Lazy Life Tales

Lazy Life Tales Assalamu Alaiqum. Here I am sharing some moments of my daily life with you. I hope you like it.
(19)

22/09/2025

শুভ সকাল 🌞

শুভ সকাল। কার কার সকালের নাস্তা শেষ?       #শুভসকাল
21/09/2025

শুভ সকাল।
কার কার সকালের নাস্তা শেষ?

#শুভসকাল

বৃষ্টিস্নাত বিকেল 🌧️।
13/09/2025

বৃষ্টিস্নাত বিকেল 🌧️।

শুভ দুপুর সবাইকে।
09/09/2025

শুভ দুপুর সবাইকে।

08/09/2025

Asccalamu Alaiqum

এই ফলটার নাম জানা আছে কারো?
05/09/2025

এই ফলটার নাম জানা আছে কারো?

05/09/2025

আসসালামু আলাইকুম।
শুভ সকাল।
আজকের দিনটা সকলের ভালো কাটুক।

04/09/2025

শুভ দুপুর

🔴স'র্ত'ক'তা👇👉 🖼  আপনার ফোনের পার্সোনাল ছবি। এক কথায় আপনার ফোনের সকল ছবি, অন্যের ফোনে চলে যাচ্ছে কি, বা অন্য কেউ তার ফোনে...
03/09/2025

🔴স'র্ত'ক'তা👇

👉 🖼 আপনার ফোনের পার্সোনাল ছবি। এক কথায় আপনার ফোনের সকল ছবি, অন্যের ফোনে চলে যাচ্ছে কি, বা অন্য কেউ তার ফোনে আপনার অ'জা'ন্তে'ই নিয়ে যাচ্ছে কি কিভাবে দেখবেন বা বুঝবেন।

👉 যদি আপনার ফোনের সকল ছবি অন্য কেউ তার ফোনে আপনার অ'জা'ন্তে'ই নিয়ে যায়, বা দেখে কিভাবে সেই স'ম'স্যা থেকে উ'দ্ধা'র হবেন। আমি নিচে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি।

👉 ১/ আপনার ফোনের ( Photos ) অ্যাপ ওপেন করে নিবেন।

👉 ২/ এরপর ডান সাইটে প্রফাইল অর্থাৎ জিমেইল লোগো দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।

👉 ৩/ এরপর নিচের দিকে ( Photos setting ) অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।

👉 ৪/ এরপর কিছু অপশন আসবে, ওখানে ( sharing ) অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।

👉 ৫/ এরপর উপরে ( Partner sharing ) অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবন।

👉 ৬/ এরপর আপনি যদি কোনো জিমেইল একাউন্ট দেখতে পান। এবং জিমেইল একাউন্ট টা যদি আপনার না হয়। তাহলে আপনার ফোনের ছবি ওই জিমেইল একাউন্ট যার তার ফোনে চলে যাচ্ছে বা নিয়ে যাচ্ছে।

✅ সমাধান👇

👉 ৭/ ওখানেই নিচে লাল অক্ষরে ( Remove partner ) অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।

👉 ৮/ এরপর ( Remove ) অপশনে ক্লিক করবেন।

✅ এরপর থেকে ওই জিমেইল একাউন্ট যার তার ফোনে আপনার ফোনের কোনো ছবি আর যাবে না বা তার ফোনে আপনার ফোনে থাকা কোনো ছবি দেখতে পাবে নাহ।

16/08/2025

শুভ দুপুর

আপনার সন্তানকে কিভাবে নষ্ঠ করবেন: 1. তাকে সবার সামনে ছোট করে কথা বলবেন। সবার সামনে তার সমালোচনা করবেন। কারন, সে সবার সমা...
11/07/2025

আপনার সন্তানকে কিভাবে নষ্ঠ করবেন:
1. তাকে সবার সামনে ছোট করে কথা বলবেন। সবার সামনে তার সমালোচনা করবেন। কারন, সে সবার সমালোচনা সহ্য করতে পারলেও একজন বাবার সমালোচনা কখনো সহ্য করতে পারবে না। অন্য কেউ হলে তো, প্রতিবাদ করতো , কিন্তু বাবাকে কিছু বলতে ও পারবে না, সহ্য ও করতে পারবে না। ফলে, নিজের উপর প্রতিশোধ নিবে।

2. তার খাবার নিয়ে তাকে খোটা দিন। আমি খাওয়াই, আমি পড়াই, কিন্তু তুই অথর্ব। বসে বসে খাস। ৫০০ টাকা ইনকাম করে দেখা? আমারটা খাস, তাই বাস্তবতা বুঝিসনা। এ টাইপের কথা বলুন। সে হীনমন্য হয়ে নষ্ঠ হয়ে যাবে।

3. আপনার সন্তানকে সব সময় ভয়ের উপরে রাখুন। ২৪ ঘন্ঠা শাসনের উপর রাখুন। তাকে রোবট বানানোর চেষ্ঠা করুন। যেহেতু সে মানুষ, রোবট নয়, তাই সে আপনাকে কখনো খুশি করতে পারবে না। ফলে, হাল ছেড়ে দিয়ে নষ্ঠ হয়ে যাবে।

4. আপনার সন্তানকে মাঝে মাঝে জুতা খুলে পিটান। আর আন্ছলিক গালিগালাজ যা জানেন, সব তার উপর ছাড়ুন। সে এগুলো শিখে শিখে নষ্ঠ হোক।

5. আপনার সন্তানকে সব সময় সন্দেহের চোখে দেখুন। সে যা ই বলুক, তার অন্য একটি অর্থ বের করার চেষ্ঠা করুন।

6. আপনার সন্তানের নামে বাজে বাজে কথা আপনার বন্ধু ও পাড়া প্রতিবেশীকে বলুন। তারা আবার এসব তাকে গিয়ে বলবে,তোমার বাবা তোমার ব্যাপারে এটা এটা বলেছে। সে ভাববে, আমার বাবা ই যেহেতু আমাকে খারাপ ভাবে, আমাকে ভাল মনে করবে কে? সুতরাং, খারাপ ই হয়ে যায়।

7. আপনার সন্তানকে ফেরেশতা বানানোর চেষ্ঠা করুন। নিজে হারাম আয় করুন কিন্তু তাকে ৫ ওয়াক্ত নামায জামাতে পড়তে বলুন। সে দেখছে এক, করতে হচ্ছে আরেক, যা সে করতে পারবে না। ফলে আপনার শত্রু হবে, নষ্ঠ হবে।

8. আপনার সন্তানকে কথা দিয়ে বার বার ভঙ্গ করুন। তাকে বলুন, তিনমাস তুমি এভাবে চললে, তোমাকে এটা দিব। তিনমাস পর একটা খুত বের করে বলুন, তুমি তো এটা এটা পারনি, তা ই তোমাকে যা দিব বলেছিলাম পাবে না। ফলে, আপনার উপর তার বিশ্বাস উঠে যাবে, ফলে সে নষ্ঠ হবে।

9. আপনার সন্তানকে সব সময় টাকার লোভ দেখান। ভাল ব্যবহার করার পরিবর্তে তাকে টাকা দিয়ে কেনার চেষ্ঠা করুন। মনে মনে ভাবুন, সে লোভী।

10. আপনার সন্তানকে সব সময় নিজের শৈশবের কষ্টের কথা বলুন আর সে কত সৌভাগ্যবান, তা তাকে বার বার মনে করিয়ে দিন। আপনার শৈশবের কষ্টের ঝাল, তার উপর মিটান। আপনি কেন ছোট বেলায় অনেক কিছু পান নি, তাই সামর্থ্য থাকা সত্বেও তাকে কিছু দিবেন না, তার সখ পুরন করতে দিবেন না। সে নষ্ট হবে ই।

11. তাকে অতিরিক্ত ভালবাসা দেখাবেন না। কখনো বুকে জড়িয়ে নিবেন না, কপালে চুমু খাবেন না। কারন সে প্রশ্রয় পেতে পারে। সে ভাল কিছু করলে উৎসাহ দিবেন না, সাহস দিবেন না বরং সব সময় ভয় দেখাবেন। বলবেন, এটা করা যাবেনা, ঐটা করা যাবে না, ব্যর্থ হবে। তুমি পারবেনা। ব্যস, তার আত্নবিশ্বাস নষ্ট হবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lazy Life Tales posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share