Cadet life

Cadet life IN THIS PAGE YOU CAN SHARE YOUR MEMORIES OF CADET LIFE.BECAUSE ONCE A CADET AND ALWAYS A CADET. we share cadet stories ....

Whats your high Score? Game link in the first comment 🫣
18/02/2025

Whats your high Score?

Game link in the first comment 🫣

19/09/2024
27/08/2024

.... নিজের স্বার্থ ঠিক রাখার জন্য ...
একটা দেশের স্টুডেন্ট মুভমেন্টে অন্য একটি দেশের ইন্টেলিজেন্স এজেন্সির স্নাইপার আসলো।
ছাত্র - জনতা হার না মেনে লাশের সংখ্যা বাড়িয়ে গেলো।

দুই হাত মেলে দাঁড়িয়ে যাওয়া এক আবু সাঈদকে গুলি করলো। এরপর প্রতি মিছিলের সামনে হাত মেলে দিয়ে একেকজন আবু সাঈদ হতে লাগলো।

পানি খাওয়ানো একটা মুগ্ধকে মেরে ফেললো। অলিতে-গলিতে পানির বোতল হাতে নিয়ে শত শত মুগ্ধ বেরিয়ে আসলো।

ভার্সিটিগুলোতে নেট বন্ধ। অলিগলিতে সব ওয়াইফাই পাসওয়ার্ড ওপেন করে দেওয়া হলো।

শেষমেশ আর কিছুতে না পেরে পানি ছেড়ে বন্যা বানালো। সারাদেশ থেকে হাজার হাজার অপেশাদার রেসকিউ টিম এগিয়ে আসলো।

বন্যার ফলে খাদ্যসঙ্কট দেখা দিল। ফান্ড কালেকশনে শত শত সংগঠন নেমে আসলো। এক টিএসসির ফান্ডেই একদিনের জমা আশি লাখের কাছাকাছি।

একজন দায়িত্ববান মানুষ - কোন ধরনের ঢাক ঢোল না পিটিয়ে ... ১০০০ কোটি টাকার ফান্ডের ব্যবস্থা করলেন ...

দেশ - বিদেশ থেকে ফারাক্কা বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করার জন্য ফান্ডের প্রস্তাব আসা শুরু হলো ...

পুকুরের পানি ছাদে উঠেছে। ছেলেপেলে ট্রাকভর্তি নৌকা নিয়ে হাজির।

ট্রাক নিতে জ্বালানি লাগবে। পেট্রোল পাম্পে জ্বালানি ফ্রিতে দেওয়া হচ্ছে।

ফাস্ট রেসকিউর জন্য স্পিড বোটের দরকার। কর্ণফুলী শিপিং কোম্পানি বোট দিচ্ছে।

ত্রাণ কিনতে টাকার দরকার। সবার অবস্থান থেকে সাহায্যে ত্রাণ বক্স ভরে উঠছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের গাড়ি দরকার। একুশে এক্সপ্রেস ফ্রি'তে টিকেট দিচ্ছে।

যোগাযোগের জন্য ফোনে নেট দরকার। অপারেটর কোম্পানি ফ্রিতে নেট দিচ্ছে।

দেবার জন্য উদাহরণ দরকার? ছোট্ট এক বাচ্চা ছেলে ওমরাহ'র জন্য জমানো সাড়ে চৌদ্দ হাজার টাকা ত্রাণ বাক্সে দিয়ে দিচ্ছে।

অভূতপূর্ব দৃষ্টান্ত দরকার? পিচ্চি ইহান তিন বছরের জমানো পয়সা প্লাস্টিকের ব্যাংক সহ বাক্সে দিয়ে দিচ্ছে।

সম্প্রীতির চিহ্ন দরকার? দুর্গাপূজার ফান্ড থেকে একটি ইসলামিক সংগঠনের ত্রাণ তহবিলে ত্রাণ কেনা টাকা আসছে।

অসীম নিদর্শন দরকার? সারাদিন পরিশ্রম করে পাওয়া ৪০০ টাকার সবগুলোই ত্রাণ তহবিলে দিতে ওমর ফারুক নামে এক রিক্সা চালক ছুটে আসছে।

মানসিকতা দরকার? সারাদিন ভিক্ষা করা প্রতিবন্ধীটাও তার ভিক্ষার ভাগ থেকে ত্রাণবাক্সে টাকা ফেলছে।

সাহসিকতা দরকার? সেনাবাহিনী,নৌবাহিনী,বিমানবাহিনী,বিজিবি,ফায়ার সার্ভিস দিন রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। নিজেদের পরিবার ছেড়ে,নাওয়া খাওয়া ভুলে মানুষের জীবন বাচাচ্ছে, মা-বোনেদের সম্মান রক্ষা করছে।

কি ভেবেছেন? এ জাতি এতই ভঙ্গুর?
এতই অথর্ব? এতই ঠুনকো?
.. ২৬৭ ... বছর ধরে জীবনযুদ্ধে সংগ্রাম করা এই জনপদ বৃটিশদের কামানে টলেনি। পাকদের গোলায় ধ্বসেনি। স্বৈরাচারের ভয়ে দমেনি। ভারতের আগ্রাসনে গুটিয়ে যাবে? তাদের কাছে হাতজোড় করবে?

ভুল। ফারাক্কার জল দেখতে দেখতে আমরা বন্যায় অভ্যস্ত হয়ে গেছি। সীমান্তে ঝুলন্ত ফালানিকে দেখতে দেখতে আমরা মরতে শিখে গেছি। আবরার ফাহাদদের দেখতে দেখতে আমরা এক নিভু শিখা থেকে একশো প্রজ্জ্বলিত আলোর জন্ম নিতে শিখে গেছি।

যতই স্ট্রাটেজি বদলান লাভ নেই।
কারণ, এ জাতি হারতে শিখেনি।
এ জাতি হারতে জানেনা।

শত্রুরা শুধু দেখতে থাকবে - এই জাতির উন্নয়ন ... ইনশাআল্লাহ নীতির উপর থাকলে উন্নয়ন কেউ দমিয়ে রাখতে পারবে না

দেশের উন্নয়নের জন্য - মানুষের সুখ দুঃখের অংশীদার হওয়ার জন্য .. মানুষের ঐক্যবদ্ধ হওয়ার এমন বাস্তবতা ... পৃথিবীর ইতিহাসে বিরল ...

Sabbash 🇧🇩
26/08/2024

Sabbash 🇧🇩

Country in safe hands ❤️💙
24/08/2024

Country in safe hands ❤️💙

মনে হতে পারে,একটা প্রোগ্রাম বা ডিনার এমন কি!জানিয়ে রাখা ভালো,এই একটা ডিনার আর প্রোগ্রামের মাধ্যমে তারা তাদের ছয় বছরের জী...
24/08/2024

মনে হতে পারে,একটা প্রোগ্রাম বা ডিনার এমন কি!
জানিয়ে রাখা ভালো,এই একটা ডিনার আর প্রোগ্রামের মাধ্যমে তারা তাদের ছয় বছরের জীবনের ইতি টানে।আর কখনো সবাই একসাথে হবেনা,এই অপ্রিয় সত্যকে ধারণ করে।
ঐ বয়সে এই ত্যাগ বা দেশের প্রতি ভালবাসা আমাদেরকেও শিক্ষা দেয় যে,যার যার জায়গা থেকে নিজের পছন্দের ব্যাপারগুলো ত্যাগ করেও দেশকে ভালবাসা যায়❤️

©️

বন্যা কবলিত সবার জন্য আমরা বেশি বেশি দোয়া করি।

If headless people had a face 🦮Exclusive content in comments
17/08/2024

If headless people had a face 🦮
Exclusive content in comments

❤️
07/08/2024

❤️

🥺🫶🇦🇷
15/07/2024

🥺🫶🇦🇷

Back to back Champion 🫶🇦🇷⚽
15/07/2024

Back to back Champion 🫶🇦🇷⚽

দিন যায় ছবি থাকে....সময়টা ১৯৮৪ সাল....
14/07/2024

দিন যায় ছবি থাকে....

সময়টা ১৯৮৪ সাল....

শুভ জন্মদিন, বরিশাল ক্যাডেট কলেজ-যার মহাকাব্যিক চত্বরে আমাদের পরিণত হওয়া!সবাই গেছে আমরাও যাবোস্মৃতির চত্বর থেকে এক এক কর...
01/07/2024

শুভ জন্মদিন, বরিশাল ক্যাডেট কলেজ-যার মহাকাব্যিক চত্বরে আমাদের পরিণত হওয়া!

সবাই গেছে আমরাও যাবো
স্মৃতির চত্বর থেকে এক এক করে মুছে যাবে
সকলের নাম।
একে একে আমি যাবো,যেতে হবে তোমাকেও
অনন্তকাল পাখির কলকাকলিতে শুধু বেঁচে রইবে আমাদের চত্বর।
তবুও ফেরা হবে না
কারণ ফিরতে চাইলেই তো ফেরা যায় না।

শাসন আর রুটিনের ভাজে লুকানো তারারা,
চত্বর জুড়ে ব্যস্ততার ভীড়।
কুচকাওয়াজ, ডাইনিং এর টুংটাং আওয়াজ,মাঠের কলরব
আরও কত ব্যস্ততা!
নিজের গভীরে লুকিয়ে থাকা কিছু অতৃপ্তি
চত্বর জুড়ে ছড়িয়ে থাকা টুকরো টুকরো গল্প
যখন ব্যস্ত রুটিনে তখন,
সবুজ ঘাসের চোখে চোখ রেখে ফেলবে দুফোঁটা অশ্রু
তারপর সব হারিয়ে যাবে।
ক্লাসরুমের খুনসুটি,মাঠের দুরন্তপণা কিংবা করিডোরে গল্পের ঝড়
সব হারিয়ে যাবে
কোন এক দুপুরে
হয়তোবা কেউ স্মরিবে তোমায়
হয়তো নয়
কোন এক সন্ধ্যায় হয়তো কোন অনুজ ভাববে তোমায়,
মাঠের ঘাসগুলো হয়তো মনে রাখবে তোমায়,
হয়তো হাউজের মেঝে চোখ বুজে অনুভব করবে তোমায়

মরীচিকার মতো ডাকবে তোমায়
তবুও তুমি পারবে না ফিরতে
কারণ চাইলেই তো ফেরা যায় না
শুধু জেনো বেঁচে রবে তুমি বেঁচে রবে চত্বর
আমাদের জীবনের সোনালি সবুজ চত্বর।

ছবি: Mahfuz Bin Monsur

🌕 ✨
23/06/2024

🌕 ✨

26/08/2023

Dear self,

I know that you've been through so much pain in life. There are times where you just smile to people but deep inside I know that you are sad. Sometimes you just hide your own pain so that the people around you won't worry about you. But I know it's hard to keep it all inside. Sometimes you want to give up but you couldn't tell anyone. I want you to know that I am proud of you. You are a brave person for fighting your battles alone.

I am proud of you for everything that you do to survive. I know you've pushed yourself too hard just to live. You've kept all your trauma to yourself, and I know sometimes it still hurt you. I am proud of you, always. You are stronger than you thought you are. You've come so far and I know someday everything you do will make sense. I want you to know that you deserve all the good things in the world. And after all that you've been through, you deserve to be happy.

❤
04/07/2023

Address

Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Cadet life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share