Dhakar News- ঢাকার নিউজ

Dhakar News- ঢাকার নিউজ Official page for Dhakar News | ঢাকার নিউজ | www.dhakarnews.com
(2382)

ঢাকার নিউজ - Dhaka News | Dhakar News | Bangla News | Bangladesh News from Dhaka
www.dhakarnews.com
https://www.facebook.com/groups/dhakarnews/
https://www.facebook.com/dhakarnews

রাঙ্গামাটির পরিস্থিতি অবনতির চেষ্টা করলে হাত ভেঙে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা +++++++++আইনশৃঙ্খলা কোনোভাবেই অবনতি হতে ...
21/09/2024

রাঙ্গামাটির পরিস্থিতি অবনতির চেষ্টা করলে হাত ভেঙে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
+++++++++
আইনশৃঙ্খলা কোনোভাবেই অবনতি হতে দেয়া যাবে না। যারা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রাঙ্গামাটিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের কাছে এ কথা বলেন তিনি।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি রিজিয়নের প্রান্তিক হলে জেলার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এ সভার আয়োজন করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে এবং এর সুষ্ঠু তদন্ত করা হবে। কোনো অবস্থায় পরিস্থিতি অবনতি করা যাবে না। যারা চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে।’

আরও পড়ুন: পাহাড়ে সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে: হাসান আরিফ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘আমরা সবাই সম্প্রীতি চাই। কোথাও যেন ছন্দপতন ঘটছে। ছন্দপতনে সবাই একটি শব্দ উচ্চারণ করেছেন, সেটি হলো ষড়যন্ত্র। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাহির থেকে ষড়যন্ত্র হচ্ছে। পেছনে কারা কলকাঠি নাড়ছে, তাদের চিহ্নিত করা হবে। এ ঘটনার তদন্ত কমিটি করা হবে, তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে। যারা অশান্ত করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে।’

সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম, সেনাবাহিনীর চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে ২৩৩ জনের মৃত্যু++++++++ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ২৩৩ জন মারা গ...
14/09/2024

ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে ২৩৩ জনের মৃত্যু
++++++++
ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ২৩৩ জন মারা গেছে। আহত হয়েছেন ৮০০ জনেরও বেশি। এছাড়া নিখোঁজ রয়েছেন ১০৩ জন।

রাজধানী হ্যানয়ে রেড নদীতে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে রাজধানীর পাশের অনেক এলাকা এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। খবর এবিসি নিউজের।
টাইফুন ইয়াগি গত শনিবার ভিয়েতনামে আঘাত হানে। এর ফলে এক সপ্তাহ ধরে দেশটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টির কারণে ভিয়েতনামের পার্বত্য উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

দেশটির লাও কাই প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার আকস্মিক বন্যায় প্রদেশটির লাং নু গ্রাম পুরো তলিয়ে গেছে।
শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস সংবাদপত্র জানায়, লাং নু থেকে ৪৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও ৩৯ জন নিখোঁজ রয়েছেন। গ্রামটিতে সড়ক যোগাযোগের ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ চালাতে ভারী সরঞ্জাম আনা অসম্ভব হয়ে পড়েছে।

প্রায় ৫০০ উদ্ধারকর্মী শনাক্তকারী কুকুর (স্নিফার ডগ) দিয়ে গ্রামটিতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনকালে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন বলেন, নিখোঁজদের সন্ধানে তারা পিছপা হবেন না।

টাইফুন ইয়াগিতে ক্ষতিগ্রস্তদের জন্য অস্ট্রেলিয়া ২০ লাখ ডলার সহায়তার অংশ হিসেবে মানবিক ত্রাণ সরবরাহ শুরু করেছে। দক্ষিণ কোরিয়াও ২০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ইউএসএআইডির মাধ্যমে ১০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ভিয়েতনামে গত কয়েক দশকে যেসব টাইফুন আঘাত হেনেছে, সেগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ইয়াগি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উষ্ণতা বাড়তে থাকায় টাইফুন ইয়াগির মতো ঝড় আরও শক্তিশালী হচ্ছে। এসব টাইফুনের প্রভাবে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।

ঢাকায় পৌঁছেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল+++++++++যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট ন...
14/09/2024

ঢাকায় পৌঁছেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল
+++++++++
যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রতিনিধি দলটি।

আর বিকালে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে ঢাকায় আসবেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিদলের এটাই প্রথম ঢাকা সফর।

ঢাকায় এসে বাংলাদেশের সঙ্গে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন।
সফরকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে।

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন, এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। লু’র সফর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব গণমাধ্যমকে বলেন, আলোচনায় শুধু একটি নয়, বিস্তৃত বিষয় থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা করা হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

লু ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন। প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। সেখানে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। সোমবার ১৬ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ডোনাল্ড লু’র।

‘শহীদি মার্চে’ লাখো ছাত্র-জনতার স্রোত++++++++++স্বৈরাচার সরকার পতনের একমাস পূর্তি উপলক্ষে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স...
05/09/2024

‘শহীদি মার্চে’ লাখো ছাত্র-জনতার স্রোত
++++++++++
স্বৈরাচার সরকার পতনের একমাস পূর্তি উপলক্ষে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ডাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু হয়েছে।

ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ওবামাসহ ৯২ নোবেলজয়ীর চিঠি+++++++++শান্তিতে নোবেলজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৯...
05/09/2024

ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ওবামাসহ ৯২ নোবেলজয়ীর চিঠি
+++++++++
শান্তিতে নোবেলজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৯২ জন নোবেল বিজয়ী এবং বিশ্বের বিভিন্ন দেশের ১০৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। এক যৌথ চিঠিতে তাকে এই অভিনন্দন জানান তারা।
বুধবার (৪ সেপ্টেম্বর) চিঠিটি বিজ্ঞাপন হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এক পৃষ্ঠাজুড়ে ছাপানো হয়েছে। যার একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
‘বাংলাদেশের জনগণ এবং বিশ্বব্যাপী শুভাকাঙ্খী নাগরিকদের উদ্দেশে’ লেখা ওই চিঠিতে বাংলাদেশের জন্য ‘আগামী মাস ও বছরে শান্তি ও সাফল্য কামনা করেছেন তারা।
ড. ইউনূস এবং অন্যান্যদের উল্লেখ করা বাংলাদেশের ‘দ্বিতীয় স্বাধীনতা’র কথা তুলে ধরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন এবং অ্যাক্টিভিস্ট জেন গুডালসহ অন্যান্য নেতারা বলেছেন, যেভাবে তরুণরা মুহাম্মদ ইউনূসকে অনুপ্রাণিত করেছে, আমরা বিশ্বাস করি, তিনিও বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল নতুন ভবিষ্যৎ নিয়ে আসতে নেতৃত্বের ভূমিকা রাখতে তাদের অনুপ্রাণিত করবেন।
বিশ্ব নেতারা চিঠিতে ‘বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতিকে’ সাধুবাদ জানিয়েছেন।

কোটা আন্দোলন: আমিরাতে আটক বাংলাদেশিদের শাস্তি মওকুফ++++++++কোটা আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় দায়ে আটক ...
04/09/2024

কোটা আন্দোলন: আমিরাতে আটক বাংলাদেশিদের শাস্তি মওকুফ
++++++++
কোটা আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় দায়ে আটক বাংলাদেশিদের শাস্তি মওকুফ করে দেশে পাঠিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ওই সময় আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশি আটক হয়েছিলেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান তাদেরকে ক্ষমা করেছেন। ওই বাংলাদেশিদেরকে শিগগিরই বাংলাদেশে পাঠানো হবে।

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গেল ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন। ওই ঘটনার পর ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
এদিকে মঙ্গলবার মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানায়, ইউএই'র অ্যাটর্নি-জেনারেল চ্যান্সেলর ড. হামাদ আল শামসি সাজা কার্যকর বন্ধ এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন।

অ্যাটর্নি জেনারেল সংযুক্ত আরব আমিরাতের সব বাসিন্দাকে সে দেশের আইনকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে, মতামত প্রকাশের অধিকার রাষ্ট্র এবং এর আইনি কাঠামো দ্বারা সুরক্ষিত।
তিনি আরও বলেন, রাষ্ট্র মতামত প্রকাশের জন্য আইনানুগ উপায় সরবরাহ করে এবং এই অধিকারটি নিশ্চিত করে, যাতে জাতি ও এর জনগণের স্বার্থের ক্ষতি হতে পারে এমন কর্মে পরিণত না হয়।

সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে প্রধান উপদেষ্টা+++অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন সচি...
04/09/2024

সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে প্রধান উপদেষ্টা
+++
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন সচিবরা। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করছেন সরকারপ্রধান।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি রাখা হয়েছে সভার আলোচ্যসূচিতে। এছাড়া দেশের সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারপ্রধান।

02/09/2024

বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজকে হাসিনা/ আমেরিকায় বসে তুমি বেশি বুইঝো না আমি দেখতেছি

02/09/2024

১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুবিধা বাতিল

সাবেক ১৮ মন্ত্রী ও ৮ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা++++++++++সাবেক ১৮ মন্ত্রী ও আট সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ...
02/09/2024

সাবেক ১৮ মন্ত্রী ও ৮ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা
++++++++++
সাবেক ১৮ মন্ত্রী ও আট সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
দেশত্যাগে যাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সাবেক প্রবাসী ও কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুল হক, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, সাবেক ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এছাড়া, সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ, কাজী নাবিল আহমেদ ও শহিদুল ইসলাম বকুল, এ কে এম সরওয়ার জাহান, শেখ আফিল উদ্দিন, মেহের আফরোজ, আবু সাঈদ আল মাহমুদ ও শেখ হেলাল উদ্দিনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

02/09/2024

বিডিআর বিদ্রোহের ঘটনার পুন:তদন্ত শিগগিরই: স্বরাষ্ট্র উপদেষ্টা

হত্যার পর লাশ পোড়ানোয় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা বিমানবন্দরে আটক+++++++++ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্য...
02/09/2024

হত্যার পর লাশ পোড়ানোয় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা বিমানবন্দরে আটক
+++++++++
ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। সোমবার বিমানবন্দর থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। গোয়েন্দা পুলিশ সূত্রে বিষয়টি জানা গেছে।

গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সোমবার (২ সেপ্টেম্বর) পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিন ছাত্র-জনতার জয় এলেও এই দিনটিতেও লাশের মিছিলে যোগ হয়েছে নতুন শহীদদের নাম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেইসব শহীদের লাশ স্তূপাকারে সরিয়েছেন নিতান্ত অবহেলায়।
গত কয়েকদিন ধরে এমনই এক দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে পুলিশের ভেস্ট পরিহিত কয়েকজনকে ভ্যানে স্তূপ করে আন্দোলনের শহীদদের মরদেহ সরিয়ে ফেলতে দেখা গেছে। ওই ভিডিও ফুটেজের নিচে অসংখ্য মানুষ কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন এটা কোথাকার ঘটনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এর উত্তরও দিয়েছেন। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, ছড়িয়ে পড়া দৃশ্যটি ধারণ করা হয় ৫ আগস্ট। ওইদিন আশুলিয়া থানার সামনে পুলিশের সদস্যরা ওই লাশগুলো সরিয়ে ফেলার কাজ করছিলেন।

Address

Airport Road
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 17:00
18:00 - 19:00
Tuesday 09:00 - 17:00
18:00 - 19:00
Wednesday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Dhakar News- ঢাকার নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhakar News- ঢাকার নিউজ:

Share