শিশির মনির মিডিয়া সেল

শিশির মনির মিডিয়া সেল ভালবাসা দিয়ে পাসে থাকবেন

বাংলাদেশের সুপ্রীম কোর্টের আইনজীবী জনাব মোহাম্মদ শিশির মনিরের যুক্তরাজ্য সফরসূচী: ১০ জুন (রোজ- মঙ্গলবার) • বিকাল ৪:৩০টাঃ...
01/06/2025

বাংলাদেশের সুপ্রীম কোর্টের আইনজীবী জনাব মোহাম্মদ শিশির মনিরের যুক্তরাজ্য সফরসূচী:

১০ জুন (রোজ- মঙ্গলবার)
• বিকাল ৪:৩০টাঃ হিথ্রো এয়ারপোর্টে অভ্যর্থনা।
• সন্ধ্যা ৬টাঃ আক্সব্রিজে চায়ের বিরতি।
• সন্ধ্যা ৭টাঃ হরলিতে কুলঞ্জ গ্রামবাসীর সাথে মতবিনিময়।
• রাত ১০টাঃ ব্রাইটনে দিরাইয়ের প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়।
১১ জুন (রোজ- বুধবার)
• সকাল ১১ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত শিডিউল চূড়ান্ত হয়নি।( পরবর্তীতে জানানো হবে)
• বিকেল ৫টাঃ লুটনে দিরাই শাল্লা ও অন্যান্য প্রবাসীদের সাথে মতবিনিময় (আয়োজনে: মুসলিম কমিউনিটি এসোসিয়েশন, লুটন)
• বাদ এশাঃ সাউদাম্পটন শহরে দিরাই ও অন্যান্য প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়।
১২ জুন (রোজ- বৃহস্পতিবার)
• সকাল ১১ টা থেকে দুপুর ২ টা শিডিউল চূড়ান্ত হয়নি।( পরবর্তীতে জানানো হবে)।
• বাদ আসরঃ সংবর্ধনা অনুষ্ঠান (আয়োজনে: জগন্নাথপুর ইসলামিক সোসাইটি, ইউকে)
• বাদ মাগরিবঃ সংবর্ধনা অনুষ্ঠান (আয়োজনে: ছাতক ইসলামিক সোসাইটি, ইউকে)
১৩ জুন (রোজ- শুক্রবার)
• সকাল ১১টাঃ টাউয়ার হ্যামলেট স্পিকারের সৌজন্যে রিসেপশন।
• বিকাল ৩:৩০ টাঃ চ্যানেল এস টিভিতে সাক্ষাৎকার (ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় টিভি চ্যানেল)
• বিকেল ৫-৭টাঃ আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়।
• রাত ৮-১০টাঃ কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়।
১৪ই জুন (রোজ- শনিবার)
• সকাল ১১ টা থেকে দুপুর ১ টা শিডিউল চূড়ান্ত হয়নি।( পরবর্তীতে জানানো হবে)
• বেলা ২:৩০ টাঃ সিলেট মহানগর সাবেক শিবিরের দায়িত্বশীলদের সাথে মতবিনিময়।
• রাত ৮টাঃ টিভি ওয়ান চ্যানেলে সাক্ষাৎকার।

১৫ জুন (রোজ- রবিবার)
• দুপুর ১২ টাঃ বার্মিংহাম শহরে সৌজন্য সাক্ষাৎ এবং দিরাই শাল্লাবাসীর সাথে মতবিনিময় সভা।
• বিকেল থেকে রাত পর্যন্ত শিডিউল চূড়ান্ত হয়নি।( পরবর্তীতে জানানো হবে)।
• রাত্রি যাপনঃ ওল্ডহাম।
১৬ জুন (রোজ- সোমবার)
• দুপুর ১২ টাঃ দিরাই-শাল্লাবাসীর সাথে ওল্ডহাম শহরে সৌজন্যে সাক্ষাৎ এবং মতবিনিময় সভা।
• রাত ১২ টাঃ নিউক্যাসল শহরে সৌজন্যে সাক্ষাৎ এবং মতবিনিময় সভা।
• রাত্রি যাপনঃ নিউক্যাসেল
১৭ জুন (রোজ- মঙ্গলবার)
• নিউ ক্যাসেল থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা।
১৮ জুন (রোজ- বুধবার)
• সকাল ১০টাঃ ‘The Death penalty project' - NGO এর সাথে পেশাগত বৈঠক।
• বিকেল ৫ টাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইদের সাথে

28/05/2025

শিশির মনিরকে দেখেই জড়িয়ে ধরলেন এটিএম আজহার

22/05/2025

দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন পরিষদের স্বনামধন্য ৩ বারের সাবেক চেয়ারম্যান ও ধল গ্রামের বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব আকিকুর রেজা (পুলিশ চেয়ারম্যান) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী জনাব শিশির মনির আগামী ১০ জুন রোজ মঙ্গলবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যা...
21/05/2025

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী জনাব শিশির মনির আগামী ১০ জুন রোজ মঙ্গলবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। যুক্তরাজ্যে বসবাসরত দিরাই-শাল্লার সম্মানিত প্রবাসী ভাই-বোনদের সাথে সাক্ষাতের একমাত্র লক্ষ্যে তিনি এই সফরে যাচ্ছেন।

সফরকালে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও জনসাধারণের সাথে তিনি মতবিনিময় করবেন। দিরাই-শাল্লার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারনে খোলামেলা আলোচনায় মিলিত হবেন। সফরকালে লন্ডন, ব্রাইটন, বার্মিংহাম, ওল্ডহাম, নিউক্যাসল সহ গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে [যেখানে দিরাই শাল্লার প্রবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ বসবাস করছেন] সাক্ষাতের আশাবাদ ব্যক্ত করেছেন। ১৯ জুন ২০২৫ তারিখ তিনি দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

21/05/2025

গুরুত্বপূর্ণ কথা বলছেন এডভোকেট শিশির মনির

Address

Sunamganj
1349

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিশির মনির মিডিয়া সেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share