bd24times.com

bd24times.com bd24times is fasted growing bangla news portal.
(287)

08/07/2025
বিম্পির বাতপাড়ের দল আর কিছু হলুদ মিডিয়া (বালের কন্ঠ) এগুলা ছড়িয়ে জনগণকে ভয় দেখায়!
08/07/2025

বিম্পির বাতপাড়ের দল আর কিছু হলুদ মিডিয়া (বালের কন্ঠ) এগুলা ছড়িয়ে জনগণকে ভয় দেখায়!

08/07/2025

অবশেষে এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক আ ন্দো ল ন কা রী

08/07/2025

নাসির আলী পুক্কি লাল করতে পারে নাই 😛😍 সার্কাসের দল

08/07/2025

আল্লাহু আকবর
ডায়ালাইসিস চলাকালে রোগীর শরীর থেকে রক্ত বের করে লাল টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়, সেখান থেকে পরিশোধিত রক্ত আবার নীল টিউব দিয়ে শরীরে ফিরিয়ে দেওয়া হয়।

এই প্রক্রিয়া চলতে থাকে টানা চার ঘণ্টা, রোগীকে শুয়ে থাকতে হয় একটানা, নড়াচড়া ছাড়া।

একজন ডায়ালাইসিস রোগীকে সপ্তাহে তিনবার এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়—
মাসে ১২ বার, মোট ৪৮ ঘণ্টা যন্ত্রের ওপর নির্ভরশীল জীবন।

অন্যদিকে, যারা সুস্থ—তাদের কিডনি এই কাজটি করে ফেলে দিনে ৩৬ বার,
না কোনো যন্ত্রের সাহায্য, না কোনো কষ্ট, না কোনো সময়ক্ষেপন।

আল্লাহু আকবার

“অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?”

(সূরা আর-রহমান)। ©

08/07/2025

সৌদি প্রবাসী রুবিনা। দেশে রেখে যাওয়া অসুস্থ বাচ্চার অপারেশন করাতে বৃহস্পতিবার সকাল ঢাকায় পৌঁছান। এয়ারপোর্ট থেকে বের হয়ে পার্কিং এরিয়ায় ঢুকতেই..
- বইন কই যাবা?
- জয়পুর হাট
- আরে কও কি বইন! আমার বাড়ি দিনাজপুরের হিলি! আমিও ঐ দিক যামু
- এয়ারপোর্টে কেনো আসছেন?
- একমাত্র বইনকে এট্টু আগে দুবাইতে পাঠাইয়া দিলাম। পরানডা ছিঁড়া যাইতাছে বইন 🙁
কাছাকাছি এলাকার অপরিচিত তাজুলকে পেয়ে রুবিনা মনে জোর পেলেন। একসাথে বাসে উঠে গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হলেন। পথিমধ্যে ভাই-বোন অনেক সুখ-দুঃখের গল্পও করলেন। স্বামীর সাথে ডিভোর্স, একমাত্র বাচ্চার মায়া ছেড়ে বাচ্চার ভবিষ্যত গড়তেই বিদেশ গমন, আরও কতকি!
ফার্মগেটে বাস পরিবর্তন। রুবিনার ক্ষুধা পেয়েছে। ভাই তাজুল চট করে পাউরুটি আর পানি কিনে নিয়ে আসলেন। রুবিনা টাকা দিতে চাইলে তাজুল দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, "তুমি সত্যই আমার বোন হলে আজ এমন করে টাকা দিতে চাইতে না। আসলে পর কখনো আপন হয় না 🙁"
বাস গাবতলীর পথে। রুবিনা পাউরুটি খেয়ে বোতলের মুখে পানি খেতে গিয়ে একটু পানি মুখ বেয়ে পড়ছিলো। ভাই তাজুল নিজের রুমাল বের করে সযত্নে পানি মুছে দিলেন।
রুবিনা বুঝতে পারছে, রুমালের ছোঁয়ায় তার সেন্স কমে আসছে, চোখ বন্ধ হয়ে আসছে। ভাই সাহেব রুবিনার ভ্যানিটি ব্যাগ খুলে সবগুলো টাকা পকেটে ঢুকাচ্ছেন। রুবিনা চেয়ে চেয়ে দেখছেন, কিন্তু কিছুই বলতে পারছেন না। রুমালের জাদুতে হ্যাং হয়ে স্ট্যাচু বনে গেছেন।
তাজুল টাকা মোবাইলসহ দামী জিনিষপত্র নিয়ে ভাইয়ের আদরে রুবিনার মাথায় হাত বুলিয়ে নেমে পড়লেন। মিনিট পাঁচেক পর রুবিনার হাতমুখ সচল হলেও কান্না ছাড়া কোনও গতি নেই।
বাচ্চার হার্নিয়ার অপারেশন করতে আনা সবগুলো টাকা উধাও। বাস ভাড়া দেয়ার টাকাও নেই। পাশের এক ভদ্রলোক এক'শ টাকা দিয়ে সাহায্য করলেন।
রুবিনা ঘুরে দাঁড়ালেন। বাস থেকে নেমে ভ্যানিটি ব্যাগ ঘেটে ঢাকায় শম্পার বাসার ঠিকানা লেখা কাগজটা বের করলেন। শম্পা তার সাথে সৌদিতে কাজ করে। সাত আট দিন আগে দেশে আসছে।
শম্পার বাসা থেকে রুবিনা পরপর তিনদিন এয়ারপোর্ট এলাকায় চিরুনি অভিযানে আসেন। আজ চতুর্থ দিন তিনি সফল, ভাই তাজুল তার চোখ এড়াতে পারেননি।
ঠিক একই জায়গায় আজ তাজুল আরেক বিদেশ ফেরত পুরুষ যাত্রিকে বলছিলেন, "একটু আগে ছোট ভাইটারে বিদেশ পাঠাইলাম 🙁 পরানডা.."
'পরানডা ছিঁড়ার' আগেই বাঘিনীর মত ক্ষীপ্র বেগে রুবিনা তার কলার ধরে উত্তম মধ্যম দেয়া শুরু করেন। এরপর...যা হবার তাই হলো

08/07/2025

অনেকেই জমি মাপার পদ্ধতি জানি না। তাই, সাধারণত জমি মাপার সময় আমরা একজন আমিন বা
সার্ভেয়া্রের শরণাপন্ন হই। এই ব্যাপারে তখন আমাদের সেই সার্ভেয়ার বা আমিনের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়। সেক্ষেত্রে, প্রতারিত হবার কিছুটা সম্ভাবনা থেকেই যায়। জমি পরিমাপের ব্যাসিক ধারণা পারে এই সমস্যা থেকে সমাধান দিতে।
এ ছাড়া জমি পরিমাপ জানা থাকলে জমি কেনার সময় জমির পরিমাণ নিজেই মেপে বের করা যায়। এই আর্টিকেলে জমি মাপার বিভিন্ন সূত্র এবং নিয়মগুলো খুব সহজ করে বর্ণনা করা হয়েছে।
সুত্র এবং নিয়ম গুলো জানা থাকলে আশা করি, জমি মাপার বিষয়টি আপনাদের কাছে খুবই স্বচ্ছ হয়ে উঠবে।
জমির মাপের সাথে সম্পৃক্ত বিভিন্ন এককঃ
১ শতাংশ = ১০০০ বর্গলিংক
১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গ ফুট
১ শতাংশ = ১৯৩.৬০ বর্গহাত
১ শতাংশ = ৪৮.৪০ বর্গগজ
১ শতাংশ = ৪০.৪৭ বর্গ মিটার
জমি কেনার আগে আপনাকে যা যা জানতে হবে
বিভিন্ন পরিমানে জমির হিসাবঃ
১ শতক = ৪৩৫.৬০ বর্গফুট
১ শতক = ৪৮.৪০ বর্গগজ
১ শতক ৪০.৪৬ বর্গমিটার
১ শতক = ১৯৪.৬০ বর্গহাত
১ শতক ১০০০ বর্গলিংক
১ কাঠা = ১.৭৫ শতক (৩৫ এর মাপে)
১ কাঠা = ১.৬৫ শতক (৩৩ এর মাপে)
১ কাঠা = ১.৫০ শতক (৩০ এর মাপে)
১ একর = ৬০.৬০ কাঠা
১ একর = ৩.০৩ বিঘা
১ হেক্টর = ২.৪৭ একর
১ একর = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৬ বর্গমিটার
১ একর = ১৯৪৬০ বর্গহাত
১ একর = ১০০০০০ বর্গলিংক।
উদাহরণঃ একটি জমির দৈর্ঘ্য উত্তর আইল ৫০ ফুট, দক্ষিণ আইল ৫৪ ফুট, প্রস্থ পশ্চিম আইল ৩০ ফুট, ভিতরে এক অংশে ৩৪ ফুট, এক অংশে ৩৮ ফুট এবং পূর্ব আইল ৪০ ফুট জমিটির পরিমাণ কত ?
জমিটির দৈর্ঘ্য ৫০+৫৪ = ১০৪ (দুই দিকের দৈর্ঘ্য যোগ করা হলে) তাই ২ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যায় (১০৪ ভাগ ২) = ৫২ ফুট।
জমিটি প্রস্থে অসম হওয়ায় এর ২ দিকের বাউন্ডারীর প্রস্থ ছাড়াও ভিতরের দিকে অন্তত ২াট প্রস্থ পরিমাপ এবং তা গড় করে মূল প্রস্থ বের করা যায় ৩০+৪০+৩৪+৩৮ = ১৪২ (ফুট) এর গড় (১২৪ ভাগ ৪) ৩৫.৫ ফুট।
ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ = ৫২ x ৩৫.৫ = ১৮৪৬ বর্গফুট (জমিটির ক্ষেত্রফল)
সূত্র মতে ৪৩৫.৬০ বর্গফুট = ১ শতাংশ।
অতএব উপরের জমিটির পরিমাণ (১৮৪৬ ভাগ ৪৩৫.৬০) = ৪.২৪ শতাংশ।
পরচা, দাখিলনামা, জমাবন্দি, দাখিলা, দাগ নাম্বার, ছুটদাগ কি?
ক্ষেত্রফল আকৃতির জমির মাপঃ
প্রথমেই সুত্রগুলো জেনে নেয়া যাক-
ক্ষেত্রফল = বাহু X বাহু
কর্ন = ১ বাহু X ১.৪১৪
পরীসিমা= ১ বাহু X ৪
এখন যদি প্রশ্ন হয় একটি বর্গক্ষের বাহুগুলির দৈর্ঘ্য ১২০ লিংক করে হলে উহার ক্ষেত্রফল এবং জমির পরিমাণ বের কর।
তাহলে আমরা জেনেছি যে, ক্ষেত্রফল= বাহু X বাহু = ১২০ X ১২০= ১৪৪০০ বর্গলিংক (যদি ক্ষেত্রফলের একেকটি বাহু ১২০ লিংক হয়)।
এখন আমরা আগেই জেনেছি যে, ১ শতাংশ = ১০০০ বর্গ লিংক তাহলে জমির পরিমান,
১০০০ বর্গ লিংক = ১ শতাংশ
১ বর্গ লিংক = ১০০০ ভাগের ১ ভাগ
১৪৪০০০ বর্গ লিংকে কত হবে?
সুতরাং ১৪৪০০০ বর্গ লিংকে ১০০০ দিয়ে ভাগ দিলে যা হবে তাই হচ্ছে তার ফল অর্থাৎ ১৪.৪০ শতাংশ হবে।

জমি মাপের সহজ পদ্ধতি ও যন্ত্রপাতিঃ
গ্যান্টার জরিপঃ
ইংরেজ বিজ্ঞানী গ্যান্টার জরিপ কাজে ব্যবহৃত চেইন আবিস্কার করেন। তাই তার নামানুসারে এ চেইনের নামকরন করা হয়েছে “গ্যান্টর্র্স চেইন”। এ চেইনের দের্ঘ্য ২২ গজ বা ৬৬ ফুট। এতে ১০০টি লিংক আছে। প্রতি লিংকের দৈর্ঘ্য ৭.৯২ ইঞ্চি এর দু মাথায় দুটো হাতল এবং দশম লিংক একটি করে “পেন্ডিল” বা পুলি আছে।
ইদানিং ফিতা/টেপ ব্যবহার করেও জমি পরিমাপ করা হয়। সার্ভেয়ার বা আমিন সব সময় পাওয়া যায় না। এক্ষেত্রে নিম্নোক্ত হিসাব ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আপনি নিজেই জমি পরিমাপ করতে পারবেন।
হিসাবটি হলোঃ
১০০০ বর্গ লিংক (৩১.৬২x৩১.৬২ লিংক) ১ শতাংশ।
১৯৪.৬ বর্গ হাত (১৩.৯৫x১৩.৯৫ হাত) = ১ শতাংশ।
১০.০০০ বর্গ লিংক (১x১ চেইন) = ১০ শতাংশ।
৩৩.৩ শতাংশ কার্যত ৩৩ শতাংশ = ১ বিঘা। (ষ্টান্ডার্ড বিঘা)
১০০ শতাংশ বা ৪৮৪০ বর্গগজ = ১ একর।
৪৮৪০x৯ (৯ বর্গফুট = ১ বর্গ গজ বলে = ৪৩৫৬০ বর্গফুট।
৪৩৫৬০ ১০০ (১০০ শতাংশ ১ একর বলে)= ৪৩৫.৬ বর্গফুট।
অতএব ১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গফুট বা ৪০.৪৬ বর্গমিটার (প্রায়)।

আমাদের দেশে কোথাও ৩৫ শতাংশে ১ বিঘা, কোথাও ৩৩ শতাংশে ১ বিঘা আবার ইদানিং ৩০ শতাংশে ১ বিঘা বলা হচ্ছে।
যদিও সরকারি বিঘা ৩৩ শতাংশেই করা হয়। অপরদিকে কাঠার পরিমাণ শতাংশের পরিমাণে স্থান বিশেষ পার্থক্য হলেও ২০ কাঠায় ১ বিঘার হিসেবে সর্বত্র প্রচলিত ও স্বীকৃত আছে।

ডায়াগনাল স্কেলঃ
ডায়াগনাল স্কেল একটি চার কোনা বিশিষ্ট তামা ব্রোঞ্জের তৈরি স্কেল। ইহার চার পাশে ১০ টি ঘর বা কক্ষ থাকে প্রতিটি ঘরের মান ১০০ লিংক। ১৬”=১ মাইল স্কেলে ইহা তৈরি করা হয়। এবং গান্টার চেইনের সাথে মিল আছে বলে একে গান্টার স্কেলও বলা হয়।

08/07/2025

ভোক্তা অধিকারের চারজন পরিচিত মুখ।জনাব,মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল,জনাব আফরোজা রহমান,জনাব মোহাম্মদ হাসানুজ্জামান ও জনাব ফাহমিনা আক্তার।এছাড়া আরও অনেকে ভোক্তাদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন।আগামীতে ভোক্তাদের অধিকার রক্ষার্থে আরও বেশি কাজ করে যান।

08/07/2025

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে এমন কিছু পরিবার রয়েছে, যাদের একাধিক সদস্য অভিনয়ের জগতে সুপরিচিত হয়ে উঠেছেন। তাদেরই মধ্যে অন্যতম একটি নাম হলো ববিতার পরিবার। এই পরিবারে তিন বোন— #সুচন্দা, #ববিতা, ও #চম্পা—তিনজনই দেশের চলচ্চিত্র জগতে কিংবদন্তি হয়ে উঠেছেন।🌹🌹

🌟 সুচন্দাঃ
==========
পূর্ণ নাম: কোহিনূর আক্তার সুচন্দা
জন্ম: যশোরে
চলচ্চিত্রে পথচলা: ১৯৬০-এর দশকে
বিশেষত্ব: তিনি শুধু একজন জনপ্রিয় অভিনেত্রীই নন, বরং একজন সফল নির্মাতাও।
পুরস্কার:
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘সেরা পরিচালক’ (হাজার বছর ধরে)
২০১৯ সালে পেয়েছেন আজীবন সম্মাননা

ব্যক্তিগত জীবন: বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান ছিলেন তাঁর স্বামী।

🌟 ববিতাঃ
=========
পূর্ণ নাম: ফরিদা আক্তার ববিতা
জন্ম: ৩০ জুলাই ১৯৫৩, বাগেরহাট
চলচ্চিত্রে আগমন: শিশুশিল্পী হিসেবে ‘জ্বলতে সুরুজ’ সিনেমায় অভিনয়
বিশ্বজয়: সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত' সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেন
চলচ্চিত্র সংখ্যা: প্রায় ৩৫০টির বেশি সিনেমায় অভিনয়
পুরস্কার:
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৮ বার বিজয়ী
২০১৬ সালে পেয়েছেন আজীবন সম্মাননা

ব্যক্তিগত জীবন: তাঁর একমাত্র ছেলে অনিক ইসলাম বর্তমানে কানাডা প্রবাসী

🌟 চম্পাঃ
=========
পূর্ণ নাম: গুলশান আরা আখতার চম্পা
জন্ম: ৫ জানুয়ারি ১৯৬৫
শুরু: প্রথমে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু, পরে ‘তিন কন্যা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ
চলচ্চিত্র সংখ্যা: ২০০টিরও বেশি সিনেমায় অভিনয়
পুরস্কার:
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী (৩ বার)
পার্শ্ব অভিনেত্রী হিসেবেও পুরস্কার অর্জন

অভিনয়ের ধারা: নাটক ও সিনেমা—দুই মাধ্যমেই সক্রিয়ভাবে কাজ করেছেন

08/07/2025

জরিপ চলতাছে রিয়েক্ট দিয়েন

Aunty having a better love life than us

Dua Lipa - ACTRESS
Dua Lipa Unveils the Secrets Behind Her Extraordinary Talent --------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
In the glittering world of pop music, few names shine as brightly as Dua Lipa. The British-Albanian singer has captivated audiences worldwide with her sultry voice, mesmerizing stage presence, and a string of chart-topping hits. But what lies behind the star power of this musical sensation? In a recent candid interview, Dua Lipa revealed the secrets behind her extraordinary talent, offering fans a glimpse into the passion and dedication that fuel her success.
A Lifelong Passion for Music
Dua Lipa's journey into music started at a young age. Born in London to Albanian parents from Kosovo, she grew up in a household filled with music. Her father, a musician himself, often played guitar and sang around the house, instilling a love for music in young Dua. "Music was always a part of my life," she recalls. "I remember dancing around the living room to my dad's songs and dreaming of one day having my own songs that people would dance to."
Hard Work and Perseverance
While many might assume that Dua's rise to fame was swift, her journey was anything but easy. After moving back to Kosovo with her family at the age of 13, she realized that pursuing a music career would be challenging without the resources available in London. At 15, she made the bold decision to return to London alone to chase her dreams. She worked as a waitress and took on various odd jobs to support herself while attending Sylvia Young Theatre School part-time.
"I had to grow up quickly," she admits. "There were moments of doubt, but I knew what I wanted, and I was determined to make it happen." Her relentless work ethic paid off when she began uploading covers of her favorite songs on YouTube, catching the attention of music producers.
Crafting Her Unique Sound
One of the defining features of Dua Lipa's music is its distinct sound—a blend of pop, dance, and R&B with a touch of nostalgia. She credits this to her diverse musical influences, ranging from pop icons like Madonna and Gwen Stefani to R&B legends such as Nelly Furtado and Pink. "I wanted to create music that felt timeless, something that people could listen to now and still enjoy years later," she explains.
Her breakthrough single, "New Rules," exemplifies this approach. The song's catchy melody and empowering lyrics struck a chord with listeners, propelling her to international stardom. "New Rules" wasn't just a hit; it was a cultural phenomenon, earning Dua a place among pop music's elite.
The Power of Authenticity
Beyond her musical prowess, Dua Lipa's authenticity sets her apart. In an industry often criticized for its superficiality, she remains refreshingly genuine. "I think people connect with authenticity," she says. "I want my fans to see the real me, to know that I'm just like them—someone with dreams, fears, and a passion for what I do."
This authenticity extends to her songwriting. Many of her hits, including "Don't Start Now" and "Levitating," draw from personal experiences and emotions. "Writing music is therapeutic for me," she shares. "It's a way to process my feelings and share my stories with the world."
Looking Ahead
As Dua Lipa continues to dominate the charts and win hearts globally, she remains focused on evolving as an artist. With a new album in the works and plans for a world tour, she shows no signs of slowing down. "I'm always looking for ways to grow and push my boundaries," she says with a smile. "The journey has been incredible so far, and I can't wait to see what the future😱💝

Address

281/4, Zafrabad, Sankar, Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when bd24times.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Our Story

সবাইকে বিডি টোয়েন্টিফোর টাইমস ডট কম অনলাইন নিউজ পোর্টালে স্বাগত জানাচ্ছি। ২৩ মে ২০১৫ সালে আমাাদের যাত্রাশুরু। এরপর থেকেই পাঠকদের ভালোবাসায় সিক্ত আমরা। পাঠকদের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞ। আপানাদের সমর্থনই অামাদের প্রেরণার উৎস। আপানাদের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান আমরা আরও বেশি দায়িত্ববোধের পরিচয় দিব।

যেকোন ভাবেই হউক আমরা সত্য প্রকাশে দৃঢ় প্রতিজ্ঞ। যেকোন ধরণের চাপকে পাশ কাটিয়ে আমরা দেশের স্বার্থে সংবাদ প্রচার করব। আমাদের রয়েছে একঝাক তরুণ সাংবাদিক। যাদের অক্লান্ত পরিশ্রমে সবার আগে সর্বশেষ সংবাদ আপনাদের মাঝে পৌছে দেয়া সম্ভব হচ্ছে। সাথেই থাকুন।