S.M Salim Rocky

S.M Salim Rocky Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from S.M Salim Rocky, Digital creator, Dhaka.

"সাবেক সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগর।
সাবেক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী
যুবদল বোয়ালিয়া থানা পূর্ব/সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর"!!!

"থেমে থাকার জন্য মানুষের জন্ম হয় নাই। মৃত্যু ভয় মানুষকে দমাতে পারে না। সমালোচনা ভালো কিছুর অন্তরায় হয় না, মেরুদণ্ড সোজা ...
20/10/2025

"থেমে থাকার জন্য মানুষের জন্ম হয় নাই। মৃত্যু ভয় মানুষকে দমাতে পারে না। সমালোচনা ভালো কিছুর অন্তরায় হয় না, মেরুদণ্ড সোজা করে দাড়াবেই মানুষ,
মানুষের জন্যেই মানুষ।

20/10/2025

"জাগো বাঙালি, জাগো!
একবার নয়—প্রয়োজনে শতবার রক্ত দিবো, তবু ষড়যন্ত্রকারীদের হাতে প্রিয় মাতৃভূমিকে সোপর্দ করবো না।
রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা আমরা কোনোদিনই বিসর্জন দেব না।

পিছু হটার প্রশ্নই ওঠে না—লড়াই চলবেই, চলবে বিজয়ের শেষ প্রহর পর্যন্ত।
এই মাতৃভূমি আমাদের, এবং চিরকাল আমাদেরই থাকবে।

আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী—যিনি এই জাতিকে দিয়েছিলেন আত্মপরিচয়, দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি।
আমি অনুসরণ করি আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্বকে।
আমি শ্রদ্ধাভরে সমর্থন করি গণতন্ত্রের অবিসংবাদিত কণ্ঠস্বর, দেশনায়ক তারেক রহমানকে—যিনি প্রবাসে থেকেও এ জাতির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর হয়ে আছেন।

আমি রাজশাহী মহানগর যুবদলের একজন গর্বিত, সচেতন ও দৃপ্তকণ্ঠ সৈনিক।
স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে ছিলাম, আছি, থাকবো।
আর যদি প্রয়োজন হয়, বুকের তাজা রক্ত দিতেও প্রস্তুত আছি—এই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার লড়াইয়ে ইনশাআল্লাহ একচুলও পিছু হটবো না।

🌾🌾🌾
19/10/2025

🌾🌾🌾

২০১৯ সালে বিক্ষোভ মিছিল,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর।
19/10/2025

২০১৯ সালে বিক্ষোভ মিছিল,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর।

"ছোট্ট একটা পৃথিবী সময় শেষ হইলে যাইতে হবে....!
01/10/2025

"ছোট্ট একটা পৃথিবী সময়
শেষ হইলে যাইতে হবে....!

Big thanks to Tosnor Islam Sadu, Shamimatul Jannat Sharmin, Abir Biswasfor all of your support! Congrats for being top f...
17/09/2025

Big thanks to Tosnor Islam Sadu, Shamimatul Jannat Sharmin, Abir Biswas

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

17/09/2025

"আসমান ও জমিনের মালিক কে,,,

ঐক্য, উন্নয়ন ও গণতন্ত্রের অঙ্গীকার১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্ত...
01/09/2025

ঐক্য, উন্নয়ন ও গণতন্ত্রের অঙ্গীকার

১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর নেতৃত্বে জন্ম নেয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৃহত্তম জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তি— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম এবং “উৎপাদনমুখী রাজনীতি”র দর্শন ছিল একটি আত্মনির্ভরশীল, স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক বাংলাদেশ গঠনের মূল ভিত্তি।

আজ ১ সেপ্টেম্বর ২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ দীর্ঘ সময়ে বিএনপি দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং জাতীয় উন্নয়ন ও উৎপাদনশীল অর্থনীতির মাধ্যমে জনগণের স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করেছে।

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রামে বিএনপি আজও অগ্রণী ভূমিকা পালন করছে।
দেশের প্রতিটি গণতন্ত্রপ্রেমী মানুষ, দলমত নির্বিশেষে—এই দলকে দেখছে মুক্তি, উন্নয়ন ও পরিবর্তনের প্রতীক হিসেবে।

এই মহান প্রতিষ্ঠাবার্ষিকীতে—
আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো—ইনশাআল্লাহ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অমর হোক।
গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌম বাংলাদেশ দীর্ঘজীবী হোক।

28/08/2025

"আসমান ও জমিনের মালিক কে,,,,

28/08/2025

"আমি গর্বিত আমার ধর্ম ইসলাম"
"আপনার ধর্ম কি,,?

আল্লাহ ভরসা,,,,,
28/08/2025

আল্লাহ ভরসা,,,,,

Big shout out to my newest top fans! 💎 Tosnor Islam Sadu, Shamimatul Jannat Sharmin, Abir BiswasDrop a comment to welcom...
06/04/2025

Big shout out to my newest top fans! 💎 Tosnor Islam Sadu, Shamimatul Jannat Sharmin, Abir Biswas

Drop a comment to welcome them to our community, fans

Address

Dhaka
6100

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.M Salim Rocky posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.M Salim Rocky:

Share