Mohid Nazrul - মোহিদ নজরুল

Mohid Nazrul - মোহিদ নজরুল সবকিছু ঠিক হয়ে গেছে
মাঝখানে হারিয়ে গেছে শৈশব
কতগুলো বছর, কতগুলো দিন

তোমার আছে এক পৃথিবীর অভিযোগ নিরবে শুনে যাওয়ার আমার আছে ভয়ানক রোগ। অভিযোগ ছাড়া কি মানুষ হয় এই ব্যস্ত শহরে নিঃসঙ্গতার ...
10/07/2025

তোমার আছে এক পৃথিবীর অভিযোগ
নিরবে শুনে যাওয়ার আমার আছে ভয়ানক রোগ।
অভিযোগ ছাড়া কি মানুষ হয়
এই ব্যস্ত শহরে নিঃসঙ্গতার অন্ধকারে
ফুটপাতের কোনো চায়ের দোকানে চাপা পড়ে।
আমার অভিযোগ।

মোহিদ নজরুল

23/06/2025

বুকের ভিতর বসন্ত
মোহিদ নজরুল

তার চোখের দিকে তাকিয়ে
ফিরে আসার গল্পটা লিখতে পারিনি
অনেকটা সময় পার হয়েছে,
বারবার তাকিয়েছি। ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছিলো
পৃথিবী আবিষ্কারের রহস্য,
লুকোনো গুপ্তধন।

কেউ এসে ও চোখে তাকানোর আগেই...
বুকের ভিতর লিখে নিলাম কবিতা।
তারপর কাব্যগ্রন্থ।

এখন সে আমার অর্ধাঙ্গিনী, বুকের ভিতর বসন্ত।

২৩শে জুন ২০২৫

সুখ আসলে কী?বিখ্যাত এক তুর্কি কবি তার বিখ্যাত চিত্রশিল্পী বন্ধুকে অনুরোধ করেন, সুখ কী তা যেন এঁকে দেখান। তিনি এই ছবিটা আ...
20/06/2025

সুখ আসলে কী?

বিখ্যাত এক তুর্কি কবি তার বিখ্যাত চিত্রশিল্পী বন্ধুকে অনুরোধ করেন, সুখ কী তা যেন এঁকে দেখান। তিনি এই ছবিটা আঁকেন।

একটা ভাঙা খাটের ছোট বিছানায় শান্তিতে ঘুমাচ্ছে একটি বড়ো পরিবার। খাটের একটা পায়া নাই, সেখানে দুটি ইট রাখা। জরাজীর্ণ বাড়ির ছাদের ফুটো থেকে পানি পড়ছে, ওখানে তাই ছাতা রাখা। বাড়ির কুকুরটিও বিছানায় শান্তিতে ঘুমায়। কপাট বিহীন জানালায় পাখি বসেছে। মুরগি শেয়ালে নেবারও দুর্ভাবনা নেই।

ছবিটা দেখার পর মনে হলো, সুখ মানে সমস্যা না থাকা নয়, কষ্টের পরিস্থিতিকে স্বাচ্ছন্দ্যে মেনে নেওয়ার মধ্যেই সুখ। যা আছে তা নিয়েই খুশি থাকি, শান্তিতে ঘুমায়।

Collected

কেন যে তোমাকে পাইনি সে প্রশ্ন ঈশ্বরকে করতে সাহস হয়নি । ঈশ্বর হয়তো কপালে লিখেছে অপ্রাপ্তির পাওয়াতেই তুমি থাকবে। মোহিদ ...
05/06/2025

কেন যে তোমাকে পাইনি
সে প্রশ্ন ঈশ্বরকে করতে সাহস হয়নি ।
ঈশ্বর হয়তো কপালে লিখেছে
অপ্রাপ্তির পাওয়াতেই তুমি থাকবে।

মোহিদ নজরুল

27/05/2025

তারেই আমি ভালবাসি
মোহিদ নজরুল

আচমকা একদা একটা তুফান এলো
গুড়িয়ে দিল সব -
চারদিকে অন্ধকার , নিকশ কালো মেঘ -
যেন রাক্ষসীর ছায়া - সাথে ভয়ঙ্কর কলরব l

চুরি হয়ে গেলো হৃদয় টা , বজ্র হোল দু চোখে
সমদ্রে ঘর বাধল কে ? আমার চোখের জলে -
আমাকে পুড়িয়ে কার মুখে এত অট্ট হাসি
- আমাকে পুড়িয়ে কে হোল রাক্ষসী l

তারেই আমার চাই , তারেই আমি ভালবাসি -

২৭ -৫- ২০১৮

15/05/2025

ওহে জীবন
তোমার কাছে প্রচুর অভিযোগ আছে, কিন্তু
তুমি যা দিয়েছো আমাকে, বহুজনের ভাগ্যে সেটাও জুটে না।"

🙂 মির্জা_গালিব।

03/05/2025

নিলাদ্রি
মোহিদ নজরুল

ভালোবাসা ব্যাপার টা , আমার মধ্য নেই -
না এই শব্দটার মানে বুঝেছি - না ভাবনাতে এসেছে ,
তবে কেন যেন বারবার ছুটে যেতে ইচ্ছে করছিল -
একটুকরো টান ছিল অনুভবে -
কাছে পাবার তীব্র আগ্রহ ছিল -
যা মরেছিল লজ্জা ভয় আর সঙ্কটে l

প্রথমে তো ভেবেই নিয়েছি -
তুমি বেড়ে ওঠা বয়সের এক অভিনব টান -
তুমি প্রতিভাকে বিকশিত করার এক বান -

সমাজ তার দৃষ্টি ভঙ্গিতে ইঙ্গিত দিল -
তুমি প্রেমে পড়েছ , তাই শুনে দ্বিধা দ্বন্দ্বতায় পুরো আকাশ
কেউ বলল এটাই ভালোবাসা -
আমি শিকার করতে বাধ্য নয় - এটা ভালোবাসা !
বার বার চোখের স্পর্শ , শব্দের অনুভূতি - আর তার নিরবতা -
ভিতরে বলছে সব মায়া , ভালোবাসার চেয়ে বেশি কিছু -
ভালোবাসা তো পড়া শেষ করা একটা উপন্যাস !
মায়া শব্দটা কোন বাচাল ছেলের বিরক্তি কর কথা - যা কখনো শেষ হয় না l

ভালোবাসা আর মায়া দূর সমুদ্রের শব্দ ,
ভালোবাসা সময়ের কথা বলে -
মায়া সে অবিনশ্বর - কখন জেগে ওঠে কে জানে !!

৩-৫-২০১৯

এখনো মনে হয় নিজের মত করে জানালা টা খুলে মস্ত আকাশ টাই দেখা হয়নি l Mohid Nazrul
29/04/2025

এখনো মনে হয় নিজের মত করে জানালা টা খুলে মস্ত আকাশ টাই দেখা হয়নি l

Mohid Nazrul

যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ
27/04/2025

যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ

আশার প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। মানুষ আশায় বাঁচে। সব কিছুরই একটা সময় নির্ধারণ করা থাকে । তারপর এমনিতেই নিভে যায়। মহা...
26/04/2025

আশার প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। মানুষ আশায় বাঁচে। সব কিছুরই একটা সময় নির্ধারণ করা থাকে । তারপর এমনিতেই নিভে যায়। মহাকাল পর্যন্ত কোন প্রদীপ জ্বলবে না। তাই আফসোস করার কিছু নেই। হতাশ হবার কিছু নেই। তোমার মুখের কোণে যেন হাসির অভাব না হয়। সুখের অভাব না হয়। সৃষ্টিকর্তা এগুলো সমান দিয়েছেন।

মোহিদ নজরুল

25/04/2025
25/04/2025

প্রতিদিন কত চিঠি লিখি
না বলা সব কথা দিয়ে,
বুক পকেটে পড়ে থাকে
বুকের ভিতর কাফন দিয়ে।

হয়েছি ভালোবেসে নিখোঁজ
- মোহিদ নজরুল

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Mohid Nazrul - মোহিদ নজরুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohid Nazrul - মোহিদ নজরুল:

Share

প্রেমের কবিতা - LOVE POEM ( নতুনের জয়গান )

নতুন কবিদের জন্য কবিতা প্রকাশের প্লাটফর্ম l আপনি লিখুন - কবিতা পড়ুন l ডাইরির পাতা হতে - বের হয়ে আসুন - আপনার জন্য অপেক্ষায় - Love Poem পেইজ l