25/04/2025
"মানুষ'ই মানুষের ওষুধ
কেউ সুখের, কেউবা দুঃখের।"
মানুষ মানুষের জন্যই উপশম বা ওষুধের মতো। কখনো কোনো মানুষ আমাদের জীবনে আনন্দ ও সুখের কারণ হয়, আবার কখনো কেউ দুঃখ ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক যেমন ওষুধ ভালো করলে আরাম দেয়, আর না মেলালে কষ্ট বাড়িয়ে দেয়, তেমনি মানুষের আচরণও আমাদের জীবনে ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে।
সংক্ষেপে:
মানুষের সাথে সম্পর্কই সুখ বা দুঃখের বড় কারণ।