
13/05/2025
🙏🙏🙏🙏ভাই রে দেশে ক্যাচাল না করে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ুন .........🙏🙏🙏🙏🙏🙏নিজে বাচুন, ফ্যামিলিকে বাচান
🇩🇰🇩🇰🇩🇰 নিশ্চিন্ত ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যান –
ডেনমার্কে নার্স হিসেবে নতুন জীবনের সুবর্ণ সুযোগ!
👩⚕️ BSc / Post Basic BSc in Nursing পাস?
তাহলে ইউরোপে উচ্চমানের ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ আপনার জন্য!
🌟 কেন ডেনমার্ক বেছে নেবেন?
🔹 পরিবারসহ নিরাপদ ও আধুনিক দেশে স্থায়ী বসবাস
🔹 ভিসার জন্য কোনো ইন্টারভিউ লাগবে না
🔹 জীবনসঙ্গী ফুল-টাইম কাজের অনুমতি পাবেন
🔹 সন্তানদের জন্য একদম ফ্রি শিক্ষা
🔹 IELTS লাগবে না – ভাষার ঝামেলা নেই
🔹 বয়সের কোনো বাধা নেই
🔹 ৩ বছরের রেসিডেন্স ভিসা + ওপেন ওয়ার্ক পারমিট
🎓 যোগ্যতা (Eligibility Criteria):
✅ BSc অথবা Post Basic BSc in Nursing ডিগ্রি
✅ নিজ দেশের বৈধ নার্সিং রেজিস্ট্রেশন
✅ গত ৬ বছরে কমপক্ষে ১ বছরের ফুল-টাইম নার্সিং অভিজ্ঞতা
📝 আবেদন প্রক্রিয়া (Application Process):
📌 Credential Assessment
👉 Danish Patient Safety Authority-তে শিক্ষাগত যোগ্যতা যাচাই
📌 Language Proficiency
👉 আনুষ্ঠানিক ডেনিশ ভাষা পরীক্ষার প্রয়োজন নেই
👉 তবে কাজ চালাতে পারা মতো ডেনিশ ভাষা জানতে হবে
📌 Adaptation and Training
👉 ডেনমার্কে নির্দিষ্ট সময়ের জন্য অভিযোজনমূলক চাকরি ও প্রশিক্ষণ
📌 Authorization
👉 প্রশিক্ষণ সফলভাবে শেষ হলে পাবেন নার্স হিসেবে ডেনিশ অনুমোদন
📌 Permanent Residency
👉 ৪–৮ বছরের মধ্যে শর্তপূরণে স্থায়ী বসবাসের সুযোগ
🤝 আমাদের সেবাসমূহ (Support Services):
🟢 আবেদন ও ডকুমেন্ট প্রস্তুতিতে পূর্ণ সহায়তা
🟢 ভিসা ও রেসিডেন্স পারমিটের গাইডলাইন
🟢 প্রতিটি ধাপে ব্যক্তিগত কনসালটেন্সি ও সাপোর্ট
📞 যোগাযোগ করুন এখনই!
🏢 Global Gateway BD
📍 মুক্তি প্লাজা (১ম তলা), মিরপুর-১, ঢাকা
📱 WhatsApp / Phone:
📞 01918 057654
📞 01740 110407
📞 01672 977730
✨ আজই শুরু করুন আপনার স্বপ্নপূরণের যাত্রা –
ডেনমার্ক অপেক্ষা করছে আপনার জন্য! ✨
✅🔰‼️আই ই এল টি এস এবং লাইসেন্স এক্সাম ছাড়া নার্সদের ডেনমার্কে চাকরি ও স্থায়ী বসবাসের সুযোগ।‼️
🔰বিশ্বের অন্যতম সুখী দেশ ডেনমার্ক। উন্নত জীবনযাপন, নির্মল পরিবেশ ঝামেলা ও কোলাহল মুক্ত সুখী জীবন যাপনের জন্য সারা পৃথিবীতে আকর্ষণীয় দেশ হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কের শিক্ষাব্যবস্থা ও জীবনধারার বৈচিত্র্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের পেশাজীবী ও শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়। শিক্ষাপদ্ধতি, উন্নত গবেষণা এবং সৃজনশীলতার জন্য ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বব্যাপী সুপরিচিত। ডেনমার্ক এর রাজধানি কোপেনহেগেন আর মুদ্রা ডেনিস ক্রোনা। ভাষা ডেনিস।
প্রতিবছর প্রায় হাজারেরও বেশি নার্সিং পেশাজীবী ডেনমার্কে পাড়ি জমায় চাকরি ও উচ্চশিক্ষা গ্রহণের জন্য। পৃথিবীর অনেক উন্নত দেশের ন্যায় ডেনমার্কে ও প্রশিক্ষিত নার্সের সংকট থাকায় ডেনমার্ক সরকার একটি বিশেষ প্রকল্প চালু করেছে যার মাধ্যমে কোন ধরনে ডেনিশ ভাষায় পুর্ব অভিজ্ঞতা অথবা ইংরেজি ভাষা পরীক্ষা বা নার্সিং লাইসেন্স পরীক্ষা ছাড়াই স্ব-পরিবারে ডেনমার্কে আসতে পারবেন।
✅নার্স হিসেবে কেন যাবেন ডেনমার্কে
ইউরোপের মধ্যে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ অন্যতম দেশ ডেনমার্ক। ডেনমার্কের স্বাস্থ্য সেবা ও কর্ম পরিবেশ এবং জীবন যাপনের মান অন্যান্য দেশের তুলনায় খুবই উন্নত এবংসন্তানদের ভবিষ্যৎ পড়াশুনার ক্ষেত্রে ডেনিশ ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশেষ করে প্রকৌশল, আইটি ও বিজনেসের জন্য দেশটি খুবই ভালো। ডেনমার্কে অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো র্যাংকিংয়ে অনেক এগিয়ে। ডেনমার্কের শিক্ষাব্যবস্থার অন্যতম একটি দিক হল, সেখানে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কে সামাজিকভাবে অত্যন্ত সচেতনভাবে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলা ।
🔰আবেদনের যোগ্যতা🔰
বাংলাদেশে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি ইন নার্সিং (বেসিক অথবা পোস্ট বেসিক বি.এস.সি) এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর ভ্যালিড লাইসেন্স এবং নুন্যতম এক বছরের হাসপাতালে ক্লিনিক্যাল কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
🔰আবেদনের প্রক্রিয়া🔰
আপনার সমস্ত কাগজপত্র প্রস্তত পূর্বক নির্ধারিত ফি প্রদান করে ডেনিশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে হবে। আবেদন রিসিভ করার পরে সমস্ত ডকুমেন্ট যাচাই এবং ইভালুয়েশনের জন্য অপেক্ষা করা।
🔰প্রয়োজনীয় কাগজপত্র🔰
✅পাসপোর্ট কপি
✅একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
✅নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর ভ্যালিড লাইসেন্স
✅জন্ম সনদ/ এন আই ডি
✅অভিজ্ঞতার সনদ
✅জীবন বৃত্তান্ত
✅নার্সিং কোর্সের সিলেবাস ও কারিকুলাম
আবেদন ইভালুয়েশন করা শেষ হলে আপনার আবেদন গ্রহণযোগ্য হলে এক্সেপ্টেন্স লেটার ইস্যু করা হবে এবং আপনাকে ভিসার জন্য আবেদন করতে বলা হবে।
🔰ভাষাগত যোগ্যতা ও চাকুরি 🔰
আপনার আবেদন গ্রহন করা হলে আপনি দেশে বসেই সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকুরি ম্যানেজ করতে পারেন অথবা ডেন মার্ক এসেও চাকুরি খুজে নিতে পারেন , সেক্ষেত্রে শর্ত হল প্রথমে আপনি একজন ট্রেইনি হিসেবে (পেইড) হাসপাতালে একজন রেজিস্টার্ড নার্সের অধীনে কাজ করবেন এবং ভাষা শিখবেন এবং তিন বছরে ভাষার তিনটি লেভেল শেষ করবেন। এই সময়ে আপনার স্পাউজ ফুল টাইম কাজ করতে পারবে এবং চাইল্ড বেনিফিট ও এডুকেসন ফ্রি পাবে, সাথে আপনার বেতন ।
সুযোগ/সুবিধাঃ
✅স্ব পরিবারে ডেনমার্কে স্থায়ী ভাবে বসবাসের সুযোগ।
✅ভিসা ইন্টারভিউ নেই
✅বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং সুবিধা ।
✅Spouse ফুল টাইম ওয়ার্ক পারমিট/পড়া/ব্যবসা সুবিধা।
✅Child Education ফ্রী।
✅No IELTS required
✅ No age barrier
✅ ভিসা মেয়াদ ৩ বছর
🔰খরচের হিসাব 🔰
প্রাথমিক অবস্থায় আবেদন ও অন্নান্য কার্জাদি সম্পাদনের জন্য লক্ষাধিক টাকা খরচ হতে পারে এবং প্রথম ধাপ শেষ হলে ভিসা পুর্ব এবং আবেদনকারী একা নাকি পুরো পরিবার সহ যাবে তার উপরে খরচ নির্ভর করবে।
🔰আবেদন কিভাবে করবেন🔰
অনেকেই কি কাগজ লাগবে, কিভাবে আবেদন করবেন , কোথায় করবেন কার মাধ্যমে করবেন এটা বুঝে উঠতে পারেন না, তাই সম্পুর্ন নার্সদের মাধ্যমে পরিচালিত শতভাগ বিশ্বস্ত গ্লোবাল গেটওয়ে বিডি নামক প্রতিষ্ঠান এর মাধ্যমে আবেদন করতে পারেন।
🔰বিশেষ অনুরোধ :🔰
✅এই প্রোগ্রাম এর মাধ্যমে যেতে চাইলে আপনার অর্থ খরচ হবে । সুতরাং যারা অর্থনৈতিকভাবে সচ্ছল না তাদের এপ্লিকেশন করা নিষেধ।
✅টাকা ছাড়া এপ্লিকেশন করে ভোগান্তিতে ফেলবেন না।
✅✅ পাসপোর্ট ছাড়া কেঊ আবেদন করবেন না
আপনি যদি দক্ষ নার্স হিসেবে কাজ করতে চান, তাহলে সঠিক নিয়মে আবেদন প্রক্রিয়ার জন্য আজই যোগাযোগ করুন আমাদের দক্ষ কাউন্সিলরের সাথে।
✅✅বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ প্রথমে হোয়াটসায়প বা মেইলে কন্টাক করুন। এবং সময় নিয়ে অফিসে আসুন ।
✅✅০১৭৪০১১০৪০৭ https://wa.link/0ph3gm
[email protected]
অফিস লোকেশনঃ মুক্তি প্লাজা,১ম তলা, মিরপুর-১, ঢাকা।