Sharif-The Musafir

Sharif-The Musafir Bangladeshi Digital Content Creator Bangladeshi Digital content Creator

🙏🙏🙏🙏ভাই রে দেশে ক্যাচাল না করে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ুন .........🙏🙏🙏🙏🙏🙏নিজে বাচুন, ফ্যামিলিকে বাচান 🇩🇰🇩🇰🇩🇰 নিশ্চিন্ত ভবি...
13/05/2025

🙏🙏🙏🙏ভাই রে দেশে ক্যাচাল না করে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ুন .........🙏🙏🙏🙏🙏🙏নিজে বাচুন, ফ্যামিলিকে বাচান
🇩🇰🇩🇰🇩🇰 নিশ্চিন্ত ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যান –
ডেনমার্কে নার্স হিসেবে নতুন জীবনের সুবর্ণ সুযোগ!
👩‍⚕️ BSc / Post Basic BSc in Nursing পাস?
তাহলে ইউরোপে উচ্চমানের ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ আপনার জন্য!
🌟 কেন ডেনমার্ক বেছে নেবেন?
🔹 পরিবারসহ নিরাপদ ও আধুনিক দেশে স্থায়ী বসবাস
🔹 ভিসার জন্য কোনো ইন্টারভিউ লাগবে না
🔹 জীবনসঙ্গী ফুল-টাইম কাজের অনুমতি পাবেন
🔹 সন্তানদের জন্য একদম ফ্রি শিক্ষা
🔹 IELTS লাগবে না – ভাষার ঝামেলা নেই
🔹 বয়সের কোনো বাধা নেই
🔹 ৩ বছরের রেসিডেন্স ভিসা + ওপেন ওয়ার্ক পারমিট
🎓 যোগ্যতা (Eligibility Criteria):
✅ BSc অথবা Post Basic BSc in Nursing ডিগ্রি
✅ নিজ দেশের বৈধ নার্সিং রেজিস্ট্রেশন
✅ গত ৬ বছরে কমপক্ষে ১ বছরের ফুল-টাইম নার্সিং অভিজ্ঞতা
📝 আবেদন প্রক্রিয়া (Application Process):
📌 Credential Assessment
👉 Danish Patient Safety Authority-তে শিক্ষাগত যোগ্যতা যাচাই
📌 Language Proficiency
👉 আনুষ্ঠানিক ডেনিশ ভাষা পরীক্ষার প্রয়োজন নেই
👉 তবে কাজ চালাতে পারা মতো ডেনিশ ভাষা জানতে হবে
📌 Adaptation and Training
👉 ডেনমার্কে নির্দিষ্ট সময়ের জন্য অভিযোজনমূলক চাকরি ও প্রশিক্ষণ
📌 Authorization
👉 প্রশিক্ষণ সফলভাবে শেষ হলে পাবেন নার্স হিসেবে ডেনিশ অনুমোদন
📌 Permanent Residency
👉 ৪–৮ বছরের মধ্যে শর্তপূরণে স্থায়ী বসবাসের সুযোগ
🤝 আমাদের সেবাসমূহ (Support Services):
🟢 আবেদন ও ডকুমেন্ট প্রস্তুতিতে পূর্ণ সহায়তা
🟢 ভিসা ও রেসিডেন্স পারমিটের গাইডলাইন
🟢 প্রতিটি ধাপে ব্যক্তিগত কনসালটেন্সি ও সাপোর্ট
📞 যোগাযোগ করুন এখনই!
🏢 Global Gateway BD
📍 মুক্তি প্লাজা (১ম তলা), মিরপুর-১, ঢাকা
📱 WhatsApp / Phone:
📞 01918 057654
📞 01740 110407
📞 01672 977730
✨ আজই শুরু করুন আপনার স্বপ্নপূরণের যাত্রা –
ডেনমার্ক অপেক্ষা করছে আপনার জন্য! ✨

✅🔰‼️আই ই এল টি এস এবং লাইসেন্স এক্সাম ছাড়া নার্সদের ডেনমার্কে চাকরি ও স্থায়ী বসবাসের সুযোগ।‼️

🔰বিশ্বের অন্যতম সুখী দেশ ডেনমার্ক। উন্নত জীবনযাপন, নির্মল পরিবেশ ঝামেলা ও কোলাহল মুক্ত সুখী জীবন যাপনের জন্য সারা পৃথিবীতে আকর্ষণীয় দেশ হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কের শিক্ষাব্যবস্থা ও জীবনধারার বৈচিত্র্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের পেশাজীবী ও শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়। শিক্ষাপদ্ধতি, উন্নত গবেষণা এবং সৃজনশীলতার জন্য ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বব্যাপী সুপরিচিত। ডেনমার্ক এর রাজধানি কোপেনহেগেন আর মুদ্রা ডেনিস ক্রোনা। ভাষা ডেনিস।
প্রতিবছর প্রায় হাজারেরও বেশি নার্সিং পেশাজীবী ডেনমার্কে পাড়ি জমায় চাকরি ও উচ্চশিক্ষা গ্রহণের জন্য। পৃথিবীর অনেক উন্নত দেশের ন্যায় ডেনমার্কে ও প্রশিক্ষিত নার্সের সংকট থাকায় ডেনমার্ক সরকার একটি বিশেষ প্রকল্প চালু করেছে যার মাধ্যমে কোন ধরনে ডেনিশ ভাষায় পুর্ব অভিজ্ঞতা অথবা ইংরেজি ভাষা পরীক্ষা বা নার্সিং লাইসেন্স পরীক্ষা ছাড়াই স্ব-পরিবারে ডেনমার্কে আসতে পারবেন।
✅নার্স হিসেবে কেন যাবেন ডেনমার্কে
ইউরোপের মধ্যে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ অন্যতম দেশ ডেনমার্ক। ডেনমার্কের স্বাস্থ্য সেবা ও কর্ম পরিবেশ এবং জীবন যাপনের মান অন্যান্য দেশের তুলনায় খুবই উন্নত এবংসন্তানদের ভবিষ্যৎ পড়াশুনার ক্ষেত্রে ডেনিশ ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশেষ করে প্রকৌশল, আইটি ও বিজনেসের জন্য দেশটি খুবই ভালো। ডেনমার্কে অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে। ডেনমার্কের শিক্ষাব্যবস্থার অন্যতম একটি দিক হল, সেখানে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কে সামাজিকভাবে অত্যন্ত সচেতনভাবে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলা ।
🔰আবেদনের যোগ্যতা🔰
বাংলাদেশে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি ইন নার্সিং (বেসিক অথবা পোস্ট বেসিক বি.এস.সি) এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর ভ্যালিড লাইসেন্স এবং নুন্যতম এক বছরের হাসপাতালে ক্লিনিক্যাল কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
🔰আবেদনের প্রক্রিয়া🔰
আপনার সমস্ত কাগজপত্র প্রস্তত পূর্বক নির্ধারিত ফি প্রদান করে ডেনিশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে হবে। আবেদন রিসিভ করার পরে সমস্ত ডকুমেন্ট যাচাই এবং ইভালুয়েশনের জন্য অপেক্ষা করা।
🔰প্রয়োজনীয় কাগজপত্র🔰
✅পাসপোর্ট কপি
✅একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
✅নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর ভ্যালিড লাইসেন্স
✅জন্ম সনদ/ এন আই ডি
✅অভিজ্ঞতার সনদ
✅জীবন বৃত্তান্ত
✅নার্সিং কোর্সের সিলেবাস ও কারিকুলাম
আবেদন ইভালুয়েশন করা শেষ হলে আপনার আবেদন গ্রহণযোগ্য হলে এক্সেপ্টেন্স লেটার ইস্যু করা হবে এবং আপনাকে ভিসার জন্য আবেদন করতে বলা হবে।
🔰ভাষাগত যোগ্যতা ও চাকুরি 🔰
আপনার আবেদন গ্রহন করা হলে আপনি দেশে বসেই সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকুরি ম্যানেজ করতে পারেন অথবা ডেন মার্ক এসেও চাকুরি খুজে নিতে পারেন , সেক্ষেত্রে শর্ত হল প্রথমে আপনি একজন ট্রেইনি হিসেবে (পেইড) হাসপাতালে একজন রেজিস্টার্ড নার্সের অধীনে কাজ করবেন এবং ভাষা শিখবেন এবং তিন বছরে ভাষার তিনটি লেভেল শেষ করবেন। এই সময়ে আপনার স্পাউজ ফুল টাইম কাজ করতে পারবে এবং চাইল্ড বেনিফিট ও এডুকেসন ফ্রি পাবে, সাথে আপনার বেতন ।
সুযোগ/সুবিধাঃ
✅স্ব পরিবারে ডেনমার্কে স্থায়ী ভাবে বসবাসের সুযোগ।
✅ভিসা ইন্টারভিউ নেই
✅বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং সুবিধা ।
✅Spouse ফুল টাইম ওয়ার্ক পারমিট/পড়া/ব্যবসা সুবিধা।
✅Child Education ফ্রী।
✅No IELTS required
✅ No age barrier
✅ ভিসা মেয়াদ ৩ বছর

🔰খরচের হিসাব 🔰
প্রাথমিক অবস্থায় আবেদন ও অন্নান্য কার্জাদি সম্পাদনের জন্য লক্ষাধিক টাকা খরচ হতে পারে এবং প্রথম ধাপ শেষ হলে ভিসা পুর্ব এবং আবেদনকারী একা নাকি পুরো পরিবার সহ যাবে তার উপরে খরচ নির্ভর করবে।

🔰আবেদন কিভাবে করবেন🔰
অনেকেই কি কাগজ লাগবে, কিভাবে আবেদন করবেন , কোথায় করবেন কার মাধ্যমে করবেন এটা বুঝে উঠতে পারেন না, তাই সম্পুর্ন নার্সদের মাধ্যমে পরিচালিত শতভাগ বিশ্বস্ত গ্লোবাল গেটওয়ে বিডি নামক প্রতিষ্ঠান এর মাধ্যমে আবেদন করতে পারেন।
🔰বিশেষ অনুরোধ :🔰
✅এই প্রোগ্রাম এর মাধ্যমে যেতে চাইলে আপনার অর্থ খরচ হবে । সুতরাং যারা অর্থনৈতিকভাবে সচ্ছল না তাদের এপ্লিকেশন করা নিষেধ।
✅টাকা ছাড়া এপ্লিকেশন করে ভোগান্তিতে ফেলবেন না।
✅✅ পাসপোর্ট ছাড়া কেঊ আবেদন করবেন না
আপনি যদি দক্ষ নার্স হিসেবে কাজ করতে চান, তাহলে সঠিক নিয়মে আবেদন প্রক্রিয়ার জন্য আজই যোগাযোগ করুন আমাদের দক্ষ কাউন্সিলরের সাথে।
✅✅বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ প্রথমে হোয়াটসায়প বা মেইলে কন্টাক করুন। এবং সময় নিয়ে অফিসে আসুন ।
✅✅০১৭৪০১১০৪০৭ https://wa.link/0ph3gm
[email protected]
অফিস লোকেশনঃ মুক্তি প্লাজা,১ম তলা, মিরপুর-১, ঢাকা।

https://www.facebook.com/100053834011687/posts/1178247717313018/?mibextid=rS40aB7S9Ucbxw6v
06/05/2025

https://www.facebook.com/100053834011687/posts/1178247717313018/?mibextid=rS40aB7S9Ucbxw6v

এই বদমাইস, শিক্ষক নামের সন্ত্রাসী রনির বিরুদ্ধে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের আরো জোরালো ভূমিকা নিতে হবে। এবং বিচার সহ
১। যৌক্তিক দাবিতে হামলা কেন। জবাব চায়, দিতে হবে।
২। বরিশালে রক্ত কেন, বিচার চাই, করতে হবে।
৩। নারী লিপ্সা রনিকে, বহিষ্কার করতে হবে
৪। সৈরাচারি শিক্ষক, বহিষ্কার বহিষ্কার।
৫। রনি মল্লার দুই গালে।জুতা মার তালে তালে। সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে এই উসিলায় আন্দোলন ভিন্নখাতে মোর না নেয়।

Archer NCLEX Review
22/10/2024

Archer NCLEX Review

🚫GIVEAWAY CLOSED!🚫 Congrats to our winner, Laylaa Joy ! 🎉

Two lucky winners will score a subscription for Archer Review’s Sure Pass Combo AND a 1-hour private tutoring session with the one and only Rachel Taylor! 🤩

TO ENTER:
1️⃣ FOLLOW ✨Archer NCLEX Review ✨
2️⃣ LIKE this post 👍
3️⃣ TAG your future nurse besties in the comments (1 tag = 1 entry)
4️⃣ SHARE this post to your story and tag Archer NCLEX Review for an extra entry!

Here’s what you’ll get with the Sure Pass Combo…
👉 100+ hours of on-demand video content
👉 2900+ practice questions with detailed rationales
👉 Multiple readiness assessments & CAT exams
👉 Detailed analytics and pass prediction
👉 Daily live lectures and NGN case studies on high-yield topics
👉 200+ pages of printable notes, cheat sheets, and worksheets
👉 PLUS a spot in our 3-Day Live Review!

The giveaway starts NOW! Our lucky winners will be announced in our Facebook and Instagram stories on Monday, October 28th. Good luck! 🍀🍀🍀

❗This giveaway by Archer Review is open to individuals aged 18 and up and is not sponsored, endorsed or administered by, or associated with Meta.

🙄নার্স হিসেবে কেন যাবেন ডেনমার্কে?ইউরোপের মধ্যে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ অন্যতম দেশ ডেনমার্ক। ডেনমার্কের স্বাস্থ্য সেবা ও ক...
04/07/2024

🙄নার্স হিসেবে কেন যাবেন ডেনমার্কে?
ইউরোপের মধ্যে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ অন্যতম দেশ ডেনমার্ক। ডেনমার্কের স্বাস্থ্য সেবা ও কর্ম পরিবেশ এবং জীবন যাপনের মান অন্যান্য দেশের তুলনায় খুবই উন্নত এবংসন্তানদের ভবিষ্যৎ পড়াশুনার ক্ষেত্রে ডেনিশ ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশেষ করে প্রকৌশল, আইটি ও বিজনেসের জন্য দেশটি খুবই ভালো। ডেনমার্কে অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে। ডেনমার্কের শিক্ষাব্যবস্থার অন্যতম একটি দিক হল, সেখানে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কে সামাজিকভাবে অত্যন্ত সচেতনভাবে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলা ।
✡️সুযোগ/সুবিধাঃ
⚛️স্ব পরিবারে ডেনমার্কে স্থায়ী ভাবে বসবাসের সুযোগ।
⚛️ভিসা ইন্টারভিউ নেই
⚛️বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং সুবিধা ।
⚛️Spouse ফুল টাইম ওয়ার্ক পারমিট/পড়া/ব্যবসা সুবিধা।
⚛️ Child Education ফ্রী।
⚛️ No IELTS required
⚛️ No age barrier
⚛️ভিসা মেয়াদ ৩ বছর
🚩আবেদন কিভাবে করবেন:
অনেকেই কি কাগজ লাগবে, কিভাবে আবেদন করবেন , কোথায় করবেন কার মাধ্যমে করবেন এটা বুঝে উঠতে পারেন না, তাই সম্পুর্ন নার্সদের মাধ্যমে পরিচালিত শতভাগ বিশ্বস্ত 🌱গ্লোবাল গেটওয়ে বিডি🌱 নামক প্রতিষ্ঠান এর মাধ্যমে আবেদন করতে পারেন।
🚩বিশেষ অনুরোধ :
🚫এই প্রোগ্রাম এর মাধ্যমে যেতে চাইলে আপনার অর্থ খরচ হবে । সুতরাং যারা অর্থনৈতিকভাবে সচ্ছল না তাদের এপ্লিকেশন করা নিষেধ।
🚫টাকা ছাড়া এপ্লিকেশন করে ভোগান্তিতে ফেলবেন না।
🚫পাসপোর্ট ছাড়া কেঊ আবেদন করবেন না।
আপনি যদি দক্ষ নার্স হিসেবে কাজ করতে চান, তাহলে সঠিক নিয়মে আবেদন প্রক্রিয়ার জন্য আজই যোগাযোগ করুন আমাদের দক্ষ কাউন্সিলরের সাথে।
➡️বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ প্রথমে হোয়াটসায়প বা মেইলে কন্টাক করুন। এবং সময় নিয়ে অফিসে আসুন ।
➡️০১৭৪০১১০৪০৭ https://wa.link/jbamla
ই মেইল: [email protected]
🏁 অফিস লোকেশনঃ মুক্তি প্লাজা,১ম তলা, মিরপুর-১, ঢাকা।

🍀আই ই এল টি এস এবং লাইসেন্স এক্সাম ছাড়া নার্সদের ডেনমার্কে চাকরি ও স্থায়ী বসবাসের সুযোগ। ❤️বিশ্বের অন্যতম সুখী দেশ ডেনমা...
03/07/2024

🍀আই ই এল টি এস এবং লাইসেন্স এক্সাম ছাড়া নার্সদের ডেনমার্কে চাকরি ও স্থায়ী বসবাসের সুযোগ।
❤️বিশ্বের অন্যতম সুখী দেশ ডেনমার্ক। উন্নত জীবনযাপন, নির্মল পরিবেশ ঝামেলা ও কোলাহল মুক্ত সুখী জীবন যাপনের জন্য সারা পৃথিবীতে আকর্ষণীয় দেশ হচ্ছে ডেনমার্ক।
🌱ডেনমার্কের শিক্ষাব্যবস্থা ও জীবনধারার বৈচিত্র্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের পেশাজীবী ও শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়। শিক্ষাপদ্ধতি, উন্নত গবেষণা এবং সৃজনশীলতার জন্য ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বব্যাপী সুপরিচিত।
🏁 ডেনমার্ক এর রাজধানি কোপেনহেগেন আর মুদ্রা ডেনিস ক্রোনা। ভাষা ডেনিস।
➡️ প্রতিবছর প্রায় হাজারেরও বেশি নার্সিং পেশাজীবী ডেনমার্কে পাড়ি জমায় চাকরি ও উচ্চশিক্ষা গ্রহণের জন্য।
🚩পৃথিবীর অনেক উন্নত দেশের ন্যায় ডেনমার্কে ও প্রশিক্ষিত নার্সের সংকট থাকায় ডেনমার্ক সরকার একটি বিশেষ প্রকল্প চালু করেছে যার মাধ্যমে কোন ধরনে ডেনিশ ভাষায় পুর্ব অভিজ্ঞতা অথবা ইংরেজি ভাষা পরীক্ষা বা নার্সিং লাইসেন্স পরীক্ষা ছাড়াই স্ব-পরিবারে ডেনমার্কে আসতে পারবেন।
🙄নার্স হিসেবে কেন যাবেন ডেনমার্কে?
ইউরোপের মধ্যে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ অন্যতম দেশ ডেনমার্ক। ডেনমার্কের স্বাস্থ্য সেবা ও কর্ম পরিবেশ এবং জীবন যাপনের মান অন্যান্য দেশের তুলনায় খুবই উন্নত এবংসন্তানদের ভবিষ্যৎ পড়াশুনার ক্ষেত্রে ডেনিশ ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশেষ করে প্রকৌশল, আইটি ও বিজনেসের জন্য দেশটি খুবই ভালো। ডেনমার্কে অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে। ডেনমার্কের শিক্ষাব্যবস্থার অন্যতম একটি দিক হল, সেখানে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কে সামাজিকভাবে অত্যন্ত সচেতনভাবে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে
তোলা ।
➡️ আবেদনের যোগ্যতা:
বাংলাদেশে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি ইন নার্সিং (বেসিক অথবা পোস্ট বেসিক বি.এস.সি) এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর ভ্যালিড লাইসেন্স এবং নুন্যতম এক বছরের হাসপাতালে ক্লিনিক্যাল কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
➡️ আবেদনের প্রক্রিয়া:
আপনার সমস্ত কাগজপত্র প্রস্তত পূর্বক নির্ধারিত ফি প্রদান করে ডেনিশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে হবে। আবেদন রিসিভ করার পরে সমস্ত ডকুমেন্ট যাচাই এবং ইভালুয়েশনের জন্য অপেক্ষা করা।
🏁➡️প্রয়োজনীয় কাগজপত্র:
*পাসপোর্ট কপি
*একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
*নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর ভ্যালিড লাইসেন্স
*জন্ম সনদ/ এন আই ডি
*অভিজ্ঞতার সনদ
*জীবন বৃত্তান্ত
*নার্সিং কোর্সের সিলেবাস ও কারিকুলাম
আবেদন ইভালুয়েশন করা শেষ হলে আপনার আবেদন গ্রহণযোগ্য হলে এক্সেপ্টেন্স লেটার ইস্যু করা হবে এবং আপনাকে ভিসার জন্য আবেদন করতে বলা হবে।
➡️ ভাষাগত যোগ্যতা ও চাকুরি :
আপনার আবেদন গ্রহন করা হলে আপনি দেশে বসেই সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকুরি ম্যানেজ করতে পারেন অথবা ডেন মার্ক এসেও চাকুরি খুজে নিতে পারেন , সেক্ষেত্রে শর্ত হল প্রথমে আপনি একজন ট্রেইনি হিসেবে (পেইড) হাসপাতালে একজন রেজিস্টার্ড নার্সের অধীনে কাজ করবেন এবং ভাষা শিখবেন এবং তিন বছরে ভাষার তিনটি লেভেল শেষ করবেন। এই সময়ে আপনার স্পাউজ ফুল টাইম কাজ করতে পারবে এবং চাইল্ড বেনিফিট ও এডুকেসন ফ্রি পাবে, সাথে আপনার বেতন ।
✡️সুযোগ/সুবিধাঃ
⚛️স্ব পরিবারে ডেনমার্কে স্থায়ী ভাবে বসবাসের সুযোগ।
⚛️ভিসা ইন্টারভিউ নেই
⚛️বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং সুবিধা ।
⚛️Spouse ফুল টাইম ওয়ার্ক পারমিট/পড়া/ব্যবসা সুবিধা।
⚛️ Child Education ফ্রী।
⚛️ No IELTS required
⚛️ No age barrier
⚛️ভিসা মেয়াদ ৩ বছর
🚩খরচের হিসাব :
প্রাথমিক অবস্থায় আবেদন ও অন্নান্য কার্জাদি সম্পাদনের জন্য লক্ষাধিক টাকা খরচ হতে পারে এবং প্রথম ধাপ শেষ হলে ভিসা পুর্ব এবং আবেদনকারী একা নাকি পুরো পরিবার সহ যাবে তার উপরে খরচ নির্ভর করবে।
🚩আবেদন কিভাবে করবেন:
অনেকেই কি কাগজ লাগবে, কিভাবে আবেদন করবেন , কোথায় করবেন কার মাধ্যমে করবেন এটা বুঝে উঠতে পারেন না, তাই সম্পুর্ন নার্সদের মাধ্যমে পরিচালিত শতভাগ বিশ্বস্ত 🌱গ্লোবাল গেটওয়ে বিডি🌱 নামক প্রতিষ্ঠান এর মাধ্যমে আবেদন করতে পারেন।
🚩বিশেষ অনুরোধ :
🚫এই প্রোগ্রাম এর মাধ্যমে যেতে চাইলে আপনার অর্থ খরচ হবে । সুতরাং যারা অর্থনৈতিকভাবে সচ্ছল না তাদের এপ্লিকেশন করা নিষেধ।
🚫টাকা ছাড়া এপ্লিকেশন করে ভোগান্তিতে ফেলবেন না।
🚫পাসপোর্ট ছাড়া কেঊ আবেদন করবেন না।
আপনি যদি দক্ষ নার্স হিসেবে কাজ করতে চান, তাহলে সঠিক নিয়মে আবেদন প্রক্রিয়ার জন্য আজই যোগাযোগ করুন আমাদের দক্ষ কাউন্সিলরের সাথে।
➡️বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ প্রথমে হোয়াটসায়প বা মেইলে কন্টাক করুন। এবং সময় নিয়ে অফিসে আসুন ।
whats app https://wa.link/jbamla
➡️০১৭৪০১১০৪০৭
ই মেইল: [email protected]
🏁 অফিস লোকেশনঃ মুক্তি প্লাজা,১ম তলা, মিরপুর-১, ঢাকা।

✅🔰‼️আই ই এল টি এস এবং লাইসেন্স এক্সাম ছাড়া নার্সদের ডেনমার্কে চাকরি ও স্থায়ী বসবাসের সুযোগ।‼️ 🔰বিশ্বের অন্যতম সুখী দেশ ড...
02/07/2024

✅🔰‼️আই ই এল টি এস এবং লাইসেন্স এক্সাম ছাড়া নার্সদের ডেনমার্কে চাকরি ও স্থায়ী বসবাসের সুযোগ।‼️

🔰বিশ্বের অন্যতম সুখী দেশ ডেনমার্ক। উন্নত জীবনযাপন, নির্মল পরিবেশ ঝামেলা ও কোলাহল মুক্ত সুখী জীবন যাপনের জন্য সারা পৃথিবীতে আকর্ষণীয় দেশ হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কের শিক্ষাব্যবস্থা ও জীবনধারার বৈচিত্র্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের পেশাজীবী ও শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়। শিক্ষাপদ্ধতি, উন্নত গবেষণা এবং সৃজনশীলতার জন্য ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বব্যাপী সুপরিচিত। ডেনমার্ক এর রাজধানি কোপেনহেগেন আর মুদ্রা ডেনিস ক্রোনা। ভাষা ডেনিস।
প্রতিবছর প্রায় হাজারেরও বেশি নার্সিং পেশাজীবী ডেনমার্কে পাড়ি জমায় চাকরি ও উচ্চশিক্ষা গ্রহণের জন্য। পৃথিবীর অনেক উন্নত দেশের ন্যায় ডেনমার্কে ও প্রশিক্ষিত নার্সের সংকট থাকায় ডেনমার্ক সরকার একটি বিশেষ প্রকল্প চালু করেছে যার মাধ্যমে কোন ধরনে ডেনিশ ভাষায় পুর্ব অভিজ্ঞতা অথবা ইংরেজি ভাষা পরীক্ষা বা নার্সিং লাইসেন্স পরীক্ষা ছাড়াই স্ব-পরিবারে ডেনমার্কে আসতে পারবেন।
✅নার্স হিসেবে কেন যাবেন ডেনমার্কে
ইউরোপের মধ্যে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ অন্যতম দেশ ডেনমার্ক। ডেনমার্কের স্বাস্থ্য সেবা ও কর্ম পরিবেশ এবং জীবন যাপনের মান অন্যান্য দেশের তুলনায় খুবই উন্নত এবংসন্তানদের ভবিষ্যৎ পড়াশুনার ক্ষেত্রে ডেনিশ ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশেষ করে প্রকৌশল, আইটি ও বিজনেসের জন্য দেশটি খুবই ভালো। ডেনমার্কে অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে। ডেনমার্কের শিক্ষাব্যবস্থার অন্যতম একটি দিক হল, সেখানে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কে সামাজিকভাবে অত্যন্ত সচেতনভাবে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলা ।
🔰আবেদনের যোগ্যতা🔰
বাংলাদেশে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি ইন নার্সিং (বেসিক অথবা পোস্ট বেসিক বি.এস.সি) এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর ভ্যালিড লাইসেন্স এবং নুন্যতম এক বছরের হাসপাতালে ক্লিনিক্যাল কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
🔰আবেদনের প্রক্রিয়া🔰
আপনার সমস্ত কাগজপত্র প্রস্তত পূর্বক নির্ধারিত ফি প্রদান করে ডেনিশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে হবে। আবেদন রিসিভ করার পরে সমস্ত ডকুমেন্ট যাচাই এবং ইভালুয়েশনের জন্য অপেক্ষা করা।
🔰প্রয়োজনীয় কাগজপত্র🔰
✅পাসপোর্ট কপি
✅একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
✅নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর ভ্যালিড লাইসেন্স
✅জন্ম সনদ/ এন আই ডি
✅অভিজ্ঞতার সনদ
✅জীবন বৃত্তান্ত
✅নার্সিং কোর্সের সিলেবাস ও কারিকুলাম
আবেদন ইভালুয়েশন করা শেষ হলে আপনার আবেদন গ্রহণযোগ্য হলে এক্সেপ্টেন্স লেটার ইস্যু করা হবে এবং আপনাকে ভিসার জন্য আবেদন করতে বলা হবে।
🔰ভাষাগত যোগ্যতা ও চাকুরি 🔰
আপনার আবেদন গ্রহন করা হলে আপনি দেশে বসেই সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকুরি ম্যানেজ করতে পারেন অথবা ডেন মার্ক এসেও চাকুরি খুজে নিতে পারেন , সেক্ষেত্রে শর্ত হল প্রথমে আপনি একজন ট্রেইনি হিসেবে (পেইড) হাসপাতালে একজন রেজিস্টার্ড নার্সের অধীনে কাজ করবেন এবং ভাষা শিখবেন এবং তিন বছরে ভাষার তিনটি লেভেল শেষ করবেন। এই সময়ে আপনার স্পাউজ ফুল টাইম কাজ করতে পারবে এবং চাইল্ড বেনিফিট ও এডুকেসন ফ্রি পাবে, সাথে আপনার বেতন ।
সুযোগ/সুবিধাঃ
✅স্ব পরিবারে ডেনমার্কে স্থায়ী ভাবে বসবাসের সুযোগ।
✅ভিসা ইন্টারভিউ নেই
✅বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং সুবিধা ।
✅Spouse ফুল টাইম ওয়ার্ক পারমিট/পড়া/ব্যবসা সুবিধা।
✅Child Education ফ্রী।
✅No IELTS required
✅ No age barrier
✅ ভিসা মেয়াদ ৩ বছর

🔰খরচের হিসাব 🔰
প্রাথমিক অবস্থায় আবেদন ও অন্নান্য কার্জাদি সম্পাদনের জন্য লক্ষাধিক টাকা খরচ হতে পারে এবং প্রথম ধাপ শেষ হলে ভিসা পুর্ব এবং আবেদনকারী একা নাকি পুরো পরিবার সহ যাবে তার উপরে খরচ নির্ভর করবে।

🔰আবেদন কিভাবে করবেন🔰
অনেকেই কি কাগজ লাগবে, কিভাবে আবেদন করবেন , কোথায় করবেন কার মাধ্যমে করবেন এটা বুঝে উঠতে পারেন না, তাই সম্পুর্ন নার্সদের মাধ্যমে পরিচালিত শতভাগ বিশ্বস্ত গ্লোবাল গেটওয়ে বিডি নামক প্রতিষ্ঠান এর মাধ্যমে আবেদন করতে পারেন।
🔰বিশেষ অনুরোধ :🔰
✅এই প্রোগ্রাম এর মাধ্যমে যেতে চাইলে আপনার অর্থ খরচ হবে । সুতরাং যারা অর্থনৈতিকভাবে সচ্ছল না তাদের এপ্লিকেশন করা নিষেধ।
✅টাকা ছাড়া এপ্লিকেশন করে ভোগান্তিতে ফেলবেন না।
✅✅ পাসপোর্ট ছাড়া কেঊ আবেদন করবেন না
আপনি যদি দক্ষ নার্স হিসেবে কাজ করতে চান, তাহলে সঠিক নিয়মে আবেদন প্রক্রিয়ার জন্য আজই যোগাযোগ করুন আমাদের দক্ষ কাউন্সিলরের সাথে।
✅✅বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ প্রথমে হোয়াটসায়প বা মেইলে কন্টাক করুন। এবং সময় নিয়ে অফিসে আসুন ।
✅✅০১৭৪০১১০৪০৭ https://wa.link/0ph3gm
[email protected]
অফিস লোকেশনঃ মুক্তি প্লাজা,১ম তলা, মিরপুর-১, ঢাকা।

পাঠকদের জন্য গার্ডিয়ানের বই....একনজরে একটু দেখে নিন প্লিজ।১। বই : প্যারাডক্সিক্যাল সাজিদলেখক : আরিফ আজাদপৃষ্ঠা : ১৬৮মূল্...
05/02/2023

পাঠকদের জন্য গার্ডিয়ানের বই....
একনজরে একটু দেখে নিন প্লিজ।

১। বই : প্যারাডক্সিক্যাল সাজিদ
লেখক : আরিফ আজাদ
পৃষ্ঠা : ১৬৮
মূল্য : ২২৫ টাকা (ফিক্সড)

২। বই : কয়েকটি গল্প
লেখক : নাসরিন সুলতানা সিমা
পৃষ্ঠা : ৮০
মূল্য : ৮০ টাকা (ফিক্সড)

৩। বই : হালাল বিনোদন
লেখক : আবু মুআবিয়াহ ইসমাঈল কামদার
অনুবাদ : মাসুদ শরীফ
পৃষ্ঠা : ৮৮
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)

৪। বই : প্রশ্নোত্তরে সিরাতুন্নবি ﷺ
লেখক : ড. মো. আবদুল মান্নান
পৃষ্ঠা : ৪১৬
মূল্য : ৩২০ টাকা (ফিক্সড)

৫। বই : নেতৃত্বের প্রাথমিক বোঝাপড়া
লেখক : ড. মুনির উদ্দিন আহমেদ (বাদল)
পৃষ্ঠা : ১৪৪
মূল্য : ২৫০ টাকা

৬। বই : মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম
লেখক : পিনাকী ভট্টাচার্য
পৃষ্ঠা : ১৪৪
মূল্য : ১৭৫ টাকা (ফিক্সড)

৭। বই : বি স্মার্ট উইথ মুহাম্মাদ ﷺ
লেখক : ড. হিশাম আল আওয়াদি
অনুবাদ : মাসুদ শরীফ
পৃষ্ঠা : ১৪৪
মূল্য : ১৭৫ টাকা (ফিক্সড)

৮। বই : বিয়ে
লেখক : রেহনুমা বিনত আনিস
পৃষ্ঠা : ১৬০
মূল্য : ১৭০ টাকা (ফিক্সড)

৯। বই : দ্যা রিভার্টস : ফিরে আসার গল্প
লেখক : সামছুর রহমান ওমর, কানিজ শারমিন সিঁথি
পৃষ্ঠা : ২৫৬
মূল্য : ২৬০ টাকা (ফিক্সড)

১০। বই : বন্ধন
লেখক : উস্তাদ নোমান আলী খান
পৃষ্ঠা : ১৪৪
মূল্য : ১৭৫ টাকা (ফিক্সড)

১১। বই : এরদোয়ান : দ্যা চেঞ্জ মেকার
লেখক : ড. হাফিজুর রহমান
পৃষ্ঠা : ৩২০
মূল্য : ৩১৫ টাকা (ফিক্সড)

১২। বই : রোহিঙ্গা গণহত্যা : কাঠগড়ায় সু চি
লেখক : ইমরুল কায়েস
পৃষ্ঠা : ১৬৮
মূল্য : ১৫০ টাকা (ফিক্সড) স্টক আউট

১৩। বই : আকাশ ছোঁয়া স্বপ্ন
লেখক : আমিনুল ইসলাম ফারুক
পৃষ্ঠা : ১৫২
মূল্য : ২৪০ টাকা

১৪। বই : সানজাক-ই উসমান
লেখক : প্রিন্স মুহাম্মদ সজল
পৃষ্ঠা : ৪৪২
মূল্য : ৩৫০ টাকা (ফিক্সড)

১৫। বই : নাফ নদীর ওপারে (স্টক আউট)
লেখক : আসাদ পারভেজ
পৃষ্ঠা : ২৩২
মূল্য : ৩০০ টাকা

১৬। বই : ডেসটিনি ডিজরাপ্টেড
লেখক : তামিম আনসারি
অনুবাদ : আলী আহমাদ মাবরুর
পৃষ্ঠা : ৪৭২
মূল্য : ৩৩০ টাকা (ফিক্সড)

১৭। বই : বাতিঘর
লেখক : মাসুদা সুলতানা রুমি
পৃষ্ঠা : ১৭৬
মূল্য : ১৯০ টাকা (ফিক্সড)

১৮। বই : বেবিজ ডায়েরি
সম্পাদনা : মুজাহিদ শুভ
পৃষ্ঠা : ৬৮
মূল্য : ২৫০ টাকা (ফিক্সড)

১৯। বই : অ্যা লেটার টু অ্যাথিইস্ট
লেখক : মুগনিউর রহমান তাবরীজ
পৃষ্ঠা : ২৪৮
মূল্য : ৩৩৫ টাকা

২০। বই : ইসলাম : সভ্যতার শেষ ঠিকানা (স্টক আউট)
লেখক : জিয়াউল হক
পৃষ্ঠা : ১৮৪
মূল্য : ২৭৫ টাকা

২১। বই : দুআ : বিশ্বাসীদের হাতিয়ার
লেখক : ড. ইয়াসির ক্বাদি
অনুবাদ : মাসুদ শরীফ
পৃষ্ঠা : ২১৬
মূল্য : ২২০ টাকা (ফিক্সড)

২২। বই : গুড প্যারেন্টিং
লেখক : নেসার আতিক
পৃষ্ঠা : ১৫২
মূল্য : ১৭৫ টাকা (ফিক্সড)

২৩। বই : Science of Da'wah
লেখক : Dr. Shaikh Akhlaque-E-Rasul
পৃষ্ঠা : ১৩৬
মূল্য : ২৫০ টাকা

২৪। বই : আমার দেখা তুরস্ক
লেখক : ড. হাফিজুর রহমান
পৃষ্ঠা : ২৩২
মূল্য : ৩৫০ টাকা (স্টক আউট)

২৫। বই : রিভাইব ইয়োর হার্ট
লেখক : উস্তাদ নোমান আলী খান
অনুবাদ : মারদিয়া মমতাজ
পৃষ্ঠা : ১৪৪
মূল্য : ১৯০ টাকা (ফিক্সড)

২৬। বই : সবুজ চাঁদে নীল জোছনা
লেখক : আব্দুল্লাহ মাহমুদ নজীব
পৃষ্ঠা : ৭২
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)

২৭। বই : আতাতুর্ক থেকে এরদোয়ান (স্টক আউট)
লেখক : মোস্তফা ফয়সাল পারভেজ
পৃষ্ঠা : ২৪০
মূল্য : ৩৬৫ টাকা

২৮। বই : অন্তর্জালের নাগরিক
লেখক : এইচ আল বান্না
পৃষ্ঠা : ৮০
মূল্য : ১৭০ টাকা

২৯। বই : ছোটোদের নবি সিরিজ-১০খন্ড
লেখক : সামছুর রহমান ওমর
মূল্য : ১০০০ টাকা (ফিক্সড)

৩০। বই : সাইমুম সমগ্র (১২ খণ্ড)
লেখক : আবুল আসাদ
পৃষ্ঠা : ৮১৫২
মূল্য : ৭১৪৪ টাকা

৩১। বই : সমকালীন চ্যালেঞ্জ : নেতা ও নেতৃত্ব
লেখক : ড. মোবারক হোসাইন
পৃষ্ঠা : ১৯২
মূল্য : ৩০০ টাকা

৩২। বই : মুসলিম চরিত্র
লেখক : মুহাম্মাদ আল গাজালি
অনুবাদ : আলী আহমাদ মাবরুর
পৃষ্ঠা : ২০০
মূল্য : ২৩০ টাকা (ফিক্সড)

৩৩। বই : হাজার গানে হৃদয়ের স্বরলিপি
তাওহীদুল ইসলাম (সম্পাদিত)
পৃষ্ঠা : ৫৭৬
মূল্য : ৬৫০ টাকা

৩৪। বই : বাংলাদেশের ইসলামি রাজনীতির ব্যবচ্ছেদ
লেখক : এহসানুল হক জসীম
পৃষ্ঠা : ৩৬৮
মূল্য : ৩২০ টাকা (ফিক্সড)

৩৫। বই : ফিলিস্তিনের বুকে ইজরাইল
লেখক : আসাদ পারভেজ
পৃষ্ঠা : ৩০৪
মূল্য : ২৭০ টাকা (ফিক্সড)

৩৬। বই : ইতিহাসের ধুলোকালি
লেখক : পিনাকী ভট্টাচার্য
পৃষ্ঠা : ১৬৮
মূল্য : ১৯০ টাকা (ফিক্সড)

৩৭। বই : পাকিস্তান : আমার ইতিহাস
লেখক : ইমরান খান
অনুবাদ : শাইখুল ইসলাম
পৃষ্ঠা : ৩৮৪
মূল্য : ৩০০ টাকা (ফিক্সড)

৩৮। বই : বেত্তমিজ
লেখক : রশীদ জামীল
পৃষ্ঠা : ১৬৮
মূল্য : ২৭০ টাকা

৩৯। বই : মুমিন জীবনে সময়
লেখক : ইউসুফ আল কারজাভি
অনুবাদ : তারিক মাহমুদ
পৃষ্ঠা : ১১২
মূল্য : ১৩০ টাকা (ফিক্সড)

৪০। বই : সাহসের মন্ত্র
লেখক : আ জ ম ওবায়েদুল্লাহ
পৃষ্ঠা : ১৮৪
মূল্য : ৩০০ টাকা

৪১। বই : মুমিন জীবনে পরিবার
লেখক : ইউসুফ আল কারজাভি
অনুবাদ : মুহাম্মাদ সালেম আল-আযহারী
পৃষ্ঠা : ৮০
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)

৪২। বই : ধরণির পথে পথে
লেখক : জিয়াউল হক
পৃষ্ঠা : ২০৮
মূল্য : ৩২৫ টাকা

৪৩। বই : এশিয়ায় কালো থাবা (আবাবিল সিরিজ-০১)
লেখক : সাইমুম সাদী
পৃষ্ঠা : ১৬০
মূল্য : ৭০ টাকা (ফিক্সড)

৪৪। বই : হামাস
লেখক : আলী আহমাদ মাবরুর
পৃষ্ঠা : ৩৬৮
মূল্য : ৩৩০ টাকা (ফিক্সড)

৪৫। বই : শোনো হে কিশোর
লেখক : সামি খান, সৈয়দ মো. জালাল উদ্দিন
পৃষ্ঠা : ১০৪
মূল্য : ১১০ টাকা

৪৬। বই : সফলতার পাঠশালা
লেখক : মুহাম্মাদ হাবীবুল্লাহ
পৃষ্ঠা : ১৭৬
মূল্য : ২৬০ টাকা

৪৭। বই : স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মাদ ﷺ
লেখক : মাসুদ শরীফ
পৃষ্ঠা : ১১২
মূল্য : ১৩০ টাকা (ফিক্সড)

৪৮। বই : Muslim Character
লেখক : Muhammad al-Ghazali
পৃষ্ঠা : ২২৪
মূল্য : ৩০০ টাকা

৪৯। বই : প্রোডাক্টিভ মুসলিম
লেখক : মোহাম্মাদ ফারিস
অনুবাদ : মিরাজ রহমান ও হামিদ সিরাজী
পৃষ্ঠা : ২৫৬
মূল্য : ২৮০ টাকা (ফিক্সড)

৫০। বই : ‘আমি হতে চাই’ সিরিজ ৬ খণ্ড
লেখক : ড. উম্মে বুশরা সুমনা
মূল্য : ৫১০ টাকা (ফিক্সড)

৫১। বই : ‘গল্পে গল্পে আল-কুরআন’ সিরিজ (১-৫ খণ্ড)
লেখক : মুহাম্মদ শামীমুল বারী
মূল্য : ৪৫০ টাকা (ফিক্সড)

৫২। বই : সিক্রেটস অব জায়োনিজম
লেখক : হেনরি ফোর্ড
অনুবাদ : ফুয়াদ আল আজাদ
পৃষ্ঠ;২৯৬
মূল্য : ৩০০ টাকা (ফিক্সড)

৫৩। বই : স্টোরি অব বিগিনিং
লেখক : শাইখ ওমর সুলেইমান
অনুবাদ : আলী আহমাদ মাবরুর
পৃষ্ঠা : ২৪০
মূল্য : ২৪৫ টাকা (ফিক্সড)

৫৪। বই : দুর্গম পথের যাত্রী
লেখক : আসাদ বিন হাফিজ
পৃষ্ঠা : ১৯২
মূল্য : ১৭৫ টাকা (ফিক্সড)

৫৫। বই : দ্যা কিংডম অব আউটসাইডারস
লেখক : সোহেল রানা
পৃষ্ঠা : ৩২০
মূল্য : ৩১০ টাকা (ফিক্সড)

৫৬। বই : জীবনের রকমফের
লেখক : সামছুর রহমান ওমর
পৃষ্ঠা : ১৮৪
মূল্য : ২৮০ টাকা

৫৭। বই : বদিউজ্জামান সাঈদ নুরসি এবং রিসালায়ে নুর
লেখক : মুহাম্মাদ ইরফান হাওলাদার
পৃষ্ঠা : ২০৮
মূল্য : ২৪০ টাকা (ফিক্সড)

৫৮। বই : বিপ্লবী আনোয়ার ইবরাহিম
লেখক : আমিরুল মোমিনীন মানিক
পৃষ্ঠা : ৮৮
মূল্য : ১৫০ টাকা

৫৯। বই : জোছনাফুল
লেখক : আব্দুল্লাহ মাহমুদ নজীব
পৃষ্ঠা : ১৪৪
মূল্য : ১৯০ টাকা (ফিক্সড)

৬০। বই : বিজয়ী কাফেলা
লেখক : ইউসুফ আল কারজাভি
অনুবাদ : ফারুক আযম
পৃষ্ঠা : ১২৮
মূল্য : ২২০ টাকা

৬১। বই : সম্পর্ক
মূল : মুসলিম ম্যাটার্স
অনুবাদ : মিজান রহমান
পৃষ্ঠা : ১২৮
মূল্য : ১৫০ টাকা (ফিক্সড)

৬২। বই : বিশ্বাসীদের মা
লেখক : ড. ইয়াসির ক্বাদি
পৃষ্ঠা : ৩৫২
মূল্য : ৪৫০ টাকা

৬৩। বই : ইতিহাসের ছিন্নপত্র (প্রথম খণ্ড)
লেখক : কায় কাউস
পৃষ্ঠা : ৪৮০
মূল্য : ৫৭০ টাকা (ফিক্সড)

৬৪। বই : বিষ গোলাপের বন
লেখক : মুসা আল হাফিজ
পৃষ্ঠা : ৮৮
মূল্য : ১২০ টাকা (ফিক্সড)

৬৫। বই : মধ্যমপন্থা
লেখক : ইউসুফ আল কারজাভি
অনুবাদ : শাইখুল আজম আবরার
পৃষ্ঠা : ৮৮
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)

৬৬। বই : দ্যা এশিয়ান রেনেসাঁস
লেখক : আনোয়ার ইবরাহিম
অনুবাদ : হাবীব কাইউম, মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ
পৃষ্ঠা : ১২৮
মূল্য : ১৫০ টাকা (ফিক্সড)

৬৭। বই : মাআল মুস্তফা ﷺ
লেখক : ড. সালমান আল আওদাহ
অনুবাদ : ফারুক আযম
পৃষ্ঠা : ২৬৪
মূল্য : ১২৫ টাকা (ফিক্সড) (দাওয়াহ সংস্করণ)

৬৮। বই : কুরআনিক দুআ
লেখক : ড. ইয়াসির ক্বাদি
অনুবাদ : আলী আহমাদ মাবরুর
পৃষ্ঠা : ১৬৮
মূল্য : ২১০ টাকা (ফিক্সড)

৬৯। বই : সুলতান মুহাম্মাদ ফাতিহ
লেখক : ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক
পৃষ্ঠা : ১৯২
মূল্য : ২০০ টাকা (ফিক্সড)

৭০। বই : তাওয়াক্কুল
লেখক : ইউসুফ আল কারজাভি
অনুবাদ : মাওলানা মহিউদ্দিন কাসেমী
পৃষ্ঠা : ১৪৪
মূল্য : ১৮৫ টাকা (ফিক্সড)

৭১। বই : কবি
লেখক : বাপ্পা আজিজুল
পৃষ্ঠা : ৮৮
মূল্য : ১১০ টাকা (ফিক্সড)

৭২। বই : দাম্পত্য রসায়ন
লেখক : ড. ইয়াসির ক্বাদি
অনুবাদ : ফাতেমা মাহফুজ
পৃষ্ঠা : ৬৪
মূল্য : ৭০ টাকা (ফিক্সড)

৭৩। বই : গল্পে গল্পে আল কুরআন সিরিজ (৬-১০ খণ্ড)
লেখক : মুহাম্মদ শামীমুল বারী
মূল্য : ৪৫০ টাকা (ফিক্সড)

৭৪। বই : মুক্তচিন্তা ও ইসলাম
লেখক : মুজাজ্জাজ নাঈম
পৃষ্ঠা : ২৭২
মূল্য : ২৮০ টাকা (ফিক্সড)

৭৫। বই : তরঙ্গে দাও তুমুল নাড়া
সম্পাদিত : মুজাহিদ শুভ
পৃষ্ঠা : ২২৪
মূল্য : ২৫০ টাকা (ফিক্সড)

৭৬। বই : গার্ডিয়ানশিপ
লেখক : নজরুল ইসলাম টিপু
পৃষ্ঠা : ২২৪
মূল্য : ২৫০ টাকা (ফিক্সড)

৭৭। বই : দি ইটার্নাল চ্যালেঞ্জ
লেখক : আবু জাকারিয়া
অনুবাদ : শোয়েব হাসনাত , ইজতিহাদ আবতাহী
পৃষ্ঠা : ১৯২
মূল্য : ২২০ টাকা (ফিক্সড)

৭৮। বই : ম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারি
পৃষ্ঠা : ২৯৬
মূল্য : ৩০০ টাকা (ফিক্সড)

৭৯। বই : নীল পৃথিবীর সবুজ আকাশ
লেখক : আব্দুল্লাহ মাহমুদ নজীব
পৃষ্ঠা : ৮০
মূল্য : ১১০ টাকা (ফিক্সড)

৮০। বই : প্রজন্ম ক্ষুধা
লেখক : মিম্বার টিম
পৃষ্ঠা : ৩৪৪
মূল্য : ৩০০ টাকা (ফিক্সড)

৮১। বই : মনের উপনিবেশ মনের মুক্তি
লেখক : মুসা আল হাফিজ
পৃষ্ঠা : ২০৮
মূল্য : ২৫০ টাকা (ফিক্সড)

৮২। বই : মুসলিম মস্তিষ্ক
লেখক : আরমান ফিরমান
পৃষ্ঠা : ২০৮
মূল্য : ২৪০ টাকা (ফিক্সড)

৮৩। বই : বিশ্বসভ্যতা বিনির্মাণে মুসলমানদের অবদান
অনুবাদ : আলী আহমাদ মাবরুর
পৃষ্ঠা : ১৯২
মূল্য : ২২০ টাকা (ফিক্সড)

৮৪। বই : ফুটস্টেপস অব প্রোফেট ﷺ
লেখক : তারিক রমাদান
অনুবাদ : রোকন উদ্দিন খান
পৃষ্ঠা : ২৮০
মূল্য : ২৭০ টাকা (ফিক্সড)

৮৫। বই : ওয়ার্ক টুগেদার
লেখক : নোমান আলী খান
অনুবাদ : হামিদ সিরাজী
পৃষ্ঠা : ১৫২
মূল্য : ১৭০ টাকা (ফিক্সড)

৮৬। বই : তাকফির নিয়ে বাড়াবাড়ি
লেখক : ইউসুফ আল কারজাভি
অনুবাদ : শাইখুল আজম আবরার
পৃষ্ঠা : ৯৬
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)

৮৭। বই : ইসলামি রাজনৈতিক তত্ত্বে রাষ্ট্রধারণা
লেখক : ড. হাফিজুর রহমান
পৃষ্ঠা : ২৪০
মূল্য : ২৭৫ টাকা (ফিক্সড)

৮৮। বই : মুসলিম প্যারেন্টিং
লেখক : ড. মুহাম্মাদ আব্দুল বারী
পৃষ্ঠা : ২০০
মূল্য : ২২০ টাকা (ফিক্সড)

৮৯। বই : মুহাম্মাদ ﷺ দ্যা ফাইনাল ম্যাসেঞ্জার
লেখক : ড. মাজিদ আলি খান
অনুবাদ : রেজায়ী সেন্টার
পৃষ্ঠা : ৪০০
মূল্য : ৩৫০ টাকা (ফিক্সড)

৯০। বই : টাইমলেস অ্যাডভাইস
লেখক : বি বি আবদুল্লাহ
অনুবাদ : রোকন উদ্দিন খান
পৃষ্ঠা : ৮০
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)

৯১। বই : রিল্যাক্স অ্যান্ড হ্যাপি
লেখক : মুহাম্মাদ আল গাজালি
অনুবাদ : সাদিকুর রহমান খান
পৃষ্ঠা : ২০০
মূল্য : ২২৫ টাকা (ফিক্সড)

৯২। বই : সালাফদের ফরিয়াদ
লেখক : শাইখ ওমর সুলেইমান
অনুবাদ : নাবিলা আফরোজ জান্নাত
পৃষ্ঠা : ৮৮
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)

৯৩। বই : সিক্রেটস অব ডিভাইন লাভ
লেখক : এ হেলওয়া
অনুবাদ : রোকন উদ্দিন খান
পৃষ্ঠা : ২৫৬
মূল্য : ২৭৫ টাকা (ফিক্সড)

৯৪। বই : গল্পে গল্পে বিজ্ঞান সিরিজ ১-৪ খণ্ড
লেখক : ড. উম্মে বুশরা সুমনা
মূল্য : ১০০০/- টাকা (ফিক্সড)
৯৫। বই : নবি ও নবিপরিবার
লেখক : শামিম আলিম
অনুবাদ : ফরহাদ খান নাঈম
পৃষ্ঠা : ১৭৬
মূল্য : ২০০/- টাকা (ফিক্সড)

৯৬। বই : প্রকৃত আলিমের সন্ধানে
লেখক : ড. আহমদ আলী
পৃষ্ঠা : ২০৮
মূল্য : ২৫০/- টাকা (ফিক্সড)

৯৭। বই : খিলাফত ও রাজতন্ত্র
লেখক : ইমাম ইবনে তাইমিয়া (রহ.)
অনুবাদ : কামরুল হাসান নকীব
পৃষ্ঠা: ১৪৪
মূল্য : ১৯০/- টাকা (ফিক্সড)

৯৮। বই : দাঈদের জ্ঞানচর্চা
লেখক : ড. ইউসুফ আল কারজাভি
অনুবাদ : সাইয়েদ মাহমুদুল হাসান
পৃষ্ঠা : ২৬৪
মূল্য : ২৮০ টাকা (ফিক্সড)

৯৯। বই : ওয়ার অ্যান্ড পিস ইন ইসলাম
লেখক : ড. তারিক রমাদান
অনুবাদ : রোকন উদ্দিন খান
পৃষ্ঠা : ৭২
মূল্য : ৮০ টাকা (ফিক্সড)

১০০। বই : আহ্বান
ট্যাগলাইন : আধুনিক মননে আলোর পরশ
লেখক : মিজানুর রহমান আজহারি
মূল্য : ২৭০ টাকা (ফিক্সড)

১০১। বই : ইমানবৃক্ষ
লেখক : ড. ইয়াসির ক্বাদি
অনুবাদ : মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ
পৃষ্ঠা : ১৭৬
মূল্য : ২০০ টাকা (ফিক্সড)

১০২। বই : সাইকোলজিক্যাল ক্রাইসিস
লেখক : সাইয়্যিদা সাদিয়া গজনভি
অনুবাদ : খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ
পৃষ্ঠা : ২০০
মূল্য : ২০০ টাকা (ফিক্সড)

১০৩। বই : ‘গল্পে গল্পে আল কুরআন’ সিরিজ ১১-১৫
লেখক : মুহাম্মদ শামীমুল বারী
মূল্য : ৪৫০ টাকা (ফিক্সড)

১০৪। বই : ধরণির পথে প্রান্তে
লেখক : জিয়াউল হক
পৃষ্ঠা : ১৩৬
মূল্য : ১৫৫ টাকা (ফিক্সড)

১০৫। বই : ভিন্নমতের নান্দনিকতা
লেখক : ড. সালমান আল আওদাহ
অনুবাদ : জোবায়ের আব্দুল্লাহ
পৃষ্ঠা : ২০০
মূল্য : ২৪০ টাকা (ফিক্সড)

১০৬। বই : বি জিনিয়াস উইথ মুহাম্মাদ ﷺ
লেখক : আব্বাস মাহমুদ আল আক্কাদ
অনুবাদ : ফরহাদ খান নাঈম
পৃষ্ঠা : ১৬০
মূল্য : ১৮০ টাকা (ফিক্সড)

১০৭। বই : মাআল আইম্মাহ
লেখক : ড. সালমান আল আওদাহ
অনুবাদ : সাইফুল ইসলাম তাওহিদ
পৃষ্ঠা : ২৫৬
মূল্য : ২৭৫ টাকা (ফিক্সড)

১০৮। বই : নবিদের দাওয়াতি পদ্ধতি
লেখক : শাইখ টিম হাম্বল
অনুবাদ : আরিফুল ইসলাম
পৃষ্ঠা : ৮৮
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)

১০৯। বই : বিশ্ব মাঝে শীর্ষ হব
লেখক : ড. আহসান হাবীব ইমরোজ
পৃষ্ঠা : ১২০
মূল্য : ১৪০ টাকা (ফিক্সড)

১১০। বই : প্রচলিত মানহাজ
লেখক : আসলাম হোসাইন
পৃষ্ঠা : ১৭৬
মূল্য : ২০০ টাকা (ফিক্সড)

১১১। বই : আধুনিক জাহেলিয়াত
লেখক : আবু আব্দুল্লাহ মুহাম্মাদ হুমায়ুন কবির
পৃষ্ঠা : ২৫৬
মূল্য : ২৭০ টাকা (ফিক্সড)

১১১। বই : আধুনিক জাহেলিয়াত
লেখক : আবু আব্দুল্লাহ মুহাম্মাদ হুমায়ুন কবির
পৃষ্ঠা : ২৫৬
মূল্য : ২৭০ টাকা (ফিক্সড)

১১২। বই : ব্যাটল ফর পাওয়ার
লেখক : সোহেল রানা
পৃষ্ঠা : ৩০৪
মূল্য : ২৯৫ টাকা (ফিক্সড)

১১৩। বই : উমর (রা.)-এর ঢাকা সফর
লেখক : মুহাম্মদ নূরুযযামান
পৃষ্ঠা : ১২০
মূল্য : ১৪০ টাকা (ফিক্সড)

১১৪। বই : জ্ঞান ও পবিত্রতায় ভাস্বর এক মহীয়সী আয়িশা (রা.)
লেখক : ড. ইয়াসির ক্বাদি
অনুবাদ : রেজায়ী সেন্টার
পৃষ্ঠা : ১১২
মূল্য : ৭৫ টাকা (দাওয়াহ সংস্করণ)

১১৫। বই : ইসলাম : অ্যা কমপ্লিট কোর্স ফর বিগেনারস
লেখক : ইয়াহিয়া এমেরিক
অনুবাদ : আলী আহমাদ মাবরুর
পৃষ্ঠা : ৯৬৮
মূল্য : ৯৫০ টাকা (ফিক্সড)

১১৬। বই: ইতিহাসের অবপাদ অপবাদের ইতিহাস
লেখক: ড. ইউসুফ আল কারজাভি
অনুবাদ: সাইফুল ইসলাম তাওহিদ, ওয়াহিদ আমিম
পৃষ্ঠা : ৩৬৭
মূল্য: ৩৩০ টাকা (ফিক্সড)

১১৭। বই :ইসলামের অগ্রাধিকার নীতি
লেখক: ড. ইউসুফ আল কারজাভি
অনুবাদ: সাইয়েদ মাহমুদুল হাসান
পৃষ্ঠা: ৩৪২
মূল্য: ৩২০টাকা( ফিক্সড)

১১৮। বই : কবিতা সমগ্র ( দিওয়ানু আলি)
লেখক/ অনুবাদ:আব্দুল্লাহ মাহমুদ নজীব
পৃষ্ঠা: ৩৩৪
মূল্য: ৩১০ টাকা (ফিক্সড)

১১৯।বই: আল মুহাদ্দিসাত
লেখক: ড. মুহাম্মাদ আকরাম নদভী
অনুবাদ: মিজান রহমান, মোমতাজুল করিম, মারদিয়া মমতাজ, রাফে সালমান
পৃষ্ঠা: ৩৬৫
মূল্য: ৩৩০ টাকা( ফিক্সড)

১২০। বই: প্রজ্ঞায় যাঁর উজালা জগৎ
লেখক: সাব্বির জাদিদ
পৃষ্ঠা: ১৫৮
মূল্য: ২০০ টাকা( ফিক্সড)

১২১। বই: ফেমিনিস্ট প্রোপাগান্ডা
লেখক: বব লুইস
অনুবাদক: ফারিহা মায়মুনা
পৃষ্ঠা: ১২৮
মূল্য: ১৫০ টাকা ফিক্সড

১২২। বই: গল্পে গল্পে ছোটোদের হাদিস
লেখক: মুহাম্মদ আবু সুফিয়ান
পৃষ্ঠা: ৫২
মূল্য: ১৩৫ টাকা ফিক্সড

১২৩। বই: মুহাম্মাদ সা. দ্যা আল্টিমেট লিডার
লেখক: ড. দাউদ বাচলার
অনুবাদক: সিদ্দিক স্বপন, ওয়াহিদুল হাদী
পৃষ্ঠা: ১৪৪
মূল্য: ১৬০ টাকা ফিক্সড

১২৪। বই: মুমিনের রাতদিন
লেখক: মুফতি আবু বকর বিন মুস্তফা
অনুবাদক: মাসরুর আহমদ
পৃষ্ঠা: ২৮৮
মূল্য: ২৯০ টাকা ফিক্সড

১২৫। বই: সেকুলারিজম প্রশ্ন
লেখক: ফাহমিদ-উর- রহমান
পৃষ্ঠা: ৯৪
মূল্য: ১২০ টাকা ফিক্সড

১২৬। বই: সালাত যখন খুশবু ছড়ায়
লেখক: লাইফ উইথ আল্লাহ টিম
অনুবাদক: ফরহাদ খান নাঈম
পৃষ্ঠা: ১৯১
মূল্য: ২৫০ টাকা ফিক্সড

১২৭। বই: মাসনুন দুআ
সংকলন : গার্ডিয়ান টিম
পৃষ্ঠা: ১৫৮
মূল্য: ৬০ টাকা ফিক্সড

১২৮। বই: মাতৃত্ব : স্বপ্ন বুননের পথে
লেখক : মোরশেদা কাইয়ুমী
পৃষ্ঠা: ১৮৩
মূল্য: ২৪০ টাকা ফিক্সড

১২৯। বই: ইতিহাসের ছিন্নপত্র ২য় খন্ড
লেখক: কায় কাউস
পৃষ্ঠা: ৫৭২
মূল্য: ৭৫০ টাকা ফিক্সড

যোগাযোগ—
টেলিফোন : 02-57165517
মুঠোফোন : 01710-197558, 01998-584958
হোয়াটসঅ্যাপ : 01710-197558
ওয়েবসাইট : www.guardianpubs.com

Address

Mohakahali
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Sharif-The Musafir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharif-The Musafir:

Share

Category