help.....
Email:[email protected]

তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে

দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে

ওপাশের আলো ফাটল ধরায়

সব যুক্তিতে সব বিশ্বাসে



আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার

শিকড় গড়ে আদরে

আমার অবশ শরীর

ক্লান্তি হারায় অধিকার নিয়ে



সব আলো নিভিয়ে দাও

ঘুমাব আমি আলোর শেষে

জয় হোক ক্লান্তির

জয় হোক অবসাদের



পৃথিবীর সব ঘুম

আমার চোখের পাতায়

জড় হয় কিসের আশায়

জানা নেই আমার

আমার শিরায় শিরায় গাঢ় অন্ধক...

19/07/2024

নেটওয়ার্ক বন্ধ করো নাই মনে করো রেমিট্যান্স বন্ধ করচো জবাব দিবো ইনশাআল্লাহ

মিডল ক্লাস মানুষের জন্য একটা ইজি স্কেপ হলো দেশ থেকে বাইরে চলে যাওয়া। বাইরে বেশির ভাগ মানুষই মিডল ক্লাস। সেখানে মিডল ক্লা...
18/12/2023

মিডল ক্লাস মানুষের জন্য একটা ইজি স্কেপ হলো দেশ থেকে বাইরে চলে যাওয়া।

বাইরে বেশির ভাগ মানুষই মিডল ক্লাস। সেখানে মিডল ক্লাস লাইফ বেশ কম্ফোর্টেবল, গাড়ি বাড়ি কিনা সেখানে কোন বিগ ডিল না। উন্নত বিশ্বে ডিফল্ট লাইফও বাংলাদেশের মিডল ক্লাস লাইফ থেকে ফার ফার বেটার।

কিন্তু সমস্যাটা অন্যখানে। এই উন্নত জীবনটা বেশির ভাগ ক্ষেত্রেই আপনাকে একা ভোগ করা লাগবে। আপনার বাপ মা ভাই বোন দেশের নরকেই থাকবে।

মিডল ক্লাস সেন্টিমেন্টের ফ্যামিলি ভ্যালু নিয়ে বড় হওয়া যে কেউই তখন একটা অদ্ভুত গিল্টে ভোগে। সুইস আল্পে কফিতে চুমুক দিয়ে ইন্সটাগ্রাম স্টোরি দিতে প্রথম সেকেন্ডে ভাল লাগলেও, দ্বিতীয় সেকেন্ডে মনে হবে আমার আম্মা এইখানে থাকলে ভাল হইত।

Written - Shaadnor Saalehin.

21/02/2022
03/04/2021

তোর সব দুঃখগুলো, তোর সব বিষন্নতাগুলো
বুকে নিয়ে একা একা ফিরে যাবো উদাসিন পাখি।
এই চোখ, এই স্মৃতি, এই ত্বক, মাংস, হাড়
ব্যথার আগুনে পুড়ে ছাই হবে, ভস্ম হবে-
তবু তোর পরাজিত স্বপ্নে আমি
কোনোদিন আসবো না আর

29/03/2021

কারো গল্পের প্রাক্তন আমি, কারো জীবনের সপ্ন, কারো ভাষায় চরিত্রহীন, কারো কবিতার ছন্দ!❤

27/03/2021

ঘৃণা করলে আত্মার ক্ষয় হয়, ভালোবাসলে বাড়ে। আমি আপনাকে ঘৃণা করতে ভালোবাসি!

23/03/2021

একটা হেসে খেলে বেড়ানো সম্পূর্ণ মানুষ টা ভেতর থেকে আসলে কতটা ফাঁকা সেটা কেউ বুঝতে পারে না....সব কিছুর প্রাচুর্য্যতার মাঝেও,কিসের অভাব মানুষকে সারাক্ষণ নিজের ভেতরে তাড়িয়ে নিয়ে বেড়ায় সেটার খোঁজও কেউ রাখে না...

বড্ড বাস্তববাদী হয়ে কঠিনতার অভিনয় করে, সবাইকে "ভালো আছি" এটা দেখাতে গিয়ে অসহায় মানুষটা ডিপ্রেশন নামক নরকের ভেতর দিন-রাত একাই পচতে থাকে।কেউ জানতে পারে না,কেউ কিচ্ছু বুঝতে পারে না..

কাউকে বলতে না পারা জীবনের একান্ত কষ্ট গুলো,
একদিন প্রাণহীন জীবনটাকেই মুক্তি দিতে চায়...আসলেই,কেউই জানে না কার ভেতরটা কতটা ফাঁকা....

জীবনে যত কষ্টই হোক,তবুও মৃত্যু কখনোই সমাধান নয়..একটাই জীবন..বেঁচে থাকলে একদিন কষ্ট গুলো থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে..কিন্তু জীবনকে শেষ করে দিলে,সেই জীবনকে আর ফিরে পাওয়া যাবে না.।

আমরা একটা মানুষের উপর থেকে দেখেই আমরা সব কিছু আছে বলেই ভালো অাছে বলে মনে করে ফেলি
আমরা আসলেই বুঝেও বুঝি না যখন নিশাচর পৃথিবীতে থেকে হারিয়ে যায় তখনই বুঝি।

এমন অনেক মানুষ আমার-আপনার আশে-পাশেই আছে শুধু মৃত্যুর অপেক্ষা মাএ।
কম বেশি সবার মনভাঙার,বিশ্বাসভাঙার কষ্ট আছে শুধু ভরসা আর বিশ্বাসী মানুষের দরকার হয়!

এমনকি আমার-আপনার এমন কিছু বলতে না পারা কষ্ট নিয়ে;
আমরা একাই চলছি এই বেইমানের শহরে।

22/03/2021

মানুষকে করেছি বিশ্বাস,ভেবেছি আপন বন্ধু-
সেই ভেঙ্গে করেছে ছারখার
স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায়-
একবার নয় বারবার-বহুবার,
ভোলা মনের মানুষ আমি;
বিষাদটুকুই জমলো শুধু,
ধুয়ে মুছে গেলো বাকি;
জমে হলোনা কোনো ঘৃণার সিন্ধু।

18/10/2020

কেউ সুখের কথা বললেই আমার বুকের ভেতরকার শুকনো পুকুরটা জলে ভরে যায়, আর মনে হয় সেখানের শান বাঁধানো ঘাটে জলে পা ডুবিয়ে তুমি বসে আছ।

___রুদ্র গোস্বামী

15/10/2020

তুমি চলে যাওয়ার পর আমি আর নতুন করে কারো মায়াতে নিজেকে জড়াতে চাই নি।বেশ অনেক জনই হাত বাড়িয়েছিল আমার পাণে। আশ্বাস দিয়েছিল আমায় তারা তোমার মতো করে ছেড়ে যাবে না।তারা চেয়েছিল আমার মায়াতে যেন তাদের একটু স্থান দেয় ।

কিন্তু আমি তো অনেক আগেই আমার সবটা জুড়ে শুধুমাত্র তোমাকেই স্থান দিয়েছিলাম।সে স্থানে অন্য কাউকে জায়গা দেয় কি করে! তুমিই বলো!

তুমি বিদায় বেলায় বলেছিলে, "ভালো থেকো, আমার থেকেও ভালো কাউকে পেয়ে যাবে তুমি"

আর আমি বলেছিলাম, "তোমার থেকে ভালো কাউকে দিয়ে কী হবে?"
যদি তার প্রতি আমার মায়া নাই জন্মে, আমার মায়াতে তাকে যদি ঠাঁই নাই দিতে পারি।

আমার সবটুকু মায়া তোমার প্রতি ছিল। তোমার কথার মায়াতে নিজেকে জড়িয়ে ফেলেছিলাম। আমি আসক্ত ছিলাম তোমাতে।

এখন কেউ যদি ড্রাগ এডিক্টেডকে বলে ড্রাগ ছেড়ে দিতে সে কি করে মুহূর্তেই তা ছেড়ে দিবে আর স্বাভাবিক হয়ে যাবে।তারও দীর্ঘ সময় লাগবে স্বাভাবিক জীবনে ফিরতে।

একবার কোন কিছুতে আসক্ত হয়ে পড়লে তা থেকে নিজেকে দূরে রাখা কঠিন হয়ে পড়ে।

আমিও তেমনি আসক্ত ছিলাম তোমাতে। দীর্ঘ কতগুলো দিন পার হয়ে গেল তোমার সাথে কথা হয়নি। তবুও আমি এখনও আমার মায়া জুড়ে তোমাকেই রেখেছি।তোমাতেই নিজেকে আসক্ত রেখেছি।আর "মায়া" নামক ড্রাগে অন্য কাউকে জড়ায়নি আর নিজেকেও কারো কথার মায়াতে আসক্ত করিনি।

মানুষ ছেড়ে যায় কিন্তু স্মৃতি বিজড়িত মায়া পড়ে রই।

কখনো কাউকে নিজের মায়াতে স্থান দিও। যেদিন সে ছেড়ে যাবে তোমায় সেদিন বুঝবে কেউ যখন মায়ার বাঁধন ছিঁড়ে চলে যায় তখন জীবনটা কেমন বিষাদময় হয়ে ওঠে।

26/09/2020
17/09/2020

আমি মিথ্যা তার থেকেও বড় মিথ্যা আমার তিন সত্যি।

Address

Dhaka
8030

Alerts

Be the first to know and let us send you an email when U.K. Niloy Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to U.K. Niloy Creation:

Share

Category