Bangladesh Health, help magazine +88 01711 898858

Bangladesh Health, help magazine  +88 01711 898858 An international magazine where physicians and medical researchers share their experiences and views

"আজ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস"আন্তর্জাতিক গ্রামীণ নারী  দিবসটি মূলত একটি দেশের শহরের নারীদের সঙ্গে গ্রামের নারীদের ক...
15/10/2024

"আজ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস"

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসটি মূলত একটি দেশের শহরের নারীদের সঙ্গে গ্রামের নারীদের কী পরিমাণ বৈষম্য বিদ্যমান থাকে তা মনে করিয়ে দেয়। এছাড়াও গ্রামীণ নারী উন্নয়ন, তাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, নিরাপত্তা নিশ্চিত করাসহ নানা ক্ষেত্রে গ্রামীণ নারীরা কীভাবে ভূমিকা রাখতে পারবে সেসব বিষয় মনে করিয়ে দেওয়ায় এই দিবসের প্রধান লক্ষ্য। আপনি একজন গ্রামীণ নারীর দিকে তাকালেই এই বৈষম্যের ধরন বুঝতে পারবেন। গ্রামীণ নারীরা সব দিক দিয়ে পিছিয়ে। তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নন। যেখানে তাদের খাদ্যেরই অভাব সেখানে পুষ্টিকর খাবার খাওয়ার কথা চিন্তা করা এক ধরনের বিলাসিতা ছাড়া আর কিছুই নয়।

Visit our web-site: https://nahidahealthcare.blogspot.com/"আজ বিশ্ব শিক্ষক দিবস" আজ শনিবার পালিত হচ্ছে ‘বিশ্ব শিক্ষক দিব...
05/10/2024

Visit our web-site: https://nahidahealthcare.blogspot.com/

"আজ বিশ্ব শিক্ষক দিবস"

আজ শনিবার পালিত হচ্ছে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৪’। ইউনেসকো এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এত দিন গুরুত্বপূর্ণ এই দিবসটি আমাদের দেশে পালিত না হলেও গত বছর থেকে তা সরকারিভাবে পালন শুরু হয়। এ বছরও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে সরকার।
-সংগৃহীত ।

Visit our web-site: https://www.nahidahealthcare.org/"মেথির বিস্ময়কর উপকারিতা, জানলে চমকে যাবেন"*** মেথির স্বাদ তিতা থাক...
09/07/2024

Visit our web-site: https://www.nahidahealthcare.org/

"মেথির বিস্ময়কর উপকারিতা, জানলে চমকে যাবেন"

*** মেথির স্বাদ তিতা থাকে। মেথিতে রয়েছে রক্তের চিনির মাত্রা কমানোর বিস্ময়কর শক্তি। পাশাপাশি মেথি তারুণ্য ধরে রাখার বিস্ময়কর এক উপাদান। তিতা স্বাদের জন্য অনেকের কাছেই এটি একটি অপছন্দের খাবার। তবে স্বাদ যেমনই হোক এর পুষ্টিগুণ অনেক।

*** প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা এক গ্লাস পানিতে মেথি ভিজিয়ে রেখে সেই পানি পান করলে শরীরের রোগ-জীবাণু মরে। বিশেষত কৃমি মরে। রক্তের চিনির মাত্রা কমে। রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমে যায়। ডায়াবেটিসের রোগী থেকে শুরু করে হৃদ্রোগের রোগী পর্যন্ত সবাইকে তাদের খাবারে মেথি রাখার পরামর্শ দেওয়া হয়। মেথির গুণাগুণ দেখলে একে অন্যতম সুপারফুড বলা চলে।

** ১. মেথিতে আছে প্রাকৃতিক তন্তু, যা ওজন কমাতে বেশ কার্যকর। দিনে দুই-তিনবার মেথি চিবাতে থাকলে বেশি না খেলেও পেট ভরা মনে হবে। যারা ওজন কমাতে চান, তারা মেথি কাজে লাগাতে পারেন।

** ২. নিয়মিত মেথি খেলে সর্দিকাশি কমে যায়। লেবু ও মধুর সঙ্গে এক চা-চামচ মেথি মিশিয়ে খেলে জ্বর পালাবে। মেথিতে মিউকিল্যাগ নামের একটি উপাদান আছে, যা গলাব্যথা সারাতে পারে। অল্প পানিতে মেথি সেদ্ধ করে সেই পানি দিয়ে গড়গড়া করলে গলার সংক্রমণ দূর হয়।

** ৩. চুল পড়া ঠেকাতে মেথি খেলে উপকার পাওয়া যায়। মেথি সেদ্ধ করে সারা রাত রেখে তার সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিয়মিত মাথায় মাখলে চুল পড়া কমে।

** ৪. অন্ত্রের নড়াচড়া বৃদ্ধি করে মেথি। যাদের পেট জ্বালা বা হজমে সমস্যা আছে, তারা নিয়মিত মেথি খেতে পারেন। এতে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করে। মেথি ঝরানো পানি খেলেও হজমের সমস্যা দূর হবে। এমনকি পেপটিক আলসার সারিয়ে তুলতেও সাহায্য করে।

** ৫. রক্তে চিনির মাত্রা কমানোর অসাধারণ এক শক্তি থাকায় ডায়াবেটিস রোগের জন্য খুব ভালো এই মেথি।

** ৬. নিয়মিত মেথি খেলে পেটে কৃমি হয় না। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

** ৭. মেথি আয়রনসমৃদ্ধ হওয়ায় রক্তস্বল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া রোগের পথ্য হিসেবে কাজ করতে পারে।

** ৮. মাতৃদুগ্ধ বাড়াতে ওষুধের বিকল্প হলো মেথি। সদ্য মা হওয়া নারীর জন্য মেথি উপকারী।

** ৯. ক্যানসার প্রতিরোধে কাজ করে মেথি, বিশেষ করে স্তন ও কোলন ক্যানসার প্রতিরোধের জন্য মেথি কার্যকর। মেনোপজ হলে নারীর শরীরে নানা ধরনের পরিবর্তন আসে। হরমোনের এই পরিবর্তনের কালে মেথি ভালো একটি পথ্য।

** ১০. মেথি পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে দিতে সক্ষম। - সংগৃহীত

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস । আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন ও শ্রম অধিকার আদায়ের এ দিনটি বছরের পর বছর ধরে বিশ্বব্যাপী ...
30/04/2024

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস । আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন ও শ্রম অধিকার আদায়ের এ দিনটি বছরের পর বছর ধরে বিশ্বব্যাপী যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে । শ্রমিকদের অধিকার ও দাবির প্রতি সম্মান দেখিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ও মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মে দিবস পালিত হয়। মে দিবস পালনই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হোক, শ্রমিকদের অধিকার আদায় ও নিরাপত্তা।

Visit our web-site: https://www.nahidahealthcare.org/"গরমে ত্বককে ব্রণমুক্ত রাখবে যেসব খাবার"*** গরমের দিন এলেই ব্রণের স...
27/04/2024

Visit our web-site: https://www.nahidahealthcare.org/

"গরমে ত্বককে ব্রণমুক্ত রাখবে যেসব খাবার"

*** গরমের দিন এলেই ব্রণের সমস্যা জেঁকে বসে। মূলত দেহে পানির অভাব, ঘাম, দূষণ আর তৈলাক্ত ত্বকের কারণে এ সমস্যা বাড়ে। এছাড়া বয়স, হরমোনের ভারসাম্যহীনতা ও খাদ্যাভ্যাসের জন্যও এটি হয়ে থাকে। তাই এই গরমে ত্বক ব্রণমুক্ত রাখতে খেতে পারেন এই খাবারগুলো -

*** ভিটামিন সি সমৃদ্ধ খাবার :- দেহে ভিটামিন সি’র ঘাটতি থাকলে ত্বকের প্রদাহ বাড়ে। ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে কোলাজেন গঠনে সাহায্য করে। গরমে দেহে ভিটামিন সি’র ঘাটতি পূরণ করতে পেয়ারা, লেবুর রস খেতে পারেন।

*** ফাইবার সমৃদ্ধ খাবার :- রোজ সকালের খাবারে ৩০ গ্রাম ফাইবার থাকলে ব্রণর সমস্যা কমবে। আপেল, বিনস, গাজর, ওটস, কিনোয়া, ডালিয়ার মতো খাবারে সহজেই ফাইবার পেয়ে যাবেন।

*** কাবলি ছোলার সালাদ :- সাধারণত কাবলি ছোলা খাওয়া হয় দেহে প্রোটিনের ঘাটতি পূরণ করতে। কিন্তু এই খাবারের গ্লাইসেমিক সূচক কম এবং দেহের পিএইচ স্তরের ভারসাম্য রক্ষা করে। ত্বকের সিবাম উৎপাদনকে নিয়ন্ত্রণে রাখে এটি। কাবলি ছোলা সেদ্ধ করে শসা, পেঁয়াজ ও টমেটো দিয়ে সালাদ বানিয়ে খেতে পারেন। টমেটোর মধ্যে লাইকোপেন, ভিটামিন এ, সি ও কে রয়েছে, যা ব্রণের হাত থেকে মুক্তি দেবে।

*** কুমড়ার দানা :- বিকেলের স্ন্যাকসে রাখতে পারেন কুমড়ার দানাকে। এই খাবারের মধ্যে নিয়াসিন, বিটা-ক্যারোটিন, রিবোফ্ল্যাভিন, বি৬ ও ফলেত রয়েছে যা ত্বকে রক্তসঞ্চালন উন্নত করে এবং ব্রণের হাত থেকে মুক্তি দেবে। এছাড়াও কুমড়ার দানা অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক ও ফাইবারে পরিপূর্ণ।

*** টক দই :- টক দই ত্বকে মাখলে যেমন একাধিক সমস্যা থেকে রেহাই মেলে, তেমনই খেলেও ব্রণের সমস্যা কমে। টক দই ব্রণের প্রদাহ কমাতে সহায়ক। টক দইয়ের পাশাপাশি আপনি প্ল্যান্ট-বেসড মিল্ক অর্থাৎ আমন্ড মিল্ক বা সোয়া মিল্ক, তোফু ইত্যাদি খেতে পারেন।

*** পানি ছাড়া গতি নেই :- এই গরমে শরীর ও ত্বকের আর্দ্রতা বজায় রাখতে হলে পানিই খেতে হবে। পানি ত্বককে টক্সিন ও ব্যাকটেরিয়ার হাত থেকে সুরক্ষিত রাখে। এই গরমে যত বেশি পানি খাবেন, ব্রণের হাত থেকে মুক্তি মিলবে।- সংগৃহীত

Visit our web-site: https://www.nahidahealthcare.org/"তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় করণীয়"*** তীব্র তাপদাহে পুড...
23/04/2024

Visit our web-site: https://www.nahidahealthcare.org/

"তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় করণীয়"

*** তীব্র তাপদাহে পুড়ছে দেশ। রাজধানীসহ সারাদেশে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রোদ এবং গরমের তীব্রতার সঙ্গে বাড়ছে মানুষের বিভিন্ন রোগ এবং স্বাস্থ্য ঝুঁকি।

*** প্রচণ্ড গরমে যেসব অসুখ দেখা তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়রিয়া, পেটের পীড়া, জ্বর-ঠাণ্ডা-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা ও হিটস্ট্রোক। তীব্র গরমের কারণে সব থেকে বেশি ঝুঁকিতে থাকেন অসুস্থ, বয়স্ক ও শিশুরা। তীব্র গরমে কি কি সমস্যা হতে পারে এবং করণীয় কি।

*** ১। পানিশূন্যতা :- এই গরমে সব থেকে বেশি যে সমস্যা হয় সেটা হলো পানিশূন্যতা। এই গরমে পানিশূন্যতা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় পানি বা তরল খাবার খেতে হবে, সেই সাথে বাইরে গেলে অবশ্যই ছাতা এবং পানির বোতল সঙ্গে রাখতে হবে।

*** ২। মানসিক স্বাস্থ্যের ঝুঁকি :- তীব্র গরমে অনেকের শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যা দেখা দেয়।গরমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে প্রয়োজনীয় ঘুম দরকার। অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগ নেয়া যাবেনা।

***৩। হিটস্ট্রোক :- সাধারণত অতিরিক্ত রোদে থাকার কারণে হিটস্ট্রোক হয়ে থাকে।বয়স্কব্যক্তি, শিশু, যারা কায়িক শ্রম করেন, হৃদরোগী এবং ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তি, ক্রীড়াদিবদের সাধারণত হিটস্ট্রোকের ঝুকি বেশি থাকে।

*** হিটস্ট্রোকের লক্ষণগুলো :- শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়, দ্রুত হ্রদস্পন্দন এবং দ্রুত শ্বাস-প্রশ্বাস, বিভ্রান্তি এমনকি খিচুনিও হতে পারে, এলোমেলো আচরণ, তীব্র মাথা ব্যথা, বমি বমি ভাব, মাংসপেশী ক্রাম্প বা দুর্বলতা, ত্বকে ফুসকুড়ি, অতিরিক্ত ঘাম/ ঘাম না হওয়া, অবচেতন হয়ে যাওয়া।।

*** করণীয় :- দ্রুত অপেক্ষাকৃত ঠাণ্ডা জায়গাতে আক্রান্ত ব্যক্তিকে সরিয়ে নিতে হবে, চোখে, মুখে এবং ঘাড়ে পানি দিতে হবে তবে গোসল করানো গেলে ভাল হয়, প্রচুর পরিমাণ পানি পান করাতে হবে, ফ্যান/ এসির নিচে রাখলে ভালো হয়, অবস্থার উন্নতি না হলে সময় নষ্ট না করে হাসপাতালে নিতে হবে।

*** ৪। চর্মরোগ :- অতিরিক্ত গরমে যাদের ঘাম বেশি হয় তাদের শরীরে চর্মরোগ দেখা দেয়া, যেমন- ঘামাচি/ ছত্রাক সংক্রমণ।ঘামাচি থেকে রক্ষা পেতে ঘামে ভেজা জামাকাপড় পরেরদিন না ধুয়ে পরা উচিৎ না।

*** ৫। ডায়রিয়া/বদহজম :- অতিরিক্ত গরমে অনেকের হজমে সমস্যা দেখা দেয়। তাই পচা-বাসি খাবার, রাস্তাঘাটের খোলা খাবার, লেবুর শরবৎ, আখের রস এসব না খাওয়াই ভালো এবং ফ্রিজের খাবার খাওয়ার আগে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। ডায়রিয়া হলে প্রচুর পরিমাণ পানি, স্যালাইন ও ডাবের পানি খেতে হবে।-সংগৃহীত

Visit our blog-site: https://nahidahealthcare.blogspot.com/"যেসব অভ্যাসে কম খেয়েও বাড়ে ওজন!"*** আমরা অনেকেই আছি যাদের অন...
14/03/2024

Visit our blog-site: https://nahidahealthcare.blogspot.com/

"যেসব অভ্যাসে কম খেয়েও বাড়ে ওজন!"

*** আমরা অনেকেই আছি যাদের অনেকদিন ধরে চেষ্টার পরও ওজন কমছে না। পছন্দের খাবার বাদ দেওয়ার পরও যেন কিছুতেই কমছে না কোমরের মাপ। এমনকি সারাদিন জিমে পড়ে থেকেও পরিবর্তন পান না অনেকেই। এসবের মূলে রয়েছে কিছু অভ্যাস যা বাদ না দিলে ওজন ঝরবে না ।

*** সেরকম কিছু অভ্যাস সম্পর্কে জেনে নিন :-

*** কম ঘুমানোর অভ্যাস :- ঘুম কম হলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়। যার ফলে অসময়ে ক্ষুধা লাগার প্রবণতা বাড়তে পারে। ফলে ঘনঘন খেতে ইচ্ছা করে, যেটার জন্য ওজন বাড়তে পারে। তাই ঘুমের অনিয়ম করা যাবে না।

*** ‘স্ট্রেস ইটিং’-এর প্রভাব :- স্ট্রেস ইটিং বলতে আমরা বুঝি মূলত মন খারাপ থাকা অবস্থায় মন ভালো করার জন্য যখন যা ইচ্ছা খেয়ে ফেলা। এতে করে ওজন বেড়ে যেতে পারে। তাই মন ভালো করার জন্য যখন তখন যা ইচ্ছা তা খাওয়া যাবে না।

*** দীর্ঘ সময় খালি পেটে থাকা :- অনেকেই মনে করেন না খেয়ে খেয়ে থাকলেই ওজন ঝরবে। এটি ভ্রান্ত ধারণা। বরং দীর্ঘ সময় না খেয়ে থাকলে বিপাকহার কমে যায়। সেজন্য দীর্ঘ সময়ের জন্য না খেয়ে থেকে সময় মতো অল্প অল্প করে হলেও কিছু খেতে হবে।

*** সকালে নাস্তা না করা :- অনেকেই আছেন ওজন ঝরাতে রাতের খাবার আটটার মাঝে খেয়ে ফেলেন এবং এরপর পরদিন দুপুরের আগে আর কিছু খান না। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার জন্য ওজন ঝরবে এই ভাবনা ভুল।

*** উল্টো ওজন বাড়তেও পারে। সকালের নাস্তার উপরই নির্ভর করে সারাদিন শরীরের অবস্থা কেমন যাবে। পুষ্টিবিদরা বলেন, ওজন কমানোর প্রথম ধাপ হিসেবে সকালে নাস্তা ভালো করে করা জরুরী।- সংগৃহীত

Visit our blog-site: https://nahidahealthcare.blogspot.com/"শুষ্ক ও খসখসে ত্বক কিডনি সংক্রমণের উপসর্গ!"*** অনেকের মতে, শ...
05/02/2024

Visit our blog-site: https://nahidahealthcare.blogspot.com/

"শুষ্ক ও খসখসে ত্বক কিডনি সংক্রমণের উপসর্গ!"

*** অনেকের মতে, শরীরের হাল বোঝা যায় ত্বক দেখেই। অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাওয়াদাওয়া, পানি কম পান করা- এমন কিছু কারণে কিডনিতে সংক্রমণ হতে পারে।

*** মানবদেহের অন্যতম অঙ্গ কিডনি। দেহের বর্জ্য পদার্থ পরিশুদ্ধ করার পাশাপাশি, শরীরে খনিজ লবণের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। কিডনিতে কোনো সমস্যা হলে, তা ধরা পড়তে অনেকটা সময় নেয়। অনেক সময়ে এমন হয়েছে, একটি কিডনি বিকল হয়ে গেলেও কাজ চলতে থাকে অন্যটি দিয়ে। ফলে ক্ষতি সম্পর্কে আগে থেকে আঁচ পাওয়া যায় না।

*** কিডনির প্রায় ৮০-৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে সে সম্পর্কে সচেতন হন না অনেকেই। চিকিৎসকদের মতে, কিডনিতে পাথর বা অন্য কোনো সমস্যা তৈরি হয়েছে কি না, বাইরে থেকে সব সময়ে তা বোঝা যায় না। তবে কিডনি রোগের কিছু লক্ষণ ফুটে উঠতে পারে ত্বকে। ত্বকের কোন লক্ষণগুলো দেখে বুঝবেন আপনি কিডনির সমস্যায় আক্রান্ত?

***১) বাতাসে অত্যধিক আর্দ্রতা শুষ্ক ত্বকের একমাত্র কারণ নয়। শুষ্ক এবং রুক্ষ ত্বক কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। কিডনি সঠিক ভাবে কাজ না করার ফলে ত্বকের ঘর্মগ্রন্থি বন্ধ হয়ে যেতে পারে। ফলে টক্সিন জমে থেকে ত্বক শুকিয়ে যায়। তাই হঠাৎ যদি ত্বক শুষ্ক ও খসখসে দেখায় তা হলেও সতর্ক হোন।

***২) ত্বকের অতিরিক্ত দাগছোপ কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। কিডনি ঠিকভাবে কাজ না করলে, রক্ত পরিষ্কার হয় না। সঠিকভাবে রক্ত পরিস্রুত না হলে, ত্বকে দাগছোপের পরিমাণ বাড়তে থাকে।

***৩) কিডনির সমস্যা থাকলে ত্বকে ফুসকুড়ি, র‌্যাশ, চুলকানির মতো সমস্যা হতে পারে। ত্বকে এমন কিছু উপসর্গ দেখা দিলে ফেলে না রেখে দ্রুত কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

***৪) কিডনিতে সংক্রমণ হলে রক্ত ঠিকমতো পরিশ্রুত হয় না, এর ফলে রক্তে টক্সিন জমে ত্বকের রং বদলে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে ত্বক হলদেটে দেখায়, কারো ক্ষেত্রে আবার ত্বক কালচে দেখায়। চামড়ার উপর হলদেটে মাংসল পিণ্ডও চোখে পড়ে অনেক সময়ে।-সংগৃহীত

Visit our blog-site: https://nahidahealthcare.blogspot.com/"দ্রুত হাঁটবেন না অনেক দূর পর্যন্ত হাঁটবেন?"*** শরীর ফিট রাখত...
31/01/2024

Visit our blog-site: https://nahidahealthcare.blogspot.com/

"দ্রুত হাঁটবেন না অনেক দূর পর্যন্ত হাঁটবেন?"

*** শরীর ফিট রাখতে অনেকেই হাঁটাহাঁটি করেন। কিন্তু একেকজনের হাঁটার গতি একেকরকম।বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত হাঁটবেন না অনেক দূর পর্যন্ত হাঁটবেন সেটা ব্যাপার নয়। বরং কতটা ক্যালোরি ঝরাতে চান সেটাই কথা। সেই অনুযাযী ধীরে বা জোরে হাঁটতে পারেন। ধরা যাক, ১৫ মিনিটে আপনি ৩ কিলোমিটার পথ অতিক্রম করলেন। এর জন্য অনেকটাই দ্রুত হাঁটতে হবে। দ্রুত হাঁটার জন্য আপনার ক্যালোরি বেশি ঝরবে। কিন্তু ১৫ মিনিট ধীরে সুস্থে হাঁটলে ততটা ক্যালোরি খরচ হবে না।

*** ঠিক অতটাই ক্যালোরি ঝরাতে হলে এর থেকে বেশি সময় অর্থাৎ অন্তত ৩০ মিনিট হাঁটতে হবে। তাই দ্রুত হাঁটলেও কম সময় হেঁটে যা লাভ, ধীরে সুস্থে বেশিক্ষণ ধরে হেঁটেও একই উপকার। ধীরে হাঁটলে বেশ কিছু উপকারিতা রয়েছে। এর মধ্যে অন্যতম হল হাঁটার ক্ষমতা বাড়ে। বেশি সময় ধরে অনেকটা পথ হাঁটলে পায়ের পেশি বেশি সময় ধরে সচল থাকে। যা হাঁটার শক্তি বাড়ায়। পাশাপাশি অতিরিক্ত ওজন হলে আস্তে অনেকটা পথ হাঁটাই ভালো। দ্রুত হাঁটলে অস্থিসন্ধির উপর চাপ পড়ে।

*** হাঁটার উপকারিতা :- শীতকালে কার্ডিয়োভাসকুলার রোগের ঝুঁকি বেড়ে যায়। এই হার কমাতে সাহায্য করে হাঁটাহাঁটির অভ্যাস। নিয়মিত হাঁটলে হৃদরোগের আশঙ্কাও কমে যায়। ওজন কমাতেও সাহায্য করে হাঁটাহাঁটি।
ওজন কমানোর পাশাপাশি বিপাকের হার ঠিক রাখে হাঁটাহাঁটির অভ্যাস।
পাশাপাশি সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এই অভ্যাস। সুস্থ থাকতে বিশেষজ্ঞরা দিনে অন্তত ৩০ মিনিট মাঝারি শ্রমের ব্যায়ামের পরামর্শ দিয়েছেন। হালকা ব্যায়াম করলে এই সময়টা বাড়িয়ে ১ ঘন্টা করা উচিত বলেই মেনে করেন তারা।- সংগৃহীত

Visit our-website: www.nahidahealthcare.orgVisit our facebook-page:  https://www.facebook.com/Nahida.Hcare "শিমের পুষ্টি...
20/01/2024

Visit our-website: www.nahidahealthcare.org
Visit our facebook-page: https://www.facebook.com/Nahida.Hcare

"শিমের পুষ্টিগুণ "

*** শীতকালীন সবজির মধ্যে শিম অন্যতম। এটি ভর্তা, ভাজি, রান্না সবভাবেই খাওয়া যায়। এই সবজির বেশ কয়েকটি বিশেষ উপকারিতা আছে। যেমন-

*** অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ :- অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জনর বিশেষভাবে দরকারী। এটি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে দেয়। শিমের মধ্যে রয়েছে এই বিশেষ গুণ আছে।

*** পেট ভালো রাখে :- শিম ফাইবারে ভরপুর একটি সবজি । ফাইবার পেট ভালো রাখতে সহায়তা করে।

*** ওজন কমায় :- শিমে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরা রাখতে ভূমিকা রাখে। এর ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে।

*** মেজাজ ভালো রাখে :- শিমের অন্যতম বিশেষ একটি উপাদান হল কপার‌। ডোপামিন ক্ষরণের মূল উপাদান এটি। ফলে মুড ঠিক থাকে। স্ট্রেসের সমস্যাও কমে।

*** হাড়ের স্বাস্থ্য :- হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে এই বিশেষ সবজিটি‌।‌ শীতকালীন এই সবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ও ফসফরাস রয়েছে। এই দুই উপাদান হাড়ের যত্ন নেয়।

*** ফুসফুসের সমস্যা কমায় :- ফুসফুসের জটিল রোগ ঠেকাতে সাহায্য করে শিমের গুণ‌‌। শিমের মধ্যে সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ও জিঙ্ক রয়েছে। এই উপাদানগুলি ফুসফুস ভালো রাখে।

*** হৃৎপিণ্ড ভালো রাখে :- শিমের মধ্যে ভিটামিন বি১ রয়েছে। এটি অ্যাসিটাইলকোলিন তৈরি করে। এই উৎসেচক হৃৎপিণ্ডের যত্ন নেয়।

*** রক্তের কোলেস্টেরল কমায় :- রক্তের কোলেস্টেরল হৃৎপিণ্ডের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। শিমে থাকা ডায়েটারি ফাইবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে। -সংগৃহীত

Visit our-website: www.nahidahealthcare.orgVisit our facebook-page:  https://www.facebook.com/Nahida.Hcare "কেন খাবেন ভে...
13/01/2024

Visit our-website: www.nahidahealthcare.org
Visit our facebook-page: https://www.facebook.com/Nahida.Hcare

"কেন খাবেন ভেজানো ছোলা"

*** ছোলা খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটা সবারই জানা। তবে অনেকের হয়তো জানা নেই, খালি পেটে ছোলা ভিজিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য আরোও ভালো। কারণ ভেজানো ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, সোডিয়ামের মতো পুষ্টিগুণ রয়েছে। যদি আপনি রোজ খালি পেটে ভেজানো ছোলা খান, তাহলে শরীর সুস্থ থাকবে, ত্বকও ভালো থাকবে। এছাড়াও প্রতিদিন ভেজানো ছোলা খেলে যেসব উপকারিতা পওয়া যায়-

*** হজমশক্তি বাড়ে :- যদি আপনার হজমশক্তি কম থাকে বা কোনও খাবার খেলে সঠিকভাবে হজম করতে না পারেন তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় ভেজানো ছোলা রাখুন। এটি খেলে হজমশক্তি বাড়বে। এর কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাছাড়া পেটের ভেতর থাকা টক্সিন বের করে দেয়। হজমের যেকোনও সমস্যা থেকে মুক্তি দেয় ভেজানো ছোলা।

*** হৃৎপিণ্ড ভালো রাখতে :- হৃৎপিণ্ড ভালো রাখতে রোজ ভেজানো ছোলা খেতে পারেন। ছোলায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে। এটি আপনার হৃদরোগের যেকোনোও ঝুঁকি কমাতে পারে। শুধু তাই নয়, ভেজানো ছোলা খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমবে। সেই সঙ্গে হৃদরোগের ঝুঁকিও কমবে।

*** ওজন কমাতে সাহায্য করে :- ভেজানো ছোলা ওজন কমাতে সাহায্য করে। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি খেলে আপনার বেশি খিদে পাবে না, আর খিদে না পাওয়ার জন্য আপনাকে তেমন পরিমাণে খেতেও হবে না। যে কারণে ওজন নিয়ন্ত্রণে থাকবে।

*** চুল সুন্দর থাকবে :- ভেজানো ছোলা খেলে চুল আরও উজ্জ্বল, ঘন হবে। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে। তাছাড়াও এতে থাকা ফাইবার, প্রোটিন চুল সুন্দর রাখতে ভূমিকা রাখে।

*** রক্তে শর্করা নিয়ন্ত্রণ :- রোজ পানিতে ভেজানো ছোলা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। সেই সঙ্গে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমবে। - সংগৃহীত

Visit our-website: www.nahidahealthcare.orgVisit our facebook-page:  https://www.facebook.com/Nahida.Hcare "ঘুমানোর আগে ...
11/01/2024

Visit our-website: www.nahidahealthcare.org
Visit our facebook-page: https://www.facebook.com/Nahida.Hcare

"ঘুমানোর আগে কোন খাবার খেলে ওজন বাড়ে"

*** শরীর সুস্থ থাকার মূল চাবিকাঠি হল সঠিক ঘুম। যদি ঘুম ঠিকঠাক না হয় তাহলে মেজাজ হয় খিটখিটে। কাজেও মন বসে না। এ কারণে রাতে যাতে সঠিকভাবে ঘুম হয় সেজন্য আমাদের অনেক কিছু মেনে চলতে হয়। এমন অনেকেই রয়েছেন যারা অনেকক্ষণ ধরে রাতে পড়াশোনা করেন আবার অনেকে অফিসের কাজ করেন। রাত জাগলে অনেকসময় খিদে পায়। আবার অনেকে আছেন যারা অনেক তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেন। কিন্তু রাতে শুতে যাওয়ার আগে তাদের মাঝেমধ্যে খিদে পায়। তখন তারা টুকটাক জিনিস খেতেই থাকেন। এতে শরীরের ক্ষতি হয়, ওজন বাড়ারও আশঙ্কা থাকে।

*** ফ্রেঞ্চ ফ্রাই :- রাতে ঘুমানোর আগে ফ্রেঞ্চ ফ্রাই খাবেন না। এগুলিতে প্রচুর ফ্যাট থাকে। এগুলি খেলে পরিপাকতন্ত্রের বিশেষ ক্ষতি হয় ও হজমেরও নানান সমস্যা হয়। এটি তেলে ভাজা, তাই সেক্ষেত্রে আপনার ওজনও বাড়বে।

*** চিজ বার্গার:- রাতে ঘুমাবার আগে ভুলেও কখনোও চিজ বার্গার খাবেন না। যেহেতু চিজ থাকে সেহেতু এটি খেলে এমনিতেই ওজন বাড়ার শঙ্কা তৈরি হয়। রাতে ঘুমাবার আগে এসব খাবার হজম হয় না।

*** টক ফল :- ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তবে রাতে ঘুমাবার আগে কোনও ফলই খাওয়া ভালো নয়। বিশেষ করে টক জাতীয় ফল একদমই খাবেন না। এতে হজমের সমস্যা হবে, ওজন বাড়তে থাকবে।

*** এনার্জি ড্রিংকস :- রাতে ঘুমাবার আগে কখনোও এনার্জি ড্রিংকস খাবেন না, এতে প্রচুর পরিমাণে চিনি থাকে। এটি খেলে আপনার ডায়াবেটিসের মাত্রা বাড়বে। এমনকি রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে না। চিনি থাকার কারণে আপনার ওজনও বাড়বে, এমনকি হৃদরোগের ঝুঁকি বাড়তে থাকবে।

*** অ্যালকোহল :- রাতে ঘুমাবার আগে কখনোই অ্যালকোহল পান করবেন না। এতে ঘুমের ব্যাঘাত ঘটবে, লিভারের সমস্যা হতে পারে। এমনকি কিডনির সমস্যা হতে পারে।

*** কফি :- কফিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। তাই কফি খেলে রাতে ঘুম ভালো হবে না। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ বাড়তে পারে। তাই আগেই সাবধান হোন। যেহেতু কফি চিনি দিয়ে খাওয়া হয় সেহেতু ওজন বাড়তে থাকে। চিনি ছাড়া কফি খেতে পারেন, তাও রাতে ঘুমানোর আগে একদমই খাওয়া ঠিক নয়।-সংগৃহীত

Address

Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 04:00
Sunday 09:00 - 04:00

Telephone

+8801711898858

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Health, help magazine +88 01711 898858 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Health, help magazine +88 01711 898858:

Share

Category