Shariar with zayan

Shariar with zayan ◥▔◣◢☬◣◈◢☬◣◢▔◤
◈◈⚀ ★❍ɢᴀɴɢⓢᴛᴇʀ❍★⚀◈◈
◢▂◤◥☬◤◈◥☬◤◥▂◣ F**K Depression��

With Shariar Ahmed Shakil – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉
18/09/2025

With Shariar Ahmed Shakil – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!Thank you so much my dear supporters!Have a nice day ev...
03/09/2025

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!
Thank you so much my dear supporters!
Have a nice day everyone.

02/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

02/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

02/09/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

একজন স্ত্রী যখন তার স্বামীকে হৃদয় থেকে সম্মান করতে শেখে, তখন তার জীবনের সবটুকু জায়গা যেন পূর্ণতায় ভরে ওঠে। স্বামী শুধ...
30/06/2025

একজন স্ত্রী যখন তার স্বামীকে হৃদয় থেকে সম্মান করতে শেখে, তখন তার জীবনের সবটুকু জায়গা যেন পূর্ণতায় ভরে ওঠে। স্বামী শুধুই কোনো সম্পর্কের নাম নয়—সে একজন নারীর জীবনের শ্রেষ্ঠ আশ্রয়, তার ভালোবাসা, তার আস্থার ঠিকানা।

আমার স্বামী... সে যেমনই হোক, আমি তাকে নিয়ে কোনোদিনই বিচার-বিশ্লেষণে যাইনি। সে আমার জীবনসঙ্গী, আমার দিনের প্রথম ভোর, রাতের শেষ নিঃশ্বাস। তার ছায়ার নিচেই আমার নিরাপত্তা, তার চোখেই আমার পৃথিবীর মানে। আমি বিশ্বাস করি, তার ভালো-মন্দ, রাগ-অনুরাগ—সবই আমার জন্যই। তার একটুখানি বিরক্ত মুখ বা উঁচু গলার আওয়াজেও আমার হৃদয় কেঁপে ওঠে, চোখ ভিজে যায়। অথচ পরিবারের আর কারো জন্য এমন অনুভব আসে না। হয়তো এটাই ভালোবাসার পরিণত রূপ।

আমার স্বামীর সাথে আমার সম্পর্কের গভীরতা এমন, যেখানে অন্য কারো মতামত, হস্তক্ষেপ, পরামর্শ আমার একটুও দরকার হয় না। এই সম্পর্কটা একান্ত আমার, আমাদের। আমি চাই না তার থেকে কিছু আলাদা করে স্বাধীনতা। আমি চাই না কোনো গোপনীয়তা। আমি স্বামীকে নিয়ে গর্ব করি—সে আমার প্রতিপালক, আমার রক্ষাকর্তা। তাই তার হাতে আমার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড থাকুক, সে জানুক আমি কোথায় যাচ্ছি, কার সাথে সময় কাটাচ্ছি—এতে আমার সম্মানে একটুও আঘাত লাগে না।

অনেকে বলেন, প্রেম করে বিয়ে বলেই এতটা আবেগ! কিন্তু আমার বিশ্বাস, প্রেমে হোক বা পারিবারিক সিদ্ধান্তে—যার সাথেই বিবাহ হোক না কেন, যদি একজন নারী নিজের স্বামীকে সত্যিকারে ভালোবাসে, তাহলে সেই সংসারে কোনোদিন অশান্তি বা অবিশ্বাস আসতে পারে না। ঝগড়া, রাগ, অভিমান—এইসব তো ভালোবাসারই রং। আর এইসব রং মিশে থাকুক শুধুই স্বামীর সাথে—not with any outsider.

একজন ভালো স্বামী পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। যদি প্রতিটি নারী এই অনুভূতি নিয়ে চলতে পারতো, তাহলে আমাদের সমাজে সম্পর্কের সংকট অনেক কমে যেত। সংসার হতো শান্তির, ভালোবাসার এক অপার আশ্রয়।

ভগবান যেন প্রত্যেক নারীর মনে এমন এক স্নেহভরা চিন্তা দান করেন, যেন প্রতিটি সংসার হোক বিশ্বাস, ভালোবাসা আর সম্মানের স্বর্গ।











১. অসৎ লোকই বেশিরভাগ সময় সৎ লোকের থেকে বেশি সম্মান পায়। কারণ সমাজ বাহ্যিক চাকচিক্য দেখে, অন্তরের সততা নয়।২. গরিবের ভালোব...
30/06/2025

১. অসৎ লোকই বেশিরভাগ সময় সৎ লোকের থেকে বেশি সম্মান পায়। কারণ সমাজ বাহ্যিক চাকচিক্য দেখে, অন্তরের সততা নয়।

২. গরিবের ভালোবাসা কখনো দাম পায় না, ধনীর ভাও খেয়েও মানুষ তৃপ্ত। দুঃখজনক হলেও সত্য—সম্পদই সম্পর্কের মানদণ্ড হয়ে গেছে।

৩. সফল হলে সবাই আপন, ব্যর্থ হলে কেউ পাশে থাকে না। মানুষের ভালোবাসা আজকাল সাফল্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

৪. নিজের স্বপ্ন অন্যকে বললে, অনেকেই সেটাকে ভেঙে দিতে চায়। কারণ সবাই চায় না তুমি তাকে ছাড়িয়ে যাও।

৫. যে সবচেয়ে বেশি সাহায্য করে, তাকেই সবচেয়ে বেশি অবহেলা করা হয়। অতিরিক্ত ভালোবাসার মূল্যও আজকাল নেই।

৬. মেয়ে সন্তান হলে অনেকে এখনো মুখ কালো করে—যদিও মেয়েরাই প্রমাণ করেছে তারাও পারে ইতিহাস গড়তে।

৭. দুনিয়াতে সবচেয়ে বেশি ক*ষ্ট দেয় কাছের মানুষরাই। কারণ তাদের কাছ থেকেই সবচেয়ে বেশি আশা করি।

৮. সৎ পথে চললে জীবনে অনেক কিছু হারাতে হয়, কিন্তু অ*ন্যায় করলে দ্রুত সফল হওয়া যায়—এটাই সমাজে সাধারণ চিত্র।

৯. আজকাল মানুষ ভালো নয়, অভিনয় ভালো করে। মুখে মধু, অন্তরে বি*ষ—এই প্রবণতা বেড়েই চলেছে।

১০. অসুস্থ হলে খবর নেয় না কেউ, কিন্তু ম*রলে ফেসবুকে স্ট্যাটাস দেয় "ভালো মানুষ ছিল"।

29/06/2025

মানুষ প্রতারণা করে, বিশ্বাস ভাঙ্গে আবার নিল্লজ্জের মতো সেটাকে justify করতে চাই এটা ওটা বলে! এজন্য করছি, এটা ভেবে করছি, ভুলে হয়ে গিয়েছে; তুমি কষ্ট পাবে ভেবে তোমাকে জানায়নি; ইত্যাদি ইত্যাদি! আর সব শেষে এমন pretend করে যেনো তাদের অপরাধকে point out করে আমরাই মস্ত বড় ভুল করেছি! তাদের মধ্যে ন্যূনতম অপরাধ বোধ টুকু ও আসে না! এমন ভাবে কথা বলে যেনো তারা দুধে ধোয়া তুলশি পাতা! যেনো তাদের ভুল বলা আমাদেরই ভুল! একটা মিথ্যা ঢাকতে আরও ১০০ টা মিথ্যা বলে! মিথ্যা মিথ্যা অজুহাত দেখাই নিজের দোষকে cover up করতে!

ইচ্ছাকৃত অপরাধের কোনো justification হয় না! যেটা ভুল সেটা ভুল! ভুল করে ভুল হতেই পারে, কিন্তু একটা ভুলই বার বার repeat করা, যেনে শুনে ঠকানো, বিশ্বাস ভাঙা, এগুলো আসলে ভুল করে হয় না! আর ইচ্ছাকৃত ভুলের কোনো ক্ষমাও হয় না।

মস্তিষ্কের বাহিরে চলছে জীবন_সাধ্যের বাহিরে সপ্ন ইচ্ছের গমন..!😅💔
08/06/2025

মস্তিষ্কের বাহিরে চলছে জীবন_সাধ্যের বাহিরে সপ্ন ইচ্ছের গমন..!😅💔

08/06/2025

Address

Dhaka
1360

Website

https://electecbd.websites.co.in/

Alerts

Be the first to know and let us send you an email when Shariar with zayan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share