S M Dewan

S M Dewan Assalamaikum.My official Facebook (page)basically Nature world,Travel videos,World historical places and Islamic history.Thank you for staying with me.

(contract:[email protected])

📢 শেয়ার করুন 👁️সৌদিআরব ইনভেস্টর লাইসেন্স 🤔🤔সত্য কথা লুকিয়ে রাখলে অন্যরা বোকা হতে থাকবে! শুধু ইনভেস্টর লাইসেন্স ০ রিয়াল!🇧...
25/10/2025

📢 শেয়ার করুন 👁️
সৌদিআরব ইনভেস্টর লাইসেন্স 🤔🤔
সত্য কথা লুকিয়ে রাখলে অন্যরা বোকা হতে থাকবে!

শুধু ইনভেস্টর লাইসেন্স ০ রিয়াল!
🇧🇩 যদি আপনার বাংলাদেশে লাইসেন্স থাকে।
তাহলে অন্যান্য ফি মাত্র:
1775 +1265+ 1075 + 500=4150 রিয়াল।

এখন দেখি যাদের বাংলাদেশে লাইসেন্স নাই....
🇧🇩 বাংলাদেশ থেকে পুরাতন কোম্পানি কিনে রিনিউ করে
সৌদিতে লিস্টেড করা পর্যন্ত খরচ পড়ে প্রায় ৮০ হাজার টাকা।

আর সৌদিতে এসে মোট খরচ —
SBC + মুকিম + গুয়া + CR = ৪১৫০ রিয়াল। +২৫০০।
👉 সব মিলিয়ে সার্ভিস লাইসেন্স মাত্র ৬৬৫০ রিয়ালেই সম্পূর্ণ!

কিন্তু তারা কি করে জানেন?
একটা লাইসেন্সে ২,৫০০ রিয়াল প্রফিট,
মাসে ২০টা লাইসেন্স = ৫০,০০০//- রিয়াল আয়! 💰
কেউ ত এখনো একটা লাইসেন্স ৫,০০০ রিয়াল প্রফিট করে ।🤔
মাসে ২০ টা লাইসেন্স =১,০০,০০০//- রিয়াল আয়!

আগে ৬০ হাজার রিয়াল নিতো,
এখন সবাই একটু বুঝে ফেলেছে, তাই ডিসকাউন্ট দিয়ে
২৫ / ৩৫ / ৪৫ হাজারে “ডাকাতি” চালিয়ে যাচ্ছে!

প্রবাসিদের রক্ত-ঘাম ঝরানো টাকা কেউ এভাবে নিতে পারবে না! ✋
ধন্যবাদ ..ইলিয়াস ভাই কে এই চক্রের মুখোশ উন্মোচন করার জন্য। কিন্ত আপনার আরো আগে বলা দরকার ছিল।

🥘 আফগানী পোলাও রেসিপি:'(Afghani kabuli pulao)🕒 সময়:প্রস্তুতি: ৩০ মিনিটরান্না: ১ ঘণ্টা🧂 উপকরণ:🥩 মাংসের জন্য:খাসির মাংস (হ...
20/10/2025

🥘 আফগানী পোলাও রেসিপি:'(Afghani kabuli pulao)

🕒 সময়:
প্রস্তুতি: ৩০ মিনিট
রান্না: ১ ঘণ্টা

🧂 উপকরণ:

🥩 মাংসের জন্য:

খাসির মাংস (হাড়সহ) — ১ কেজি।
পেঁয়াজ কুচি — ১ কাপ।
রসুন বাটা — ১ টেবিল চামচ।
আদা বাটা — ১ টেবিল চামচ।
লবণ — পরিমাণমতো।
দারুচিনি ২ টুকরো, এলাচ ৩–৪টা, লবঙ্গ ৩টা।
পানি — ৪ কাপ (মাংস সিদ্ধ করার জন্য)।

🍚 চালের জন্য:

বাসমতি চাল — ৪ কাপ (কমপক্ষে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন)।
ঘি বা তেল — ৪ টেবিল চামচ।
লবণ — স্বাদমতো।
জাফরান বা খাবার রঙ (ঐচ্ছিক, সুন্দর রঙের জন্য)।

🥕 🌶🫜🥗🥤সাজানোর জন্য:
কুচানো গাজর — ১ কাপ
কিশমিশ — ½ কাপ
চিনি — ১ টেবিল চামচ
তেল — ২ টেবিল চামচ
বাদাম (আলমন্ড/পিস্তাচিও) — ঐচ্ছিক

👩‍🍳 রান্নার ধাপ:

🥩🍖 মাংস সিদ্ধ করা:(প্রথম)

1. কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে বাদামি করুন।
2. আদা–রসুন বাটা, গরম মসলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ) ও লবণ দিন।
3. মাংস দিয়ে নেড়ে ভালোভাবে কষান।
4. পানি ঢেলে ঢেকে দিন — মাংস নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করুন।
5. শেষে মাংস তুলে আলাদা রাখুন, ঝোল (স্টক) রেখে দিন চাল রান্নার জন্য।

🥗🍛গাজর–কিশমিশ প্রস্তুতি:(দ্বিতীয়)

1. প্যানে তেল গরম করুন।
2. গাজর ও চিনি দিন, ২ মিনিট ভাজুন।
3. কিশমিশ দিন, ফুলে উঠলে নামিয়ে নিন।

🍚 চাল রান্না:(তৃতীয়)
1. পাত্রে স্টক ঢালুন, চাল দিন (স্টকের পরিমাণ হবে চালের দ্বিগুণ)।
2. স্বাদমতো লবণ দিন।
3. চাল আধা সিদ্ধ হলে মাংসের টুকরো মিশিয়ে দিন।
4. ঢেকে কম আঁচে “দমে” রাখুন ১০–১৫ মিনিট।

🍽 শেষ ধাপ (সাজানো):

1. চাল ও মাংস রান্না হলে উপর থেকে গাজর, কিশমিশ, বাদাম ছড়িয়ে দিন।
2. চাইলে সামান্য জাফরান জল ছিটিয়ে দিন।
3. ৫ মিনিট ঢেকে রেখে পরিবেশন করুন।

সৌদিআরব কেউ কি আছেন,এখনো খাওয়া হয়নি খাবারটা???
15/10/2025

সৌদিআরব কেউ কি আছেন,এখনো খাওয়া হয়নি খাবারটা???

Address

Madina Dewan Villa, Dewan Mor, Genda, Saver
Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when S M Dewan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S M Dewan:

Share