
10/07/2025
তোমার আছে এক পৃথিবীর অভিযোগ
নিরবে শুনে যাওয়ার আমার আছে ভয়ানক রোগ।
অভিযোগ ছাড়া কি মানুষ হয়
এই ব্যস্ত শহরে নিঃসঙ্গতার অন্ধকারে
ফুটপাতের কোনো চায়ের দোকানে চাপা পড়ে।
আমার অভিযোগ।
মোহিদ নজরুল